Silchar Facts

Silchar Facts সব ধরনের তথ্য নিয়ে সবার আগে আমরা হাজির! লাইক করে শেয়ার করে এগিয়ে রাখুন আপনাদের পেজ Facts

  ১। হত্যাকাণ্ডে কোনও মুসলিম সংযোগ নেই। এসপি খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তন্ন তন্ন করে খুঁজেও এই ‘অ্যাঙ্গল’ পাওয়া যায়ন...
19/07/2023


১। হত্যাকাণ্ডে কোনও মুসলিম সংযোগ নেই। এসপি খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তন্ন তন্ন করে খুঁজেও এই ‘অ্যাঙ্গল’ পাওয়া যায়নি।
২। আটক পিনাক শুক্লবৈদ্যকে এসপি অফিসে রেখে টানা জেরা চলছে। গত বৃহস্পতিবার সে ব্যাঙ্গালুর থেকে বিমানে শিলচর পৌঁছায়। শনিবার রাতে সে মেয়েকে তুলে নিয়ে ঘটনা ঘটিয়ে গুয়াহাটি চলে যায়। পুলিশকে বোকা বানানোর জন্য সে গত সোমবারের ব্যাঙ্গালুর-গুয়াহাটি বিমানের অন্য একটি টিকিট কেটে রাখে।
৩। আজ রাত ন’টায় দুধপাতিল থেকে দুই ভাইকে তুলে এনেছে পুলিশ। তারা কর্মকার পদবীর। তাদের বাবা আমার-আপনার বেশ পরিচিত। সাব রেজিষ্টারী অফিসে একটি হোটেল চালান। তারাপুর থেকেও আরেক যুবককে তুলেছে পুলিশ। আমি নাম জানতে পারিনি।
৪। গতকাল পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় পুলিশ ১১ জন যুবককে আটক করেছিল। ১ জনকে ছেড়ে দিয়েছে। ১০ জন জেলে গেছেন।
৫। পিনাকের সঙ্গে বা পুরনো প্রেমিক অঞ্জন তাঁতুয়ার সঙ্গে পিঙ্কির প্রেমের অ থেকে বিসর্গ পর্যন্ত জানতেন পিঙ্কির মা। পিনাকের কাছ থেকে মোটা অংকের টাকাও নিয়েছিলেন।

19/07/2023
🔴 হজ পালনে গিয়ে মৃত্যু বদরপুরের হাজির🔴 শ্রীগৌরীর হাজী আবুল হোসেন সাহেবের মৃত্যু সংক্রান্ত বিষয়ে জেলা হজ কমিটি বা রাজ্য...
01/07/2023

🔴 হজ পালনে গিয়ে মৃত্যু বদরপুরের হাজির

🔴 শ্রীগৌরীর হাজী আবুল হোসেন সাহেবের মৃত্যু সংক্রান্ত বিষয়ে জেলা হজ কমিটি বা রাজ্য হজ কমিটি কোন ধরনের সহযোগিতা করেনি বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন

বরাকের গ্রামেগঞ্জে এই মারামারি হয় না কেন? প্রতিটি বছর গ্রামের মানুষরা শুধু এই শিলচর শহরে মার খায় কেন?এই মার খাওয়ার জন্য ...
01/07/2023

বরাকের গ্রামেগঞ্জে এই মারামারি হয় না কেন? প্রতিটি বছর গ্রামের মানুষরা শুধু এই শিলচর শহরে মার খায় কেন?

এই মার খাওয়ার জন্য গ্রামের মানুষগুলো কিন্তু অনেকটা দায়ী। তার কারণ হচ্ছে :

১) আজকাল অধিকাংশ ছোটখাটো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বা অনেক ভালো মানের কাপড়চোপড় কম দামে বিভিন্ন ডিসকাউন্টে অনলাইনে পাওয়া যায়, ঘরের বারান্দায় দু'দিনে চলে আসে, তারপরও বেশি দাম দিয়ে সেসব কেনাকাটা হয় শিলচর শহর থেকে।

২) শুধুমাত্র স্টেটাস মেন্টেইন রাখতে গ্রামের অনেক ধনীরা শহর শিলচরে যায়, যে প্রয়োজনে তারা শহরে যায় সেই প্রয়োজন কিন্তু অনায়াসে গ্রামের ছোট বাজারে পূরণ হয়। তাই আগে শুধু দিনমজুররা মার খেত, এখন ধনী শ্রেণির মানুষও মার খাচ্ছে।

৩) শিলচরেও কোন এক রিসোর্টে গিয়ে ফেসবুকে না পোস্টালে যেমন জীবন বৃথা, এসব বিলাসিতা সেখানে যাওয়ার ক্ষেত্রে আরও অনেককে অনুপ্রাণিত করে।

৩) অন্যদিকে অধিকাংশ গ্রামের মানুষগুলো ব্যবহার জানে না, ব্যবসা জানে না। তারা দোকান খোলে একটু বিক্রি বেড়ে গেলে নিজেদের রাজা ভেবে নেয়, কাস্টমারদের গুরুত্ব দেয় না। শিলচর শহরে শত কোটি টাকার মালিক অনেক ব্যবসায়ীরা মাথা কামাই করতে প্রয়োজনে পায়ে ধরে নেয়, সেই ট্যাকনিক মাথামোটা গ্রামের ব্যবসায়ীরা জানে না।

মেডিকেল, হাসপাতাল, আদলত ও সদর থানা ছাড়া শিলচর শহরের আজকাল আর তেমন কোন প্রয়োজন নেই, নিজের লাইফ ইন্সুইরেন্স 'ফি' মনে করে পাঁচ দশটাকা এদিক সেদিক করলে বাকি সব প্রয়োজন ছোট বাজার, বিভিন্ন বাইপাস পয়েন্ট, বিভিন্ন তেমাথা বা অনলাইন থেকে পূরণ করা সম্ভব।

তবে গ্রামের মানুষ কোনদিন নিজের চরিত্র বদলাতে পারবে না, যতক্ষণ নিজের পরিবার বা নিজের উপর আক্রমণ আসবে না ততক্ষণ এসব ব্যাপারকে গ্রামের মানুষ পাত্তাই দেবে না। তাই মার খেয়ে এই ফেসবুকে হাউমাউ করে লাভ নেই।

কোন শান্তি টান্তি কমিটি লাগবে না। মাত্র তিন বছর একান্ত প্রয়োজন ছাড়া শহর শিলচরকে গ্রামের মানুষ তালাক দিলে শিলচরের কথিত নাগরিক সমাজ ও বর্তমানে নীরব ব্যবসায়ীরা নিজেরা মাঠে নেমে এসে গ্রামের মানুষদের নিরাপত্তার জন্য সুরক্ষা কমিটি গঠন করবে। প্রশাসনের কোন প্রয়োজন হবে না

সবাই প্রস্তুত থাকুন নিজের মোবাইল হাতে নিয়ে। ঢুকে যেতে পারে আপনার একাউন্টে ও  ২৫ হাজার টাকা।
01/07/2023

সবাই প্রস্তুত থাকুন নিজের মোবাইল হাতে নিয়ে। ঢুকে যেতে পারে আপনার একাউন্টে ও ২৫ হাজার টাকা।

03/06/2023

সিগনালের ত্রুটির জন্য ঘটলো এমন ঘটনা।

ট্রেন দূর্ঘটনায় এখন পর্যন্ত 316 জন নিহত এবং 1000 জনের উপরে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশে আবার চালু হবে ১০০০ টাকার নোট? সোমবারই যার খোলসা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এদিন মুম্বইতে ২০০০ টাকার নোট ...
22/05/2023

দেশে আবার চালু হবে ১০০০ টাকার নোট? সোমবারই যার খোলসা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এদিন মুম্বইতে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্তের পরে প্রথম বিবৃতি দিয়েছেন তিনি।

21/05/2023

ভারী বৃষ্টি হচ্ছে শিলচর এ।

সম্ভবত আজ থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না শেষ তারিখ আজ! এটা...
21/05/2023

সম্ভবত আজ থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না শেষ তারিখ আজ! এটা আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে। আপনি যা কিছু পোস্ট করেছেন বা আজ পোস্ট করা হয়েছে - এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো।
ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮...
আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...
আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে উভয় সময়েই।
এই পোস্টের যেকোনো জায়গায় আপনার আঙ্গুল ধরুন এবং একটি কপি দেখা যাবে। কপিতে ক্লিক করুন। তারপর আপনার পেজে যান এবং নতুন একটি পোস্ট শুরু করুন।
আমি ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, জনসংখ্যা, ফোন নম্বর বা পোস্ট... একদম আমার লিখিত অনুমতি ছাড়া কোন কিছু কোন রূপে ব্যবহার করা যাবে না।
©️

#ফেসবুক

আর চলবে না বহিরাগত ক্যাব মেঘালয়ের রাজ্যে  শিলংয়ে। নিয়ম না জেনে গেলে হতে পারে জরিমানা ! বিস্তারিত কমেন্টে ।
20/05/2023

আর চলবে না বহিরাগত ক্যাব মেঘালয়ের রাজ্যে শিলংয়ে। নিয়ম না জেনে গেলে হতে পারে জরিমানা ! বিস্তারিত কমেন্টে ।

19/07/2021

Address

Silchar
788001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silchar Facts:

Videos

Share


Other Media/News Companies in Silchar

Show All

You may also like