নদীয়া জেলা আইশমালী অঞ্চলে অবস্থিত সরিষারদাঙ্গা শ্যামাপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সেন্টারে তৃণমূল কংগ্রেসের পেন ও খাবার বিতরণ দৃশ্য
এই যে পীর জাদা রা এর বিরুদ্ধে কি ফতোয়া দেবেন। হিম্মত থাকলে ফতোয়া দিন কি ফতোয়া দেবে গালাগালি ছাড়া কিছুই শেখনি।
আজ মুখ্যমন্ত্রী নদীয়া জেলা সরকারি পরিষে প্রদান অনুষ্ঠানে শান্তিপুর
নেতাজি সুভাষচন্দ্র বসুর 124 তম জন্ম জয়ন্তী উপলক্ষে আইশমালি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পতাকা উত্তোলন।
রানাঘাট ব্লক টু সেকশন বি নব নিযুক্ত সভাপতি রূপনকর ব্যানার্জী কর্মীদের উদ্দেশ্য কি বললেন ।
এত অমানবিক একটু দেখে সহ্য করা যায় না
নদীয়া জেলার সহধিপতি তারনুম সুলতানা
জেল থেকে মুক্তি পাওয়ার পর কি বললেন রফিকুল ইসলাম মাদানী
কুলগাছি আব্দুল হাই সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার রাতের দৃশ্য
নদীয়া জেলার অন্যতম মাদ্রাসা নতুন বিল্ডিং এর কাজ চলছে আপনি ওই ভালো কাজের শরিক হয়ে মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।
গোয়া যাওয়ার পথে পাহাড়ের ঝরনা। এইগুলো দেখে তো সৃষ্টিকর্তার নিদর্শন বুঝা যায়।
বিজয়ের সম্মেলনে জনজোয়ার রানাঘাট ব্লক টু