Rupali Dey

Rupali Dey “Keep watering yourself. You’re growing.” —E.Russell

💟💟যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার। বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to...
25/08/2024

💟💟যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার।

বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100)
ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন,ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিখ কী বার দেখে নিন ।

উদাহরনস্বরূপ :- 2025 সালের 14 February কী বার জানতে হলে,বাম দিকে 25 সংখ্যা টি খুঁজুন,তারপর ওই সংখ্যার লাইন বরাবর ফেব্রুয়ারি মাসে লেটার (F) টি দেখুন, এবার নীচে F এর ঘরের 14 তারিখ কী বার (Friday) লক্ষ্য করুন।

Prepared by--JITENDRA DEY
#সংগৃহীত

24/08/2024

सपनों सा खूबसूरत है सलमान खान का ‘पनवेल फार्महाउस’, खुद ही करते हैं खेती-बाड़ी और साफ-सफाई👇सलमान खान की अपकमिंग फिल्म ‘रा...
05/08/2024

सपनों सा खूबसूरत है सलमान खान का ‘पनवेल फार्महाउस’, खुद ही करते हैं खेती-बाड़ी और साफ-सफाई👇

सलमान खान की अपकमिंग फिल्म ‘राधे: योर मोस्ट वान्टेड भाई’ का ट्रेलर रिलीज हो गया है। फिल्म में सलमान अपने चिर-परिचित अंदाज में नजर आ रहे हैं और लोग कमेंट कर रहे हैं कि वह इसमें कितने शानदार लग रहे हैं।

सलमान खान एक मशहूर अभिनेता हैं। उनके बहुत सारे प्रशंसक हैं जो उनकी नई फिल्म के आने का बेसब्री से इंतजार कर रहे हैं। इसी बीच सोशल मीडिया पर सलमान के फार्महाउस की तस्वीरें वायरल हो रही हैं। आज हम आपको उनके फार्महाउस की आज की एक तस्वीर दिखाएंगे।

इस तस्वीर में सलमान खान के फार्महाउस का एंट्रेंस गेट नजर आ रहा है। आप देख सकते हैं कि गेट पर उनकी बहन अर्पिता का नाम लिखा हुआ है. गेट के आसपास कई पेड़-पौधे लगे हुए हैं, जो इसे बेहद खूबसूरत बनाते हैं।

सलमान खान जिस फार्महाउस में रहते हैं वहां जिम है जहां वो तरह-तरह के वर्कआउट कर सकते हैं. वह अक्सर अपनी गर्लफ्रेंड लूलिया को वहां वर्कआउट करते देखता है। सलमान के पास एक खेत है जहां वे घोड़े रखते हैं। वह अक्सर इनकी सवारी करते हैं और हाल ही में लॉकडाउन के दौरान उन्हें एक्ट्रेस जैकलीन फर्नांडिस के साथ ऐसा करते देखा गया। उन्होंने बहुत अच्छा ट्रैक भी बनाया है।

धान खेतों में उगाई जाने वाली फसल है। सलमान अपने फार्महाउस पर फसल भी उगाते हैं। पिछले साल जब सलमान अपने फार्महाउस पर ठहरे हुए थे तो उनकी कुछ तस्वीरें सामने आईं। इनमें से एक में वह धान उगाते नजर आ रहे हैं। फार्महाउस में एक बड़ा बगीचा है। इस गार्डन में कई तरह के पेड़-पौधे हैं, साथ ही खूबसूरत इंतजाम भी हैं। किसान सलमान ने यहां कई पेड़-पौधे लगाए हैं और वह अक्सर यहां अपने परिवार के साथ समय बिताते हैं।

सलमान के पनवेल फार्महाउस पर बाइक ट्रैक है। ये ट्रैक बाइक राइडिंग के लिए है और सलमान यहां एक की सवारी करते नजर आ रहे हैं. इस फार्महाउस पर बना पूल बड़ा है। अक्सर देखा जाता है कि सलमान और उनका परिवार इसमें खेलने का लुत्फ उठाता है।

सलमान खान के फार्महाउस का नजारा बेहद खूबसूरत है। घर में बड़े-बड़े तालाब हैं और वहां सलमान खान मछली पालते हैं। हर किसी का दिल वहां समय बिताना चाहेगा और आराम करने के लिए यह एक बेहतरीन जगह होगी।


সত্য ঘটনা অবলম্বনে লেখা.....মিঃ মুখার্জী একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স পঁয়তাল্লিশ।একদিন এক অভিজাত রেস্টু...
05/08/2024

সত্য ঘটনা অবলম্বনে লেখা.....
মিঃ মুখার্জী একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স পঁয়তাল্লিশ।

একদিন এক অভিজাত রেস্টুরেন্টে মুখার্জী সাহেব দুপুরের খাবার খেতে বসেছেন। টেবিলে ভাত তরকারি স্যালাড চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে। পোলাও বিরিয়ানি নয়, সাদা ভাতই তার পছন্দ। আর চামচ নয়, হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি খাওয়ার জন্য প্রথম মুঠোটা মুখে যখন তুলবেন তখন তার চোখ পড়লো রেস্টুরেন্টের কাঁচের দেয়ালের দিকে। তিনি দেখলেন কাঁচের দেয়ালের ওপাশে পাঁচ ছয় বছর বয়সী একটি হতদরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে। মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয় নি। সকালেও বেশি কিছু খেয়েছে বলে মনে হয় না। মুখার্জী সাহেব খাবারের মুঠোটা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন। মেয়েটি প্রথমে বুঝতে পারে নি তিনি তাকে ডাকছেন। কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিনই তাকে ভেতরে ডাকে নি। তাই শুরুতে ভাবলো তাকে নয়, বোধহয় অন্য কাউকে ডাকছেন। কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারলো রেস্টুরেন্টের ভেতরকার ঐ মানুষটা তাকেই ডাকছেন, তখন জড়সড় হয়ে সে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো।

মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল, গায়ে ময়লা ছেঁড়া ফ্রক, ধুলো ভর্তি পা দুটো খালি, গা থেকে আসছে কটু গন্ধ। মেয়েটি ভয়ে ভয়ে ওনার টেবিলের কাছে এগিয়ে এলো। রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন। এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা, ধুলো ভর্তি পা, গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেন নি। কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি। যেনো তাদের খাওয়াটা নষ্ট হলো।

তাদের একজন রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন,‌"তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি? ভিখারী ভেতরে ঢোকে কী করে?"

বেয়ারাটি অপরাধী ভঙ্গিতে বললো,"স্যার আমরা খুবই দুঃখিত। আমরা নিজেরাও অবাক হয়েছি। কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটে নি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।"

বেয়ারাটি রাগী চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেলো। বেয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই মুখার্জী সাহেব বেয়ারাটিকে থামালেন।

তারপর ভারী গলায় বললেন,"মেয়েটি এখানে ভিক্ষা করতে আসে নি। তাকে আমি ডেকেছি। তোমাদের কোনো আপত্তি আছে?"

বেয়ারাটি বিগলিত হেসে বললো,"স্যার মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারি নি। আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে। ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত।"

বেয়ারাটি চলে গেলে মেয়েটির মুখের ভীত ভাব অনেকখানি দূর হলো। তবে পুরোপুরি দূর হলো না। কারণ এমন কেতাদুরস্ত রেস্টুরেন্টে সে কখনো ঢোকে নি। অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন এটা সে বুঝতে পারছে।

মুখার্জী সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন,"দুপুরে খেয়েছো?"

জড়সড় মেয়েটি মাথা নেড়ে না বললো।

তিনি তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন,"বসো এখানে।"

কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটিগুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলো। মেয়েটির এ আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না। তিনি এটা মোটেই প্রত্যাশা করেন নি। তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন।

কিন্তু একটু পরই তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করলো। তবে সে একা নয়। তার সাথে রয়েছে বছর তিনেকের একটা ছেলে। খালি গা, খালি পা, পরনে জিপারহীন প্যান্ট।

মুখার্জী সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বললো,"আমার ছোটো ভাই।"

মিঃ মুখার্জী মুগ্ধ হয়ে গেলেন ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে। ভাইকে রেখে সে একা খাবে না। তার চোখ ভিজে উঠতে চাইলো। তিনি নিজেকে সামলালেন।

দুই ভাইবোনের দিকে তাকিয়ে বললেন,"তোমরা বসো।"

টেবিলের সামনের চেয়ার দুটোতে তারা বসলো। তারা শঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছে।

তিনি বললেন,"কী খাবে তোমরা?"

মেয়েটি আড়ষ্ট হাতে ওনার প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো। অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তা খাবে।

উনি বেয়ারাকে ডেকে দুই ভাইবোনকে একই খাবার দিতে বললেন।

খানিক পর ওদের খাবার এলে তিনজন এক সাথে খেতে শুরু করলো।

তিনি খাচ্ছেন আর আড় চোখে দুই ভাইবোনকে দেখছেন। ছোটো ভাই নিজ হাতে ঠিক ভাবে খেতে পারে না। মেয়েটি তাই নিজের হাতে ছোটো ভাইকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি নিজে এক মুঠো খাচ্ছে, আরেক মুঠো ভাইয়ের মুখে তুলে দিচ্ছে। দৃশ্যটি দেখে মুখার্জী সাহেবের চোখ আবারো ভিজে উঠতে চাইলো। এবারো তিনি নিজেকে সামলালেন।

খাওয়া শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন,"তোমাদের বাড়িতে কে কে আছে?"

মেয়েটি নিচু স্বরে বললো,"মা।"

"তোমাদের বাবা?"

মেয়েটি মাথা নেড়ে বললো নেই।

কেনো নেই তিনি এ প্রশ্ন করলেন না। তিনি ধারণা করতে পারেন, হয় ওদের বাবা মারা গেছে, নয়তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে। এসব পথশিশুদের পরিবারে এমনই হয়। মা-ই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে।

তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন।

তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন,"এটা তোমাদের মায়ের জন্য।"

মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিলো। এরপর দুই ভাইবোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগলো।

মেয়েটির এক হাত খাবারের প্যাকেটে আর অন্য হাত ছোটো ভাইয়ের কাঁধে। কী যত্ন করেই না মেয়েটি ছোটো ভাইয়ের কাঁধ ধরে রেখেছে! যেনো আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিলেন, তাদের রাগ থেকে ছোটো ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে। ওনার চোখ আবারো ভিজে উঠতে চাইলো। এবারো তিনি নিজেকে সামলালেন।

কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো, বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এতোক্ষণ আটকে রাখা চোখের জল এবার ঝরঝর করে পড়তে লাগলো।

বিলের কাগজে কোনো সংখ্যা নেই, শুধু লেখা আছে,"মানবতা অমূল্য। এর দাম নির্ধারণ করবো এমন ক্ষমতা আমাদের নেই। স্যার আপনাকে ধন্যবাদ।"
#সংগৃহীত

ছবিটা তুলতাম না। বাধ্য হয়েই তুললাম। অবশ্য ছবিটা তোলার পর কম বেগ পেতেও হয়নি। জুতো পরে সীটের ওপর দু পা তুলে দিয়ে যে ভদ্রলো...
05/08/2024

ছবিটা তুলতাম না। বাধ্য হয়েই তুললাম। অবশ্য ছবিটা তোলার পর কম বেগ পেতেও হয়নি। জুতো পরে সীটের ওপর দু পা তুলে দিয়ে যে ভদ্রলোক বসে আছেন, ঘটনাটা তাকে নিয়েই। পাঁশকুড়া থেকে ট্রেনে উঠেছি। আমি ডান দিকের জানালার সীটে বসেছি, আর এই ভদ্রলোক বাম দিকের জানালায়। ট্রেন ফাঁকা। ভীড় একদম নেই। পরের স্টেশন থেকেই উঠলেন, এক বয়স্ক লোক। পরনে আধ ময়লা পাঞ্জাবি আর ধুতি। কাঁধে একটা ঝোলা ব্যাগ। পাকা চুল, আর মুখে হালকা দাড়ি। উনি ট্রেনে উঠেই এই সুট বুট পরা ভদ্রলোকের পাশে বসতে গেলে ভদ্রলোক বললেন,

-আর সীট নেই? এখানেই বসতে হলো?

বয়স্ক মানুষটি বিনয়ের সাথে বললেন,

-কিছু ভুল করলাম বাবা?

-এত প্রশ্ন করেন কেন? এত সীট থাকতে গায়ের কাছে ঢুকে বসেছেন দেখছি, উঠে গিয়ে অন্য জায়গায় বসুন।

কথা গুলো বেশ মেজাজ দেখিয়ে বললেন ভদ্রলোক। বয়স্ক মানুষটি থতমত খেয়ে বললেন,

-তোমার তো কিছু অসুবিধা করিনি আমি।

ভদ্রলোক বললেন,

-বাংলা বোঝেন না মনে হয়। যত সব আনকালচার্ড, অশিক্ষিতের দল।

এমন অপমানজনক কথা বলতেই বয়স্ক মানুষটি আর কথা না বাড়িয়ে অপজিট দিকের সীটে গিয়ে বসলেন। আমি থাকতে না পেরে মুখ খুললাম। ভদ্রলোককে বললাম,

-আপনি যে এত গুলো কথা বললেন, উনি কি দোষ করেছিলেন?

ভদ্রলোক তখন বললেন,

-আপনি ওনার গায়ে গা দিয়ে বসুন না, ওনার জন্য যখন এত দরদ!

বয়স্ক মানুষটি তখন আমাকে উদ্দেশ্য করে বললেন,

-ছেড়ে দাও বাবা। এই তো এই টুকু সময়ের যাত্রা। পরের স্টেশনেই নেমে যাব। কি হবে কথা বাড়িয়ে? আজকাল এত ছোটো ছোটো বিষয় নিয়ে মাথা গরম করি না। বাহাত্তর বছর বয়স হয়ে গেল, অনেক অভিজ্ঞতা হয়েছে। শুধু বুঝেছি মানুষের সাথে মানুষের কত পার্থক্য। মান আর হুঁশ নিয়েই তো মানুষ হয়। কথা গুলো বলেই পরের স্টেশনে নেমে গেলেন।

এরপরেই ঘটল আসল ঘটনা। বয়স্ক মানুষটি নেমে যেতেই এই ভদ্রলোক সীটের ওপর পা দুটো জুতো পরা অবস্থায় তুলে দিলেন। সঙ্গে সঙ্গেই আমি মোবাইলটা বের করে ছবি তুলতেই উনি বললেন,

-কি হলো আপনি আমার ছবি তুললেন কেন?

আমি হেসে বললাম,

-আপনার ছবি তুলব? ভাবলেন কি করে? আপনি সেলিব্রেটি নাকি যে আপনার ছবি তুলব? আমি ওই সীটটার ছবি তুলেছি। আর ওই সীটটা নিশ্চয়ই আপনার না? ওই সীটটা কেন, কোনো সীটই আপনার না। যে সীটটায় বসে আছেন, বড় জোর ওই সীটটা আপনার বলে দাবী করতে পারেন।

আমার এমন কথায় উনি বেজায় চটলেন।বললেন,

-ছবিটা ডিলিট করুন। ভালো হবে না বলছি?

আবার হাসলাম। বললাম,

-ভয় পেলেন? উঁহু। আমি ছবি ডিলিট করব না। একটু আগে আপনিই তো ওই বয়স্ক মানুষটিকে বলছিলেন না, অশিক্ষিত, আনকালচার্ড। শুনুন, চেহারা আর পোশাক দিয়ে কে শিক্ষিত, আর কে অশিক্ষিত তার বিচার হয় না। আর সুট বুট পরে আছে মানেই সে শিক্ষিত ভদ্রলোক এমনটাও আশা করা যায় না। মানুষের পরিচয় তার কাজে, তার ব্যবহারে। আপনি শিক্ষিত মানুষ হলে, জুতো পরা অবস্থায় পা দুটো সীটে তুলে দিতেন না। এটা বোঝা উচিত ছিল, নোংরা জুতো জোড়া যেখানে তুলে দিলেন, সেটা বসার জায়গা, কেউ না কেউ সেখানে বসবেই। দ্বিতীয় দিন এমনটা করার আগে একটু ভাববেন। চকচকে পোশাকের সাথে মনটাকেও ঝকঝকে করতে শিখুন।

কলমে: সরজিৎ ঘোষ।

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
09/06/2024

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

*Respected* *Rupali Dey*,Greetings from the Bengal Business Council!The Bengal Business Council is a pioneering organiza...
18/05/2024

*Respected* *Rupali Dey*,

Greetings from the Bengal Business Council!

The Bengal Business Council is a pioneering organization, marking the first time in recent history where Bengalis have united to create a dedicated platform. Our mission is to foster entrepreneurship, networking, and cultivate the entrepreneurial spirit among Bengalis.

We are honoured to extend a warm invitation to you for the Bengal Business Council's Annual Convention and Vision Conclave. This prestigious event will be held on June 2nd, 2024, at the Biswa Bangla Convention Centre, Newtown.

06/04/2024
06/04/2024
07/11/2023

Happy Birthday
02/11/2023

Happy Birthday

15/07/2023

Jyothi Yarraji wins India's first Gold Medal at 2023 Asian Athletics Championship in 100 metres hurdles 🥇

15/07/2023
09/06/2023

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/05/2023
01/05/2023

  ❤️প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......এই অবিশ্বাস্য!  এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টে...
20/04/2023

❤️
প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......

এই অবিশ্বাস্য! এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যে কোনও একটিতে ক্লিক করুন এবং আপনি তৎক্ষনাৎ খুব ভাল অভ্যর্থনা সহ সেই স্টেশনটি শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তিনি অবশ্যই এটি উপভোগ করবেন।
👉 লিঙ্কটি ক্লিক করুন: http://radio.garden

Address

Rajpur

Alerts

Be the first to know and let us send you an email when Rupali Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupali Dey:

Videos

Share

Category

Nearby media companies