03/12/2021
বিহান সাহিত্য পত্রিকাঃ একটি নবদূত ফাউন্ডেশন উপস্থাপনা
(নবদূত ফাউন্ডেশনঃ পশ্চিমবঙ্গের একটি অলাভজনক সামাজিক সংগঠন)
বিহান সাহিত্য পত্রিকা - একটি মুদ্রিত পত্রিকা, আগামী একমাস লেখা জমা নেওয়া হবে।
নিয়মাবলী খুব ভালো করে পড়ে তবেই লেখা পাঠাবেন।
১. কবিতাঃ অনধিক ২৪ লাইন (কোনও নির্দিষ্ট বিষয় নেই)
২. অনুগল্পঃ অনধিক ৫০ শব্দ (কোনও নির্দিষ্ট বিষয় নেই)
৩. গল্পঃ কোনও নির্দিষ্ট বিষয় নেই
৪. ভ্রমণকাহিনীঃ অনধিক ৪০০ শব্দ
৫. শিক্ষা ও গবেষণামূলক প্রবন্ধঃ অনধিক ৫০০ শব্দ
৬. পেন্সিল স্কেচঃ ১ টি
৭. সাদা কালো স্থির-চিত্রঃ ১ টি
৮. রান্নার রেসিপিঃ ১ টি অনধিক ২০০ শব্দ
নির্দিষ্ট বিষয়ের বাইরে কোনো লেখা পাঠাবেন না।
নির্দিষ্ট শব্দ সংখ্যার বেশী শব্দের লেখা পাঠাবেন না।
ধর্মীয়, রাজনৈতিক ও বিতর্কিত কোনও লেখা গ্রহণযোগ্য নয়।
নির্ভুল বানান, সঠিক যতিচিহ্ন ব্যবহার ও যথাযথ বাক্য বিন্যাসের দিকে নজর রাখবেন।
লেখাটির নাম এবং লেখকের নাম বাংলায় অবশ্যই লিখবেন।
একজন ব্যক্তি একটির বেশী লেখা পাঠাবেন না। কোনো ব্যক্তি একাধিক লেখা পাঠালে সেই ব্যক্তির লেখা সম্পূর্ণ বাতিল করা হবে।
ছবির ক্ষেত্রে সেটি কোথা থেকে সংগ্রহ করেছেন, তা অবশ্যই উল্লেখ করবেন, ছবির স্বত্বাধিকারের দায় ছবি প্রেরণকারীর নিজের।
লেখা পাঠানোর সময়সীমা – ১২ই ডিসেম্বর ২০২১ রবিবার
লেখক তালিকা প্রকাশ – ১৯ই ডিসেম্বর ২০২১ রবিবার
পত্রিকা প্রকাশ - ইংরেজি নববর্ষ ২০২২
লেখা মেল বডিতে টাইপ করে পাঠাতে হবে। মেল করুন [email protected]
অথবা হোয়াটস্যাপ করুন: 9038111024 এই নম্বরে।
অন্য কোনো ভাবে,অন্য কোন ফরম্যাটে পাঠালে চলবে না। লেখা পাঠানোর পর ১২ ঘন্টা অপেক্ষা করুন। আমাদের কাছে মেল এলে আমরা ১২ ঘন্টার মধ্যে ওই মেলেই প্রাপ্তিসংবাদ পাঠাবো। যদি প্রাপ্তিসংবাদ না পান, তাহলে ধরে নেবেন আমাদের কাছে আপনার লেখা বা মেল এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে আপনি পুনরায় প্রেরণ করতে পারেন। ইলেক্ট্রনিক্স মাধ্যমে প্রেরিত লেখা ফেরতযোগ্য নয়, কিন্তু আপনার লেখা যদি নির্বাচিত না হয় তাহলে লেখক তালিকা প্রকাশের পর আপনি আপনার লেখাটি অন্যত্র পুনঃপ্রকাশের জন্য প্রেরণ করতে পারেন।
মেলের সাবজেক্টে বা হোয়াটস্যাপে অবশ্যই বিষয় উল্লেখ করবেন। বিষয় না লিখলে লেখা বাতিল হবে।
আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ জেনেই লেখা পাঠাবেন। লেখা নির্বাচন হলে লেখক-লেখিকা কে একটি বইয়ের মূল্য অগ্রিম জমা করতে হবে, এই মূল্য সমাজের সেবামূলক কাজের অনুদান হিসেবে গৃহীত হবে। পত্রিকা কিভাবে সংগ্রহ করবেন, পত্রিকার দাম কত হতে পারে, তা জানতে পারবেন লেখক তালিকা প্রকাশের দিন। আগে থেকে 'কত দাম হতে পারে' তা জানানো সম্ভব নয়।
নির্বাচিত সকল লেখক লেখিকা কে বিহান সাহিত্য পত্রিকা ও নবদূত ফাউন্ডেশনের তরফ থেকে লেখকের সংগ্রহ করা বইটির সাথে একটি সম্মাননা পত্র তুলে দিয়ে সম্মানিত করা হবে।