Barak social media news

Barak social media news সত্য কে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এ?

https://youtu.be/TWcx3WhZRbg
07/06/2021

https://youtu.be/TWcx3WhZRbg

পতিতালয় থেকে পালিয়ে যাওয়া এক মহিলাকে উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করল ড্রিম সেলিব্রেশন। শনিবার রাত পল্ল.....

https://youtu.be/nLqafuHpM9I
02/06/2021

https://youtu.be/nLqafuHpM9I

কাছার পুলিশ এর বিরাট সাফল্য lগোপন তথ্যে অভিযান , অ্যাড এসপি (সদর দফতর), ওসি শিলচর, টিএসআই, আইসি তারাপুর ও কর্মীরা একটি...

তারাপুরে আবার দিনের আলোয় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিল বাইক-আরোহী দুষ্কৃতীরা llতারাপুর থানার ইনচার্জ যাদব ডেকা সাময়িক বরখাস...
18/01/2021

তারাপুরে আবার দিনের আলোয় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিল বাইক-আরোহী দুষ্কৃতীরা ll
তারাপুর থানার ইনচার্জ যাদব ডেকা সাময়িক বরখাস্ত l

গত সপ্তাহে তারাপুর থানার সামনে থেকে পৌনে তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছিল কালো পালসার বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী। সোমবার দুপুরে তারাপুর এলাকায় ছিনতাইবাজদের শিকার হলেন ৮০ বছর বয়সের প্রজেশ চন্দ্র ঘোষ নামের প্রাক্তন রেলকর্মী। ঘরের কাজের প্রয়োজনে তারাপুর ইউবিআই থেকে তিন লক্ষ টাকা তুলেছিলেন তিনি। ব্যাংক থেকে বাড়ি যাওয়ার জন্য অটোতে বসেছিলেন। বাড়ির সামনে এসে অটো থেকে নামার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। টাকা বাঁচানোর চেষ্টা করেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি, তবে শেষ রক্ষা করতে পারেননি, দুষ্কৃতীরা থাকে নানান ভাবে আঘাত করে এবং টাকা ছিনিয়ে নিয়ে যায়।

প্রজেশ চন্দ্র ঘোষ রেল বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তার বাড়ি তারাপুর রেলগেটের পাশে তার বাড়ি। পুরো ঘটনা নিয়ে তিনি বলেন, "বাড়িতে কাজ চলছে তাই জমানো টাকা থেকে তিন লক্ষ তুলতে হয়েছিল। তারাপুর ইউবিআই থেকে টাকা নিয়ে বাড়ির সামনে এসে অটো থেকে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মুখে কাপড় বাঁধা দুই যুবক বাইকে আমার পাশে এসে দাঁড়ায়। নানান ঘটনা শুনে আমি সাবধান থাকতে চেয়েছি তাই ব্যক্তি হাতের মধ্যে শক্ত করে বেঁধে নিয়েছিলাম। তারা বেগে টান দিয়ে আমাকে কিছু রাস্তা ছেঁচড়ে নিয়ে যায়, শেষমেষ হাত থেকে ব্যাগটি ছাড়াতে সমর্থ হয় এবং পালিয়ে যায়। তাদের মুখ চেনা বা বাইকের নম্বর দেখার মত অবস্থায় আমি ছিলাম না। আমার অবস্থা দেখে অনেকেই এগিয়ে আসেন এবং রাস্তা থেকে তুলে আনেন, কিন্তু ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছি। আমি রেল বিভাগের প্রাক্তন ইঞ্জিনিয়ার, জীবনে এমন ঘটনার মুখোমুখি কখনো হইনি।"

গত সপ্তাহে তারাপুর থানার পাশে ছিনতাই হওয়ার পর পুলিশ সুপার বলেছিলেন এলাকায় টহলদারি বৃদ্ধি করা হবে। পাশাপাশি কোনও ব্যক্তির চাইলে টাকা তুলতে ব্যাংকে যাওয়ার সময় তার সঙ্গে পুলিশ পাঠানোর আশ্বাস দিয়েছিলেন বিএল মিনা। তবে দুষ্কৃতীরা পুলিশের কোনও মন্তব্যেই নেই ভয় পাচ্ছে না একেবারেই তোয়াক্কা করছে না, এটা আবার প্রমাণিত হয়েছে। যেদিন তারাপুর থানার সামনে ছিনতাই হয়েছিল সেই সন্ধ্যায় অম্বিকাপট্টি এলাকায় আরেক ব্যক্তির দুই লক্ষ টাকা ছিনতাই হয়েছিল, রাতে উকিলপট্টিতে ছিনতাইবাজদের আক্রমণের শিকার
https://youtu.be/3PEfk8krRD0

তারাপুরে আবার দিনের আলোয় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিল বাইক-আরোহী দুষ্কৃতীরা llতারাপুর থানার ইনচার্জ যাদব ডেকা সাময়.....

পানগ্রামে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা গহনা সহ নগদ অর্থ llদুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উধারবন্দ পানগ্রামে। বৃহস্পতিবার রাত এ...
15/01/2021

পানগ্রামে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা গহনা সহ নগদ অর্থ ll

দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উধারবন্দ পানগ্রামে। বৃহস্পতিবার রাত একটা নাগাদ প্রায় কুড়ি জনের এক ডাকাতের দল বারান্দার গ্রিল ভেঙে পানগ্রামের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি এনামুল হক লস্করের ঘরের ভিতরে প্রবেশ করে। বন্দুক ধরে প্রায় পঁচিশ ভরি সোনা সহ নগদ পনেরো লক্ষ টাকা লুটিয়ে নিয়ে যায়। ভয় দেখাতে মাটিতে এক রাউন্ড গুলি করে জানা যায়। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে উধারবন্দ থানার ওসি ও অতিরিক্ত পুলিশসুপার জগদীশ দাস এনামুলের বাড়িতে পৌছেন। শুক্রবার সকালে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোন হদিস বের করতে পারেনি পুলিশ l
https://youtu.be/HiOB4tev7zI

পানগ্রামে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা গহনা সহ নগদ অর্থ llদুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উধারবন্দ পানগ্রামে। বৃহস্পতিব...

https://youtu.be/V7gepvLRdfg
08/01/2021

https://youtu.be/V7gepvLRdfg

"অসমে কৃষি বিল বিরোধিতা করার কোনও কারণ নেই," এই মন্তব্য করেই আন্দোলনকারীদের রোষের মুখে মন্ত্রী অতুল বরাবুধবার হাই....

প্রথম প্রতিষ্ঠাতা দিবস পালন করল সামাজিক সংস্থা ড্রিম সেলেব্রেশন l৭ জানুয়ারি সেটা গান্ধী ভবনে ড্রিম সেলিব্রেশন সামাজিক সং...
08/01/2021

প্রথম প্রতিষ্ঠাতা দিবস পালন করল সামাজিক সংস্থা ড্রিম সেলেব্রেশন l

৭ জানুয়ারি সেটা গান্ধী ভবনে ড্রিম সেলিব্রেশন সামাজিক সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সংস্থার কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাতা দিবস পালন করেন l

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান রক্তদান , মহিলা সশক্তিকরণ, মাদক বিরোধী সচেতনতা সভা, শিক্ষা এবং মহিলা আত্মরক্ষা নিয়ে গত এক বছরে নজরকাড়া কাজ করেছে ড্রিমস সেলিব্রেশন।
এ নিয়ে প্রশংসা করেছেন উপস্থিত জনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি আয়োজন ছিল সেমিনারে। প্রথম সুরক্ষা এবং ট্রাফিক রুল নিয়ে এই সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিবহন বিভাগ পুলিশ বিভাগ এবং বার অ্যাসোসিয়েশ। বর্ষপূর্তির এই দিনে উদ্বোধন হয় বিনামূল্যে মহিলা আত্মরক্ষা শিক্ষার স্কুল। বিগত দিনের বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ll
পাশাপাশি সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে l
https://youtu.be/P4k80lvuAjs

প্রথম প্রতিষ্ঠাতা দিবস পালন করল সামাজিক সংস্থা ড্রিম সেলেব্রেশন l৭ জানুয়ারি সেটা গান্ধী ভবনে ড্রিম সেলিব্রেশন স....

সম্প্রতি সেটেলমেন্ট বিভাগের পাটোয়ারী শ্যামল কুমার ধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পাট্টা পাইয়ে দিতে অতিরিক্ত টাকা চেয...
30/12/2020

সম্প্রতি সেটেলমেন্ট বিভাগের পাটোয়ারী শ্যামল কুমার ধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পাট্টা পাইয়ে দিতে অতিরিক্ত টাকা চেয়েছেন। যদিও এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এবার অহেতুক অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ছোটদুধপাতিল গ্রামের জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। শ্যামল কুমার ধর ছোটদুধপাতিল গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন এলাকায় পাটোয়ারীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। অথচ এলাকার রমাকান্ত বিশ্বাস নামের এক ব্যক্তি সম্প্রতি তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এলাকাবাসীরা মনে করছেন তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে কুৎসা রটাচ্ছে একটি চক্র এবং তাদের কোন মতলব রয়েছে।

ছোটদুধপাতিল গাঁও পঞ্চায়েত সভাপতি রঞ্জিত দাস বলেন, রমাকান্ত বিশ্বাসের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ ছিল, তিনি একসময় স্থানীয় বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের গালাগাল দিয়েছেন। পরে আবার ক্ষমা চেয়ে নিয়েছেন। নিজের পুরনো ক্ষোভ মেটাতে তিনি এসব মন্তব্য করছেন, তার সঙ্গে আরো কয়েকজন সহায়তা করছেন। হয়তো এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি এবং আশ্বাস দিচ্ছি শ্যামল ধরে পাশে তার পুরো গ্রাম রয়েছে।"

এলাকার প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি সমরেন্দ্র দেব বলেন, "আমি দীর্ঘদিন এলাকায় গাও পঞ্চায়েতের দায়িত্ব পালন করেছি, সেই সময় শামোল ধর আমাদের এলাকার দায়িত্বে ছিলেন। অনেক গরীব দুস্থ মানুষকে তিনি সাহায্য করেছেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এই ঘটনার পিছনে একটি দুষ্টচক্র কাজ করছে যার তদন্ত হওয়া উচিত। আমরা আগামীতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।"

স্থানীয় জেলা পরিষদ সদস্য গীতন নাথ বলেন, "সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো কি অভিযোগ উঠেছে সেটা আমার চোখে পড়েনি তবে এটুকু বলতে পারি শ্যামা ঝড়ের মত মানুষের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা কোনোভাবেই ঠিক হয়নি। গ্রামাঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে তিনি সাহায্য করেন আমি নিজের চোখে দেখেছি। সৎ ব্যক্তির বিরুদ্ধে অনেকেই চক্রান্ত করেন আমার বিশ্বাস এটাও তেমনই একটি ঘটনা। আমি প্রশাসনের কাছে এ ব্যাপারে তদন্ত করতে বলবো এবং যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহ প্রকাশ করব।"
https://youtu.be/oVoAAa1IDQQ

সম্প্রতি সেটেলমেন্ট বিভাগের পাটোয়ারী শ্যামল কুমার ধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পাট্টা পাইয়ে দিতে অতিরিক....

প্রাণে মারার হুমকি ,আতঙ্কে দিন কাটাচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডের বড়ভূঁইয়া পরিবার llআগ্রাসন মূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ...
28/12/2020

প্রাণে মারার হুমকি ,আতঙ্কে দিন কাটাচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডের বড়ভূঁইয়া পরিবার ll

আগ্রাসন মূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ্যেদিয়ে দিন কাটাতে হচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন বড়ভূঁইয়ার পরিবারকে। তাদের পরিবারের প্রতি এই অমানবিক কাণ্ডকারখানা চালিয়ে যাচ্ছে নজরুল ইসলাম নামের জনৈক ব্যক্তি। নজরুল ইসলাম ভিডিপি সেক্রেটারি, এবং ডিসি অফিসের কর্মী বলে পরিচিত। উধারবন্দ চার মাইল পঞ্চম খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন বড়ভূঁইয়ার এক সাংবাদিক সম্মেলন করে ন‍্যায় বিচারের আবেদন জানান। তার অভিযোগ, নজরুল ইসলাম তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করছেন কয়েক বছর থেকে। তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে মা জুলমা বেগম লস্কর এর স্বামী অর্থাৎ তার পিতা পাথর দিয়ে মুখে আঘাত করেছিল সে এবং সে আঘাত পেয়ে দু বছর আগে মারা যান । এর পর থেকে হান্নান উদ্দিন কর্মসূত্রে বাইরে থাকেন। গত ডিসেম্বরে তিনি শিলচর আসার পর জানতে পারেন, তাদের বাপ দাদার আমলের জমি জমা সম্পূর্ণভাবে হাতিয়ে নেওয়া চক্রান্ত করছেন । এবং 26 ডিসেম্বর তাদের ঘরে ইট-পাটকেল ছুঁড়া হয়। তারপরে ঘরের মহিলারা আতঙ্কিত হয়ে ঘরের ভিতর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে পানীয় জলের পাইপ বন্ধ করা ,পায়ে-হাঁটা রাস্তা বন্ধ করা মানুষের সামনে প্রকাশ্যে অকথ্য গালিগালাজ ইত্যাদি কিছুই বাকি রাখা হচ্ছে না।
এদিকে 25 তারিখ রাত্রের ঘটনার পর জুলমা বেগম লস্কর, উদারবন থানাতে একটি এজাহার দায়ের করেছেন এতে অভিযুক্ত করা হয়েছে নজরুল ইসলামকে। নিজের পরিবারের সদস্যদের প্রাণ সংশয় দুশ্চিন্তা ব্যক্ত করে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির লাগানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুলফা বেগম বড় ভূঁইয়া , রুনা বেগম, আফজুনা বেগম, তাহিন বেগম বড় ভূঁইয়া সঙ্গে উপস্থিত ছিলেন আরো অন্যান্যরা
https://youtu.be/rBgNUkzDqJM

আগ্রাসন মূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ্যেদিয়ে দিন কাটাতে হচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন .....

সাংবাদিক পৰাগ ভূঞাৰ ৰহস্যজনক মৃত্যুত শিলচৰত বৰাকভেলী ইলেক্ট্ৰনিকছ মিডিয়াৰ বিক্ষোভ কাৰ্য্যসূচী*সমগ্ৰ দেশ তথা ৰাজ্যখনতে দূ...
14/11/2020

সাংবাদিক পৰাগ ভূঞাৰ ৰহস্যজনক মৃত্যুত শিলচৰত বৰাকভেলী ইলেক্ট্ৰনিকছ মিডিয়াৰ বিক্ষোভ কাৰ্য্যসূচী*

সমগ্ৰ দেশ তথা ৰাজ্যখনতে দূৰ্ভাগ্যজনকভাৱে বাঢ়ি অহা সাংবাদিক নিগ্ৰহৰ প্ৰৰিপেক্ষিততেই অতি কৰুণভাৱে যোৱা ১১নৱেম্বৰত তিনিচুকীয়া জিলাৰ কাকপথাৰৰ প্ৰতিদিন টাইমৰ সাংবাদিক পৰাগ ভূঞাৰ ৰহজ্যজনকভাৱে সংঘটিত হোৱা পথ দূৰ্ঘটনাত নিজ গৃহৰ নিচেই সন্মূখতে পতিত হৈ মৃত্যু হোৱাৰ বিষয়টোয়ে সমগ্ৰ ৰাজ্যখনতে এক শোঁকৰ
ছাঁ বিৰাজ কৰিছে ৷ নিতৌ দিনক দিনে বৃদ্ধি হৈ অহা গণতন্ত্ৰৰ চতুৰ্থস্তম্ভস্বৰুপ সাংবাদিক সকলৰ সুৰক্ষা তথা নিৰাপত্তা সুনিশ্চিত কৰিবৰ বাবে দায়িত্বশীল সামাজিক দল সংগঠনসমূহে প্ৰশাসনক দাবী জনাই অহাৰ সমান্তৰালভাৱে আজি শিলচৰ ক্ষুদিৰাম মূৰ্তিৰ তলত বৰাকভেলী ইলেক্ট্ৰনিকছ মিডিয়াৰ উদ্যোগত সদ্যপ্ৰয়াত সংবাদকৰ্মীজনলৈ তেখেতৰ প্ৰতিচ্ছবিৰ সন্মুখত বন্তিপ্ৰজ্বলনেৰে এক বিক্ষোভ কাৰ্যসূচী অনুষ্ঠান আয়োজন কৰে ৷ উক্ত কাৰ্যসূচীৰ আৰম্ভনিতে প্ৰয়াত সাংবাদিকজনৰ ৰহস্যজনক মৃত্যুৰ গৰিহণা দিয়ে আৰু দোষীক উচিত শাস্তিৰ দাৱী জনায় ৷ লগতে এই সমস্ত ঘটনাৰ CID তদন্ত দাবী জনায় বিভিন্ন জনে ৷ সাংবাদিক সকলৰ এই বিক্ষোভ কাৰ্য্যসূচীৰ বিভিন্ন দল সংগঠনৰ ও যোগদান কৰে ৷

বরাক বাসি সকল জনসাধারণকে BSM NEWS এর পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো ll
14/11/2020

বরাক বাসি সকল জনসাধারণকে BSM NEWS এর পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো ll

https://youtu.be/JeA9tIL3yBU
14/11/2020

https://youtu.be/JeA9tIL3yBU

শহরের বিভিন্ন বাজার গুলোতে চাইনিজ সামগ্রীর রমরমা ব্যবসায় মৃত শিল্পীদের মাথায় হাত।দিপাবলীর আর মাত্র এক 'দিন বা....

https://youtu.be/BuKv6xFYTqM
04/11/2020

https://youtu.be/BuKv6xFYTqM

প্রধান মন্ত্রী জন ঔষধালয়ের অধীনে এন আই টি পার্শবর্তী এলাকার ফকির টিলায় একটি জন ঔষধালয় কেন্দ্র আজ আনুষ্ঠানিক ভ...

https://youtu.be/VpNDscFKcec
02/11/2020

https://youtu.be/VpNDscFKcec

নিকিতা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ,দুর্গা বাহিনী ও বজরং দলের বিক্ষোভ প্রদর্শন l হায়দ্রাবাদে গত 26 ...

https://youtu.be/ts39_53Hoys
12/10/2020

https://youtu.be/ts39_53Hoys

বিজেপির পেপার মিল চালুর ভুয়া প্রতিশ্রুতি; পাঁচগ্রামে কংগ্রেসের বিশাল প্রতিবাদী সভা

Address

Silchar
788008

Telephone

+916901986821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barak social media news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barak social media news:

Videos

Share