Sabroom City

Sabroom City "Save Democracy Save Constitution �". Jai hind�
(7)

বাংলাদেশের নিখোঁজ চিন্ময় প্রভু, গোটা বাংলাদেশের দেশের সনাতনিরা চিন্তিত!
25/11/2024

বাংলাদেশের নিখোঁজ চিন্ময় প্রভু, গোটা বাংলাদেশের দেশের সনাতনিরা চিন্তিত!

অনুকুল ঠাকুরের উৎসবের কাজ সেরে, বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত  সাংবাদিক সুজিত আচার্জী। গতকাল রাতে তার উপর...
25/11/2024

অনুকুল ঠাকুরের উৎসবের কাজ সেরে, বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্জী। গতকাল রাতে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। জানাযায় লোহার রড দিয়ে সুজিত আচার্জীর মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হা-ম-লা চালায়।

25/11/2024

রাজধানীর পুলিশ ভক্তদের দিতে পারল না নিরাপত্তা
রাজধানীর বাইপাস সড়কের পাশে অনুকূল চন্দ্রের উৎসব প্রাঙ্গণ এলাকা থেকে এখনো পর্যন্ত সংঘটিত ১২টি ছিনতাইয়ের ঘটনা

মিসকলে চাকুরি ত দূরের কথা, পাশ করেও চাকরি নেই ! বিষ চাইলেন বেকাররা !
25/11/2024

মিসকলে চাকুরি ত দূরের কথা, পাশ করেও চাকরি নেই ! বিষ চাইলেন বেকাররা !

24/11/2024

আজ থেকে ১০০ বছর পর 💀

শব্দ হিসাবে থেকে গেল করিমগঞ্জ
24/11/2024

শব্দ হিসাবে থেকে গেল করিমগঞ্জ

ভারতীয় ফুটবলের প্রথম এবং শেষ কথা বাংলা... আবারও প্রমাণিত ✅️
24/11/2024

ভারতীয় ফুটবলের প্রথম এবং শেষ কথা বাংলা...
আবারও প্রমাণিত ✅️

অবশেষে নিউজ ঘোষণার পর উদয়পুর জামজুরি বাজার পেট্রোল পাম্প সংলগ্নে সার্কেসকে কেন্দ্র করে যে জোয়ার আসর বসেছিল সেই জুয়ার ...
23/11/2024

অবশেষে নিউজ ঘোষণার পর উদয়পুর জামজুরি বাজার পেট্রোল পাম্প সংলগ্নে সার্কেসকে কেন্দ্র করে যে জোয়ার আসর বসেছিল সেই জুয়ার সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করল ত্রিপুরা পুলিশ !

ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল (MaRV), বুস্ট/ব্যালিস্টিক গ্লাইড রি-এন্ট্রি ভেহিকল (BGRV), বুস্ট গ্লাইড ভেহিকল (BGV), এবং...
23/11/2024

ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল (MaRV), বুস্ট/ব্যালিস্টিক গ্লাইড রি-এন্ট্রি ভেহিকল (BGRV), বুস্ট গ্লাইড ভেহিকল (BGV), এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল (HGV)—এই চার ধরনের প্রযুক্তি একে অপরের কাছাকাছি হলেও তাদের ডিজাইন, গতিপথ, এবং কার্যপদ্ধতিতে পার্থক্য রয়েছে। একই ভেহিকল ভিন্ন প্রযুক্তি অনুসারে ব্যবহার করা যেতে পারে। চলুন বাংলায় সহজ ভাষায় এই ভিন্নতাগুলো ব্যাখ্যা করি।

---

ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল (MaRV)

ব্যবহার: এটি মূলত মিসাইল বা রকেটের টার্মিনাল ফেজে (শেষ পর্যায়ে) ব্যবহৃত হয়।

পদ্ধতি: বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় টার্গেটের দিকে যাওয়ার পথে এটি থ্রাস্টার বা কন্ট্রোল সারফেসের মাধ্যমে ম্যানুভার করে।

গতি: মিসাইলের ফাইনাল স্টেজে এটি টার্গেট এড়াতে বা নির্ভুলভাবে আঘাত হানার জন্য গতিপথ পরিবর্তন করতে সক্ষম।

লক্ষণীয় বৈশিষ্ট্য: এটি মূলত নিচের দিকে (ডেসেন্ডিং) চলার সময় ম্যানুভার করে।

---

বুস্ট/ব্যালিস্টিক গ্লাইড রি-এন্ট্রি ভেহিকল (BGRV)

ব্যবহার: রকেটের সাহায্যে এটি মহাকাশে যায় এবং পরে রি-এন্ট্রি ফেজে বায়ুমণ্ডলে ফিরে আসে।

পদ্ধতি: পুনঃপ্রবেশের সময় এটি রকেট স্টেজসহ প্রাথমিকভাবে অক্ষত থাকে। কন্ট্রোল সারফেস ও থ্রাস্টার ব্যবহার করে এটি কিছুটা হরাইজন্টাল প্লেনে ম্যানুভার করতে পারে।

বিশেষ বৈশিষ্ট্য: এটি রোলিং মুভমেন্ট করে যাতে এর উপর তাপের প্রভাব কমে যায়।

ব্যবহারিক উদাহরণ: মূলত ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে টার্গেটের নির্ভুলতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।

---

বুস্ট গ্লাইড ভেহিকল (BGV)

ব্যবহার: BGRV-এর মতো, তবে এটি মহাকাশে প্রবেশ করে না।

পদ্ধতি: বায়ুমণ্ডলের ভেতর দিয়েই এটি টার্গেটের দিকে গ্লাইড করে। যদি এটি হাইপারসনিক গতিতে চলে, তবে এটি HGV-র মতো কাজ করতে পারে।

লক্ষণীয় বৈশিষ্ট্য: এটি মূলত মাঝারি উচ্চতায় বায়ুমণ্ডলের ভেতর দিয়েই কাজ করে এবং এর গতি ও ম্যানুভারিং ক্ষমতা BGRV-এর চেয়ে বেশি।

ব্যবহার: দ্রুত এবং কার্যকর আক্রমণ করতে ব্যবহৃত হয়।

---

হাইপারসনিক গ্লাইড ভেহিকল (HGV)

ব্যবহার: এটি বর্তমানে সবচেয়ে উন্নত এবং হাইপারসনিক গতিতে (Mach 5-এর বেশি) টার্গেটের দিকে গ্লাইড করতে পারে।

পদ্ধতি: রকেট এটিকে ১০০–২০০ কিমি উচ্চতায় নিয়ে যায়। এরপর এটি বায়ুমণ্ডলের লিফট ব্যবহার করে গ্লাইড ও ম্যানুভার করে।

গতি ও ম্যানুভারিং: এটি বিভিন্ন ট্রাজেক্টরি যেমন স্কিপ গ্লাইড, স্লিপ গ্লাইড, এবং ডাইভ

23/11/2024

Welcome to Tripura 🙏

শেয়ার মার্কেটে চোর আদানির ধস নামার পর ব্যবসায়ীদের অবস্থা.. 😫বাংলার সাংসদ মহুয়া মৈত্র ই প্রথম চোর আদানি কে লোকসভায় দা...
22/11/2024

শেয়ার মার্কেটে চোর আদানির ধস নামার পর ব্যবসায়ীদের অবস্থা.. 😫

বাংলার সাংসদ মহুয়া মৈত্র ই প্রথম চোর আদানি কে লোকসভায় দাড়িয়ে চোর বলেছিল ! আজকে সারা বিশ্ব আদানি কে চোর বলছে !

Natural beauty our Tripura!
22/11/2024

Natural beauty our Tripura!

দাম বাড়ল গ্যাস এর
22/11/2024

দাম বাড়ল গ্যাস এর

নার্সিং অফিসারদের বঞ্চিত করে পুলিশ ও টিএসআরদের পোষাক ভাতা কার্যকর করলো ত্রিপুরা রাজ্য সরকার।
22/11/2024

নার্সিং অফিসারদের বঞ্চিত করে পুলিশ ও টিএসআরদের পোষাক ভাতা কার্যকর করলো ত্রিপুরা রাজ্য সরকার।

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারির পরেই হু হু করে ধস নামল আদানি গ্...
22/11/2024

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারির পরেই হু হু করে ধস নামল আদানি গ্রুপের একাধিক সংস্থার শেয়ার দরে। বুধবার আমেরিকার আদালত গৌতম, তাঁর ভাইপো-সহ মোট ৭ জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার প্রস্তাব এবং জালিয়াতির অভিযোগ তুলেছে। তার জেরেই আদানিদের শেয়ারে ফের ধাক্কা। আজ, বৃহস্পতিবার বাজার খোলার পর আদানি এনার্জি সলিউশনের স্টকের দাম ২০ শতাংশ কমে হয় ৬৯৭ টাকা। শেয়ার দরে পতনের জেরে আদানির মার্কেট ক্যাপিটালাইজেশনে উধাও ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। এদিকে আদানি ঘুষ কাণ্ডের জেরে এলআইসি খোওয়ালো ১২ হাজার কোটি টাকা।
আদানি এন্টারপ্রাইজের শেয়ার কমে হয়েছে ২ হাজার ২৭৮ টাকা। আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জোনের শেয়ারের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ। আদানি পাওয়ার এবং আদানি টোটাল গ্যাসের শেয়ার দাম নেমেছে ১৮ শতাংশের কাছাকাছি। আদানি গ্রিন এনার্জির শেয়ার দরও প্রায় ১৯ শতাংশ কমেছে। আদানি উইলমার এবং অম্বুজা সিমেন্টের শেয়ার দাম নেমেছে ১০ শতাংশ করে। এসিসি এবং এনডিটিভি-র শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে একদিনে

কত দাম বাড়লো বেকারির সামগ্রির
22/11/2024

কত দাম বাড়লো বেকারির সামগ্রির

কে কে খেয়েছ 😋তোমরা কি নামে চিনো ?
21/11/2024

কে কে খেয়েছ 😋
তোমরা কি নামে চিনো ?

রিচ ড্যাড পুওর ড্যাড থেকে ৫ শিক্ষাবই থেকে শেখাআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যা...
19/11/2024

রিচ ড্যাড পুওর ড্যাড থেকে ৫ শিক্ষা

বই থেকে শেখা
আমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত। বইটি পড়লে আর্থিক উন্নতি, বিনিয়োগ ও সম্পদ বিষয়ে গতানুগতিক ধারণা বদলে দেবে। বইয়ের শিক্ষাগুলো লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

সম্পদ এবং দায়বদ্ধতার পার্থক্য বুঝুন

বইটির লেখক কিয়োসাকি বলেছেন, বেশির ভাগ মানুষ সম্পদ এবং দায়বদ্ধতার পার্থক্য বুঝতে পারেন না। সম্পদ হলো এমন জিনিস, যার ফলে টাকা তৈরি হয়। যেমন: রিয়েল এস্টেট, স্টক এবং ব্যবসা। অন্যদিকে দায়বদ্ধতা হলো এমন জিনিস, যা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়। যেমন: বাড়ি-গাড়ির ঋণ, ক্রেডিট কার্ডের ঋণ প্রভৃতি। যেমন: কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনেন, তাহলে সেটি তাঁর সম্পদ নয়, সেটি একটি দায়। কেননা এর থেকে কোনো আয় আসছে না। যে টাকা আসছে, তা ঋণের কিস্তি দিয়ে সব খরচ হয়ে যাচ্ছে। ফলে এটি সম্পদ না হয়ে দায় হয়ে যাচ্ছে।

আর্থিক শিক্ষা গ্রহণ করুন

এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আর্থিক সাফল্যের জন্য আর্থিক শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর্থিক শিক্ষা দিতে ব্যর্থ হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেকের আর্থিক শিক্ষা থাকে না। ফলে শিক্ষিত হলেও অনেকের জীবন থেকে দরিদ্রতা যায় না। বইটিতে ধনী বাবা এবং গরিব বাবার কথা বলা হয়েছে। গরিব বাবা সুশিক্ষিত ছিলেন এবং চাকরি করে বেতন পাওয়ায় বিশ্বাসী ছিলেন। তিনি আজীবন গরিব থাকেন। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কম শিক্ষিত হলেও তাঁর ধনী বাবা আর্থিকভাবে বেশি শিক্ষিত ছিলেন। তিনি সম্পদ গড়ে তুলতে এবং আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য অর্থ বিনিয়োগ ও ব্যবসা চালাতে বিশ্বাস করতেন।

টাকার জন্য কাজ করবেন না

গরিবরা শুধু টাকার জন্য কাজ করেন, অন্যদিকে ধনীরা শুধু টাকার জন্য কাজ করেন না। তাঁরা এমন কাজ করেন, যা থেকে দক্ষতা অর্জন হয়। আপনি যদি শুধু বেতনের জন্য কাজ করেন, তাহলে ইঁদুরের দৌড় থেকে কখনোই বের হতে পারবেন না। প্রকৃত সম্পদ অর্জন করতে পারবেন না। তবে, আপনি যদি নতুন দক্ষতা বিকাশের জন্য কাজ করেন, তাহলে আপনি ধীরে ধীরে আরও প্রতিভাবান হয়ে উঠবেন। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে নিজের জন্য অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি করবেন। ওই দক্ষতা দিয়ে বিভিন্ন রকম আয়ের উৎস তৈরি করতে পারবেন।

আর্থিক ঝুঁকি নিন

ধনী হওয়ার জন্য আর্থিক ঝুঁকি নিতে হবে। আপনি যদি সবার মতো একই পথ অনুসরণ করেন, তাহলে আপনি সবার মতো ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন। জীবনে আর্থিকভাবে সফল হতে পারবেন না। আপনি ভিন্ন কিছু পেতে চাইলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। ধনীরা নতুন জিনিস চেষ্টা করে এবং তাদের পাশ কাটিয়ে যাওয়ার পরিবর্তে বিভিন্ন সুযোগ অন্বেষণ করে। আপনি যদি প্রচুর মুনাফা অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই উচ্চ ঝুঁকি নিতে হবে।

খরচকে নিয়ন্ত্রণ করুন

কত টাকা মাসে আয় করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খরচ শেষে মাসে কত টাকা আপনার সঞ্চয় থাকল। উদাহরণস্বরূপ, আপনি মাসে ৫০ হাজার টাকা আয় করে সব টাকা খরচ করে ফেলার চেয়ে ৩০ হাজার টাকা আয় করে মাস শেষে ১০ হাজার টাকা সঞ্চয় থাকলে সেটি উত্তম। একমাত্র ওই টাকাই আপনার জীবনে পার্থক্য গড়ে দিতে পারে, যে টাকা আপনি সঞ্চয় করেন। ধনী হওয়ার প্রথম পদক্ষেপ হলো টাকা আয় করা। তবে আপনাকে শুধু বেশি টাকা আয় করা শিখলে চলবে না। সেই টাকা কীভাবে ব্যবহার করতে হবে, সে দক্ষতা থাকতে হবে।
-দৈনিক আজকের পত্রিকা

Address

Sabroom

Alerts

Be the first to know and let us send you an email when Sabroom City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Sabroom

Show All