![যারা ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছ থেকে কিনুন, প্রয়োজন না হলেও কিনুন। এতে আপনি সাদাকাহ এর সাওয়...](https://img3.medioq.com/900/635/240976629006355.jpg)
03/12/2023
যারা ভিক্ষা না করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছ থেকে কিনুন, প্রয়োজন না হলেও কিনুন। এতে আপনি সাদাকাহ এর সাওয়াব পাবেন, আর উক্ত ব্যক্তিটিও মর্যাদার সাথে পরিবার নিয়ে বাঁচতে পারবে।
ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী এদের কাছ থেকে কিছুটা হলেও কিনুন প্লিজ। 🙏🥺
Buy from people who want to live with dignity, not begging, even if you don't have to. In this you will get the reward of Sadaqah, and the person will also be able to live with his family with dignity.
Please buy some from the hawkers, small traders. 🙏🥺