Freelancer Hafiz Anuar

Freelancer Hafiz Anuar ︵🦋💚
সঠিক সময় হলে আল্লাহ সব কিছু দিয়ে দিবেন😊
_ শুধু ধৈর্য ধরতে হবে -☺︎︎
এমন ধর্ম পেয়েছি মুচকি হাসলে নেকি,
আর কান্না করলে ক্ষমা
বলুন না একবার _আলহামদুলিল্লাহ।

04/04/2024

১২ এপ্রিল ২০২৪ রাত্রি ৯ টা দেখা হবে ইনশাআল্লাহ।

31/03/2024
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমাদের সার্ভিস সমূহ, (১)ফেসবুক পেজ setup করা হয়। (২)ফেস...
19/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমাদের সার্ভিস সমূহ, (১)ফেসবুক পেজ setup করা হয়। (২)ফেসবুক এডস রান( ৩)ফেসবুকে কিভাবে লাইক এবং ফলোয়ার্স বাড়াবেন।

17/12/2023


============================================

মূলত কি কি কারনে গোসল ফরজ হয় এবং ফরজ গোসলের সঠিক নিয়ম কি ?

ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই- বোনের
সালাত সহ নানা আমল কবুল হয় না।

যেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার।

‪ #‎যে‬ সব কারণে গোসল ফরজ হয়ঃ
======================

♦১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
♦২. নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
♦৩. মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
♦৪. ইসলাম গ্রহন করলে(নব-মুসলিম হলে)।
=====================
‪ #‎ফরজ‬ গোসলের নিয়ম সহিহ হাদিস অনুসারে সংক্ষেপে দেওয়া হল।
♦১,,মনে মনে গোসলের নিয়ত করা (নিয়ত পড়া নয়)।

♦২।‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা

♦ ৩। দুই হাত কবজি পর্যন্ত ধোওয়া (বুখারী ২৪৮)

♦৪। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা (বুখারী ২৫৭)

♦৫। বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেওয়া (বুখারী ২৬৬)

♦৬।নামাজের ওজুর মতো ভালভাবে পূর্ণরূপে ওজু করা। (দুই হাত তিনবার ধোওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ও কনুই পর্যন্ত হাত ধোওয়া। মাথা মাসেহ করতে হবে না।)

এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে।
★ (বুখারী ২৫৭, ২৫৯, ২৬৫)★

♦৭। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। (বুখারী ২৫৮)

মহিলাদের বেনী না খুলেও গোড়া ভালভাবে ভিজলেই হবে। (মুসলিম ৩৩০)

♦৮। পুরো শরীরে পানি ঢালা; প্রথমে ডানে, পরে বামে। (বুখারী ১৬৮)

♦৯। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোওয়া।(বুখারী ২৫৭)
======================
#মনে রাখতে হবেঃ
♦১. পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
♦২. এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে।
====================
♦আল্লাহ আমাদের সঠিকভাবে কুর’আন ও সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক দিক এবং পূর্বের না জেনে করা ভুল ক্ষমা করুক। (((আমিন)))

01/09/2022

মাহ্দুল কিতাব ওয়াস সুন্নাহ দারুস্সালাম মাদ্রাসা(সমাসপুর)
সপ্তাহিক অঞ্জুমান। বিষয়:আল্লাহ ভীতি ও তার পরিণতি।
নাম:মিশবাহুল হক

Address

Raiganj

Telephone

+918906454683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Hafiz Anuar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Hafiz Anuar:

Videos

Share


Other Digital creator in Raiganj

Show All