Ripa vlog

Ripa vlog well come everyone

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
16/01/2025

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।
ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।
মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

-~মন খারাপ একধরণের নিরবতা, যেখানে শব্দ গুলো সব হারিয়ে যায়। আর অনুভূতি'গুলো শব্দ'হীন হয়ে থাকে। এটা যেন জীবনের এক ছোট্ট বি...
16/01/2025

-~মন খারাপ একধরণের নিরবতা, যেখানে শব্দ গুলো সব হারিয়ে যায়। আর অনুভূতি'গুলো শব্দ'হীন হয়ে থাকে। এটা যেন জীবনের এক ছোট্ট বিরতি,যেখানে নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়। হয়তো আজ কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট'ই তোমাকে আর ও পরিপূর্ণ করবে। তোমার মনে কষ্ট এলে ও, তার মাঝে রঙ খুঁজে নাও। হয়তো এই বিরতির মধ্যে'ই তুমি জিবণের নতুন অর্থ খুঁজে পাবে। খারাপ সময় খারাপ পরিস্থিতি সব'ই ক্ষণ'স্থায়ী। এ মূহুর্ত ও একদিন সুন্দর স্মৃতিতে পরিণত হবে..!!✨🤍🌸🎋🎋🎋🥰🥰❤️

বেশির ভাগ সময় আমাদের কাটে, মানুষ কে খুশি রাখতে, গিয়ে যার বাস্তব ফল দেখা যায়, দিনশেষে  আমরা কেউ কাউকে  ভালো রাখতে পারি না...
14/01/2025

বেশির ভাগ সময় আমাদের কাটে, মানুষ কে খুশি রাখতে, গিয়ে যার বাস্তব ফল দেখা যায়, দিনশেষে আমরা কেউ কাউকে ভালো রাখতে পারি না, দশ টা ভালো কাজ মনে না রাখলেও ঐ একটা উনিশ-বিশ হলে সেটা সারা জিবন খুটা দিতে থাকে,, 😣😣😣😣

মনকে মানানো ভীষণ মুশকিল!! বিশেষ করে যারা খুব একটা  শেয়ার করতে পছন্দ করে না মন খারাপটা... নিজের সবচেয়ে বেশি প্রিয়জনকে ...
13/01/2025

মনকে মানানো ভীষণ মুশকিল!! বিশেষ করে যারা খুব একটা শেয়ার করতে পছন্দ করে না মন খারাপটা... নিজের সবচেয়ে বেশি প্রিয়জনকে আঁকড়ে ধরে তাই ব্যস্ত থাকাটা বোধ হয় একটু সোজা।। আমার শান্তির পথ খুঁজে পাওয়ার রসদ এই একজনই - আমার হাজব্যান্ড

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজি...
13/01/2025

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।

= হুমায়ূন আহমেদ

13/01/2025

কোথায় সবাই

যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে ,কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখান!যে পেয়েও বুঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়া বুঝ...
13/01/2025

যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে ,কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখান!যে পেয়েও বুঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়া বুঝান!স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই , কৌশলে তাদের সাথে দূরত্ব বাড়ান!নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন! নিজের আত্নার প্রতি কাইন্ড এন্ড সুইট হতে শিখুন!বার বার নিজেকে মনে করিয়ে দেন আপনার সময় ,ভালোমানুষি,এফোর্ট ফ্রীতে বিলি করার মতো চুপ কিছু নয়!💛

13/01/2025

Sunday funday সত্যি কালকে ফান করে কেটেছে ☺️

মানুষ আমি একটাই।তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা।কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদ মেজাজি, কারো ...
13/01/2025

মানুষ আমি একটাই।

তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা।

কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদ মেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক, অনেকের কাছেই খুব ভালো এবং ভদ্র মানুষ। আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি।

তবে মানুষ কিন্তু আমি একটাই!
#মনে_রাখবেন

একটু ভেবে দেখেন সত্যি কিনা -Negative এর-মাঝে Positive খোঁজার মানুষ খুব কম পাওয়া যায় কিন্তুPositive এর-মাঝে Negative  খোঁ...
12/01/2025

একটু ভেবে দেখেন সত্যি কিনা -

Negative এর-মাঝে Positive খোঁজার মানুষ খুব কম পাওয়া যায় কিন্তু
Positive এর-মাঝে Negative খোঁজার মানুষের অভাব হয়না.....😁

#মনে_রাখবেন "Brain wash" করার জন্য মানুষের কিন্তু অভাব হয় না। পর্যবেক্ষণ এবং বুদ্ধি দিয়েই কাজ বা কাউকে বিচার করবেন।।

আর যাই-হোক নিজের কাছে নিজে ভালো থাকবেন।

" আশা/expectations "জীবনের প্রতিটি মুহূর্তেই  আমরা কিছু না কিছু , কারোর না কারোর প্রতি আশা করেই থাকি l কারোর ভালোবাসার, ...
12/01/2025

" আশা/expectations "
জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কিছু না কিছু , কারোর না কারোর প্রতি আশা করেই থাকি l কারোর ভালোবাসার, কারোর সময়ের, কথা বলার, অভিমান দেখানোর, কিন্তু আদতে তা পুরণ না হলেই আমরা মন খারাপ করে বসি। হয়ত অপর পক্ষের কোনো দোষ থাকা না সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করি,কারণ ওই যে আমরা আশা করি। যতই মন কে বলি না কেন আশা রাখা উচিত না ,কিন্ত বারবার একই ভুল করে থাকি।
এই বিষয় তোমাদের মতামত জানিও।

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পূর্ন ভুল। তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ...
11/01/2025

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পূর্ন ভুল।
তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।
সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়!🥰❤️

একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে তখন এভাবে গ্লোবস্ এর ভিতর হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব ক...
11/01/2025

একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে
তখন এভাবে গ্লোবস্ এর ভিতর হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়। বোঝানো হয় 'সে একা নয়' তার হাত ধরে কেউ আছে তার পাশে।
একটি নির্মম কথা তাই না??
স্পর্শ অনেক দামি!!❤️

*___রূপহীন নারী বা রূপবতী,গুনবতী,মায়াবতী– কোনো নারীই সুখী হতে পারেনি। সুখী হয় শুধু ।* 🌼🐝 ভাগ্যবতী নারী 🩷🪽               ...
10/01/2025

*___রূপহীন নারী বা রূপবতী,গুনবতী,মায়াবতী– কোনো নারীই সুখী হতে পারেনি। সুখী হয় শুধু ।* 🌼🐝 ভাগ্যবতী নারী 🩷🪽

ব্যক্তিত্ব মানুষের আত্মপরিচয়ের এর আয়না।এইটা এমন এক গুণ যা ব্যক্তির আচরণ চিন্তা ও মানসিকতাকে বিশেষ ভাবে তুলে ধরে, প্রকৃত...
09/01/2025

ব্যক্তিত্ব মানুষের আত্মপরিচয়ের এর আয়না।
এইটা এমন এক গুণ যা ব্যক্তির আচরণ চিন্তা ও মানসিকতাকে বিশেষ ভাবে তুলে ধরে, প্রকৃত ব্যক্তিত্ব দৃঢ় নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, যেখানে সততা সঙ্গম এবং দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়।
সমাজে নিজেকে পরিচয় ও মর্যাদার রাখার মূল উপাদান হল "ইতিবাচক" ব্যক্তিত্ব,
এটা শুধু বাহিতিক আচরণ অন্তরে সৌন্দর্যের ও প্রতিফলন।
শক্তিশালী ব্যক্তিত্বই মানুষকে সবার মধ্যে অনন্য করে তোলে।

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রুপ।মানুষ আপনাকে নিয়ে খেলবে, আপনার সাথে মিশে যাবে,মিশে গিয়ে জীবন ...
09/01/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রুপ।
মানুষ আপনাকে নিয়ে খেলবে, আপনার সাথে মিশে যাবে,মিশে গিয়ে জীবন বিষাক্ত করে তুলবে,তবুও চিনতে পারবেন না, সে আপনার ক্ষতি করছে! এক সময় মানুষ যখন অনুধাবন করে তখন সে শেষ হয়ে যায়!

আর ঠিক তখন মানুষ একটা বিষয় খুব ভালোভাবে শিখে যায়! আর তা হয় এক ভয়ংকর রুপ, একা বসবাস করার রুপ, একা জীবন কাটানোর সিদ্ধান্ত! একা বাঁচতে শেখার ভয়ংকর এক জগত নিজের মধ্যে বানিয়ে ফেলে!

মানুষ পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয়, তারচেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশপাশের মানুষের কারণে।সে ক্লান্তিতে আপনার ক্ষুধা লাগবে...
09/01/2025

মানুষ পরিশ্রম করে যতটুকু ক্লান্ত হয়, তারচেয়ে অনেক বেশি ক্লান্ত হয় আশপাশের মানুষের কারণে।
সে ক্লান্তিতে আপনার ক্ষুধা লাগবে। খেতে পারবেন। আপনি বিছানায় গেলেই ঘুমিয়ে পড়বেন।

কিন্তু আপনার কাছের মানুষরা আপনাকে মানসিকভাবে যতটুকু ক্লান্ত করবে, সেটা আপনার খাওয়া, ঘুম সব কেড়ে নিবে। আপনার কাজের ফোকাস ধ্বংস করবে।

সারাদিন মাটি কাটার চেয়ে, সে ক্লান্তি অনেক বেশি ক্ষতিকর! টক্সিক! পয়জনাস! এই ক্লান্তি আমাদের জীবনানন্দকে মুছে ফেলে।

কি নির্মম!
নিজেকে ক্লান্তি মুক্ত না রাখতে পারলে, জীবন নিরানন্দে ধ্বংস হয়।

সম্পর্কগুলো কতো সুন্দর  হয়, তাই না? কখনোদীর্ঘসময়ের সুন্দর স্মৃতি ফেলে যায়। আবারবেঁচে থাকা, রাগ,অভিমান,অভিযোগ   সময়ের সাথ...
09/01/2025

সম্পর্কগুলো কতো সুন্দর হয়, তাই না?
কখনো
দীর্ঘসময়ের সুন্দর স্মৃতি ফেলে যায়।
আবার
বেঁচে থাকা, রাগ,অভিমান,অভিযোগ
সময়ের সাথে পিছনে ফেলে দেয় হয়তোবা।
কিংবা আবার
সমুদ্রের স্রোতের মতো ভাসিয়ে দিয়ে যায় হয়তো,
সর্বশান্ত করে 😇😇📜📜

Address

Raiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share