PTC-01
আজ গোটা রাজ্যের সঙ্গে বরাকের দুটি লোকসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হচ্ছে দেশের দ্বিতীয় পর্যায়ের সাধারণ নির্বাচন।শিলচর লোকসভা কেন্দ্রের ১৫৫১টি ভোটকেন্দ্রে ১৩,৬৯,৫৭৮ ভোটার তাঁদের মূল্যবান ভোট দেবেন। কাছাড়ে পুরুষ ভোটার 6,83,860 জন ও মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 6,85,694 জন, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৪ জন।আজ কড়া সুরক্ষা ব্যবস্থার মধ্যে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি শিলচর লোকসভা কেন্দ্রের _____ নং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লেগে আছে। পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁদের গনতান্ত্রীক অধিকার প্রয়োগ করার। সবমিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে _________ নং ভোট কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া।
ভিডিও জার্নালিস্ট ______ এর সঙ্গে আমি ________ ডে টাইমস নিউজ শিলচর।।
Loksabha nirbachan Silchar
শিলচরের বিশিষ্ট সমাজ সেবক ও স্টার মসলার স্বত্বাধিকারী প্রমোদ কুমার মোদক ২৬ শে জানুয়ারি উপলক্ষে সমগ্র বরাক বাসীকে শুভেচ্ছা জানান
কাছাড়ে জব্দ দুই তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি l
পুনঃ একবার পুষ্পা সিনেমার কাদায় তেলের ট্যাঙ্কার ভর্তি করে বার্মিজ সুপারি পাচারের সময় লক্ষ্মীপুর ফুলের তল এলাকায় দুটি ভারত পেট্রোলিয়ামের গাড়ি জব্দ করেছে পুলিশ l
পুষ্পা সিনেমায় তেলের ট্যাঙ্কারে ভরে সরবরাহ করা হয়েছিল লাল চন্দন কাঠ l
আর এই পন্থা অবলম্বন করে এবার আসামে সরবরাহ করা হচ্ছে বার্মিজ সুপারি l আর এই ঘটনাটি এবার প্রথম নয় ,কিছুদিন পূর্বে ও এই একই দৃশ্য পরলোক্ষিত হয়েছিল শিলচর রামনগর আই এস বি টি তে l
হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ,পুষ্পা সিনেমার ফর্মুলায় এবার কাছারেও তেলের ট্যাঙ্কারে করে চলছে অবৈধ বার্মিজ সুপারির সরবরাহ l
পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বার্মিজ সুপারি পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে থাকেন l
পূর্বে মিজোরাম থেকে আসাম হয়ে বহিরাজ্যে পাচার করা হতো বার্মিজ সুপারি l
এবার মন
INTRO-বাঁধন ও দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ৫ জানুয়ারী থেকে শুরু হবে তিনদিবসীয় পৌষমেলা ।
VO-বাঁধন ও দিশান্ত গ্রুপের উদ্যোগে সোমবার শিলচর অম্বিকাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ৫ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত শিলচরে এক মেঘা পৌষ মেলার আয়োজন করা হবে। এদিন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিবসীয় পৌষ মেলার উদ্বোধন করবেন।উক্ত মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাঁদের রকমারি স্টোলের পসরা নিয়ে মেলায় বসবেন। #Silchar #Cachar #Assam
INTRO-জেলায় সাড়ম্বরে পালিত হলো বড়দিন। ভক্তদের ঢল উপচে পড়ল বিভিন্ন গির্জা ও চার্চে।
VO-সমগ্র বিশ্বের সাথে পাল্লা দিয়ে কাছাড় জেলায়ও সোমবার বিভিন্ন কার্যসুচির মাধ্যমে ভগবান যীশুখ্রীষ্টের জন্মদিন পালন করা হয়। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চ ও গির্জা গুলোতে খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষকে প্রার্থনা সহ অন্যান্য ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে যীশুখ্রীষ্টের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। বড়দিন উপলক্ষে এদিন বিকেলে শিলচর জেলরোড স্থিত চার্চে যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। আকর্ষণীয় আলোকসজ্জা গোটা এলাকাকে এক উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তুলেছে।কড়া সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে জেলরোড চার্চ প্রাঙ্গণে যুবক-যুবতীদের নতুন সাজে সেল্ফি তোলার দৃশ্য ছিল লক্ষণীয়। এছাড়াও খ্রীষ্টমাস উপলক্ষে কচিকাঁচারা সন্তাক্লোজের পোষাক
১৩ বছরে পাড়ি দিলো চিত্তরঞ্জন এভিনিউ পশ্চিম শিলচর নারায়ন লেন সার্বজনীন কালী পূজা কমিটি।দর্শনার্থীদের আকর্ষণ করতে পূজা মন্ডপ পর্বতের আদলে তৈরী সহ আলোলসজ্জায় থাকবে বিশেষ আকর্ষণ।
শ্যামা মায়ের কালীপুজো প্রস্তুতি নিয়ে শনিবার নারায়ন লেন সার্বজনীন কালীপূজা কমিটি পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন।
কমিটির কর্মকর্তারা বলেন ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে কালী পূজা মন্ডপটি পর্বতের আদলে তৈরি করা হয়েছে এবং কালী প্রতিমায় থাকবে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।পূজার পরের দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কমিটির কর্মকর্তারা বলেন গত বছর কালিপূজা মন্ডপে প্রথম পুরস্কার পেয়েছেন তারা।
এবার আনন্দ-উল্লাসের সহিত শ্যামা মায়ের পূজা উদযাপন করছেন।
নারায়ন লেন সার্বজনীন কালী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র শিলচর বাসিকে পূজায় আসার জন্য আমন্ত্রণ জানান।
তৎসঙ্গে সমগ্র ব
পঞ্চমী রাতে শুভ উদ্বোধন হলো শিলচর চেনকুড়ি রোড ৩৯ তম নবোদয় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ।
নবোদয় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপটি উদ্বোধন করেন ইস্কন মন্দিরের মহারাজ অচ্চিত বলরাম দাসের হাত ধরে।পুজো মণ্ডপটি উদ্বোধন করে প্রদীপ প্রজ্জলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।এবছর বরাক উপত্যকার মধ্যে অন্যতম আকর্ষণ থাকবে শিলচর চেনকুড়ি রোড নবোদয় সার্বজন দূর্গা পূজা কমিটি এই পুজো।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৩৯ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পূজা মণ্ডপটি মায়াপুরের ইসকন মন্দিরে আদলে তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জা থাকবে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের মৃৎশিল্পীর দ্বারা আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণ করা হয়েছে।কমিটির কর্মকর্তারা আশাবাদী এবছর মায়াপুর
শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন করলো মা জননী সমাজ সেবা সংগঠন।
আজ শিলচর সুভাষ নগর অবস্থিত মা জননী সমাজ সেবা সংগঠনের কার্যালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা সেদিন প্রায় ২০০ জনের অধিক দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন সংগঠনের সবার সহযোগিতায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছেন এবং আগামী দিনেও অসহায় মানুষদের পাশে থেকে কাজ যাবেন তিনি আরো বলেন যারা সংগঠনের কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সভাপতি সঞ্জয় দাস আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সমগ্র বরাকবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের পক্ষ থেকে।
শিলচর বিলপার শংকরদিঘী আপনজন দুর্গাপূজা কমিটির পূজো মন্ডপের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম
ব্রেকিং___//
চলন্ত রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি গাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটনা সংগঠিত হয়।অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সমগ্র এলাকা
ঘটনাটি ঘটেছে শিলচর হাফলং ন্যাশনাল হাইওয়ে ময়নারবন্দে।
বিগ বাজেটের আপনজন দুর্গাপূজায় থিম শংকর দীঘিতে 'লন্ডন ব্রিজ' ,কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ ও বাহারী আলোকসজ্জা।
পুজোর সময় উৎসবপ্রেমী মানুষের অন্যতম গন্তব্য হয়ে ওঠে শংকর দীঘির পারের আপনজন দুর্গাপূজা কমিটি। প্রতিবছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয় আপনজন দুর্গাপূজা কমিটি। এই বছর তাদের থিম 'লন্ডন ব্রিজ'। কমিটির কর্মকর্তাদের আশা, বিগত বছরগুলির মতো এবারও আপনজন দুর্গাপূজায় ভিড় উপচে পড়বে তাঁদের পুজো মণ্ডপে। রবিবার শিলচরের বিল পার পদ্মনগরের শংকর দীঘির পারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শংকর শীল একথা জানান কর্মকর্তারা। তাঁরা জানান,
শিলচরের শংকর দীঘির পারের আপনজন দুর্গাপূজা কমিটি এবছর ছয় বছরে পদার্পণ করেছে। প্রতিবছরের মতো এবারও আপনজন দুর্গাপূজায় থিমকে গুরুত্ব দেওয়া হয়েছে। শংকর দীঘ
হাসানপুর জিপি জলের নলকূপ থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন#Assam#BarakNewsSilchar
করিমগঞ্জ বিজেপি বিজয় মিসিল।#Assam#Cachar
কাছাড়ের সোনাই এবং লক্ষ্মীপুর পৌরসভা একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন বিজেপির
শিলচর ৯ মার্চ : কাছাড় জেলার দুটি পুরসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দুটি পুরসভাই দখল করেছে ভারতীয় জনতা পার্টি। সোনাই পুরসভার ১১ টি ওয়ার্ডের মধ্যে মোট ছটি আসন দখল করেছে শাসক দল। বিপরীতে এ আই ইউ ডি এফ দল দখল করেছে তিনটি আসন। আর নির্দল প্রার্থী দখল করেছে দুটি আসন।
বিজেপির হয়ে বিজয়ী প্রার্থীরা হলেন- এক নম্বর ওয়ার্ডে বিভাস কুমার রায়, তিন নম্বর ওয়ার্ডে দিপু কুমার দাস, চার নম্বর ওয়ার্ডে শিলু রানী দাস, পাঁচ নম্বর ওয়ার্ডে মীনাক্ষী নাথ, ১১ নম্বর ওয়ার্ডে পারভিন সুলতানা চৌধুরী এবং সাত নম্বর ওয়ার্ডের শাহারুল আলম শেখ। উল্লেখ্য সাত নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন।
এ আই ইউ ডি এফ দলের দখল করা ওয়ার্ডগুলো প্রার্থীরা হলেন- ২ নম
সুপার -৩০ ছাত্রকে উচ্চশিক্ষার জন্য পুরস্কৃত করল প্রেসিডেন্সি কলেজ
এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা টিউশন নির্ভর। নোটের ওপর ভর করেই অধিকাংশ শিক্ষার্থী নিজেদের দক্ষতা বিকাশে পারদর্শী। এই প্রাগ ঐতিহাসিক ভাবনাকে লাস্ট বেঞ্চে বসিয়ে স্বচ্ছ অ্যাকাডেমিক কাউন্সিলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের প্রতিভা পরখ করার সুযোগ হচ্ছে সুপার ৩০ পরীক্ষা। শিলচর সোনাই রোডের প্রেসিডেন্সি জুনিয়র কলেজের ২০২২ সালের ওই সুপার থার্টি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে কাবুগঞ্জ হলিক্রস স্কুলের ছাত্র এ এইচ আলী আহমেদ মজুমদার। ওই স্কুলের ছাত্র নূর হাসান মজুমদার পেয়েছে দ্বিতীয় স্থান। তাছাড়া অগ্রদূত বিদ্যানিকেতনের ফারহানা বেগম লস্কর তৃতীয় স্থান অর্জন করে। রবিবার কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সুপার থার্টি কৃতীদের হাতে সম্মাননা ও চেক প্রদান করেন। উল্লেখ্য, শিলচর সোনাই রোডের প্