মিজোরাম বরাই ৬ বলোরো পিকআপ বাৰ্মিজ সুপরী বুঝাই গাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিলো মিজোরা ৷
RSA Football practice
রাতাবাড়ীতে জোর কদমে চলছে ফুটবল প্রশিক্ষণ শিবির ৷ এই প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক কর্ণ মুশাহারী ৷ রাতাবাড়ী ক্রিড়া সংস্থার ফুটবল শাখা সচিব ইমরান হোসেন (এমু ) বলেন আমাদের গ্রাম অঞ্চলে অনেক ফুটবল খেলোয়াড় ফুটবল খেলেছেন কিন্তু অভাব ছিলো প্রশিক্ষকের ৷ ওরা ঠিক মত প্রশিক্ষণ না পেয়ে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে ৷ কিন্তু আজ আমি এবং আমাদের অঞ্চলের খেলোয়াড়রা গর্ব বোধ করতে পিছিয়ে নেই ৷ কারণ আমাদের ক্রিড়া সংস্থা ফুটবলের এক মুল্যবান ব্যক্তি আমাদের পাশে আছেন ৷ উনি হলেন বরাক তথা অসমের প্রথম সারির এক ফুটবল প্রশিক্ষক কর্ণ মুশাহারী স্যার৷ রাতবাড়ী ক্রিড়া সংস্থার পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছেন ফুটবল সচিব ইমরান হোসেন ইমু। আরও বলেন আমাদের রাতবাড়ীতে ফুটবল খেলোয়াড়ের অভাব থাকবে না৷
#কাজিরবাজারে_ড্রেনের_কাজে_ব্যাপক_ভাবে_অনিয়ম_চলছে। রামকৃষ্ণ নগর সার্কুল অফিসার সকাশে যুবকরা।
#রাতাবাড়ি কাজির বাজারে #ড্রেন এর কাজে ব্যাপক ভাবে অনিয়ম চলছে।
করিমগজ্ঞ জেলার ঐতিহ্যবাহী একটি বাজার কাজিরবাজার , সেই বাজারে কিছু উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে ।কিন্তু কাজ যে রকম ভাবে হওয়ার কথা ছিল, সে রকম ভাবে হচ্ছে না।
সমস্যা গুলো হলো ড্রেনের কাজে অনিয়ম, সরকারী জমি জবর দখল, স্থায়ী মোটরগাড়ি রাখার জায়গা নেই , নিজের জায়গায় ঘর বানাতে গিয়ে সরকারী রাস্তায় জিনিসপত্র রেখে যানজট সৃষ্টি করা ইত্যাদি প্রচুর সমস্যা রয়েছে।
এই সমস্ত বিষয়ের প্রতিবাদ জানাতে বৃহত্তর রাতাবাড়ীর সচেতন যুবকরা আজ রামকৃষ্ণ নগর সার্কুল অফিসারের সকাশে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
সার্কুলার অফিসার আশ্বাস দিয়েছেন অতি দ্রুত তদন্ত হবে।
যদি তদন্তে গাফিলতি হয় ।
যুবকরা এও বলেছেন বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তাহারা @Himanta Biswa Sarma
#M. #L. #A #Ratabari
DC Karimganj
রাতাবাড়ীতে ড্রুন দিয়ে Sanitization করালেন Karimganj এর MP KRIPANATH MALAH
কাজিরবাজার জিপি বর্তমান পরিস্থিতি নিয়ে করিমগঞ্জ জেলা মার্কেটিং বোর্ডের প্রাক্তন উপ-সভাপতি এনাম উদ্দিন এর বক্তব্য তুলে ধরা হলো
Kazirbazar Gaon Panchayat
আবারো MNREGA কাজের আত্মসাৎ নিয়ে অভিযোগে উটলো কাজীরবাজার জিপির ৩নং ওয়ার্ড মেম্বার আলতাফ হোসেনের উপর।
উল্লেখ্য যে একই রাস্তার কাজ ২০১৯-২০ সালে বরাদ্দ হলেও কোনো কাজ না করে আত্মসাৎ করেও সন্তস্ট না হয়ে পুনরায় ২০২০-২১ সালে সেই কাজ বরাদ্দ করিয়ে আবারো শুধুমাত্র সিলন্যাস করে ৩-৪ গাড়ি মাটি ভরাট করে সম্পুর্ণ স্কিম হড়প করেন।
বৃষ্টির জলে রাস্তা সম্পুর্ণ রূপে ব্যাবহারের অনুপযোগী।
এ নিয়ে রাতাবাড়ী থানায় এজহার করেন ভুক্তভোগী জামাল উদ্দিন।
রাস্তা আত্মসাৎ সহ অভিযোগের সব তথ্য নিম্নে দেওয়া হলো।
দেখা যাক Zero tolerance against corruption সরকারের কি প্রদক্ষেম গ্রহণ করেন।
আশা করি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার ভুক্তভোগীদের নিরাশ করবে না ।
অভিযোগে কারি
জামাল উদ্দিন
মোবাইল:+916001627741
Salute police
করোনা মহামারী থেকে বাচতে পুলিশ অধিকারীরা গান গেয়ে জনগণকে সতর্ক করার চেষ্টা চালাচ্ছেন ।
#DinRaatSangbad