আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে

আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে কোন নিউজ এর জন্য যোগাযোগ নাম্বার 9101759340

14/01/2025

❣️❣️

সকলের উপস্থিতি ও সর্বাঙ্গিন সহযোগিতা কামনা করি।
13/01/2025

সকলের উপস্থিতি ও সর্বাঙ্গিন সহযোগিতা কামনা করি।

আছিমিয়া হাইয়ার সেকেন্ডারী স্কুলের বিষয় শিক্ষক ভাস্কর জ্যোতি দে ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের বিদায়ী অ...
13/01/2025

আছিমিয়া হাইয়ার সেকেন্ডারী স্কুলের বিষয় শিক্ষক ভাস্কর জ্যোতি দে ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান।

আজ আছিমিয়া হাইয়ার সেকেন্ডারী স্কুলের বিষয় শিক্ষক ভাস্কর জ্যোতি দে ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লাগলো। বিশেষ করে সুদীর্ঘ ৩৬ বছর অত্র স্কুলে শিক্ষকতা করে আজ অবসর নিয়েছেন মহান এই শিক্ষক। স্যারের দীর্ঘায়ু কামনা করি তার-ই সাথে বিদায়ী ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

13/01/2025

আনন্দ সংবাদ ,আনন্দ সংবাদ শুধি এলাকাবাসী ফুটবলপ্রেমী জনসাধারণ গ্রহণ করুন কানাইবাজার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে নতুন বছরের হার্দিক অভিনন্দন। এতদ্বারা সকল ফুটবলপ্রেমি জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কানাইবাজার ফ্রেন্ডস ক্লাবের কর্তৃক আয়োজিত কমরুল হক মেমোরিয়াল নাইট ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা বুধবার বিকাল 3 ঘটিকা থেকে কানাইবাজার মাছ বাজারের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হইবে। তাই উক্ত সেমিফাইনাল ও ফাইনাল খেলায় আপনাদের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। বিনীত কানাইবাজার ফ্রান্স ক্লাব।

করিমগঞ্জের ডিসি, এস পি মহোদয় কে করিমগঞ্জ জেলা আমছুর স্মারক পত্র প্রদান।আসামের বিভিন্ন জেলায়, বিশেষ করে নিম্ন আসামের বি...
13/01/2025

করিমগঞ্জের ডিসি, এস পি মহোদয় কে করিমগঞ্জ জেলা আমছুর স্মারক পত্র প্রদান।

আসামের বিভিন্ন জেলায়, বিশেষ করে নিম্ন আসামের বিভিন্ন জেলায় বই মেলা এবং বানিজ্যিক মেলার পারমিশন নিয়ে অবৈধ জোয়া তীর ইত্যাদি অসামাজিক কার্যকলাপ চলার কারনে আমছুর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে আমছুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও সিমান্ত সম্পাদক কাজী ছাদিক আখতার এর নেতৃত্বে আজ আমছুর করিমগঞ্জ জেলা কমিটি নিয়ে করিমগঞ্জের ডিসি এস পি কে স্মারক পত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আমছুর করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সালমান আহমেদ, সহ সভাপতি জাহিরুল আলম চৌধুরী, সহ সম্পাদক যথাক্রমে সাহিদ আহমেদ পাটিকর জাহান চৌধুরী ও কালিগঞ্জ আঞ্চলিক আমছুর সৈনিক সাহিদ প্রমুখ।
১৩-০১-২০২৫

11/01/2025

Breaking

পাথারকান্দিতে পুলিশের এনকাউন্টার,
দিলোয়ার নামের এক যুবক!

ইচ্ছুক রাত শীঘ্রই যোগাযোগ করুন
11/01/2025

ইচ্ছুক রাত শীঘ্রই যোগাযোগ করুন

09/01/2025

আছিমগঞ্জ ডেউবাড়ি আজিমুশ্বান ক্বীরাত মাহফিলে এক লক্ষ টাকা দান করলেন ইকবাল হুছাইন।

আজ আছিমগঞ্জ ডেউবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসায় ৭ ও ৮ জানুয়ারি আজিমুশ্বান ক্বীরাত ও ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সভাপতিত্ব করেন মুফতি আনছার হুছাইন সাহেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সুদূর ইরাকের বিশ্ব বিখ্যাত ক্বারী জাওয়াদ হুছাইনী, উত্তর প্রদেশের আন্তর্জাতিক স্তরের ক্বারী শ্বেখ তৈয়ব জামাল, কাশ্মীরের আন্তর্জাতিক স্তরের ক্বারী শ্বেখ ক্বারী ইরশাদ হুছাইন সাহেব সহ অন্যান্যরা।
এদিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ইকবাল হুছাইন, ইকবাল হুছাইন হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্যে বলেন, ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি, ইসলাম ধর্ম কে টিকিয়ে রাখতে হলে এরকম ধর্মীয় অনুষ্ঠান ও মাদ্রাসা কে বাঁচিতে রাখতে হবে।
ইকবাল হুছাইন বলেন, দ্বিনী মাদ্রাসা গুলোয় সব ধরনের সহযোগিতা করবেন বলে উপস্থিত সবাইকে প্রতিশ্রুতি দেন। ইকবাল হুছাইন আর ও বলেন, যেখানেই যাই সহযোগিতার হাত বাড়াই, সেই হেতু জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসা আছিমগঞ্জে নগদ পঞ্চাশ হাজার টাকা দান করলেন, সমাবেশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ইকবাল হুছাইন কে অনুরোধ করেন এক লাখ টাকা দেওয়ার জন্য, সাথে সাথে ইকবাল হুছাইন স্বেচ্ছায় নগদ আর ও পঞ্চাশ হাজার টাকা দান করেন। সর্বশেষে ইকবাল হুছাইন উপস্থিত সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ চেয়ে সবাইকে ধন্যবাদ ও মাদ্রাসার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেন ইকবাল হুছাইন। উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সম্পাদক নজমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী মাষ্টার উবায়দুল হক, কার্যকরী সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ কাজী আতিকুর রহমান, মনরুল ইসলাম, আহাদ উদ্দিন, খলিল উদ্দিন, ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম রাজ্যিক কমিটির সভাপতি তথা আমছুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার, মৌলানা নজির হুছাইন, সমাজসেবী কবির আহমেদ সহ
জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

09/01/2025

প্রতিযোগী ভুল তিলাওয়াত করে ২০০ মধ্যে ২০০ মার্ক কিভাবে পায়??
জামিয়া ইসলামিয়া হানিফিয়া, ডেউবাড়ি মাদ্রাসা-র

বুঝলাম একজন বিচারক খেয়াল করেননি, তবে কি দুজন বিচারক মনোযোগ দেননি? এই ধরনের বিচারকগণ-কে বয়কট করা সময়ের দাবি, বিচার কার্যক্রম সঠিক হয়নি!

09/01/2025

নুতন গজল, ভালোবাসার জায়গা মদিনা-দারুন কন্ঠের গজল।

08/01/2025

প্রাক্তন আছিমগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি কবির আহমেদ মাদ্রাসা চক্র ||
জামিয়া ইসলামিয়া হানিফিয়া, ডেউবাড়ি।

08/01/2025

জামিয়া ইসলামিয়া হানিফিয়া ডেউবাড়ি মাদ্রাসা-র বিরাট ওয়াজ ও ক্বিরাত মাহফিল চলছে।

ইরানের বিশ্ব বিখ্যাত ক্বারী আসছেন আজ আছিমগঞ্জে।আজ আছিমগঞ্জ জামিয়া ইসলামিয়া হানিফিয়া ডেউবাড়ি মাদ্রাসায় আজিমুশ্বান ক্...
08/01/2025

ইরানের বিশ্ব বিখ্যাত ক্বারী আসছেন আজ আছিমগঞ্জে।

আজ আছিমগঞ্জ জামিয়া ইসলামিয়া হানিফিয়া ডেউবাড়ি মাদ্রাসায় আজিমুশ্বান ক্বীরাত মাহফিলে আসছেন সুদূর ইরান থেকে বিশ্ব বিখ্যাত ক্বারী। সাথে আছেন ভারতের উত্তর প্রদেশ ও কাশ্মীরের ক্বারীগন।

আজ সন্ধ্যা পরে মূল প্রোগ্রাম আরম্ভ হবে, শিলচর এয়ারপোর্ট রিসিপশনের মুহূর্ত।

07/01/2025

অপরুপ কন্ঠের তেলাওয়াত ❤️🌍🙏

07/01/2025

জামিয়া ইসলামিয়া হানিফিয়া,ডেউবাড়ি মাদ্রাসা-র বাৎসরিক ওয়াজ মাহফিলে গজল পরিবেশনে।

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন,আছিমগঞ্জ গড়ভাঙ্গা নিবাসি মাষ্টার মতাহির আলী সাহেব আর নেই, উনি বার‌ইগ্রাম জফরগড় হায...
07/01/2025

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন,
আছিমগঞ্জ গড়ভাঙ্গা নিবাসি মাষ্টার মতাহির আলী সাহেব আর নেই, উনি বার‌ইগ্রাম জফরগড় হায়ার সেকণ্ডারি স্কুলের Principal Nazmul ভাই এর বাবা।
মরহুমের নামাজে জানাজা আজ সন্ধ্যা ৬ ঘটিকায়।

06/01/2025

আগামী ৭ ও ৮ তারিখ জামিয়া ইসলামীয়া হানিফিয়া ডেউবাড়ি-আছিমগঞ্জ, মাদ্রাসায় আজিমুশ্বান ক্বিরাত ও ওয়াজ মাহফিল।
কপি

06/01/2025

ব্রেকিং-
ভারতে চীনা ভাই'রাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪

Address

Indian
Patharkandi
788724

Website

Alerts

Be the first to know and let us send you an email when আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share