Ripa vlog

Ripa vlog well come everyone

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ...
22/12/2024

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...😇

“একলা জীবন একলা মরণ একলা কিসের ভয়?এই পৃথিবী মুখোশে ভরা কেউতো কারো নয় !” জীবনটা সিঁড়ির মতো, ধাপে ধাপে শেখায়,আসলে আমরা ...
22/12/2024

“একলা জীবন একলা মরণ একলা কিসের ভয়?
এই পৃথিবী মুখোশে ভরা কেউতো কারো নয় !”
জীবনটা সিঁড়ির মতো, ধাপে ধাপে শেখায়,
আসলে আমরা সবাই একা শুধু একসাথে দেখায়...” 🩷🫶

কি সুন্দর লাগছে
21/12/2024

কি সুন্দর লাগছে

21/12/2024

বছরের শেষে হাজব্যান্ড এতো সুন্দর একটা জায়গা ঘোরাবে আশা করিনি ।

টক্সিক মানুষ চিনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দি...
21/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথ...
21/12/2024

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টা ও করে না।
সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে।তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা ও বলে যে,তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেনো তুমি ভালো নেই? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।
কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোষাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতে ও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।
স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃস্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানষিক অবস্থা বুঝার চেষ্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল,তাদের যদি স্বামী খারাপ ও হয়,সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না।আপনাকে বুঝানোর চেষ্টা করবে,যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে,অথবা সংসার ত্যাগ…..!! অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেষ্টা ও করেনা কেন এমন হচ্ছে।

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানষিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন।স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান।
এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কষ্ট বের করে আনুন।নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রী ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।









এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস ঘুরতে যাওয়ার কিছু ছবি
20/12/2024

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস ঘুরতে যাওয়ার কিছু ছবি

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নে...
20/12/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে ।

জীবনে হারিয়ে অনেক কিছু কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছুই যোগ করতে পারি নি৷ বছর কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পারার আগেই বড়...
20/12/2024

জীবনে হারিয়ে অনেক কিছু কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছুই যোগ করতে পারি নি৷ বছর কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পারার আগেই বড় হচ্ছি বহু গুণে। পাওয়া না পাওয়া নিয়েই যাচ্ছে দিন৷ জীবনে এখন পর্যন্ত স্পেশাল দিন কখনো আসে নি। সামনে আসবে কিনা জানি না। নিতান্তই সাধারণ জীবন যাপিত হয়ে চলেছে।
সব শেষে আমি যা বুঝলাম,আমি যেমন তেমনই যথেষ্ট।
আমার প্রতিটা ভাজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার গল্পের অংশ। Perfection বলে আসলে কিছু হয় না।
"I am enough just the way i am"

সবাই বলে মন খারাপের কিছু একটা কারণ থাকে। কিন্তু  কখনো কখনো মন খারাপের কোনো কারণ যে থাকেনা। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, ক...
20/12/2024

সবাই বলে মন খারাপের কিছু একটা কারণ থাকে। কিন্তু কখনো কখনো মন খারাপের কোনো কারণ যে থাকেনা। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগেনা, কারও সঙ্গ ভালো লাগে না, কেমন জানি একা থাকলেই শান্তি পায়। এমনটা হয় তখন যখন একটা মানুষ নীরবে একাকীত্ব বোধ করে। তার সবার থেকেও কি যেনো নেই মনে হয়। ❤️‍🩹🥀

জীবনে কত মানুষের সাথে পরিচয় হল।যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকুই পথ আমার সাথে হাঁটবে । মাঝপথে আলাদা পথে...
19/12/2024

জীবনে কত মানুষের সাথে পরিচয় হল।যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকুই পথ আমার সাথে হাঁটবে । মাঝপথে আলাদা পথে ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হইনা । কারণ চিরবাস্তব হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই ।

কে চলে গেল কেনো চলেগেলো এসব আর খোঁজা হয় না। আমার সাথে তার এতটুকু পথচলা ছিল আমি এটাই বিশ্বাস করি এবং মেনে চলি। সবাই তার গন্তব্য স্থল খুঁজে পাক । আমি কারোর শেষ গন্তব্য হবো এটা জরুরী না।🍁

19/12/2024

নিজেদের জন্য Shopping 🛍️

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভ...
19/12/2024

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নি:স্বার্থভাবে ছিলো।কারণ সেই মানুষগুলা সেটা অর্জন করে নিয়েছে। আমি আমার ব্যাবহারের এর প্রতিদানে কোনোদিন কোনোকিছু আশা করিনি,ভবিষ্যতেও করবো না। কথাটা আমার ফ্যামেলি মেম্বার থেকে শুরু করে 'অল্প পরিচিত কোনো মানুষ' পর্যন্ত সবার জন্য প্রযোজ্য।❤️

অভিমান এক অদ্ভুত জিনিস!😊কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।😥🖤🥀অভিমানের কারণ খুঁজ...
19/12/2024

অভিমান এক অদ্ভুত জিনিস!😊
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।😥🖤🥀

অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে?🤔 অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবহেলায় ছেড়ে যায়। 😥🖤

অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে।😊 সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়।😓 অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়।🥺🖤

অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় এতটাই বিছিন্ন হয়ে যায় দু'জন।💔 যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি থাকে না। 😔🖤

সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়।😢💔

যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়। 🙂💔

**প্রিয় মানুষের অভিমান ভাঙ্গাতে শিখুন।
♥️







কিছু মানুষকে ভাগ্য করে পাওয়া যায় যেমন আমি তোমায় পেয়েছি ♥️🫂                  ゚
18/12/2024

কিছু মানুষকে ভাগ্য করে পাওয়া যায়
যেমন আমি তোমায় পেয়েছি ♥️🫂

যে ভালোবাসায় কোন মায়া নাই  টান নাই অনুভুতি হীন সেই ভালোবাসা থেকে বের হয়ে আশা উচিৎ  একটা টকসিক রিলেশন ককনও ভালো কিছু বয়ে ...
18/12/2024

যে ভালোবাসায় কোন মায়া নাই টান নাই অনুভুতি হীন সেই ভালোবাসা থেকে বের হয়ে আশা উচিৎ একটা টকসিক রিলেশন ককনও ভালো কিছু বয়ে আনতে পারেনা জীবনে জীবন এাকে বিভেষিকা ময় করে দেয়।এই সম্পর্কে জড়িয়ে থাকার থেকে চলে আসাই শ্রেয় তাতে অন্তত নিজেকে নিজের সম্মানটা রক্ষা করা যায় নিজের বিবেকের কাছে

18/12/2024

গ্রামের জমির মাঝখানে এত সুন্দর একটি মন্দির পরিবেশটা আরো অনেক সুন্দর করে তুলেছে।

আমি একটি বিষয় লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রায়ই মত প্রকাশের স্বাধীনতার নামে যা খুশি বলে দেয়, তবে তারা এটি ...
18/12/2024

আমি একটি বিষয় লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রায়ই মত প্রকাশের স্বাধীনতার নামে যা খুশি বলে দেয়, তবে তারা এটি না ভেবে বলে যে সামনের ব্যক্তি হয়তো বয়সে বড়,এমনকি বাবা-মায়ের সমান বয়সীও হতে পারেন।আমি সবসময় চেষ্টা করি, নিজের মতামত প্রকাশ করতে হলেও, সেটা সঠিক এবং সম্মানজনক ভাবে করার। আমি বিশ্বাস করি,আমার মত সঠিক হলে অন্যরা সমর্থন করবে,আর না করলেও খারাপ লাগার কিছু নেই। নিজের মত ঠিক ভেবে কারো সাথে খারাপ ব্যবহার বা অপমান করা কখনোই সঠিক নয়, কারণ এতে তোমার শিক্ষা ও নৈতিকতার পরিচয় ফুটে ওঠে। ゚

Address

Raiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share