20/12/2024
সিদ্ধান্ত নিয়েছি,
আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব।
ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো।
তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই এবার আমার
হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মত সরল, সাদা সিধে
সামান্য চোখের দেখা, হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম,
অথবা যৌবনের নেশা জাগানো মাতাল করা প্রেম।
আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক।
রবি ঠাকুর এর অমিত লাবন্য, শরৎচন্দ্রের দেবদাস পার্বতী,
সমরেষ এর মাধবী অনিমেষ এর প্রেম কেও ছাপিয়ে যাক,
আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক
আমার প্রেমের গভীরতা,
এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক
যোগ্য প্রেমিক পেলে,
এবার আমি আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রা হব, স্পারটার হেলেন হব।
প্রেমিক হিসেবে শামস ই তাবরিজ এর মত পাগল কাউকে পেলে
আমিও এবার জগত সংসার ছেঁড়ে জালালুদ্দিন রুমি হব।
মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে
আমি একটা সত্যিকারের প্রেম চাই......!
আজকাল একটা একশ ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে।
আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগমাখা প্রেমের কথাও
কবি উপন্যাসের নিতাই মত দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে
ভালবেসে মিটলো না আশ, কুলালো না এ জীবনে।
হায়! জীবন এত ছোট ক্যানে,এ ভুবনে?’
মরে যাবার আগে একবার আমি সত্যিই,
একটা সত্যিকারের প্রেম চাই।