Barak News Silchar 24×7

Barak News Silchar 24×7 Silchar Hilakandi,korimjung,Cachar,North East News,Assam

01/05/2024

লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শিলচরে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য মনোনয়নপত্র জমা করেন জেলা আযুক্ত কার্যালয়ে।
বুধবার শিলচরে আসামের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জেলা বিজেপি কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে বিজেপি কর্মীদেরকে নিয়ে বিশাল শোভাযাত্রা করে জেলা আযুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে। প্রধানমন্ত্রীর আদর্শ তৃণমূল নেত্রী সুস্মিতার ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে যে যাইকিছু বলুক না কেন,বরাকের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলেও এদিন প্রকাশ্যে ঘোষনা করেছেন তিনি।মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে নির্বাচন জনসভায় অংশগ্রহণ করেন।নির্বাচনী জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

INTRO-বরাকজুড়ে সাড়ম্বরে পালিত হলো চড়ক পূজা।

VO-ঐতিহ্যবাহী চড়ক পূজাকে ঘিরে শনিবার বরাকজুড়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শহরের বিভিন্ন স্থানে আয়োজিত চড় পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে শিলচর শহরেও। এদিন শহরের গুণময়ী রোড,ইণ্ডিয়া ক্লাব ময়দা, কালিবাড়ী চড়,আশ্রম রোড,জানিগঞ্জ, শিলচর শ্মশানকালি মন্দির সহ বিভিন্ন স্থানে চড়ক পূজার আয়োজন করা হয়। সন্নাসী জীবন বর্মনের নেতৃত্বে তারাপুর গুণময়ী রোড এলাকায় আয়োজিত চড়ক পূজায় বিভিন্ন ধর্মীয় ক্রীড়া অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন মন্ত্রের মাধ্যমে আগুন জালানো, পিঠে বর্শী গাথন,সহ বিভিন্ন ক্রীড়া পরিবেশন করা হয়।উল্লেখ্য চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ উৎসব।দীর্ঘ এক মাস কঠিন উপবাস শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়।চড়ক পূজায় শিব, দুর্গা ও কালী সেজে শিল্পীরা নৃত্য পরিবেশন করে থাকেন।চড়ক পূজা কলা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে।এই পূজা প্রতিবেশী রাজ্য বাংলাদেশে গাজন উৎসব নামেও পরিচিত। এছাড়া ভারতবর্ষের কলকতা সহ অন্যান্য প্রান্তেও চড়ক পূজা বেশ জনপ্রিয় একটি উৎসব। শনিবার পূজা শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক উপত্যকার জনগণ।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

INTRO-গণেশ পূজা ও বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা মানুষ।

VO-গোটা দেশজুড়ে রবিবার গণেশ পূজা ও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মানুষ আনন্দে মেতে উঠেছেন। শিলচরের বিভিন্ন ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ প্রত্যেকের ঘরে মানুষকে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। শুধু তাই নয় শহরের হাট বাজারেও মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে । এদিন ফাটক বাজার,ন্যাশনাল হাইওয়ে বাজার,ও তারাপুর বাজার সহ অন্যান্য এলাকায় দূরদূরান্ত থেকে আসা জনগণ জমায়েত হয়ে মাছ মাংস সহ অন্যান্য খাবার সামগ্রী ক্রয় করেছেন।ঘরে ঘরে এদিন তৈরী হয়েছে নানান সুস্বাধু খাবার। বাংলা নববর্ষ ও গণেশ পূজা বাঙালির কাছে এক বিশেষ দিন।এই পূন্য দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলচরের বেশ কিছু এলাকায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজিত করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নৃত্য ,সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি অন্যান্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কলা-সংস্কৃতিকেও এদিন তুলে ধরছেন বিভিন্ন শিল্পীরা। তবে সব মিলিয়ে গেণশ পূজা ও বর্ষবরণ উৎসব পালনে আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

শনিবার আসাম মাধ্যমিক বোর্ড পরিচালিত মেট্রিক পরীক্ষার ফলাফল আসামের সাথে কাছাড়ে জেলায় ঘোষণা করা হয়।
এবছর মাধ্যমিক পরীক্ষায় কাছাড়ে ২৪ হাজার ২৫৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল এবং ২৪ হাজার ২৫৮ জনের মধ্যে ১৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছে।
প্রথম বিভাগে ৪ হাজাত ৫৬০জন দ্বিতীয় বিভাগে ৬ হাজার ৯৭১ জন এবং তৃতীয় বিভাগে ৩৭৯৮ জন উত্তীর্ণ হয়েছে।
শিলচর কলেজিয়েট স্কুলে ১৭৪ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রথম স্থানে উত্তীর্ণ হন ১৭৩ জন ও দ্বিতীয় স্থানে একজন । ডিস্টিনসন পেয়েছেন ৪৭ জন এবং স্টার মার্ক পেয়েছেন ৯৭ জন।
এই স্কুলে ১০০% পাশ করেছে তার জন্য স্কুলের ছাত্রদের অভিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আনন্দিত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বাসতী রায়।শিলচর কলেজিয়েট স্কুলের বিভিন্ন বিষয়ে
রাজ্যের সেরা তালিকায় এই দুই জন ছাত্রী তাদের মতামত তুলে ধরে সংবাদ মাধ্যমে সামনে।এবং শিলচর হলিক্রস স্কুলের পাশের হার ১০০% বলে জানা গেছে।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

আগামী ২৬ এপ্রিল শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। কাছাড় জেলায় ১৫৫১ টি পোলিং স্টেশন রয়েছে।
কাছাড় জেলার শিলচরে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত
আজ সকাল থেকে শিলচর রামনগর আই এস বি টি থেকে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।আজ চারটি বিধানসভা কেন্দ্র ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা হয়েছে।
আগামীকাল কাছার জেলার তিনটি বিধানসভায় কেন্দ্রে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন।করা নিরাপত্তার মধ্যে দিয় ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানান আজ ৯৪১পোলিং স্টেশনে ভোট কর্মীরা রওয়ানা দিয়েছে কাছাড় জেলায় ১৫৫১ টি পোলিং স্টেশন রয়েছে।এবং সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দেওয়ার আবেদন করেন রোহন কুমার ঝা।সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

NEWS SILCHAR

দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবকে ঘিরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে।রাত পোহালেই পরদিন সকাল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন ২০২৪।রাজ্যের সঙ্গে বরাকের দুটি আসনেও ২৬ এপ্রিল সকাল থেকে ভোটদান পর্ব শুরু হবে।বিশাল এই নির্বাচনী উৎসবকে ঘিরে গোটা উপত্যকাবাসি উৎসাহিত। গণতন্ত্রের এই মহাপর্বকে সফল করতে বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের প্রচার শেষে জনগনকে নিজের ভোটাধিকার প্রয়োগ করে একটি শক্তিশালী গনতন্ত্র গড়ে তুলতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচনী প্রক্রিয়াকে সফল করে তুলতে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে দুই জেলার প্রশাসন। শুক্রবার কাছাড়ের ৭টি বিধান সভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটদান পর্ব। এবং ভোটদাতাদের সুবিধার্থে স্থানীয় প্রশাসন কাছাড় জেলায় ১৫৫১টি পোলিং স্টেশন তৈরি করেছে।যার মধ্যে ২১০টি পোলিং স্টেশন মহিলাদের দ্বারা পরিচালিত হবে। এছাড়া ১৬টি মোডেল পোলিং স্টেশন ও ৭টি দিব্যাঙ্গ পোলিং স্টেশন ও রাখা হয়েছে। বৃহস্পতিবার শিলচরের আইএসবিটি ও আইএসটিটি কেন্দ্র থেকে ভোট কর্মীরা EVM মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে নিজের ভোটকেন্দ্রে রওয়ানা হয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিসাইডিং অফিসার ইন্দ্রানী ভট্টাচার্য জানান, নির্বাচনের পূর্বে তাঁদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং সেই প্রশিক্ষণের ভিত্তিতেই তাঁরা ২০২৪ এর লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন করার প্রচেষ্টা করবেন।গত দুবার সরকার দেশে মহিলা পরিচালিত পোলিং স্টেশনের ব্যবস্থা করেছেন। এবারও জেলার ২১০টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন রাখা হয়েছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও লোকসভা নির্বাচন-২০২৪ এর অংশীদার হতে পেরে তাঁদের খুব ভালো লেগেছে এবং তাঁরা আনন্দিত। শুধু তাই নয় নির্বাচনে এক কর্মী হিসেবে উপস্থিত থাকায় নিজেদের গর্বিত মনে করছেন তাঁরা।

বাইট -ইন্দ্রানী ভট্টাচার্য, প্রিসাইডিং অফিসার।

01/05/2024

কাছাড় জেলার শিলচরে ঝড় ও তুফান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত।
ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলার শিলচর সদর সহ বহু এলাকা।
শুক্রবার রাত বারোটা নাগাদ প্রবল ঝড় ও তুফান শিলাবৃষ্টি শুরু হয়।
তুফানের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকরা
অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয়।জানা যায় বেশ কয়েকটি দোকান সহ কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাটি হল শিলচরের রামনগর মাছের মার্কেট সহ ভগৎপুর কনকপুর এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
এতে প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীরা। অনেকের ঘরের টিন সহ মূল্যবান গাছ বিনষ্ট হয়েছে বলে জানা গেছে। ঝড়ের পর বহু এলাকা অন্ধকারে রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাছ ব্যাবসয়ীরা জানান তারা মৎসজীবী উপর নির্বরশীল মাছ বিক্রি করে সংসার চালাতে হয়
তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতের ভয়ঙ্কর তুফানে তাদের প্রায় 12 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের মার্কেটের সামনে থাকা একটি ভাতের হোটেল ও চা দোকান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি টুকটুকি গাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাছ ব্যাবসায়ী ও স্থানীয়রা বিধায়ক সাংসদ ও মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের কাছে সাহায্যের আবেদন করেন।

01/05/2024

নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের, করলেন ভোট বয়কট

বিগত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতে প্রায় এক হাঁটু জলে পরিনত হয়। ভুক্তভোগী জনগণেরা বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌরসভার ১৭ পৌর কমিশনারদের জানানো সত্বেও উক্ত বৃষ্টির জমা জল নিস্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায় নাই বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলেন বসবাসকারী জনগন।
এর জেরে এবার ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন রোডের বাসিন্দারা। আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে শিলচর লোকসভা আসনে। কিন্তু ওই এলাকার বাসিন্দারা দিতে যান নি ভোট। তাদের একটাই কথা ভুক্তভোগী জনসাধারণের দুঃখ দুর্দশা শুনতে চান না নেতা মন্ত্রীরা, হেলদোল নেই কাছাড় জেলা প্রশাসনের। তাই প্রশ্ন উঠে না ভোট দেবার।

তাঁরা আরো বলেন,বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাইখালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকা, সেই জলগুলোই এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাই লেনগুলোতে জমা জল গুলো সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিনত হয়ে বসবাসকারী জনগনের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালান বাড়ী গুলোর ধীরে-ধীরে উপক্ষয় হচ্ছে।তাই এই বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য রাঙ্গিরখালের সঙ্গে লঙ্গাইখালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান। অন্যদিকে ,এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় ২২টি পরিবারের ১১০ জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির বিশুদ্ধ জমা জলের নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ এ.বি.নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা।

01/05/2024

তিনদিনের ঝর বৃষ্টিতের ফলে শিলচর শহর বন্যায় প্লাবিত।
মঙ্গলবার রাত্রে বৃষ্টিপাতের ফলে বুধবার শিলচর শহরের ব্যাস্ততম মেডিকেল রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সেই পয়েন্টে জলে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট,ইন্দিরা সরণী,চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ম এলাকা বন্যায় প্লাবিত।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের।জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের।
রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের।
লঙ্গাই খাল ও রাঙ্গীর খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায় তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়িচালকদের।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

01/05/2024

কালবৈশাখীর প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ গোটা দক্ষিণ কাটিগড়া, ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে দক্ষিণ কাটিগড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ করে ফেলে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি এলাকা। জানা গেছে নিজ কাটিগড়া, ময়নারপার, লামারগ্রাম, সিদ্ধেশ্বর, ইত্যাদি এলাকা জুড়ে প্রায় এক ঘন্টা ব্যাপী তীব্রবেগী ঝড়ের তান্ডব নৃত্য চলতে থাকে। সেই সঙ্গে মেঘের কাপন ধরা গর্জনে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে। প্রবলবেগী তুফানের তাণ্ডবে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান রবিবার রাতের ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ির চালের টিন উড়ে গেছে, কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে। এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন একেবারে দুমড়ে মুছড়ে গেছে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনুরূপভাবে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন এলাকায়ও প্রচন্ড ঝড়ে ব্যাপক হারে গাছপালা ভাঙ্গার খবর পাওয়া গেছে।

01/05/2024

বিধ্বংসী ঝড় শিলা বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড সোনাই পূর্বাঞ্চল এলকা

সোমবার রাতের বিধ্বংসী জড় শিলা বৃষ্টির তাণ্ডবে সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার ,নতুন রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া খবর পাওয়া গেছে l সোমবার রাত অনুমানিক ১০ টা ৪০ মিনিটে সময় বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরের টিন, বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা ভিবিন্ন আসবাবপত্র। তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায়। এছাড়া স্বাধিন বাজার এলাকায় দোকেনের টিন উড়ে এসে রাস্তায় পাশে পড়ে যায়। অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বর্তমানে টিন উড়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন। বসত ঘর মেরা মতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।

30/04/2024

রবিবার রাত্রে ভারি বৃষ্টিতের ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত।
রবিবার রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার শিলচর শহরের ব্যাস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট,ইন্দিরা সরণী, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ম এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের।জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের।
রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের।ট্রাফিক সমস্যার সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদেরকে।
স্থানীয়রা জানান নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের।
সরকারের কাছে দাবি রাখে না অতিসত্বর নালার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য।
সুরজিৎ চক্রবর্তী শিলচর

30/04/2024

দুই দিন রাত্রে ভারি বৃষ্টিতের ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত।
সোমবার রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার শিলচর শহরের ব্যাস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট,মেডিকেল রোড,লিংক রোড, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ম এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের।জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের।
রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের।ট্রাফিক সমস্যার সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদেরকে।বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা
সাধন পুরকায়স্থ জানান লঙ্গাই খাল নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের।অনেক দিন যাবৎ অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদ দের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না এবং পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ এবং শিলচর শহরের সব নালা আবর্জনায় ভরে আছে। জল যাওয়া রাস্তা না পেয়ে জল সব রাস্তায় উঠে যায় তার কারণে স্থানীয় জনগণ ও পথচারীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
সরকারের কাছে দাবি রাখেন অতিসত্বর লঙ্গাই খালের জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য।

27/04/2024

শুক্রবার ২৬ এপ্রিল গোটা রাজ্যের সঙ্গে বরাকের দুটি লোকসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হচ্ছে দেশের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন সম্পন
শিলচর লোকসভা কেন্দ্রের ১৫৫১টি ভোটকেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাছাড় জেলার সাতটি বিধানসভার সমষ্টি ভোটকর্মীরা প্রত্যেকটি ভোট কেন্দ্রের ইভিএম মেশিন সহ বুটের সামগ্রী নিয়ে শিলচর রামনগর আই এস বি টি তে নিয়ে আসে করা নিরাপত্তার মধ্য দিয়ে।এবং রামনগর এলাকায় করা নিরাপত্তা রাখা হয়েছে যাতে রামনগর আই এস বি টি তে কোনো ধরনোরে আপ্রতিকার ঘটনা না ঘটে।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানা কাছার জেলার সাতটি বিধানসভার সমষ্টিতে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।কাছাড় জেলায় সর্বমোট ভোটের কাস্টিং হয়েছে 65.3 শতাংশ তিনি আরো বলেন এখনো ফাইনাল রেজাল্ট আসেনি ফাইনাল রেজাল্ট আসার পর ভোটের পারসেন্টিস বাড়তে পারে।

27/04/2024

PTC-02

দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবকে ঘিরে শিলচর লোকসভা আসনের জনগণের মধ্যে আজ উৎসাহ চরমে।সকাল ৭ থেকে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভীড় জমিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়াকে সফল করে তুলতে জেলা প্রশাসন শিলচর লোকসভা কেন্দ্রে এবার ২১০টি মহিলা পরিচালিত পোলিং স্টেশনের ব্যবস্থা করেছেন। আমি এখন শিলচরের ____ নং মহিলা পোলিং স্টেশনে এসেছি, এখানে মহিলা নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে মহিলা ভোটকর্মীরা সুষ্ঠভাবে তাঁদের দায়িত্ব পালন করে ভোটদান প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য নির্বাচনের আগে তাঁদের প্রশিক্ষণ প্রদান করায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পোলিং স্টেশন পরিচালনা করছেন মহিলারা। লোকসভা নির্বাচনের কাজে অংশ গ্রহণ করতে পারায় নিজেদের গর্বিত মনে করছেন মহিলা ভোট কর্মীরা। নির্বাচনে মহিলাদের সফল যোগদান আগামীতে গণতন্ত্রে এক বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী অনেকেই।

ভিডিও জার্নালিস্ট ________ এর সঙ্গে আমি ________নাইট টাইমস নিউজ শিলচর।

27/04/2024

INTRO-রাজ্যজুড়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন চলাকালীন সোনাই স্বাধীন বাজারে ভোট বয়কট স্থানীয়দের।

VO-ভোট কেন্দ্র স্থানান্তরিত করার ঘটনায় শুক্রবার ভোক বয়কট করলেন এলাকার জনগণ। উল্লেখ্য কাছাড় জেলার সোনাই বিধান কেন্দ্রের অন্তর্গত স্বাধীন বাজারের ডুবরিকান্দী নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক দূরে ৮৬৭ নং বড় ভাউরি এলপি স্কুলে ভোট কেন্দ্র স্থানান্তরিত করার দরুন এলাকার জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। স্থানীয়রা জানান,ভোট কেন্দ্র স্থানান্তরিত করায় জনগণের গণতান্ত্রিক অধিকারে আঘাত এনেছে। এবং ভোট প্রদানের ক্ষেত্রে তাঁদের স্বাধীনতাকে বাধাগ্রস্থ করেছে। বিষয়টি নির্বাচন কমিশন সহ সরকারের নজরে আনলেও সমস্যার কোন সুরাহা হয়নি বলে এদিন জানিয়েছেন তাঁরা।ভোট কেন্দ্র স্থানান্তরিত করার প্রক্রিয়াটি স্বচ্ছ এবং সুবিধা জনক হলে সেটি স্বাগত জানাতেন এলাকার জনগণ। কিন্তু এই প্রক্রিয়া স্থানীয় ভোটারদের অধিকার হরণ করা ছাড়া আর কিছুই নয় বলে এদিন ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয়রা। সরকার ও নির্বাচন কমিশনের তরফে বিষয়টিতে কোন সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার ভোট বয়কট করলেন বৃহত্তর স্বাধীন বাজারের বাসিন্দারা।

27/04/2024

PTC-01

আজ গোটা রাজ্যের সঙ্গে বরাকের দুটি লোকসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হচ্ছে দেশের দ্বিতীয় পর্যায়ের সাধারণ নির্বাচন।শিলচর লোকসভা কেন্দ্রের ১৫৫১টি ভোটকেন্দ্রে ১৩,৬৯,৫৭৮ ভোটার তাঁদের মূল্যবান ভোট দেবেন। কাছাড়ে পুরুষ ভোটার 6,83,860 জন ও মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 6,85,694 জন, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৪ জন।আজ কড়া সুরক্ষা ব্যবস্থার মধ্যে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি শিলচর লোকসভা কেন্দ্রের _____ নং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লেগে আছে। পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁদের গনতান্ত্রীক অধিকার প্রয়োগ করার। সবমিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে _________ নং ভোট কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া।

ভিডিও জার্নালিস্ট ______ এর সঙ্গে আমি ________ ডে টাইমস নিউজ শিলচর।।

27/04/2024

Loksabha nirbachan Silchar

27/04/2024
26/01/2024

শিলচরের বিশিষ্ট সমাজ সেবক ও স্টার মসলার স্বত্বাধিকারী প্রমোদ কুমার মোদক ২৬ শে জানুয়ারি উপলক্ষে সমগ্র বরাক বাসীকে শুভেচ্ছা জানান

26/12/2023

কাছাড়ে জব্দ দুই তেলের ট্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি l

পুনঃ একবার পুষ্পা সিনেমার কাদায় তেলের ট্যাঙ্কার ভর্তি করে বার্মিজ সুপারি পাচারের সময় লক্ষ্মীপুর ফুলের তল এলাকায় দুটি ভারত পেট্রোলিয়ামের গাড়ি জব্দ করেছে পুলিশ l

পুষ্পা সিনেমায় তেলের ট্যাঙ্কারে ভরে সরবরাহ করা হয়েছিল লাল চন্দন কাঠ l
আর এই পন্থা অবলম্বন করে এবার আসামে সরবরাহ করা হচ্ছে বার্মিজ সুপারি l আর এই ঘটনাটি এবার প্রথম নয় ,কিছুদিন পূর্বে ও এই একই দৃশ্য পরলোক্ষিত হয়েছিল শিলচর রামনগর আই এস বি টি তে l

হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ,পুষ্পা সিনেমার ফর্মুলায় এবার কাছারেও তেলের ট্যাঙ্কারে করে চলছে অবৈধ বার্মিজ সুপারির সরবরাহ l

পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বার্মিজ সুপারি পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে থাকেন l

পূর্বে মিজোরাম থেকে আসাম হয়ে বহিরাজ্যে পাচার করা হতো বার্মিজ সুপারি l
এবার মনিপুর থেকে আসাম হয়ে বহিঃরাজ্যে প্রচার হচ্ছে বার্মিজ সুপারি l

আর এই পাচারের সময় কুপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের ফুলেরতল এলাকার থেকে ভারতীয় পেট্রোলিয়ামের দুটি গাড়ি থেকে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জব্দ করেছে কাছের পুলিশ l অবশ্য পুলিশের উপস্থিতির অনুমান পেয়ে পাচারকারীরা গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে l

পরে ওই সুপারি বুঝাই তেল ট্রাঙ্কার দুটি নিয়ে আসা হয় বাসকান্দি থানায় l তারপর গ্যাস কাটার দিয়ে ট্যাংকার কেটে সুপারি গুলা বের করা হয় l

Byte ...SP

25/12/2023

INTRO-বাঁধন ও দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ৫ জানুয়ারী থেকে শুরু হবে তিনদিবসীয় পৌষমেলা ।

VO-বাঁধন ও দিশান্ত গ্রুপের উদ্যোগে সোমবার শিলচর অম্বিকাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ৫ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত শিলচরে এক মেঘা পৌষ মেলার আয়োজন করা হবে। এদিন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিবসীয় পৌষ মেলার উদ্বোধন করবেন।উক্ত মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাঁদের রকমারি স্টোলের পসরা নিয়ে মেলায় বসবেন।

25/12/2023

INTRO-জেলায় সাড়ম্বরে পালিত হলো বড়দিন। ভক্তদের ঢল উপচে পড়ল বিভিন্ন গির্জা ও চার্চে।

VO-সমগ্র বিশ্বের সাথে পাল্লা দিয়ে কাছাড় জেলায়ও সোমবার বিভিন্ন কার্যসুচির মাধ্যমে ভগবান যীশুখ্রীষ্টের জন্মদিন পালন করা হয়। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চ ও গির্জা গুলোতে খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষকে প্রার্থনা সহ অন্যান্য ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে যীশুখ্রীষ্টের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। বড়দিন উপলক্ষে এদিন বিকেলে শিলচর জেলরোড স্থিত চার্চে যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। আকর্ষণীয় আলোকসজ্জা গোটা এলাকাকে এক উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তুলেছে।কড়া সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে জেলরোড চার্চ প্রাঙ্গণে যুবক-যুবতীদের নতুন সাজে সেল্ফি তোলার দৃশ্য ছিল লক্ষণীয়। এছাড়াও খ্রীষ্টমাস উপলক্ষে কচিকাঁচারা সন্তাক্লোজের পোষাক পরিধান করে অভিভাবকদের সঙ্গে বড়দিনের আনন্দে লিপ্ত থাকতে দেখা গেছে। শুধু তাই নয় চার্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যীশুখ্রীষ্টের জীবনের উপর তৈরী করা বিভিন্ন দৃশ্য উপস্থিত জনগণকে আকর্ষণীয় করে তোলেছে। বড়দিন উপলক্ষে কাছাড় জেলার প্রত্যেকটি চার্চ ও গির্জা গুলোতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একমঞ্চে এসে আনন্দ উপভোগ করায় ঐক্য ও সম্প্রতির এক অনন্য নজির জেলায় সৃষ্টি হয়েছে বলে এদিন আশা প্রকাশ করেছেন অনেকেই।

11/11/2023

১৩ বছরে পাড়ি দিলো চিত্তরঞ্জন এভিনিউ পশ্চিম শিলচর নারায়ন লেন সার্বজনীন কালী পূজা কমিটি।দর্শনার্থীদের আকর্ষণ করতে পূজা মন্ডপ পর্বতের আদলে তৈরী সহ আলোলসজ্জায় থাকবে বিশেষ আকর্ষণ।
শ্যামা মায়ের কালীপুজো প্রস্তুতি নিয়ে শনিবার নারায়ন লেন সার্বজনীন কালীপূজা কমিটি পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন।
কমিটির কর্মকর্তারা বলেন ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে কালী পূজা মন্ডপটি পর্বতের আদলে তৈরি করা হয়েছে এবং কালী প্রতিমায় থাকবে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।পূজার পরের দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কমিটির কর্মকর্তারা বলেন গত বছর কালিপূজা মন্ডপে প্রথম পুরস্কার পেয়েছেন তারা।
এবার আনন্দ-উল্লাসের সহিত শ্যামা মায়ের পূজা উদযাপন করছেন।
নারায়ন লেন সার্বজনীন কালী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র শিলচর বাসিকে পূজায় আসার জন্য আমন্ত্রণ জানান।
তৎসঙ্গে সমগ্র বরাক বাসিকে দীপাবলির কালীপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালী পূজা কমিটির সভাপতি রূপম রায়, সম্পাদক দেবাশীষ দাস অমিত চন্দ্র সহ পূজা কমিটির সদস্যরা।

19/10/2023

পঞ্চমী রাতে শুভ উদ্বোধন হলো শিলচর চেনকুড়ি রোড ৩৯ তম নবোদয় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ।
নবোদয় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপটি উদ্বোধন করেন ইস্কন মন্দিরের মহারাজ অচ্চিত বলরাম দাসের হাত ধরে।পুজো মণ্ডপটি উদ্বোধন করে প্রদীপ প্রজ্জলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।এবছর বরাক উপত্যকার মধ্যে অন্যতম আকর্ষণ থাকবে শিলচর চেনকুড়ি রোড নবোদয় সার্বজন দূর্গা পূজা কমিটি এই পুজো।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৩৯ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পূজা মণ্ডপটি মায়াপুরের ইসকন মন্দিরে আদলে তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জা থাকবে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের মৃৎশিল্পীর দ্বারা আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণ করা হয়েছে।কমিটির কর্মকর্তারা আশাবাদী এবছর মায়াপুরের ইসকন মন্দিরের মন্ডপটি দেখতে দর্শনার্থীদের উপস্তিতি রেকর্ড সৃষ্টি করবে এবং পুজোর তিন দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ পূজায় আসার জন্য বরাক বাসীকে আমন্ত্রণ জানান কমিটির কর্মকর্তারা।

19/10/2023

শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন করলো মা জননী সমাজ সেবা সংগঠন।
আজ শিলচর সুভাষ নগর অবস্থিত মা জননী সমাজ সেবা সংগঠনের কার্যালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা সেদিন প্রায় ২০০ জনের অধিক দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন সংগঠনের সবার সহযোগিতায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছেন এবং আগামী দিনেও অসহায় মানুষদের পাশে থেকে কাজ যাবেন তিনি আরো বলেন যারা সংগঠনের কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সভাপতি সঞ্জয় দাস আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সমগ্র বরাকবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের পক্ষ থেকে।

Address

Silchar
788005

Alerts

Be the first to know and let us send you an email when Barak News Silchar 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barak News Silchar 24×7:

Videos

Share


Other News & Media Websites in Silchar

Show All