খুব জানতে ইচ্ছা করে" কতটা সুখে আছিস তুই?

  • Home
  • India
  • Puranpur
  • খুব জানতে ইচ্ছা করে" কতটা সুখে আছিস তুই?

খুব জানতে ইচ্ছা করে"  কতটা সুখে আছিস তুই? খুব জানতে ইচ্ছা করে"? আজ তুই কি সুখে আ? তুই অনেক সার্থপর

09/01/2020

Hlw friend

আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,,শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলার জন্য,,বাইরে থেকে দরজা...
24/04/2017

আমি বলছিনা ভালোবাসতেই হবে,,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলার জন্য,,
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত,,
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,
আমি চাই কেউ আমাকে খেতে দিক,,
আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,,
আমি জানি ইলেক্টিকের যুগ নারিকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে,,
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জ্বল লাগবে কিনা??
নুন লাগবে কিনা??
পাটশাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা??
এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি,,
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,
আমি চাই ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক,,
কেউ আমাকে কিছু খেতে বলুক,,
কামবাসনার সঙ্গী না হক,,
কেউ অন্তত আমাকে জিঙ্গেস করুক,,
তোমার চোখ এত লাল কেন??

ভালবাসা কি খেলনা??ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম??অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর সাথে রিলেশন রাখ...
23/04/2017

ভালবাসা কি খেলনা??
ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম??অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর সাথে রিলেশন রাখবো না...আজ যদি এটা ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন?? কেন এত দিন ধরে সেটা বয়ে এনেছেন...?? আজ বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা... এই কারনে রিলেশন রাখবো না...তাহলে সেদিন কেন ভাবেন নাই?? একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ... বিশ্বাস একটা কাগজের মত...একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই চেষ্টাকরেন কখনোই আগের মত হবে না... এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে... আসলে কি তাই?? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে?? তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবেন?? ভালবাসায় কোন রিপ্লেসমেন্ট হয় না... আমার ফ্রেন্ড লিস্টের এক মেয়ে বলতেছে ভাইয়া আমি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব?? জিজ্ঞাসা করলাম কেন?? মেয়ে বলে ওর প্রতি আমার ফিলিংস আসে না... ও আমাকে আগের মতো সময় দেয় না... অবাক লাগলো... কেমন ভালবাসা?? ২ দিনে ফিলিংস চলে যায়?? সময় দিতে পারে না তার কারণ তার জানার দরকার নেই... সময় দিতে পারে না এটাই তার কাছে ফ্যাক্ট... মেয়েদের একটা জিনিস অবাক লাগে সেটা হল তার সবসময় চায় তার থেকে ৫/৬ বছরের বড় একটা ছেলেরসাথে প্রেম করবে... অথচ তার same age এর একটা ছেলে তাকে প্রচণ্ড ভালবাসলেও তার খেয়াল হয় না... ওই বয়সে বড় ছেলেই যেন তার জন্য...হাতের লক্ষ্মী পায়ে ঠেলে সুখী হওয়া যায় না... ক্লাস ১০ এ পরে মাস্টার্স এ পড়া ছেলের সাথে প্রেম করলে ওই মেয়ে ছ্যাকা খাবে না তো কে খাবে?? একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই বাসেন... চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন,তা না হলে ভালবাসার দরকার নেই... ভালবাসা আয়না না, একটা ভেঙে গেল আরেকটা কিনে নিলাম..
কারোর মনে আঘাত লাগলে sorry...........

শুধু একটিবার তোমার voice শুনতেচাই,হোক গালাগালি তবুও। আমি সত্যিইতোমাকে জড়িয়ে ধরে কাদঁতে চাই আরবলতে চাই আমি খুব অসহায় তোম...
22/04/2017

শুধু একটিবার তোমার voice শুনতে
চাই,হোক গালাগালি তবুও। আমি সত্যিই
তোমাকে জড়িয়ে ধরে কাদঁতে চাই আর
বলতে চাই আমি খুব অসহায় তোমাকে
ছাড়া,আমাকে ছেড়ে যেওনা। তুমি
আমার সাথে এমনভাবে মিশে আছো যে,
মৃত্যু ছাড়া ভূলে থাকার আর কোন উপায়
নেই। আমি যখন শুনি তুমি বিভিন্ন
ছেলেদের সাথে ঘুরে বেড়াও, সেটা
আমি সহ্য করতে পারি না। মরে যেতে
ইচ্ছা করে। আমি নিজের চেয়েও
তোমাকে বেশি ভালবাসি । অনেক
বেশি। ফিরে এসো।একবার নিজেকে
জিজ্ঞেস কর, আমাকে কষ্ট দিয়ে
সত্যিই সুখি হতে পারবে? আমার চেয়ে
বেশি কেউ কোনদিন তোমাকে
ভালবাসতে পারবে? পারবে না ,আমি
জানি। আমাকে দেখানোর জন্য শুধু সুখে
থাকার অভিনয় করতে পারবে। আর কত
কাদঁব??? খুব একা করে দিয়েছ আমায়। এর
চেয়ে ভাল নিজ হাতে গলাটিপে মেরে
যাও। এইটুকু তো করতেই পারো। তাহলে
তুমিও ভাল থাকবে আমিও।

জানা প্রেমের গল্প________________________আজ ৬ টা বছর তোমাকে দেখিনা ,দেখিনা তোমার রাগে ভরা মুখটা, দেখিনা তোমার মুখের সেই ...
21/04/2017

জানা প্রেমের গল্প
________________________
আজ ৬ টা বছর তোমাকে দেখিনা ,দেখিনা তোমার রাগে ভরা মুখটা, দেখিনা তোমার মুখের সেই হাসি। আজ কেও আমাকে বখাটে বলে গালাগাল দেয়না, আবার কেও তোমার মত আপন করে নেয় না।আসলেই আমি বখাটে ছিলাম। ছিলাম একটা আস্ত Idiot ।তুমি আমাকে বলেছিলে তোমাকে বিয়ে করতে । কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারিনী। দীর্ঘ ৩ টা বছর তোমার সাথে প্রেম করেছি।সেই কথাগুলো এখন ও মনে পড়ে। যখন আমি তোমার পিছু পিছু ঘুরতাম। তোমাকে প্রোফোস করতাম। আমার ঠিক মনে আছে তুমি আমাকে ৬ মাস তোমার পিছু ছুটিয়েছিলে। তার পর যে কি হল তুমি নিজে থেকেই আমার প্রেমে সাড়া দিলে।আজ ও সেই ফোনের কথা আমার কানে বাঁজে। প্রথম যেদিন আমায় ফোনে I Love you বলেছিলে। তুমি জান তার পর থেকে তোমাকে ভেবে কতটা রাত যে ঘুম হয়নি। মনে হয়েছিল মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গিয়েছি।তুমি আমাকে নিয়ে যে স্বপ্ন গুলো দেখতে তা পুরোটাই পরদিন বলে দিতে। কিন্তু আমি যে কতটা স্বপ্ন তোমাকে নিয়ে দেখতাম তা বলার সাহষ পাইনি। আমার ভয় হত স্বপ্নের কথা বললে যদি স্বপ্নটা সত্যি না হয়।তোমার মনে আছে তুমি বলতে আমাদের ছেলে হলে নয়ন আর মেয়ে হলে মেঘলা নাম রাখবে। এই নাম গুলো নিয়ে দুজন যে কতটা ঝগড়া করেছি তা সেই কথা গুলো যেন একটু বেশি মনে পড়েছে।যখন আমি ঐ কলেজ টার কাছ দিয়ে যাই। সেই দিনগুলো আমাকে আজ ও মনে করিয়ে দেয়। তোমার আমার কলেজের সেইস্মৃতি।আমি চেয়েছিলাম শুধুমাত্র একটা চাকুরী পেলেই তোমাকে আমার বউ বানাবো।কি করি বল গরীবের তো এর থেকে বেশি কিছুই চাওয়ার থাকে না।তুমি যেদিন ঘর ছেড়ে আমার কাছে চলে এসেছিলে আমি তোমাকে বলেছিলাম বাবা মাকে না বলে বিয়ে করতে নেই।তুমি বলেছিলে যে তোমার বাবা মা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে। কিন্তু আমার এটাই ভুল ছিল সেদিন তোমাকে তোমার বাড়িতে রেখে আসা। মনে পড়ে সেদিন তোমার সেই কাঁন্না তুমি বাড়ি ফিরবে না বলে ছোট মেয়ের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে।কিছুদিন পর তোমার বাবা মায়ের কাছে যখন আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গরিব বলে ওরা আমাকে দুর দুর করে তাড়িয়ে দিয়েছিল।আজ তো আমার অনেক টাকা। নিজের বাড়ি আছে নিজের গাড়ি আছে নেই শুধু তুমি।তোমাকে যেদিন মার্কেট এ দেখলাম আমি যেন সেই আগের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। পরে দেখলাম তোমার পাশে তোমার মেয়ে আর তোমার স্বামী।মেয়ের নামটা তুমি মেঘলাই রেখেছ কিন্তু তোমার পাশে আমার থাকার কথা ছিল সেখানে অন্য এক পুরুষ। অশ্রু ভেজা জল যেন আর থেমে থাকল না।তুমি ভেবনা আমিও তোমার মত স্বার্থপর হব। সাড়াটা জীবন কেটে দিব তবুও তোমার জায়গাতে অন্য কাওকে বসাতে পারব না। ভালো থেকো এই আশায় করি.....

আজকে অন্য কিছু পাবার আশায় তুমিযাকে অবহেলা করছো, অবশ্যই সেতোমার কাছের একজন....তুমি কি জানো তোমার একটু অবহেলায়সে এখন কতট...
21/04/2017

আজকে অন্য কিছু পাবার আশায় তুমি
যাকে অবহেলা করছো, অবশ্যই সে
তোমার কাছের একজন....
তুমি কি জানো তোমার একটু অবহেলায়
সে এখন কতটা অসহায়বোধ করছে, কতটা
কষ্ট পাচ্ছে....
সে কিন্তু তার সব সুখ দুঃখ একমাত্র
তোমার
সাথে শেয়ার করতো, একমাত্র তুমিই
ছিলে তার সুখ দুঃখের সাথী....
যে মানুষটা তোমাকে ভাবতো তার
পৃথিবী, আর সেই মানুষটাকেই তুমি
অবহেলা করছো....!
ভেবে দেখেছো একবারও, সে এখন কতটা
অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে....
আমি নিশ্চিত তুমি যদি তার ভিতরের
অবস্থাটা একবার তোমার মন থেকে
উপলব্ধি করতে পারতে, তুমি দুহাত জোর
করে তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হতে।
তুমি অবশ্যই ভুল শিকার করতে তার
কাছে....
এখন তার অসহায়ত্ব শেয়ার করার মত কেউ
নেই, তুমি ছিলে একদিন কিন্তু এখন তার
কষ্টের কথা গুলা তোমার কাছে হাসির
জোক মনে হয়....
সে কাউকে বলতেও পারছেনা, আবার
সইতেও পারছেনা....
এখন এমন অবস্থা দাড়িয়েছে যে, তাকে
মৃত অবস্থায় দেখলেও তোমার হাসি
পাবে, কিন্তু এই মানুষটার সামান্য মাথা
ব্যাথা হলেও কিছুদিন আগেও তুমি কষ্টে
কান্না করে দিতে....
এই অনুভুতি কারো কাছে শেয়ার করা যায়
না, এটা ভীষণ কষ্টের, সত্যিই এটা ভীষণ
যন্ত্রনার....
মানুষটার কাছে মনে হচ্ছে এর চেয়ে মৃত্যুই
শ্রেয়....
মানুষটা তোমাকে সত্যিই ভীষণ
ভালবাসে, আর এজন্যই সে এখন এক পৃথিবী
সমান কষ্ট বুকের মধ্যে নিয়ে বয়ে
বেড়াচ্ছে, আর তোমাকে ফিরে পাবার
চেষ্টা করছে....
না, না তোমার প্রতি তার কোন
অভিযোগ নেই, আছে শুধু এক-পৃথিবী
ভালবাসা....
তুমি হাত বাড়ালেই পাবে তাকে কিন্তু
সেই মানুষটা পুরো পৃথিবী এক করে
ফেলেও আজকে পাচ্ছে না তোমাকে....
আজ তার কাছে থেকেও যেন তুমি নাই....
তাই তোমার উচিৎ হবে তাকে একবার
ভালবাসি বলা....
ভালবাসি একবার বলেই দেখো,
তোমাদের সম্পর্কটা আরো কত সুদৃঢ় হয়....
যার পুরো পৃথিবী হচ্ছো তুমি, তাকে
ফেলে কোন মরিচিকার পিছনে ছুটছো
তুমি....
একদিন নিজেই অনুভব করবে তুমি
মরিচিকার পিছনে ছুটেছো ভালবাসার
সন্ধানে, কিন্তু তার থেকে অনেক বেশি
ভালবাসা তোমার হাতের নাগালেই
ছিল সব সময়....
কিন্তু তুমি বুঝোনি কোনটা ভালবাসা,
কোনটা মরিচিকা....
মরিচিকার পিছনে ছোটা বন্ধ করো সময়
থাকতে, না হলে ভালবাসার মানুষটা
ধীরে ধীরে একসময় হারিয়ে যাবে
তোমার জন্য জমানো ভালবাসা নিয়ে
কোন এক সমুদ্রের অতল গভীরে....
হয়তো তখন তুমি বুঝতে পারবে কিছু
হারিয়ে ফেলেছো তুমি, কিন্তু তখন সেই
তাকে হাজার খুঁজলেও আর ফিরে
পাবেনা....!!!
যে তোমাকে মন থেকে ভালবাসে সে
হারিয়ে যাবে না, অন্য ভাবে ফিরে
আসবে, তোমাকে বার বার ফিরে পেতে
চেষ্টা করবে....
তাই মরিচিকার পিছনে না ছুটে
চারপাশে একটু ভাল করে তাকিয়ে দেখো,
অফুরন্ত ভালবাসা আর সুখের ভান্ডার
নিয়ে কেউ তোমার দিকে হাত বাড়িয়ে
আছে....
যার কাছ থেকে তুমি শুধু ভালবাসাই
পাবে, কষ্ট নয়....
কারন, তোমাকে কষ্ট দিয়ে যে সে তার
থেকে কয়েক কোটি গুন বেশি কষ্ট পায়
নিজে.... ..

Address

01966559821
Puranpur
01942975333

Alerts

Be the first to know and let us send you an email when খুব জানতে ইচ্ছা করে" কতটা সুখে আছিস তুই? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খুব জানতে ইচ্ছা করে" কতটা সুখে আছিস তুই?:

Share

Category