উৎসবের শহর শান্তিপুর

উৎসবের শহর শান্তিপুর কৃত্তিবাসের বসত বাটি
বিজয় কৃষ্ণের ভিটেমাটি
মহাপ্রভুর যাত্রা শুরু
শ্রী অদ্বৈত দেব তাঁর‌ই‌ গুরু।
🙏🙏
(1)

23/06/2024
23/06/2024

নীলকন্ঠ ভার্নি, স্বামীনারায়ণ , ঘনশ্যাম জীবনী
পর্ব =2

‼️জগন্নাথ দেবের স্নানযাত্রা শান্তিপুর ১৪৩১‼️📌  জগন্নাথ কে...? স্নান যাত্রা কী...?? 📌 যে গৌর,সেই কৃষ্ণ,সেই জগন্নাথ।ভগবান ...
22/06/2024

‼️জগন্নাথ দেবের স্নানযাত্রা শান্তিপুর ১৪৩১‼️
📌 জগন্নাথ কে...? স্নান যাত্রা কী...??
📌 যে গৌর,সেই কৃষ্ণ,সেই জগন্নাথ।
ভগবান জগন্নাথদেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি জগতের নাথ সংস্কৃতি ভাষায় জগত অর্থে বিশ্ব।এবং নাথ অর্থে-ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বা জগদীশ্বর।
📌 ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা
অনুষ্ঠিত হয়।
📌 স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার উৎসব শুরু।
📌 স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদী থেকে বিশেষ ভাবে তৈরি করা স্নান বেদীতে নিয়ে আসা হয়।
📌 স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ,বলরাম এবংসুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়েপ্রলেপ দেওয়া হয়।
📌 ১০৮ টি স্বর্ণ পাত্র জল দ্বারা পূর্ণ থাকে।এই জল দ্বারা অভিষেক করা হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ,কীর্তন এবং শঙ্খ বাজানো হয়।
এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি
বেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে
পদ্ম সাজে সাজানো হয়।স্নান যাত্রা উৎসবের পর।
📌 শান্তিপুরের জগন্নাথ তলার কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম প্রতিটি ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ থাকলো।।

20/06/2024

নীলকন্ঠ ভার্নি, স্বামীনারায়ণ , ঘনশ্যাম জীবনী
পর্ব =1

‼️গঙ্গা পুজো ও মনসা পুজো শান্তিপুর ১৪৩১‼️📌 আজ দশহরায় গঙ্গা স্নান করলে ১০ জন্মের পাপ নাকি ধুয়ে যায়।(কথিত আছে)📌 এমন দিনে ব...
16/06/2024

‼️গঙ্গা পুজো ও মনসা পুজো শান্তিপুর ১৪৩১‼️
📌 আজ দশহরায় গঙ্গা স্নান করলে ১০ জন্মের পাপ নাকি ধুয়ে যায়।(কথিত আছে)
📌 এমন দিনে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করলে, এবং স্নানের পর শিব গৌরীর পুজো করলে সমৃদ্ধি আসে বলেও বিশ্বাস।
📌 গঙ্গা দশেরা প্রতি বছর জৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে পালিত হয়।
📌 এদিন সূর্যদেবের পুজো, মা মনসার পুজোও খুব শুভ।
📌 প্রথমদিকে, গঙ্গা নদী স্বর্গে প্রবাহিত হয়েছিল। ঋষি ভগীরথের কঠোর তপস্যায় তাকে পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল তাই তাকে ভাগীরথীও বলা হয়।
📌 গঙ্গার স্নান ও পূজা করার সময় এই মন্ত্রটি পাঠ করা উচিত।
"ওম নমঃ শিবায়ায় নারায়ণ্যাই দশেরায় গঙ্গায় নমঃ"
📌 মা গঙ্গার আরাধনায় সমস্ত জিনিস দশ রকমের হওয়া উচিত। দশ প্রকার ফুল, দশ প্রকার সুগন্ধি, দশ প্রকার প্রদীপ, দশ প্রকার নৈবেদ্য, দশ প্রকার পান, দশ প্রকার ফল। পুজো করার সময় অন্তত দশটি ডুব দেওয়া উচিত।
📌 আজ গঙ্গা পুজোর কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। তাই প্রতিটা ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ থাকলো 🙏🏻

15/06/2024

ওরা যদি পারে তাহলে আমরা পারবোনা কেনো
হরে কৃষ্ণ ।

ভারত মাতা কি ..........❤️🙏🏻
14/06/2024

ভারত মাতা কি ..........

❤️🙏🏻

.      🙏🏻‼️ মা মঙ্গল চন্ডী পূজা ‼️🙏🏻📌 শান্তিপুর বাথনাতে বসাক বাড়ির পুজো মা মঙ্গলচন্ডী।📌 সিংহ বাহিনী মা চতুর্ভূজা মা দুর্...
11/06/2024

. 🙏🏻‼️ মা মঙ্গল চন্ডী পূজা ‼️🙏🏻
📌 শান্তিপুর বাথনাতে বসাক বাড়ির পুজো মা মঙ্গলচন্ডী।
📌 সিংহ বাহিনী মা চতুর্ভূজা মা দুর্গার আরো একটি রূপ।
📌 জৈষ্ঠ্য মাসের লাস্ট মঙ্গলবার তিথি ধরে মা মঙ্গলচন্ডীর পুজো হয় বাথনার বসাক বাড়িতে।
📌 তার কিছু ছবি আপনাদের কাছে উপস্থাপনা করলাম ।
📌 প্রতিটা ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ থাকলো 🙏🏻

09/06/2024

সাধনা কালী লাস্ট কাঁধে শোভাযাত্রা

06/06/2024

আশানন্দ পাড়া রাধাবল্লব জিউ রাসমঞ্চ

#রাস

‼️হালদার বাড়ির ফলহারিণী কালী পূজা শান্তিপুর ১৪৩১‼️📌 আজ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো। অনেক স্থানে এই বিশেষ তিথিতে মা...
05/06/2024

‼️হালদার বাড়ির ফলহারিণী কালী পূজা শান্তিপুর ১৪৩১‼️
📌 আজ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো। অনেক স্থানে এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা হয়ে থাকে।
📌 ঠিক তেমনই আজ আপনাদের জন্য শান্তিপুর হালদার বাড়ির ফলহারিণী কালী পূজার কিছু চিত্র উপস্থাপন করলাম।
📌 প্রতিমা শিল্পী - শ্রী অনীল পাল
📌 চিত্র ঋণ = Dey
📌 প্রতিটা ছবি পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো 🙏🏻

জয় জগন্নাথ water paint
04/06/2024

জয় জগন্নাথ water paint

04/06/2024

শান্তিপুর নিশ্চিন্তপুর বারোয়ারী......

04/06/2024

কেউ কি নাম বলতে পারবে বাজনাটার ?

আজ মঙ্গলবার পবন পুত্র মহাবীরের পুজ 🙏
04/06/2024

আজ মঙ্গলবার পবন পুত্র মহাবীরের পুজ 🙏

আর মাত্র ১২৭ দিন মা দুর্গা তার কচি কাচা দের নিয়ে মর্তে আসছে।
04/06/2024

আর মাত্র ১২৭ দিন মা দুর্গা তার কচি কাচা দের নিয়ে মর্তে আসছে।

02/06/2024

বাবা লোকনাথ ব্রহ্মচারী ১৩৪ তম তিরোধান দিবস। শান্তিপুর

‼️ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তিপুর ‼️📌 আজ ১৯ শে  জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪ তম তিরোধান দিবস।📌 ২...
02/06/2024

‼️ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তিপুর ‼️
📌 আজ ১৯ শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪ তম তিরোধান দিবস।
📌 ২৪ বছরে পদার্পণ করল শান্তিপুরের মাতাল ঘরের লোকনাথ মন্দির।
📌 রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়েও আমি রক্ষা করিব।
📌 শান্তিপুরের মাতাল গড়ের লোকনাথ মন্দিরের কিছু ছবি আপনাদের কাছে প্রকাশ করিলাম।
📌 প্রতিটা ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ থাকলো 🙏
সকলকে ভাল রেখো সুস্থ রেখো। এই মারণ রোগ করোনা থেকে সবাইকে মুক্ত করো।
🙏জয় বাবা লোকনাথ🙏
🙏জয় বাবা লোকনাথ🙏
তোমার চরণে প্রণাম

01/06/2024

১৯ শে জ্যৈষ্ঠ বাংলার 2 nd June বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস।

With Ardhendu Dey – I just got recognized as one of their rising fans! 🎉
30/05/2024

With Ardhendu Dey – I just got recognized as one of their rising fans! 🎉

জয় শ্রী কৃষ্ণ❤❤❤❤❤❤
30/05/2024

জয় শ্রী কৃষ্ণ
❤❤❤❤❤❤












‼️শ্রী শ্রী নৃত্য কালী সূত্রাগড় বঙ্গ বাড়ি ১৪৩১‼️📌 জৈষ্ঠ্য মাসের পঞ্চমী তিথিতে সূএাগড় লঙ্কা পাড়া বঙ্গ বাড়ির পূজিত শ্য...
29/05/2024

‼️শ্রী শ্রী নৃত্য কালী সূত্রাগড় বঙ্গ বাড়ি ১৪৩১‼️
📌 জৈষ্ঠ্য মাসের পঞ্চমী তিথিতে সূএাগড় লঙ্কা পাড়া বঙ্গ বাড়ির পূজিত শ্যামা মা। এ যেনো সূএাগড় লঙ্কা পাড়া বারোয়ারী মা নৃত্য কালীর অবিকল মূর্তি।
📌 আজ আপনাদের জন্য বঙ্গ বাড়ির মায়ের চিএ উপস্থাপনা করলাম
চিত্র ঋণ =Arijit Shankhari
📌 প্রতিটি ছবি পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো 🙏

‼️ আমড়াতলার অন্নপূর্ণা পূজার শোভাযাত্রা  ১৪৩১‼️📌 প্রাই ৪৫০ বছরের পুরানো এই পুজো।  প্রথমে এখানে দুর্গা পূজা দিয়ে পূজার স...
28/05/2024

‼️ আমড়াতলার অন্নপূর্ণা পূজার শোভাযাত্রা ১৪৩১‼️
📌 প্রাই ৪৫০ বছরের পুরানো এই পুজো। প্রথমে এখানে দুর্গা পূজা দিয়ে পূজার সূচনা হয়েছিল।
📌 বুদ্ধ পূর্ণিমা থেকে ৫ দিন পুজো মায়ের পুজো হবার পর আজ শান্তিপুর রাজপথে মা অন্নপূর্ণ।
📌 মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র অন্য হাতে থাকে হাতা।
📌 পুরান মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। কিন্তু কিছুদিন পর শুরু হয় দাম্পত্য কলহ। ভোলেনাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে মর্তে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারি, খাদ্য কষ্ট। ভক্তরা তখন মহাদেবকে ডাকতে থাকে।
📌 সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব। কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে অন্ন দান করছেন। ভোলানাথ সেখানে ভিক্ষুক রূপে উপস্থিত হয়, ভোলেনাথের কিন্তু মাকে চিনতে একটু অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্য ভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি।
📌 মায়ের কাছ থেকে ভোলানাথের ভিক্ষা নেয়ার সম্পূর্ন রুপটি মা অন্নপূর্ণা রূপে পূজিত হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল, সেই থেকে মায়ের পুজোর প্রচলন হয় যা আজ অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত।
📌 মৃৎশিল্পী - শ্রী প্রদীপ পাল (হাবুল পাল)
📌 প্রতিটা ছবি পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো 🙏🏻

‼️ সস্ত্রীক শ্রী শ্রী ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বরের শোভাযাত্রা ১৪৩১ ‼️📌 আজ শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দ্বারা প...
28/05/2024

‼️ সস্ত্রীক শ্রী শ্রী ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বরের শোভাযাত্রা ১৪৩১ ‼️
📌 আজ শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দ্বারা পরিচালিত সস্ত্রীক শ্রী শ্রী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের শোভাযাত্রা শান্তিপুর রাজপথে।
📌 ৫ দিন মন্ডপে পুজো হবার পর ষষ্ঠ দিনের দিন শোভাযাত্রায় বের হয় সস্ত্রীক ত্রিদেব ।
📌 ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পাশে থাকেন তাদের অর্ধাঙ্গিনীরাও। ব্রহ্মা দেবের পাশে থাকেন গায়েত্রী দেবী (মতান্তরে সাবিত্রী বা সরস্বতী দেবী); বিষ্ণুদেবের পাশে থাকেন লক্ষ্মী দেবী এবং মহেশ্বরের পাশে থাকেন আদিশক্তি মাতা পার্বতী।
📌 প্রতিমা শিল্পী- শ্রী ৺মহানন্দ পাল এন্ড সন্স
📌 প্রতিটি ছবি পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো । 🙏🏻

With Monojit Basak – I just got recognized as one of their top fans! 🎉
27/05/2024

With Monojit Basak – I just got recognized as one of their top fans! 🎉

⭕‼️⭕                                     ⭕‼️⭕     📛 জয় জগন্নাথ বলরাম সুভদ্রা  📛📌 রথ যাত্রার রথের পরিকাঠামো তৈরির শুভরাম্...
26/05/2024

⭕‼️⭕ ⭕‼️⭕
📛 জয় জগন্নাথ বলরাম সুভদ্রা 📛
📌 রথ যাত্রার রথের পরিকাঠামো তৈরির শুভরাম্ভ হয়ে গেছে।
📌 তারই কিছু ছবি আপনাদের কাছে প্রকাশ করলাম।
📌 প্রতিটা ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ থাকলো 🙏
#জয় #জগন্নাথ #বলরাম #শুভদ্র

26/05/2024

চরকের সময় অগ্নিদেব কে পুজো করে সন্ন্যাসী রা নিজের হাতে অগ্নি নেভাই...
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো🙏🏻
বলো শিব.. শিব.. মহাদেব...

🙏🏻‼️ মা উলাই চন্ডি পূজা বিরনগর ১৪৩১ ‼️🙏🏻📌 বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিরনগরে আরও একটি দেবীর পূজা হয়ে থাকে তা হলো  মা উলাই চন...
25/05/2024

🙏🏻‼️ মা উলাই চন্ডি পূজা বিরনগর ১৪৩১ ‼️🙏🏻
📌 বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিরনগরে আরও একটি দেবীর পূজা হয়ে থাকে তা হলো মা উলাই চন্ডি পূজা
📌 মা উলাই চন্ডি হলো দুর্গারই আরেকটি রূপ।
📌 এই পুজো রাজা চাঁদ সদগরের হাতে প্রথম পুজোর সূচনা হয়।
📌 আবার অনেকে বলেন একটা সময় গ্রামে মহামারী লাগাই রাতারাতি গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে যাই। তখন মা উলাই চন্ডির পুজো দিয়ে সব কিছু আবার সাধারণ হয়।
📌 তার কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম।
📌 প্রতিটি ছবি পৃথকভাবে দেখার জন্য অনুরোধ রইলো 🙏🏻
#উলাইচন্ডি #বিরনগর

☀️🔥 আসছে নওতাপ ২০২৪ আজ থেকে 🔥☀️📌 NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। 📌 এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শু...
25/05/2024

☀️🔥 আসছে নওতাপ ২০২৪ আজ থেকে 🔥☀️
📌 NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ।
📌 এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে।
📌 আজ ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য।
📌 রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *
📌 সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়।
📌 এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*
সাবধানে থাকবেন
জনকল্যাণ সার্থে পোস্ট টি শেয়ার করুন ।

Address

Santipur

Telephone

+919126233233

Website

Alerts

Be the first to know and let us send you an email when উৎসবের শহর শান্তিপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Santipur media companies

Show All

You may also like