আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে

আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে কোন নিউজ এর জন্য যোগাযোগ নাম্বার 9101759340

21/12/2024

আজ "Little angels' School" (আছিমগঞ্জ,মৈনা) এর বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন।
২১/১২/২০২৪

শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই ❤️🙏🥰 সু-দীর্ঘায়ু কামনা করি মহান স্রষ্টার কাছে।
19/12/2024

শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই ❤️🙏🥰

সু-দীর্ঘায়ু কামনা করি মহান স্রষ্টার কাছে।

19/12/2024

করিমগঞ্জ (শ্রীভূমি) জেলা আমছুর নুতন কমিটি গঠন!

18/12/2024

আগামী মাসে পাঞ্চায়েত নির্বাচন,ঘোষণা করলেন রাজ্যের পাঞ্চায়েত মন্ত্রী,এবার সদস্য থেকে সভাপতি নির্বাচিত করা হবে।

18/12/2024

*হারানো বিজ্ঞপ্তি*

নাম- স্বপ্না বেগম
বাড়ি- পুরান চানপুর

ভোটার আইডি কার্ড, আঁধার কার্ড এবং রেশন কার্ড।

কেউ যদি পেয়ে থাকেন তাহলে দয়াকরে যোগাযোগ করুন 👉 9101891302

18/12/2024

হাজার হাজার মানুষের উপস্থিতিতে জয়নুল হকের নামাজে জানাজা সম্পূর্ণ হলো।

অভিনন্দন আমজাদ আমিন রাহুল !! ❤️🎉💐💐🎉কাছাড় জেলার কাবুগঞ্জের কৃতি সন্তান আমজাদ আমিন রাহুল ISRO CENTRALISED RECRUITMENT BOA...
18/12/2024

অভিনন্দন আমজাদ আমিন রাহুল !! ❤️🎉💐💐🎉

কাছাড় জেলার কাবুগঞ্জের কৃতি সন্তান আমজাদ আমিন রাহুল ISRO CENTRALISED RECRUITMENT BOARD এর SCIENTIST পদে নিযুক্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে সর্বভারতীয় স্তরে 11 নম্বর স্থান অর্জন করেন।

উল্লেখ্য আমজাদ হলেন কাবুগঞ্জের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ও কাবুগঞ্জ মসজিদের সেক্রেটারি মকব্বীর আলী লস্কর সাহেবের একমাত্র পুত্র ।

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রহিলো রাহুলের প্রতি। রাহুলের এই সফলতার যাত্রা এগিয়ে চলুক দূর থেকে দূরান্তে এই কামনা রহিলো।

 #শোক_সংবাদ #মুরাদপুর_গ্রামের পান ব্যবসায়ী  #সেলিম_উদ্দিন  #বাইক  #এক্সিডেন্ট করে আজ তিন দিন পর  #শিলচর  #ম্যাডিকেলে  #শ...
16/12/2024

#শোক_সংবাদ
#মুরাদপুর_গ্রামের পান ব্যবসায়ী #সেলিম_উদ্দিন #বাইক #এক্সিডেন্ট করে আজ তিন দিন পর #শিলচর #ম্যাডিকেলে #শেষ_নিঃশ্বাস ত্যাগ করে, মহান শ্ৰষ্ঠার রাজ শাহি দরবারে তাহার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি ।
বিঃ দ্রঃ আগামী কাল সকাল 10 ঘঠিকার সময় শিলচর ম্যাডিকেলে #পৌষ্টমর্টাম করার পর বাড়িতে আনা হবে।

আসামের মাননীয় পূর্ত, মিন ও পশুপালন বিভাগের কেবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মেন্দিবাড়ী লঙ্গাই নদীর অসম্পূর্ণ সে...
15/12/2024

আসামের মাননীয় পূর্ত, মিন ও পশুপালন বিভাগের কেবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মেন্দিবাড়ী লঙ্গাই নদীর অসম্পূর্ণ সেতুর কাজের দাবী নিয়ে এক স্মারকলিপি প্রদান করা হয়। এতে তিনি পূর্ণ আশ্বাস প্রদান করেন।

15/12/2024

বিধায়ক সিদ্দেক আহমেদ সহ গোটা পরিবারের নাম কর্তন করা হয়েছে পঞ্চায়েত খসড়া ভোটার তালিকায় !
তিব্র প্রতিবাদ সাব্যস্ত করবেন আগামী মঙ্গলবার জেলা শাষক কার্যালয়।

15/12/2024

আমাদের প্রাণ প্রিয় মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় আজ পাথারকান্দি মন্ডমালা ফিল্ডে এক বিশাল জনসভায়।

14/12/2024

শনবিল নিয়ে কি প্রতিক্রিয়া মাননীয় মন্ত্রী মহোদয়ের শুনুন।

14/12/2024

আজ আছিমগঞ্জে ছাদিক আখতার কে রাজকীয় সংবর্ধনা প্রদান সুশীল সমাজের।

আগামী কাল ১১ ঘটিকায় পাথারকান্দি মন্ডমালা খেলার মাঠে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদ...
14/12/2024

আগামী কাল ১১ ঘটিকায় পাথারকান্দি মন্ডমালা খেলার মাঠে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী Krishnendu Paul মহাশয়, উক্ত অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি কামনা করিতেছে।

13/12/2024

আমি কেন জামায়াতে ইসলামী করি
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

12/12/2024

কোন দেশের ই মেয়ে তুমি কেমন তোমার বাপ,,,,, | By Md Delwar

আছিমগঞ্জ, পূর্বগুল গ্রামে অবস্থিত  হুছাইনীয়া বাংলা একাডেমীর ছাত্রী Mt Ripana Al Tayeeb Foundation  কর্তৃক আয়োজিত Talen...
11/12/2024

আছিমগঞ্জ, পূর্বগুল গ্রামে অবস্থিত হুছাইনীয়া বাংলা একাডেমীর ছাত্রী Mt Ripana
Al Tayeeb Foundation কর্তৃক আয়োজিত Talent Search পরীক্ষায় করিমগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।
তৎসঙ্গে একই স্কুলের Suyel Ahmed মেধাতালিকায় নাম অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে।
আজ করিমগঞ্জ জেলা এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন- এ টি এম জাকারিয়া কাসিমী সাহেব (সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা নদওয়া) ও মৌলানা হোসাইন আহমেদ (সাধারণ সম্পাদক আছিমগঞ্জ অঞ্চলিক নদওয়া) সহ এলাকার সমাজসেবি ও অত্র স্কুলের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা।

11/12/2024

এই গাভি এবং বা" চ্চা বিক্রি করা হবে, যোগাযোগ করুন 👉+916000048804

Address

Indian
Patharkandi
788724

Website

Alerts

Be the first to know and let us send you an email when আছিমগঞ্জ-পাথারকান্দি টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share