𝗗𝗔𝗥𝗣𝗔𝗡 𝗕𝗢𝗥𝗞𝗛𝗢𝗟𝗔 - দর্পণ বড়খলা

  • Home
  • India
  • Silchar
  • 𝗗𝗔𝗥𝗣𝗔𝗡 𝗕𝗢𝗥𝗞𝗛𝗢𝗟𝗔 - দর্পণ বড়খলা

𝗗𝗔𝗥𝗣𝗔𝗡 𝗕𝗢𝗥𝗞𝗛𝗢𝗟𝗔 - দর্পণ বড়খলা 𝗗𝗔𝗥𝗣𝗔𝗡 𝗕𝗢𝗥𝗞𝗛𝗢𝗟𝗔 - দর্পণ বড়খলা, ᴀ ꜱᴏᴄɪᴀʟ ɢʀᴏᴜᴘ ᴡʜᴏ ᴘʀᴏᴅᴜᴄᴇ ᴀɴᴅ ᴅɪꜱᴛʀɪʙᴜᴛᴇ ᴍᴇᴅɪᴀ ᴄᴏɴᴛᴇɴᴛ

🙏🙏🙏
29/09/2024

🙏🙏🙏

17/09/2024
দেবশিল্পী বিস্বকর্মা পুজার আন্তরিক শুভকামনা 🙏🙏🙏
17/09/2024

দেবশিল্পী বিস্বকর্মা পুজার আন্তরিক শুভকামনা 🙏🙏🙏

উপকারী কে কেউ মনে রাখে না....😔
14/09/2024

উপকারী কে কেউ মনে রাখে না....😔

শৈশবে বর্ষা ছিল, নিম্নচাপ ছিলনা, ঝরোঝরো দিনে ইস্কুল কামাইএখনকার মত গেম ছিলনা, খেলা ছিল, তেমন খেলনা ছিলনা।  অগত্যা কাগজের...
08/09/2024

শৈশবে বর্ষা ছিল, নিম্নচাপ ছিলনা, ঝরোঝরো দিনে ইস্কুল কামাই

এখনকার মত গেম ছিলনা, খেলা ছিল, তেমন খেলনা ছিলনা।
অগত্যা কাগজের নৌকা বানিয়ে বাড়ির সামনে তিরতির করে বয়ে চলা বৃষ্টির জলে নৌকা ভাসানো, তার সাথে আমার শৈশব ভাসত।

খিচুড়ি অবধারিত ও ডিম ভাজা ,
নিয়ম মেনেই এর পরে কাশফুল আসতো, আজও আসে,
তবে অপু দূর্গারা তার গায়ে আজ হাত বোলায় না,
সামনে সেলফি, পেছনে কাশফুলের ভেলকি।
সেই সময় স্কুলে এত রকস্টার, সেমিস্টার, প্রজেক্ট ছিলনা।

কেশব নাগ ছিল, পি কে দের ইংলিশ ছিল।

এমন বর্ষাতে কাঁথা মুড়ি ছিল, বেগুনি আর মুড়ি ছিল,

ছপাৎ ছপাৎ জল দাপানো ছিল,
টুনটুনির গল্প ছিল, এখনকার বিরল চড়ুই পাখি সরল ছিল, গল্পদাদুর আসর ছিল।

মা, মাসির গলায় গান ছিল, পরিবারে প্রাণ ছিল,

এল,ই ডি আলোর বদলে শিউলি ফুলের আলো ছিল,

ধক্ ছিলো, রক ছিলো, সব কিছুই ভাল ছিল।

অভাব ছিল, তাকে ঢেকে দিত স্বল্প পাওয়ার সুখ।

জ্যামিতির বাক্সকে কানে ধরে হ্যালো হ্যালো বলা ছিল,

জীবনবোধের সহজ পথে চলা ছিল।

পুজোর গান ছিল, পূজো আসার রব ছিল,

থিম ছিলনা, মা ছিল, একচালাতেই দেখা দিত, কূপন ছাড়াই প্রসাদ দিত।

সব হারালাম, এগিয়ে গেলাম, হরেক রকম ফন্দি/ জীবন এখন ভীষনভাবে মুঠোফোনে বন্দী।

সংগৃহীত..Facebook

শিক্ষক দিবসের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🙏🙏🙏
05/09/2024

শিক্ষক দিবসের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🙏🙏🙏

নর্থ ইষ্ট ইউনাইটেড ২০২৪ সালের ডুরান্ড কাপের ফাইনালে  কলকাতার মোহন বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ান হলো।
01/09/2024

নর্থ ইষ্ট ইউনাইটেড ২০২৪ সালের ডুরান্ড কাপের ফাইনালে কলকাতার মোহন বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ান হলো।

NRC তে বাদ পরে যাওয়া হিতাধিকারির জন্য সুখবর!!!
28/08/2024

NRC তে বাদ পরে যাওয়া হিতাধিকারির জন্য সুখবর!!!

শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা—    আজ শুভ জন্মাষ্টমীতে সকল কৃষ্ণভক্তদের নিকট হৃদয়ের আকুল আবেদন রইল, শ্রীকৃষ্ণের সংগ্রামী মনোভ...
26/08/2024

শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা—
আজ শুভ জন্মাষ্টমীতে সকল কৃষ্ণভক্তদের নিকট হৃদয়ের আকুল আবেদন রইল, শ্রীকৃষ্ণের সংগ্রামী মনোভাবের সঙ্গে একাত্ম করে আজকের দিকভ্রষ্ট সমাজের অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করে ধর্ম ও নৈতিকতার ওপর আধারিত এক সুসংবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলি। কৃষ্ণ মানে নয় সংগ্রাম বিমুখতা, কৃষ্ণ মানেই অধর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা।

—: জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পোষ্ট :—
সদাশিবের পর যিনি মানবসমাজে পূজা পেয়ে আসছেন তিনি হলেন শ্রীকৃষ্ণ। সদাশিব পশুভাবের বিছিন্নতা থেকে সমাজে একটা ছন্দোবন্ধ রূপ দিয়েছিলেন, দিয়েছিলেন একটা নিয়মানুবরতিতার দ্বারা আবেষ্টিত জীবন। কিন্তু কৃষ্ণ যখন এসেছেন তখন সামাজিক পরিস্থিতি অপেক্ষাকৃত জটিল ছিল। তাই তিনি মানুষের মধ্যে সমাজ চেতনা, পাপশক্তির বিরুদ্ধে লড়াইকরার মানসিকতা তৈরী করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে পরাজিত করে মানুষকে ও তার সমাজকে রক্ষা করাই ধর্মসম্মত, গীতার মাধ্যমে এই শিক্ষাই তিনি মানুষকে দিয়ে গেছেন।
শ্রীকৃষ্ণের দুটি রূপ একটি হল রাজা কৃষ্ণ অর্থাৎ পার্থসারথির রূপ। অপরটি হল ব্রজের কৃষ্ণের রূপ।পার্থসারথি কৃষ্ণ হিসাবে পাপ শক্তির বিরুধে সংগ্রাম করে ধর্মরাজ্য স্থাপন করেছেন । আর ব্রজের কৃষ্ণ হিসাবে ব্রজগোপাল হিসেবে মিস্টি মধুর সুরে বাঁশি বাজিয়ে, মানুষকে কাছে টেনে , তাকে ভালবেসে তিনি তাদের চরম মাধুর্যের আস্বাদ পাইয়েছেন। তাদের ইশ্বরমুখী হতে অনুপ্রেরণা জুগিয়েছেন। শ্রীকৃষ্ণের দুটি রূপই অনন্য-অতুলনীয়-অনুপমেয়।
‘কৃষ্ণ’ শব্দের তিন ধরণের ব্যাখ্যা আছে - দার্শনিক (Philosophical),জীববৈজ্ঞানিক (biological),ঐতিহাসিক (historical)।
দার্শনিক দৃষ্টিকোণ থেকে ‘কৃষ্ণ’ মানে সেই সত্তা যিনি সবাইকে তাঁর দিকে আকর্ষণ করেন।জ্ঞাতসারেই হোক অথবা অজ্ঞাতসারেই হোক, সবাই তাঁর দিকে আকর্ষিত হয়ে এগিয়ে চলেছে। অবশ্য জীবের ধর্মই হচ্ছে পরমপুরুষের দিকে এগিয়ে চলা। তিনি সবাইকে তাঁর দিকে আকর্ষণ করছেন।জীব তাঁর আকর্ষণে আকৃষ্ট হয়ে তাঁর দিকেই ছুটে চলেছে।
দ্বিতীয় দার্শনিক ব্যাখ্যা হচ্ছেঃ প্রতিটি অণুমনের মধ্যেই ‘আমি আছি’, ‘আমি রয়েছি’ এই ধরণের একটা অস্তিত্ব-বোধ রয়েছে। তাই অহংবাচক ‘আমি’ বোধও রয়েছে। যদি কৃষ্ণ না থাকতেন তাহলে ‘আমি’ বোধ-ও থাকত না। তাই বলা হয় ‘কৃষিভূঃ’।
জীববৈজ্ঞানিক বা বায়োলজিক্যাল ‘কৃষ্ণ’ জিনিসটা কেমন? না, জীববৈজ্ঞানিক কৃষ্ণ হলেন এমন এক সত্তা যিনি সহস্রার চক্রের কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত থেকে সমস্ত জৈবী বৃত্তি ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছেন...পরিচালন করছেন।
এবার আসছে ঐতিহাসিক কৃষ্ণের কথা। সকলেই জানে যে মহাভারতের যুগে কৃষ্ণ নামে এক বিরাট ঐতিহাসিক পুরুষের আবির্ভাব ঘটেছিল যিনি ধর্ম ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্যে স্বয়ং সংগ্রাম করেছিলেন ও অপরকেও সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।
(তথ্য সূত্রঃ নমামি কৃষ্ণ সুন্দরম , কৃষ্ণতত্ত্ব ও গীতাসার - শ্রী শ্রী আনন্দমূর্ত্তি)

আজ ২৩ই আগস্ট....এক ঐতিহাসিক ও অতন্ত গুরুত্বপূর্ণ  দিন....
23/08/2024

আজ ২৩ই আগস্ট....
এক ঐতিহাসিক ও অতন্ত গুরুত্বপূর্ণ দিন....

এটা পড়ুন, ভালো লাগবে।। মহান ব্যক্তিদের জীবনের কিছু মজার ঘটনা ।☀️ কবি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র...
23/08/2024

এটা পড়ুন, ভালো লাগবে।।
মহান ব্যক্তিদের জীবনের কিছু মজার ঘটনা ।

☀️ কবি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে আর্থিক সাহায্য করতেন।
একদিন এক মাতাল বিদ্যাসাগর মহাশয়ের কাছে সাহায্য চাইতে এলে বিদ্যাসাগর বললেন, "আমি কোন মাতালকে সাহায্য করি না।"
কিন্তু আপনি যে মধুসুদনকে সাহায্য করেন তিনিও তো মদ খান - মাতালের উত্তর।
তখন বিদ্যাসাগর উত্তর দেন, "ঠিক আছে আমিও তোমাকে মধুসূদনের মত সাহায্য করতে রাজী আছি তবে তুমি তার আগে একটি “মেঘনাদ বধ” কাব্য লিখে আন।"

☀️অনেক বছর আগের কথা। সে সময় আমেরিকান ট্রেনগুলো বেশ ধীরগতিতে চলত। লেট করত ঘণ্টার পর ঘণ্টা। সকাল ৮টার ট্রেন রাত ৮টায় আসবে কি না সে বিষয়ে সবাই থাকত সন্দিহান।
এমনই এক সময়ে বিখ্যাত রম্যসাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসে ছিলেন।
কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টোয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা 'হাফ টিকিট' বাড়িয়ে দিলেন। বুড়ো মানুষের হাতে 'হাফ টিকিট' দেখে টিকিট চেকার অবাক! তাঁর প্রশ্ন, 'কী মশাই, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ, মাথার চুল সবই তো সাদা। আপনি কি জানেন না চৌদ্দ বছরের বেশি হলে আর হাফ টিকিট চলে না?'
মার্ক টোয়েনের সোজা জবাব, "যখন ট্রেনে চড়েছিলাম, তখন তো বয়স চৌদ্দই ছিল। কে জানত, ট্রেন গন্তব্যে পৌঁছতে এত লেট করবে!"

☀️‘পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে’ সে সম্পর্কে একবার বক্তৃতা করছিলেন বারট্রান্ড রাসেল। বক্তৃতার মাঝখানে এক বৃদ্ধলোক দাঁড়িয়ে রাসেলের কথার প্রতিবাদ করে বললেন, "ওহে তরুণ তুমি বেশ বুদ্ধিমান এতে কারো সন্দেহ নেই। তবে পৃথিবী যে চ্যাপ্টা আর তা কচ্ছপের পিঠে করে বয়ে বেড়াচ্ছে তা মনে করেছ আমরা জানিনা!"
রাসেল বৃদ্ধের কথা শুনে অবাক হলেন। প্রশ্ন করলেন, "ঠিক আছে, তাহলে আপনি এবার বলুন, ওই কচ্ছপটা কিসের ওপর দাঁড়িয়ে আছে?"
বৃদ্ধ একটু ঘাবড়ে গিয়ে বললেন, "হুঁ, আমি তোমাকে বলে দিই আর তুমি তা শিখে ফেল আর
কী! সেটা হতে দেবনা।"

☀️শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে
রবীন্দ্রনাথ একবার লিখে পাঠালেন, "আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ।
এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে।"
চিন্তিত, শঙ্কিত নেপালবাবু পরদিন শশব্যস্ত হয়ে কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতে পারেননি। এখনো তাঁকে বেশ কিছুক্ষণ উৎকণ্ঠার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু।
অবশেষে পাশের ঘর থেকে একটি মোটা লাঠি হাতে আবির্ভূত হলেন কবি।
নেপালবাবুর তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্তপ্রায়।
তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তাঁর মাথায়
পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, "এই নিন আপনার দণ্ড! সেদিন যে এখানে ফেলে গেছেন, তা একদম ভুলে গেছেন তো?"

☀️টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, "কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।"
তরুণী বলেই যাচ্ছে, থামার কোনো লক্ষণ নেই।
অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। পরে বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।"

কৃতজ্ঞতা প্রকাশ :- লক্ষ্মীকান্ত বসু।
#সংগৃহীত

With Suborno Isaac Bari – We just got recognised as one of their top fans! 🎉
22/08/2024

With Suborno Isaac Bari – We just got recognised as one of their top fans! 🎉

22/08/2024

বিভাগীয় কর্তৃপক্ষের হেলদোলের কারণে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজ হাতে দায়িত্ব নিয়ে বড়খলায় আসাম মালা প্রকল্পের কাজে হাত দিলেন ।

Address

Borkhola Central, Borkhola Road, Cachar
Silchar
788110

Opening Hours

Monday 5am - 12am
Tuesday 5am - 12am
Wednesday 5am - 12am
Thursday 5am - 12am
Friday 5am - 12am
Saturday 5am - 12am
Sunday 5am - 12am

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗗𝗔𝗥𝗣𝗔𝗡 𝗕𝗢𝗥𝗞𝗛𝗢𝗟𝗔 - দর্পণ বড়খলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies