Diganto Media দিগন্ত মিডিয়া

Diganto Media দিগন্ত মিডিয়া সত্য ও সততার সঙ্গে আমরা কাজ করি।

রানাঘাট ব্লকের 2 আইসমালি অঞ্চলে আজ বেশ কয়েকটি রাস্তা উদ্বোধন হলো।
26/02/2024

রানাঘাট ব্লকের 2 আইসমালি অঞ্চলে আজ বেশ কয়েকটি রাস্তা উদ্বোধন হলো।

26/02/2024
19/02/2024
19/02/2024
17/02/2024
16/02/2024

নদীয়া জেলা আইশমালী অঞ্চলে অবস্থিত সরিষারদাঙ্গা শ্যামাপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সেন্টারে তৃণমূল কংগ্রেসের পেন ও খাবার বিতরণ দৃশ্য

13/02/2024

এই যে পীর জাদা রা এর বিরুদ্ধে কি ফতোয়া দেবেন। হিম্মত থাকলে ফতোয়া দিন কি ফতোয়া দেবে গালাগালি ছাড়া কিছুই শেখনি।

রানাঘাট ব্লক 2 B তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জি ও সহ-সভাপতি ভোলানাথ বিশ্বাসের নেতৃত্বে ১০০ দিনের কাজের টাকা ...
03/02/2024

রানাঘাট ব্লক 2 B তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জি ও সহ-সভাপতি ভোলানাথ বিশ্বাসের নেতৃত্বে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধান্দা মঞ্চে যোগদান করল।

01/02/2024

আজ মুখ্যমন্ত্রী নদীয়া জেলা সরকারি পরিষে প্রদান অনুষ্ঠানে শান্তিপুর

23/01/2024

নাওসাদ তোমার সাহস বা হিম্মত থাকলে CPM এর কুকীর্তি সম্পর্কে কিছু বলে তোমার চামড়া টেনে ছিড়ে হাতে ধরিয়ে দেবে।

23/01/2024
23/01/2024

নেতাজি সুভাষচন্দ্র বসুর 124 তম জন্ম জয়ন্তী উপলক্ষে আইশমালি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পতাকা উত্তোলন।

19/01/2024

রানাঘাট ব্লক টু সেকশন বি নব নিযুক্ত সভাপতি রূপনকর ব্যানার্জী কর্মীদের উদ্দেশ্য কি বললেন ।

25/12/2023

এত অমানবিক একটু দেখে সহ্য করা যায় না

15/12/2023

বাংলা শিক্ষার ঊর্ধ্বগতি শিক্ষার মান দন্ড উত্তীর্ণ করার উদ্দেশ্যে যানার লড়াই। তিনার নাম এক কথায় মুফতি আব্দুল মাতিন সাহেব।

12/12/2023

নদীয়া জেলার সহধিপতি তারনুম সুলতানা

05/12/2023

জেল থেকে মুক্তি পাওয়ার পর কি বললেন রফিকুল ইসলাম মাদানী

04/12/2023

কুলগাছি আব্দুল হাই সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার রাতের দৃশ্য

30/11/2023

নদীয়া জেলার অন্যতম মাদ্রাসা নতুন বিল্ডিং এর কাজ চলছে আপনি ওই ভালো কাজের শরিক হয়ে মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

29/11/2023

হঠাৎ মুসলমানদের উপর দরদ উঠলে উঠল যে শাহ ও দিলীপ ঘোষের মুখে।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকা হাতে হঠাৎ মাঠের মধ্যে প্রবেশ করে এক ক্রিকেট সমর্থক। জড়িয়ে ধরেন বিরা...
19/11/2023

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকা হাতে হঠাৎ মাঠের মধ্যে প্রবেশ করে এক ক্রিকেট সমর্থক। জড়িয়ে ধরেন বিরাট কোহলি কে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্টে লেখা, “আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।” মাঠে ঢুকেই কোহলিকে জড়িয়ে ধরেন ফিলিস্তিনের পক্ষে থাকা সেই দর্শক।

সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকেও ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতেই তার ফাইনাল ম্যাচে মাঠে প্রবেশ করার কারণ।

Follow our page 👇
Diganto Media দিগন্ত মিডিয়া

এস এস টিভি পাবলিক: আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার জন্য লড়ছে অস্ট্রেলিয়া ও ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাট করছে ভারত। এদিন প্রথম পাওয়ার প্লের পর মাঠের মধ্যে ফিলিস্তিনের পতাকা হাতে প্রবেশ করেন এক দর্শক।
ইনিংসের ১৪তম ওভারের ঘটনা যখন ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে কড়া নিরাপত্তা রয়েছে। তবুও নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্টে লেখা, “আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।” মাঠে ঢুকেই কোহলিকে জড়িয়ে ধরেন ফিলিস্তিনের পক্ষে থাকা সেই দর্শক।

সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকেও ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতেই তার ফাইনাল ম্যাচে মাঠে প্রবেশ করার কারণ।

তিনি মাঠে ঢুকার পর পরই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনার কারণে কয়েক সেকেন্ড বন্ধ থাকে খেলা। তবে বিশ্বমঞ্চের ফাইনালে এমন ঘটনা ঘটায় অনেকেই প্রশ্ন তুলেছেন আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে।

চলতি বিশ্বকাপে খেলা চলা কালে মাঠে দর্শক ঢুকে পরার ঘটনা এবারই প্রথম না। এর আগে রাউন্ড রবিন লিগে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও দর্শক ঢুকে পড়ে ছিল। বিশ্বকাপের এই দুই দলের নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ‘জারভো ৬৯’ নামে জার্সি পড়ে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস।

Address

Ranaghat
741253

Telephone

+19732865349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diganto Media দিগন্ত মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like