Rejaul Islam Hira

Rejaul Islam Hira digital marketing

Permanently closed.
ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না ।  এটা সম্মানজনক লাইফটাইম  স্থায়ী পেশা । সুতরাং সঠিকভাবে নিজের পরিচয় দিতে শিখুন । ১. কখ...
20/08/2021

ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না । এটা সম্মানজনক লাইফটাইম স্থায়ী পেশা । সুতরাং সঠিকভাবে নিজের পরিচয় দিতে শিখুন ।

১. কখনোই বলবেন না আপনি ফ্রিল্যান্সার । কারণ সাধারণ মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে - ক্লিক করা, অনলাইনে ইনভেষ্ট করা, ডাটা এট্রি করা ইত্যাদি । সুতরাং ফ্রিল্যান্সার বললে স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে গুরুত্ব দিবে না ।

২. বলবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে একটি আমেরিকান কোম্পানীতে ডিজিটাল ম্যানেজার বা এস.ই.ও প্রফেশনাল হিসেবে চাকরী করেন এবং সেই কোম্পানী প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে সেলারী সেন্ড করে । এভাবে বললেই মানুষ বুঝবে যে আপনি চাকরী করেন । সাধারণ চাকরী না বরং বিদেশী কোম্পানীতে চাকরী । তখন মানুষ আপনাকে ক্রিয়েটিভ পরসন হিসেবে যথাযথ মূল্যায়ন করবে ।

৩. দেশী কোম্পানীতে চাকরীর চাইতে বিদেশী কোম্পানীতে চাকরী করলে তার সেলারী ৫গুণ বেশী হবে এটা মানুষ বুঝবে ।

৪. বিদেশী কোম্পানীতে কয়েব বছর চাকরী করলে ভবিষ্যতে তার বিদেশে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে এটা মানুষ নিজে নিজেই বুঝে নিবে ।

৫. আপনি যোগ্য না হলে বিদেশী কোম্পানী জব দিত না । সুতরাং এটা সহজেই অনুমেয় যে আপনি অন্য সবার চাইতে বেশী মেধাবী, বেশী ক্রিয়েটিভ ।

৬. সবচাইতে বড় কথা আপনার যখন পকেটভর্তি টাকা থাকবে চারপাশের সবাই আপনাকে সম্মান করবে ।

আশা করি আত্ন সম্মানের সাথে মাথা উঁচু করে সঠিকভাবে নিজেকে উপস্থান করতে পারবেন । ধন্যবাদ।

Signature Mind Institute প্রতিষ্ঠান পক্ষ থেকে আপনাদের জন্য ৪টি কোর্সের আয়োজন করা হয়েছে 1.  2.  3.  4.  ৪ টি কোর্সের থেকে...
18/08/2021

Signature Mind Institute প্রতিষ্ঠান পক্ষ থেকে আপনাদের জন্য ৪টি কোর্সের আয়োজন করা হয়েছে

1.
2.
3.
4.

৪ টি কোর্সের থেকে আপনার প্রচন্ড নিও যে কোনো একটা কোর্স করতে পারেন।

আমাদের ১ টা কোর্সের ফি হচ্ছে ১২০০০(হাজার টাকা) করোনার কারণে আপনাদের সুবিধার তে মাত্র ৬০০০(হাজার টাকা) দিয়ে আপানার প্রচন্ড নিও যে কোনো একটা কোর্সে এডমিশন নিতে পারেন

সাথে থাকছে পক্ষ থেকে 🥰
👉৯৫% স্কলারশিপ
👉প্রতিদিন ২৪ ঘণ্টা সাপোর্ট
👉 আপনি যদি কোন কারণে ক্লাস করতে না পারলে। আপনি আপনার ক্লাস আবার পরবর্তী করে নিতে পারবেন
👉আপানর সাথে আমাদের থাকছে লাইভ টাইম সাপোর্ট
👉ইত্যাদি

এডমিশন এর জন্য ইনবক্সে যোগাযোগ করুন

07/08/2021
👉পৃথিবীতে ২ ধরনের মানুষ হয়েছে --✅১.অন্যের দারা নিয়ন্ত্রিত হয়.✅২.অন্যকে নিয়ন্ত্রিত করে.❤️সিগনেচার মাইন্ড অন্যের কথায় সম...
30/07/2021

👉পৃথিবীতে ২ ধরনের মানুষ হয়েছে --

✅১.অন্যের দারা নিয়ন্ত্রিত হয়.
✅২.অন্যকে নিয়ন্ত্রিত করে.

❤️সিগনেচার মাইন্ড অন্যের কথায় সমালোচিত না হয়ে বরং তার আপন সওা নিয়ে এগিয়ে চলছে অবিরাম 🥰
আমরা কথায় নয় বাস্তবায়নে বিশ্বাসী ✊💪

সিগনেচার মাইন্ড হেড ক্যাম্পাসের বাইরে ঢাকাতে আরো 4 টি নতুন শাখার উদ্বোধন করতে যাচ্ছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ💝😊
ইতিমধ্যেই ডিজাইন কমপ্লিট✌️👌

20/07/2021

❤️আসসালামু আলাইকুম ❤️

আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপওয়ার্ক।।

আপওয়ার্ক কি?

আপওয়ার্ক হচ্ছে একটি আমেরিকান ভিত্তিক একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যার পূর্বের নাম ছিলো যথাক্রমে ওডেক্স এবং ইল্যান্স, যেখানে কোন অর্ডার করতে হলে আগে কানেক্ট ক্রয় করতে হয়। বলা যায় চাকুরির জন্য আবেদন করতে হলেও আপনাকে কানেক্ট ক্রয় করতে হবে। ২০১৫ সালে কোম্পানীটির নতুন নামকরণ করা হয়,
যা বর্তমানে আপওয়ার্ক নামে পরিচিত।

যে সকল ফ্রিল্যান্সার দীর্ঘদিন যাবত কাজ করেছেন তাদের ভাস্যমতে মার্কেটে এখনো পর্যন্ত যতগুলো ফ্রিল্যান্স সাইট আছে, সব থেকে মানসম্মত সাইট আপওয়ার্ক। এখানে মূলত বিড করার জন্য কানেকশন কিনে ব্যবহার করতে হয় বলে অনেক লোকাল/অপ্রাসঙ্গিক ফ্রিল্যান্সার এই সকল সাইটে টিকতে পারে না। তাই এটি অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের তুলনায় অনেক স্বচ্ছ। বলা যায় সবচেয়ে বেশি প্রিমিয়াম ক্লায়েন্টদের উপস্থিতি এই মার্কেটপ্লেসে। কারণ এখানে মাইক্রোসফট, ড্রপবক্সের মত জায়ান্ট কোম্পানি গুলোর কাজ পাওয়া যায়।

16/07/2021
13/07/2021

freelancing মানে 🎓Learn, Earn & Fun🎓
যারা 🔥freelancing🔥 করে নিজের স্কিল ডেভলপ করে.
পড়ালেখা অথবা অন্যান্য কিছুর পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান শুধু তাদেরকে বলছি।
○💻শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করে আমরা আমাদের মূল্যবান সময় গুলোকে ফ্রীল্যানসিং করে নিজের ক্যারিয়ার কে সুনিশ্চিত করতে পারি।
🎗️আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়।
📝ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা সম্ভব কি না?
📝ফ্রিল্যান্সিং করে ভালো ক্যারিয়ার গড়া যায় কি?
📝ফ্রিল্যান্সিং করে লংটাইম ইনকাম করতে পারব কি?
📝ফ্রিল্যান্সিং করে কত % ইনকাম নিশ্চিত?
📝ফ্রিল্যান্সিং করতে হলে দৈনিক কত ঘন্টা সময় দিতে হয়?
📝ফ্রিল্যান্সিং এ কোন সেক্টর নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করা যায়?
🎁এই ধরনের সকল প্রশ্নের জবাব নিয়ে একটি ফ্রি সেমিনার এর আয়োজন করা হয়েছে।
আগ্রহীরা সেমিনারের করারর জন্য "Inbox করুন
বিঃদ্রঃ ডিজিটাল মার্কেটিং শেখার পাশাপাশি থাকছে 💯% ইনকাম করার সুযোগ।

Address

Silchar

Telephone

+8801918204456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rejaul Islam Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share