NE TV

NE TV সব খবর সবার আগে । NE TV #পেইজে_গ্রামাঞ্চলের_সঠিক_সংবাদ_দেওয়ার_জন্য_ইনবক্সে_যোগাযোগ_করুন

🏃‍♂️🇮🇳 Fit India Marathon 2024 at CPS-Patharkandi 🇮🇳🏃‍♀️  Today, the spirit of fitness and unity came alive as Hon'ble C...
28/11/2024

🏃‍♂️🇮🇳 Fit India Marathon 2024 at CPS-Patharkandi 🇮🇳🏃‍♀️
Today, the spirit of fitness and unity came alive as Hon'ble Chancellor of USTM Shri Mahbubul Hoque, Vice Chancellor Prof. GD Sharma, and Advisor Dr. RK Sharma flagged off the Fit India Marathon 2024 from Purbogul to Central Public School Patharkandi (CPSP).

Organized on the occasion of Founder's Day and supported by the ERD Foundation, this marathon—an initiative of the Ministry of Youth Affairs and Sports, Government of India—witnessed tremendous participation in the early morning!

Let’s keep the momentum going and stay fit for a brighter future! 💪✨

শ্রীভূমির পরিবর্তে করিমগঞ্জ জেলার নাম বহাল রাখার জন্য আজ আসামের মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে রামকৃষ্ণনগরের সার্কেল অফিস...
25/11/2024

শ্রীভূমির পরিবর্তে করিমগঞ্জ জেলার নাম বহাল রাখার জন্য আজ আসামের মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে রামকৃষ্ণনগরের সার্কেল অফিসারের মাধ্যমে আম জনগণের পক্ষ থেকে এক স্মারকপত্র প্রদান করা হয়। আজ একই সময়ে জেলা আয়ুক্তের কার্যালয় এবং জেলার প্রতিটি সার্কেলে স্মারকপত্র দেওয়া হয়েছে । প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাহা উদ্দিন, নাজিমুদ্দিন, মৌলানা জামিল আহমেদ, রাহুরুল ইসলাম (রাহুল), হুসেন আহমেদ, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।

15/11/2024

বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি বিভিন্ন দূর্নীতির অভিযোগে অভিযুক্ত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সাহেবের ঘনিষ্ঠ আব্দুল বাছিত এবং বারইগ্রামের প্রাক্তন জেলা পরিষদ হাজী আবুবক্কর সিদ্দিকীর সহিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফোন আলাপের রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

 #রাতাবাড়ী_অগ্নিনির্বাপক_কেন্দ্রের_তথ্য_নিয়ে_সার্কেল_অফিসে_বাজার_উন্নয়ন_কমিটি #রাতাবাড়ী:-     রাতাবাড়ীতে থাকা অগ্নি...
11/11/2024

#রাতাবাড়ী_অগ্নিনির্বাপক_কেন্দ্রের_তথ্য_নিয়ে_সার্কেল_অফিসে_বাজার_উন্নয়ন_কমিটি
#রাতাবাড়ী:-
রাতাবাড়ীতে থাকা অগ্নি নির্বাপক কেন্দ্রটি হঠাৎ করে দুল্লভছড়ায় স্থানান্তরিত হয়ে যাওয়ায় বৃহত্তর রাতাবাড়ী এলাকার মানুষ বারবার কাজিরবাজারের অগ্নিকাণ্ডের ভয়ে ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে । কাজিরবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত। গত শুক্রবার কাজিরবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান গুলি পরিদর্শনে আসেন রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক শৌভিক দত্ত মহোদয় আসার পর উনার সম্মুখে রাতাবাড়ী অগ্নিনির্বাপক কেন্দ্রের কথা তুলে ধরা হয়েছিল উন্নয়ন কমিটির পক্ষ থেকে সেই কথাগুলো শুনে সার্কেল অফিসার পুরানো তথ্যগুলো নিয়ে উনার কার্য্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং খুব শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আজ উনার নির্দেশ মর্মে কাজিরবাজার বাজার উন্নয়ন কমিটির কর্মকর্তারা রাতাবাড়ী অগ্নিনির্বাপক কেন্দ্রের পুরানো তথ্য ও রাতাবাড়ি অগ্নি নির্বাপককেন্দ্র পুনর্বহাল করার দাবিতে একখানা স্মারকলিপি উনার হাতে তুলে দেন।
আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হেলাল আহমেদ খাঁন, সুহেল আহমেদ, নাজিমুদ্দিন, মনিরুজ্জামান।

08/11/2024

আজ সকালে কাজিরবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের পর সরেজমিনে তদন্তে আসেন স্থানীয় সার্কেল অফিসার মহোদয়।
সার্কেল অফিসারের সম্মুখে এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনার বিবরণ এবং এলাকাবাসীর দাবি তুলে ধরছেন হেলাল খাঁন সাহেব।

🟥ভয়াবহ অগ্নিকাণ্ড শিলচর জানিগজ্ঞ গোয়ালা পট্টিতে।
31/10/2024

🟥ভয়াবহ অগ্নিকাণ্ড শিলচর জানিগজ্ঞ গোয়ালা পট্টিতে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নয়াটিলা আনিপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাব...
31/10/2024

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নয়াটিলা আনিপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে Saidul Haque কে মনোনীত করার দাবি উঠেছে।

31/10/2024

কংগ্রেস ত্যাগ করিনি! পরিকল্পিত ভাবে বের করে দেওয়া হয়েছেঃ হেলাল আহমেদ খান

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজিরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্...
31/10/2024

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজিরবাজার পলডহর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আজির উদ্দিন।

আনিপুর জেলা পরিষদ আসনে নতুন অন্তর্ভুক্ত হওয়া নয়াটিলা জিপির বালিরবন্দের স্থায়ী বাসিন্দা ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু...
30/10/2024

আনিপুর জেলা পরিষদ আসনে নতুন অন্তর্ভুক্ত হওয়া নয়াটিলা জিপির বালিরবন্দের স্থায়ী বাসিন্দা ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার রামকৃষ্ণ নগর মন্ডলের সভাপতি এইবার আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মাঠ চষে বেড়াচ্ছেন।

রাতাবাড়ী এলাকার বিজেপির অন্দরমহল থেকে প্রকাশিত খবর হিসেবে ভারতীয় জনতা পার্টির হয়ে রাতাবাড়ী জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত ...
30/10/2024

রাতাবাড়ী এলাকার বিজেপির অন্দরমহল থেকে প্রকাশিত খবর হিসেবে ভারতীয় জনতা পার্টির হয়ে রাতাবাড়ী জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্ণ সম্ভাবনা রয়েছে রুবি আহমেদের।

সদ্য অগপত্যাগি হেলাল আহমেদ খাঁন খুব শীঘ্রই কংগ্রেস দলে ফের যোগদান করবেন বলে খবরে প্রকাশ।
30/10/2024

সদ্য অগপত্যাগি হেলাল আহমেদ খাঁন খুব শীঘ্রই কংগ্রেস দলে ফের যোগদান করবেন বলে খবরে প্রকাশ।

রাতাবাড়ির বর্তমান রাজনৈতিক নেতাদের মধ্যে আগসারির নেতৃত্বে রয়েছেন জানাব Helal Khan সাহেব।কংগ্রেস থেকে পরিকল্পিত ভাবে বহিষ...
29/10/2024

রাতাবাড়ির বর্তমান রাজনৈতিক নেতাদের মধ্যে আগসারির নেতৃত্বে রয়েছেন জানাব Helal Khan সাহেব।
কংগ্রেস থেকে পরিকল্পিত ভাবে বহিষ্কার করা হয়েছিলো আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান সাহেবকে। দীর্ঘ দিন করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা হেলাল খানকে দলে ফেরানোর জন্য বারবার প্রদেশ কংগ্রেসের কাছে লিখিত দাবি রাখছিলেন কিন্তু প্রাক্তন মন্ত্রী সিদ্দেক সাহেবের স্বার্থজনিত কারণে তাকে দলে ফেরানো সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অসম গণ পরিষদ দলে যোগদান করেন। বর্তমানে জাতির স্বার্থে রাজনৈতিক স্থিতি পরিবর্তন এলাকার একটি দাবী ছিল। গতকালকে তিনি অসম গণ পরিষদ দল ত্যাগ করেন। উনার রাজনৈতিক স্থিতি পরিবর্তন করার জন্য খুশির জোয়ার কংগ্রেস মহলে। খুব শীঘ্রই কংগ্রেসে যোগদান করার পূর্ণ সম্ভাবনা ।

Address

KAZIRBAZAR
Ratabari
788735

Alerts

Be the first to know and let us send you an email when NE TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category