আমরা ধ্রুপদী পাঠকের সঙ্গে আলাপ করতে আগ্রহী। সাংস্কৃতিক আঙিনায় নিজেদের পরখ করতে চাই। আটপৌরে বই পাড়ার শারদ অপরাহ্ণে যারা কফি হাউসের আড্ডায় বুঁদ হয়ে আছেন। নীল আকাশের নীচে একবার চেয়ে দেখুন। সম্প্রীতির স্পন্দন খুঁজে পাওয়া যেতে পারে। বই পাড়ার মরশুমি কাশফুলের আহ্বান শুনতে পাবেন। শারদ সংখ্যার ভিড়ে সামাজিকতা আছে। আর্থ সামাজিকতাও অকৃপণ ভাবে খুঁজে নিতে পারেন। আমরাও আছি আমাদের 'আর্থ সামাজিক' পত্রিকার 'রাজা রামমোহন ২৫০ ও বাংলার নবজাগরণ' সংখ্যা নিয়ে। আমাদের যারা ভাবতে শেখান তাঁরা লিখেছেন। নতুন তথ্যের ঠাস বুনোট ভাষায়। তাঁদের ঋজু মননশীল লেখা। পাওয়া যাবে নীচের ঠিকানায়............
দে'জ পাবলিশিং(কলেজ স্ট্রীট), প্রগ্রেসিভ পাবলিশার্স,
৩৭এ কলেজ স্ট্রীট,
The Central Book Agency,
14A Bankim Chatterjee Street,(Opposite Sangskriti College), পাতিরাম,
কলেজ স্ট্রীট,
ধ্যনবিন্দু, কলেজ স্কোয়ার
কানন বুক হাউস
সোনারপুর
প্রকাশিত হতে যাচ্ছে আমাদের সাংস্কৃতিক পত্রিকা 'আর্থ সামাজিক'।
বিষয়: রাজা রামমোহন ২৫০
ও
বাংলার নবজাগরণ
_____________________________
আমরা মননশীল লেখার জন্য একুশ শতকের আত্মীয় সভা-র আমন্ত্রণ জানাচ্ছি।
ইমেইল: [email protected]
মোবাইল: ৯০৫১৩০৬৬৭২
🙏🏻
"দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে..."
উনিশ শতকে যখন এ বাংলায় নবজাগরণের জোয়ার আসলো ডিরোজিও, রামমোহন, বিদ্যাসাগরের হাত ধরে, তখন বাংলা সাহিত্যে নবজাগরণ আনলেন মধুসূদন।
সারাদেশে 'সাংস্কৃতিক জাতীয়তাবাদ'- এর নামে আরো অনেকের সাথে সাথে মাইকেল মধুসূদনের মতো কবিকেও ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে,
চক্রান্ত চলছে নবজাগরণের উত্তরাধিকারকে বিনষ্ট করার;
তখন চিন্তা- ভাবনার জগতে নতুন পথে আবার আসুক নবজাগরণ...
________________________
'আর্থ সামাজিক"
________________
রাজা রামমোহন ২৫০
ও
বাংলার নবজাগরণ
________________
ছবি সৌজন্য ঃ আত্মজ - Aatmozo
Coming........
রাজা রামমোহন ২৫০
ও
বাংলার নবজাগরণ
- আত্মজ - Aatmozo
Coming......
রাজা রামমোহন ২৫০
ও
বাংলার নবজাগরণ
- আত্মজ - Aatmozo
"পৃথিবীতে যাহারা সাহস করিয়া নিজের জীবনের দ্বারা নব নব সমস্যার মীমাংসা করিতে প্রস্তুত হয় তাহারাই সমাজকে বড়ো করিয়া তুলে।
যাহারা কেবলই বিধি মানিয়া চলে তাহারা সমাজকে বহন করে মাত্র,তাহাকে অগ্রসর করে না"
(গোরা)
✍️রবীন্দ্রনাথ ঠাকুর
শুভ মাঘোৎসব❤️💐
হরিনাভি ব্রাহ্ম সমাজ❤️
❤️🙏
শুভ মাঘোৎসব❤️💐
হরিনাভি ব্রাহ্ম সমাজ❤️
❤️🙏