29/12/2023
রাসূল ﷺ ইরশাদ করেন— তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে।
[আবূ দাউদ : ১৬৯৮]
আল্লাহ তা'আলা ইরশাদ করেন : শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় আর অশ্লীলতার আদেশ দেয়। অপরদিকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
[সূরা বাকারা : ২৬৮]
আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে বলো– সালাত কায়েম করতে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয় ও বন্ধুত্ব থাকবেনা। [সূরা ইব্রাহীম : ৩১]