30/05/2024
আপনার নিজের প্রয়োজনে লেখাটা ভালো করে পড়ুন:
আমাদের মধ্যে অনেকেই FACE BOOK থেকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে ইচ্ছুক, এই লেখাটা তাদের জন্য। এতে সকলেরই উপকার হবে।
প্রথমেই আমাদের জানতে হবে ফেসবুক থেকে STAR বা BONUS কেমন ভাবে পাওয়া যায়।
1. Star ⭐️ সেট আপ ON হবে যদি আপনার প্রোফাইলে বা পেজে ৫০০ ফলোয়ার থাকে।
যদি আপনি একটি স্টার পান তাহলে আপনার স্টার এর মূল্য দাঁড়াবে "1স্টার= 0.01 ডলার= 0.83টাকা"।
এক্ষেত্রে বলে রাখি Star ⭐️ কাউকে দিতে হলে প্রথমে কিনে দিতে হয়, 29টা স্টারের দাম 30টাকা ।
2. এরপর আসা যাক BONUS এর ব্যাপারে, বোনাস পেতে গেলে ফেসবুকের তরফ থেকে কোন বিধি নিষেধ নেই। কেবলমাত্র ফেইসবুকে INVAITE করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় এবং প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় । যদি আপনি BONUS প্রোগ্রাম চালু করতে চান তাহলে আপনাকে রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে। যখন আপনি অন্যের পোস্টে রিএক্ট, কমেন্টস বেশি করে দেবেন তখনই আপনার রিচ ও এনগেজমেন্ট বাড়বে।
এবার বুঝতেই পারছেন অন্যের পোস্টে যখনই আপনি বেশি রিয়াক্ট ও কমেন্ট করবেন, তখন ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।
** আপনার ফলোয়ার সংখ্যা কম আছে না বেশি আছে সেটা বড় কথা নয়। ফলোয়ার সংখ্যা কম থাকলেও মনিটাইজেশন পাওয়া যায়। কম ফলোয়ার থাকলেও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। অন্যের পোস্টে বেশি রিয়েক্ট কমেন্ট করবেন, তারপর দেখবেন ফেসবুক আপনার প্রোফাইল বা পেজ recommend করে দিয়েছে।
কাউকে ফলো দেয়ার পর যদি ফলো ব্যাক না পান তাহলে তাকে কখনো আনব্লক করে দেবেন না এতে আপনার রিচ ডাউন হয়ে যাবে।
কমেন্টের ক্ষেত্রে স্টিকার কমেন্ট করলেও অসুবিধা নেই।
এবার থেকে Like, Comment করে একে অপর কে সাপোর্ট করতে থাকুন এতেই মজা, এতেই আনন্দ। নিজের স্বার্থে কমেন্ট করুন, লাইক দিন, এতে নিজের ভবিষ্যৎ ভালো হবে।
আমার লেখা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, এটা অনুরোধ করলাম।