16/04/2024
ডাঃ দেবজিৎ মিশ্র
M.B.B.S.(R.G.Kar Medical College and Hospital, Kolkata)
এম. বি. বি. এস.(আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা)
M.D.Psychiatry(Burdwan Medical College and Hospital, Burdwan)
এম. ডি.(সাইকিয়াট্রি)বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বর্ধমান।
Consultant Neuropsychiatrist
*কনসালট্যান্ট নিউরো সাইকিয়াট্রিস্ট*
Currently attached with Rampurhat Government Medical College and Hospital Rampurhat Birbhum*
Ex House staff General Medicine Rampurhat Government Medical College and Hospital
বাচ্চা-:অত্যাধিক চঞ্চলতা(*Hyperactive child*), পড়াশুনায় মনোযোগী না হওয়া(*Less concentration in study*), খিটখিটে মেজাজ, বুদ্ধি কম.
ওসিডি-: একই চিন্তা মাথায় বার বার আসা(*Recurrent thoughts*), বাড়ির তালা চাবি বার বার লাগানো, খারাপ চিন্তা বার বার মাথায় আসা, বার বার হাত ধোয়া।
টেনশন-: সবসময় দুশ্চিন্তা ভাব(*Excess tension in trivial matter*), বুক ধর ফর করা(Palpitation), কম ঘুম হওয়া, মন চঞ্চল হওয়া(*Restlessness*), শরীরে অস্বস্তি ভাব।
*মাথাব্যথা*- (*Headache Migraine*) মাথা ভারী লাগা, মাথা যন্ত্রণা, সবসময় মাথা ধরে থাকা, বমি বমি ভাব লাগা।
ডিপ্রেশন-: (*Depression*) মন খারাপ করা, নিজেকে অপদার্থ ভাবা, আত্মবিশ্বাস কমে যাওয়া(*Less confidence*), নেতিবাচক চিন্তা(*Negative thoughts*) ভাবনা বার বার মাথায় আসা, কাজে অনিহা(*Less interest in work*), দুর্বল লাগা, ক্ষিদে কম, ঘুম কমে যাওয়া, আত্মহত্যার চিন্তা।
পারিবারিক সমস্যা: (*Family conflict*) সাংসারিক গণ্ডগোল, সংসারে মনোমালিন্য, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ(*Post marriage problem*), রিলেশনশিপ প্রবলেম(*Couple problem in relationship*)।
নেশা- : (*Addiction Alcohol, Cannabis, Cigarette 🚬*) মদ, গাঁজা, বিড়ি, আফিম ড্রাগ অ্যাডিক্টেড। নেশা ছাড়তে চাওয়া কিন্তু ছাড়তে না পারা।
ম্যানিয়া-:অত্যাধিক কথা বলা(*Excessive talking*), খিটখিটে মেজাজ, অত্যাধিক গায়ের জোড়, জিনিসপত্র ভাঙচুর করা।(*Excessive anger*)
*ইনসোমনিয়া*- (*Insomnia*) ঘুম কম আসা, বিছানায় শুয়ে ঘুম কম আসা, রাত্রে বার বার ঘুম ভেঙে যাওয়া।
*ডিমেনশিয়া*- (*Dementia*) জিনিসপত্র কোথায় রেখেছেন মনে না পড়া(*Forgetfulness*), কথা ভুলে যাওয়া, লোকজন চিনতে না পাড়া, বয়স্কদের খিটখিটে মেজাজ।
*সিজোফ্রেনিয়া*- (*Schizophrenia*) নিজের মনে কথা বলা বিড় বিড় করা, সন্দেহ ভাব(*Suspiciousness*), ভয় ভয় ভাব(*Fearfulness*), কানে আওয়াজ আসা, ভুল ভাল কথাবার্তা(*Irrelevant talk*), অহেতুক হাসি কান্না।
*কনভার্সন ডিসঅর্ডার* *হিস্টিরিয়া*- (*Hysteria*) বার বার অজ্ঞান হয়ে যাওয়া(*Recurrent unresponsiveness*), টেনশনে শ্বাসকষ্ট হওয়া, ভুতে পাওয়া, জিনে ধরা।
*ব্যথা*- (*Pain*) শরীরের বিভিন্ন জায়গায় নার্ভেজনিত ব্যথা যন্ত্রণা, শিরা ও পেশির টান, সারা শরীরে চিন চিন ব্যথা, হাত পা জ্বালা জ্বালা ভাব ও অসারতা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পা হাত টান ধরা, পা হাত ঝিন ঝিন করা, পা হাত অবশ লাগা।
*ট্রেমর*- (*Tremor*) হাত পা কাঁপা, পারকিনসন রোগ(*Parkinson*), কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপা।
*যৌন সমস্যা*- (*Sexual problems*) যৌন শক্তি কমে যাওয়া, যৌন ইচ্ছা কমে যাওয়া, লিঙ্গ দুর্বলতা, ধাতুক্ষয় পাওয়া, শারীরিক দুর্বলতা।
*কর্মক্ষেত্রে চাপ* - (*Workspace pressure*) কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ, কর্মক্ষেত্রের চাপ ও সাংসারিক চাপ নিয়ে অত্যন্ত মানসিক চাপ হওয়া।
*পরীক্ষাভীতি* - (*Exam tension*) অহেতুক অতিরিক্ত পরীক্ষা ভীতি, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত মানসিক চাপ, হাত পা কাঁপা, ভাইভা পরীক্ষার সময় অত্যন্ত চাপ(*Difficulty in Viva exam*) , জানা উত্তর ভুলে যাওয়া।
*খিঁচুনি রোগ* *মৃগী রোগ* *Seizure disorder*
SR policlinic Rampurhat medical College 2 no gate opposite goli Dr J Ali building 080164 66472