মা অন্নপূর্ণা,জয় তারা, সোনার পুর স্বপ্ন পূরণ
সোনারপুর স্বপ্ন পূরণ পক্ষ থেকে, মা অন্নপূর্ণা পূজা উপলক্ষে কোদালিয়া অঞ্চলে , বাসিন্দা খুব কাছের একজন প্রিয় দাদা রনিদা। তার বাড়ির পুজো উপলক্ষে ১০০ থেকে ১৫০ মানুষের খাবারের আয়োজন করে দিয়েছিলোও , সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায় অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ 🙏🙏 ভালো থাকবেন সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য।
সোনারপুর স্বপ্ন পূরণ পক্ষ থেকে শুভ বিজয়া শুভেচ্ছা ও অভিনন্দন , আশা করি সবার দূর্গাপূজা ভালো কেটেছে, এই ভিডিওটি মাধ্যমে এটাই মানুষকে দেখানোর জন্য না। এসব মানুষদের পাশে এগিয়ে আসতে পারে তার প্রবল চেষ্টা, টাকা দিয়ে সাহায্য করা ছাড়ায় ও , মানুষের পাশে থাকায় যায়।
সোনা ঝুড়িহাট খুব সুন্দর জায়গা,,সবাই কে বলবোয় কিছু টা,সময় বের করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, আশায় করি খুব ভালো লাগবেয়।
সোনারপুর স্বপ্ন পূরণ পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ,ও অভিনন্দন ।কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা,বাঙালির সবচেয়ে বড় পুজো হলোও দুর্গাপুজো, চলাকালীন বস্ত্র বিতরণের প্রক্রিয়া পালন করা হবেয় ।
যে সকল বন্ধুরা আছো ও
আমাদের এই কাজে যুক্ত হতে পারে। ধন্যবাদ ভালো থাকবেন।
সোনারপুর স্বপ্নপূরন মাতারা আশীর্বাদ পেতে ,, বড় মায়ে দশন ।কিছুঅভুক্ত সন্ন্যাসী বা সাধু ,বামা ক্ষ্যাপা জীবনীয় নিয়ে আলোচনা।
সোনারপুর স্বপ্ন পূরণ , মানুষ পাশে, মানুষের সাথে থেকে এসেছে,ভালো থাকবেন।
সোনারপুর স্বপ্নপূরণ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ,ও অভিনন্দন ২০২৩ মা দুর্গা আগমনের ,আগে। পূজোর সময় অনেক প্যান্ডেল প্রচুর মানুষ ভিড় হয়। যে সকল মানুষ পিছিয়ে পড়া, তাদের কথা কেউ ভাবে না ।সেজন্য সোনারপুর স্বপ্নপূরণ তাদের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে ।কিছু ,কিছু অসহায় মানুষের হাতে সোনারপুর স্বপ্ন পূরণ আবারো বস্তু তুলে দেবে, শুধু তাই নয় ছোট ,ছোট্ট বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হবে।
ভালো থাকবেন ।
সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
সোনারপুর স্বপ্ন পূরণের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। 2022সালে দুর্গা পূজোয়, কিছু অসহায় মানুষের বস্ত্র বিতরণ, কিছু কিছু বাচ্চাদেরকে খাতা ,পেন, পেন্সিল ,দেওয়া ।এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম সোনারপুর স্বপ্ন পূরণ পাশে থাকুন সাথে থাকুন। ভিডিওটি করার কারণ একটাই যাতে সমাজের মানুষ পাশে এসে দাঁড়ায়।
ধন্যবাদ ।
ভালো থাকবেন , পিছিয়ে পড়ায় মানুষ পাশে থাকুন ,টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে বলিনিয় , এমনি সাহায্য করা যায় ।
সোনারপুর স্বপ্নপূরন পক্ষ থেকে, দোল পূর্ণিমা উপলক্ষে কিছু বাচ্চাদের, খাবারের আয়োজন করেছে।
সোনারপুর স্বপ্ন পূরণ পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আর সোনারপুর স্বপ্ন পূরণের পাশে থাকবেন।
সোনারপুর স্বপ্নপূরণ , মানুষের,পাশে থাকে মানুষের সাথেই থাকেয়। ধন্যবাদ সবাইকে।
সোনারপুর স্বপ্নপূরন পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ,লনবন কিছু গ্রাম অঞ্চলে মানুষ ও বাচ্চাদেরকে এবং বয়স্ক মানুষদের কে বস্ত্র বিতরণ এবং খাতা পেন পেন্সিল রবাট।
ধন্যবাদ সবাই পাশে
থাকুন।