Navin Tripura news

Navin Tripura news 24 ঘন্টা আপনাদের পাশে

23/04/2024

দুই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত এসটি আসনের জোর প্রচার চালাচ্ছেন বিজেপির পিলাক জেলার সাধারণ সম্পাদক তাপস লোধ। Navin Tripura news #

17/04/2024

পশ্চিম আসনের ভোট গ্রহণে নিযুক্ত ভোট কর্মীদের মধ্যে, বুধবার ভোটসামগ্রী বিতরন হলো বিলোনীয়াতে।

16/04/2024

মোদিজীকে স্বাগত জানাতে প্রস্তুত ত্রিপুরা।

আগামীকাল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসমাবেশ থেকে রাজ্যবাসীকে সম্বোধন করবেন বিশ্ববরেণ্য নেতৃত্ব তথা যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদি জী।

আজ প্রদেশ নেতৃত্বের সাথে সভাস্থল পরিদর্শন করে যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখি।আজ সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

15/04/2024

আজ বাংলা শুভ নববর্ষের দিন সকাল ১০টায় সাবরুমে রুপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক ভাবে এক কন্যা সন্তান এর জন্ম দেন রুপাইছড়ি এর দেবেন্দ্রনাথ পাড়ার ক্যাবাই মগ।চিকিৎসক রাহুল দাস ডেলিভারি করিয়ে খুব আনন্দিত। শুভ নববর্ষের দিন ডাক্তার রাহুল দাস এর হাত ধরে নব জাতকের জন্মে হয়।স্বাভাবিক ভাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খুশীর হাওয়া।নব জাতকের ওজন ২ কেজি ৮০০ গ্রাম।মা ও শিশু সুস্থ আছে।নব জাতক কে চিকিৎসা কেন্দ্র থেকে নতুন পোষাক পরিচ্ছেদ সেট দেওয়া হয়।ব্যুরো রিপোর্ট। নবীন ত্রিপুরা

12/04/2024

শান্তির বাজারের বিভিন্ন জায়গায় চলছে ঐতিয্যবাহী শিবের গাজন।

চৈত্রমাসে তিথি মেনে বারুনি স্থানের পরথেকে চৈত্র মাসের শেষদিন পর্যন্ত চলে শিবের গাজন। ঐতিয্যবাহী চিরাচরিত প্রথায় লোকজনেরা বিভিন্ন দেবদেবীর রুপে নিজেদের সাজিয়েতুলে সারা রাতব্যাপী বিভিন্ন গ্রামের বিভিন্নপ্রান্তে ঘুরে বেরায়। যারমাধ্যমে বিভিন্ম পৌরানিক কাহিনীর উপর সকলে নিজ নিজ মতো প্রতিভা তুলেধরার চেষ্টাকরে। বর্তমান সময়ে ডিজিটাল যুগে ঐতিয্যবাহী প্রথা হারিয়েযাচ্ছে। এখন আগেরকার মতো রাত জেগে শিবের গাজনে অংশগ্রহন করতে চাইছেনা। এতেকরে লোকজনেরা শিবের গাজন দেখার ইচ্ছে থাকলেও সঠিকভাবে দেখতে পারছেনা। কিছুসংখ্যক লোকজন চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখার চেষ্টাকরলেও লোকের অভাবে ও সময়ের অভাবে তা সঠিকভাবে করতে পারছেনা। লোকজনের সল্পতার মধ্যেও রবিবার রাতে শান্তির বাজার শহর এলাকায় শিবের গাজন লক্ষ্যকরাযায়। এইশিবের গাজনকে কেন্দ্রকরে শান্তির বাজার শহরের লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

19/01/2024

বিলোনিয়া বালিকা বিদ্যালয় এবং বিকেআই এর যৌথ উদ্যোগ ে আজ ককবরক দিবস পালন করা হয়। বিলোনিয়া গার্লস স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে গার্লস স্কুলের সাংস্কৃতিক হলে ককবরক দিবস উপলক্ষে উপজাতি নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রী মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ককবরক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিকেআই এর প্রিন্সিপাল কুলিন্দ্র ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন বিলোনিয়া বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক বিমল দাস।

18/01/2024

বাম সরকার পতনের পর নতুন বিজেপি সরকার আসার পরে সেই কাজ শুরু হয়েছিল আর শেষ পর্যন্ত ২০২২ সালের নভেম্বর মাসের ২৪ তারিখ নতুন পাকা বাড়ি উদ্বোধন হয়েছিল। হলে কি হবে নতুন পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও নেই কোন উন্নত পরিষেবা। এলাকার জনগণ বুক ভেদে আশা নিয়েছিল হয়তো কুড়ি সজ্জা বিশিষ্ট হাসপাতাল হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ ২৫ থেকে ৩০ কিলোমিটার হাঁপানিয়া কিংবা বিশালগড় আর যেতে হতো না। কিন্তু সেই স্বপ্ন জনগণের পূরণ হয়নি। বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়ে আছে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। নেই কোন উন্নত ডাক্তারের কিংবা নার্সের দেখা নেই, কোন গ্রুপ ডি কর্মী এমনকি ফার্মাসিস্ট নেই। প্রয়োজন মতো ওষুধ নেই। কোন নাইটগার্ড,সিকিউরিটি গার্ড দেওয়া হয়নি। নেই বাউন্ডারি যার প্রেক্ষিতে সর্বদাই অশৃঙ্খল যুবক থেকে আরম্ভ করে মধ্যপ লোকেরা সরাসরি হাসপাতালে প্রবেশ করতে পারে।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র তিনজন ডাক্তার দিয়ে হাসপাতাল চলছে যার মধ্যে একজন প্রায় সময় দেখা মেলেনি।তাছাড়া উন্নতমানের ডাক্তার ও নেই।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোন নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে হাসপাতালে বেডের মধ্যে অর্থাৎ যেখানে রোগীদের চিকিৎসা করানো হয় সেই বেডের মধ্যে কুকুর ঘুমাচ্ছে। একদিকে রোগীর পরিষেবা অন্যদিকে অন্য বেডে কুকুর রীতিমতো সাধারণ জনগণমন মধ্যে খুব দেখা দেয়। প্রায় সময় বেডের মধ্যে কুকুর ঘুমাতে দেখা যায়। যদিও ডাক্তার স্বীকার করেছে সেখানে কোন নাইটগার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে সেই ঘটনা ঘটছে।

সাবরুমে বনেদি অনেক আশ্রম বা ধর্মীয়  প্রতিষ্ঠান আছে।প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হোম,  কর্তীন,হরিনাম সংকীর্তন হয়।তা...
17/01/2024

সাবরুমে বনেদি অনেক আশ্রম বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে।প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হোম, কর্তীন,হরিনাম সংকীর্তন হয়।তারপর অন্নভোগ থেকে মহা প্রসাদ খিচুড়ি বিতরন ও হয়।তবে সবটা তাদের নিদিষ্ট পরিমন্ডলে হয়ে থাকে।একমাত্র সাবরুমে সব্জী বাজারে জগন্নাথ দেবের মন্দিরে যে ধর্মীয় অনুষ্ঠান হয় তাতে হরিনাম সংকীর্তন হয় এবং একদিন ভক্ত দের মধ্যে অন্নভোগ খাওয়ানোর ব্যাবস্থা করে।এবার প্রায় ২০ হাজার রেকর্ড সংখ্যাক ভক্ত বৃন্দ উপস্থিত থেকে অন্নভোগ গ্রহন করেছে। আজ আবার ১০ হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ খিচুরি দেওয়া হয়েছে। বিশেষ দিক হলো, জগন্নাথ দেবের মন্দিরে কতৃপক্ষ আজ মহাপ্রসাদ লুধুয়া চা বাগানের শ্রমিক দের বাগানে মহাপ্রসাদ নিয়ে আসে এবং উপস্থিত শ্রমিক দের পরিবারের মধ্যে বিতরন করে।জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে শ্রমিক পরিবারের সদশ্যরা খুশী।

23/12/2023

ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে,শনিবার প্রানীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে,এক অনুষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করা হোো পশুপালক দের।

23/11/2023

আজ ছিল।মনুবনকুল বৌদ্ধ মন্দিরে কঠিন চিবরদান উৎসব এর শেষ দিন।এ উপলক্ষে মেলা ও ধর্মপ্রাণ নাগরিকদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।

13/11/2023

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ এর প্রস্তুতির হুকুম দিয়েছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব- - - - - - - - - - - - - - - - - - - - -- -- - - - জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং ইউনিয়ন কমিটি, পৌরসভার মেয়র, কাউন্সিলর প্রার্থী, কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে । জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে বলেন- - জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব, মহাগুরু, মহা সাধক, মহা তাপস, বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী কেবলা জান ছাহেবের, মহা
পবিত্র বিশ্ব উরস শরীফ২০২৪
এর প্রস্তুতি নেওয়ার হুকুম দিয়েছেন। আমরা সেই হুকুম মাথায় নিয়ে কাজ চালিয়ে যাব । সাংবাদিকদেরকে ডাঃ জুয়েল কবির আরো বলেন- - পৃথিবী ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, বিশ্বযুদ্ধের আশঙ্কা চতুর্দিকে, বিপদ আর বিপদ মানুষ দিশেহারা, কোথাও কোনো শান্তি নেই । তাই সকলকে উধার্ত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই প্রকৃত শান্তি আসবে বলেন ডাঃ জুয়েল কবির ।।

21/10/2023

লাইভ নিউজ ২১/১০/২০২৩

20/10/2023

20/10/2023বাংলা লাইভ নিউজ

19/10/2023

লাইভ নিউজ ১৯/১০/২০২৩

19/10/2023

তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে।

18/10/2023

লাইভ নিউজ ১৮/১০/২০২৩

17/10/2023

Live News 17/10/2023

16/10/2023

Live News 16/10/2023

15/10/2023

News Live 15/10/2023

14/10/2023

14/10/2023

13/10/2023

13/10/2023

12/10/2023

live News 12/10/2023

11/10/2023

Live News 11/10/2023

11/10/2023

শারদোৎসব দোরগোড়ায়, ব্যস্ততা শুরু হয়ে গেছে মূর্তি পাড়াতে, ধর্মনগরের মূর্তিপাড়ার চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।

09/10/2023

News Live

08/10/2023

News Live 08/10/2023

08/10/2023

শারদোৎসব কে সামনে রেখে ধর্মনগরের রাজবাড়ি এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে,রবিবার অনুষ্ঠিত হলো মেগা বসে আঁকো প্রতিযোগিতা।

07/10/2023

News Live 07/10/2023

05/10/2023

live News 05/10/2023

05/10/2023

মিড ডে মিলের টাকা বাঁচিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য পার্ক তৈরি করে নজির সৃষ্টি করল শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক ও শিক্ষক সমর সরকার, উল্লেখ্য গত ২০২১ সালে এই বিদ্যালয়টি মডেলের পরিণত হলেও কাজের কাজ কিছুই করতে পারেনি, অথচ শিক্ষক সমর সরকার অন্য বিদ্যালয় থেকে কিছুদিন আগে স্থানান্তরিত হয়ে এসে স উদ্যোগে যে পার্ক তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে সংকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পারক এর দ্বার উদঘাটন করেন সমাজসেবী সত্যব্রত সাহা, ছিলেন বিদ্যালয়ে পরিদর্শক প্রণব সরকার, প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক কাজল মগ, শিক্ষক সমর সরকার সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আজকের এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে হলেও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা অধিকারী, উল্লেখ্য এই পার্টি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ৫০০০০ টাকার এর উদ্ধে, টাকাটা বেবস্তা করা হয়েছে মিড ডে মিলের খরচ বাচি য়ে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক সমাজ সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যাই হোক এই পার্কটি করতে গিয়ে কতিপয় শিক্ষকের অনিচ্ছা থাকলেও একাংশ শিক্ষকের সদিচ্ছার কারণে উপহার পেল ছাত্রছাত্রীরা একটি পার্ক। এই পার্ক সম্পর্কে বলতে গিয়ে দক্ষিণ জেলার শিক্ষা অধিকারী বলেন এ ধরনের উদ্যোগকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় স্বীকৃত না করে শরীরচর্চার দিকে নজর দিতে হবে।

Address

Old Offic Tilla
Sabroom
799145

Alerts

Be the first to know and let us send you an email when Navin Tripura news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Navin Tripura news:

Videos

Share