28/12/2020
প্রাণে মারার হুমকি ,আতঙ্কে দিন কাটাচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডের বড়ভূঁইয়া পরিবার ll
আগ্রাসন মূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ্যেদিয়ে দিন কাটাতে হচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন বড়ভূঁইয়ার পরিবারকে। তাদের পরিবারের প্রতি এই অমানবিক কাণ্ডকারখানা চালিয়ে যাচ্ছে নজরুল ইসলাম নামের জনৈক ব্যক্তি। নজরুল ইসলাম ভিডিপি সেক্রেটারি, এবং ডিসি অফিসের কর্মী বলে পরিচিত। উধারবন্দ চার মাইল পঞ্চম খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন বড়ভূঁইয়ার এক সাংবাদিক সম্মেলন করে ন্যায় বিচারের আবেদন জানান। তার অভিযোগ, নজরুল ইসলাম তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করছেন কয়েক বছর থেকে। তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে মা জুলমা বেগম লস্কর এর স্বামী অর্থাৎ তার পিতা পাথর দিয়ে মুখে আঘাত করেছিল সে এবং সে আঘাত পেয়ে দু বছর আগে মারা যান । এর পর থেকে হান্নান উদ্দিন কর্মসূত্রে বাইরে থাকেন। গত ডিসেম্বরে তিনি শিলচর আসার পর জানতে পারেন, তাদের বাপ দাদার আমলের জমি জমা সম্পূর্ণভাবে হাতিয়ে নেওয়া চক্রান্ত করছেন । এবং 26 ডিসেম্বর তাদের ঘরে ইট-পাটকেল ছুঁড়া হয়। তারপরে ঘরের মহিলারা আতঙ্কিত হয়ে ঘরের ভিতর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে পানীয় জলের পাইপ বন্ধ করা ,পায়ে-হাঁটা রাস্তা বন্ধ করা মানুষের সামনে প্রকাশ্যে অকথ্য গালিগালাজ ইত্যাদি কিছুই বাকি রাখা হচ্ছে না।
এদিকে 25 তারিখ রাত্রের ঘটনার পর জুলমা বেগম লস্কর, উদারবন থানাতে একটি এজাহার দায়ের করেছেন এতে অভিযুক্ত করা হয়েছে নজরুল ইসলামকে। নিজের পরিবারের সদস্যদের প্রাণ সংশয় দুশ্চিন্তা ব্যক্ত করে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির লাগানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুলফা বেগম বড় ভূঁইয়া , রুনা বেগম, আফজুনা বেগম, তাহিন বেগম বড় ভূঁইয়া সঙ্গে উপস্থিত ছিলেন আরো অন্যান্যরা
https://youtu.be/rBgNUkzDqJM
আগ্রাসন মূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ্যেদিয়ে দিন কাটাতে হচ্ছে উধারবন্দ তৃতীয় খন্ডে বাসিন্দা হান্নান উদ্দিন .....