Agomoni Barta

Agomoni Barta Educational, Job, Career, Science, Technology,Entertainment, Health and update Bengali news Blog.

খাঁটি ও শুদ্ধ বাংলায় ক্যারিয়ার, চাকুরী, খেলাধুলা, বিনোদন, সাস্থ, বিজ্ঞান, ইত্যাদি টাটকা খবর নিয়ে হাজির আগমনী বার্তা (Agomoni Barta) । নিজে পড়ুন অন্যকেও পড়তে উৎসাহিত করুন । (My Self Agomoni Barta , writer of www.agomonibarta.com. Agomoni Barta is bengali news, career, Jobs, Education, science,health, informational, PC, Tips and more informational news portal blog ...[..] read more visit -- http://www.agomonibarta.com )

27/04/2024

মাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটে

►► মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ২ মে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। পরীক্ষার্থীরা সে দিনই স্কুল থেকে মার্কশিট পাবে।

৮ মে উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে বেলা একটায়। বিকেল তিনটে থেকে ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করা যাবে।

স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে ১০ মে দশটা থেকে। কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, তা পরে জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের ফল দেখা যাবে - www.wbbse. wb.gov.in, www.results. shiksha। প্লে-স্টোর থেকে Madhyamik Results 2024, Madhyamik Result, FASTRESULT ডাউনলোড করে মোবাইল অ্যাপের সাহায্যেও ফল দেখা যাবে। বিস্তারিত - https://agomonibarta.com
#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক #ফলাফল #রেজাল্ট

27/04/2024

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল

►► এ বারের মধ্যমিক পরীক্ষার ফল বেরোচ্ছে ২ মে। উচ্চ মাধ্যমিকের দি ফল বেরোবে ৮ মে, ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিনে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। প্রধান পরীক্ষকেরা পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে তুলেছিলেন। ফলে নম্বর জমা দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতে হয়নি। কর্তাদের দাবি, তাই পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুল বেরোচ্ছে।

#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক #রেজাল্ট #ফলাফল

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন!হলধর নাগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খা...
30/03/2024

সাহেব-দিল্লি পর্যন্ত যাওয়ার পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন!
হলধর নাগ, যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খান তিনেক জামা, একটি ছেঁড়া রাবার চপ্পল, একটা অ-খিলানযুক্ত চশমা এবং ৭৩২ টাকার জমা মূলধনের মালিক.....আজ পদ্মশ্রী ঘোষিত
ইনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা হলধর নাগ।
যিনি কোসলি ভাষার বিখ্যাত কবি। বিশেষ কথা হল, তিনি এ পর্যন্ত যতগুলো কবিতা ও ২০টি মহাকাব্য রচনা করেছেন, তার সবগুলোই তার জিহ্বার ডগায়। এবার তাঁর লেখা 'হলধর গ্রন্থাবলী-২'-এর একটি সংকলন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অংশ করা হবে।
সাদা পোশাক, সাদা ধুতি, গামছা ও গেঞ্জি পরিহিত হলধর নাগ খালি পায়েই থাকে্ন। উড়িশ্যার লোক-কবি হলধর নাগ একটি দরিদ্র পরিবারের মানুষ। ১০ বছর বয়সে বাবা-মায়ের মৃত্যুর পর তৃতীয় শ্রেণিতেই পড়া ছেড়ে দেন তিনি।
অনাথ জীবনে, তিনি বহু বছর ধরে ধাবায় বাসনপত্র পরিষ্কার করে কাটিয়েছেন।
পরে একটি স্কুলে রান্নাঘর দেখাশোনার কাজ পান তিনি। কয়েক বছর পরে ব্যাঙ্ক থেকে ১০০০ টাকা ঋণ নিয়ে পেন-পেনসিল ইত্যাদির একটি ছোট দোকান খোলেন সেই স্কুলের সামনেই।
এটাই ছিল তার আর্থিক অবস্থা। এবার আসা যাক তাঁর সাহিত্যের বিশেষত্বে। ১৯৯৫ সালের দিকে হলধর স্থানীয় ওড়িয়া ভাষায় "রাম-শবরী" র মতো কিছু ধর্মীয় পর্বের উপর লেখালেখি শুরু করেন এবং মানুষকে সেগুলো আবৃত্তি করে শোনাতে শুরু করেন।
আবেগে ভরপুর কবিতা লিখে মানুষের মধ্যে জোর করে উপস্থাপন করে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, ২ বছর আগে রাষ্ট্রপতি তাকে সাহিত্যের জন্য পদ্মশ্রী দেন।
শুধু তাই নয়, ৫ জন গবেষক এখন তার সাহিত্যে পি.এইচ.ডি করছেন যেখানে হলধর নিজেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

#সংগৃহীত
#সর্বোপরিবাঁকুড়া

#হলধরনাগ

21/02/2024

শীতল ষষ্ঠী ব্রত ও ব্রতের ফল - Sheetala Sasthi Brata, জেনে নিন শীতল ষষ্ঠী ব্রত ও ব্রতের ফল - Free Sheetala Sasthi Brata PDF

Today,s Best photo ❤❤❤❤❤️                                   #রাধাক্রিশ্ন
06/11/2023

Today,s Best photo
❤❤❤❤❤️


























#রাধাক্রিশ্ন


 #টিপস 💚ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া  কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।💚চশমা...
04/11/2023

#টিপস
💚ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

💚চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

💚কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন। দেখবেন ঝকঝকে হয়ে উঠবে।

💚ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে

💚 জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে।

💚ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

💚হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

💚ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

💚গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঘসে ঘসে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো সুন্দর হয়েছে।

💚উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

💚বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

💚সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি বেশি দিন টিকবে।

💚 ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঘসে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

💚চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।


#কিচেন #টিপস #কিচেনটিপস

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালো
19/10/2023

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালো

দুর্গা পূজায় মেয়েদের পোষাক স্টাইলিং: কোন পোষাকে মানাবে ভালোঃ দুর্গাপূজ.....

নল সংক্রান্তি, ডাক সাঁকরাত" বা "মজুর সাঁকরাত' বা 'নলপোতা"
18/10/2023

নল সংক্রান্তি, ডাক সাঁকরাত" বা "মজুর সাঁকরাত' বা 'নলপোতা"

2024 Dak Sankranti Date & Time | Nol Sankranti | ডাক সংক্রান্তি

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা ক্যালেন্ডার
20/07/2023

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা ক্যালেন্ডার

झूलन यात्रा 2023, ঝুলন যাত্রা ২০২3 , 2023 Jhulan Yatra Date Time, Jhulan Yatra Puja Schedule, 2023 Radha Govinda Jhulana Yatra 2023 Jhulan Yatra Start Date, 2023 Jhulan Yatra End Date

Broken Links Are Bad News For Webmasters, Fix Broken Links, How to fix Broken   Are Bad   For
27/01/2023

Broken Links Are Bad News For Webmasters, Fix Broken Links, How to fix Broken Are Bad For

Boost your Website or Business using the Pro-Link directory. No 1 & Best Website Directory.

 #ইতিহাস মুছে যায়না পুনরাবৃত্ত হয়। মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী  রাজাদের তালিকাঃ ইন্দ্রপ্রস্থের শেষ র...
12/01/2023

#ইতিহাস মুছে যায়না পুনরাবৃত্ত হয়।
মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকাঃ ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল। যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন। এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে।

০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
১৪। সুখদেব = ৬২-০-২৪
১৫। নরহরিদেব = ৫১-১০-০২
১৬। সুচিরথ = ৪২-১১-০২
১৭। শূরসেন (২য়) = ৫৮-১০-০৮
১৮। পর্বতসেন = ৫৫-০৮-১০
১৯। মেধাবী = ৫২-১০-১০
২০। সোনচীর = ৫০-০৮-২১
২১। ভীমদেব = ৪৭-০৯-২০
২২। নৃহরিদেব = ৪৫-১১-২৩
২৩। পূর্ণমল = ৪৪-০৮-০৭
২৪। করদবী = ৮৮-১০-০৮
২৫। অলংমিক = ৫০-১১-০৮
২৬। উদয়পাল = ৩৮-০৯-০
২৭। দুবনমল = ৪০-১০-২৬
২৮। দমাত = ৩২-০-০
২৯। ভীমপাল = ৫৮-০৫-০৮
৩০। ক্ষেমক = ৪৮-১১-২১

পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে ও পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।

১। বিশ্রবা = ১৭-০৩-২৯
২। পুরসেনী = ৪২-০৮-২১
৩। বীরসেনী = ৫২-১০-০৭
৪। ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩
৫। হরিজিৎ = ৩৫-০৯-১৭
৬। পরমসেনী = ৪৪-০২-২৩
৭। সুখপাতাল = ৩০-০২-২১
৮। কদ্রুত = ৪২-০৯-২৪
৯। সজ্জ = ৩২-০২-১৪
১০। ফমরচূড় = ২৭-০৩-১৬
১১। অমীপাল = ২২-১১-২৫
১২। দশরথ = ২৫-০৪-১২
১৩। বীরসাল = ৩১-০৮-১১
১৪। বীরসালসেন = ৪১-০০-১৪

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।

১। রাজা বীরমহা = ৩৫-১০-০৮
২। অজিত সিংহ = ২৭-০৭-১৯
৩। সর্বদত্ত = ২৮-০৩-১০
৪। ভুবনপতি = ১৫-০৪-১০
৫। বীরসেন (প্রথম) = ২১-০২-১৩
৬। মহীপাল = ৪০-০৮-০৭
৭। শত্রুশাল = ২৬-০৪-০৩
৮। সঙ্গরাজ = ১৭-০২-১০
৯। তেজপাল = ২৮-১১-১০
১০। মানিক চাঁদ = ৩৭-০৭-২১
১১। কামসেনী = ৪২-০৫-১০
১২। শত্রুমর্দন = ০৮-১১-১৩
১৩। জীবনলোক = ২৮-০৯-১৭
১৪। হরিরাও = ২৬-১০-২৯
১৫। বীরসেন (২য়) = ৩৫-০২-২০
১৬। আদিত্যকেতু = ২৩-১১-১৩

প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে।

১। রাজা ধন্ধর = ৪২-০৭-২৪
২। মহর্ষি = ৪১-০২-২৯
৩। সনরচ্চী = ৫০-১০-১৯
৪। মহাযুদ্ধ = ২০-০৩-০৮
৫। দূরনাথ = ২৮-০৫-২৫
৬। জীবনরাজ = ৪৫-০২-০৫
৭। রুদ্রসেন = ৪৭-০৪-২৮
৮। অরীলক = ৫২-১০-০৮
৯। রাজপাল = ৩৬-০০-০০

সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে। সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোন বৃদ্ধি নেই। এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন। তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোন বৃদ্ধি নাই। শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন এবং তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন।

১। সমুদ্রপাল = ৫৪-০২-২০
২। চন্দ্রপাল = ৩৬-০৫-০৪
৩। সাহায়পাল = ১১-০৪-১১
৪। দেবপাল = ২৭-০১-১৭
৫। নরসিংহপাল = ১৮-০০-২০
৬। সামপাল = ২৭-০১-১৭
৭। রঘুপাল = ২২-০৩-২৫
৮। গোবিন্দপাল = ২৭-০১-১৭
৯। অমৃতপাল = ৩৬-১০-১৩
১০। বলীপাল = ১৩-০৮-০৪
১১। মহীপাল = ১৩-০৮-০৪

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে।

১। রাজা আধীসেন = ১৮-০৫-২১
২। বিলাবলসেন = ১২-০৪-০২
৩। কেশবসেন = ১৫-০৭-১২
৪। মাধবসেন = ১২-০৪-০২
৫। ময়ূরসেন = ২০-১১-২৭
৬। ভীমসেন = ০৫-১০-০৯
৭। কল্যানসেন = ০৪-০৮-২১
৮। হরিসেন = ১২-০০-২৫
৯। ক্ষেমসেন = ০৮-১১-১৫
১০। নারায়ণসেন = ০২-০২-২৯
১১। লক্ষ্মীসেন = ২৬-১০-০০
১২। দামোদর সেন = ১১-০৫-১৯

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন এবং তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে।

১। দীপসিংহ = ১৭-০১-১৬
২। রাজসিংহ = ১৪-০৫-০০
৩। রণসিংহ = ০৯-০৮-১১
৪। নরসিংহ = ১৩-০২-২৯
৬। জীবনসিংহ = ০৮-০০-০১

কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন এবং তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেছেন।

১। পৃথ্বী রাজ = ১২-০২-১৯
২। অভয়পাল = ১৪-০৫-১৭
৩। দুর্জ্জব পাল = ১১-০৪-১৪
৪। উদয়পাল = ১১-০৭-০৩
৫। যশপাল = ৩৬-০৪-২৭

১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে- অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে। তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে।

ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী।

মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।
▪️সংগৃহীত।

Happy birthday Ratan Tata Ji
28/12/2022

Happy birthday Ratan Tata Ji

একনজরে দেখে নিন কে কবে জিতেছিল বিশ্বকাপ...
24/12/2022

একনজরে দেখে নিন কে কবে জিতেছিল বিশ্বকাপ...

20/12/2022

মাত্র ২৩ বছর বয়সে ১ টি বিশ্বকাপ, ২ টি বিশ্বকাপ খেলেই মোট ১২ টি গোল, গোল্ডেন বল, ফাইনালে হ্যাট্রিক এমন কিছু নেই যে ছেলেটা অর্জন করেনি, সত্যিই ছেলেটা প্রশংসার যোগ্য❤️🙂

Win Argentina
19/12/2022

Win Argentina

15/12/2022

মেয়েদের #গোপন রোগ ও চিকিৎসা । মেয়েলী রোগের প্রাকৃতিক #চিকিৎসা জেনে নিন - https://cliqs.me/VjPDG

14/12/2022

* Watch Sports & Entertainment for Free *
Watch Free live streaming sports, entertainment, TV shows, movies, original web shows, LIVE cricket, and match highlights for 100% free. Visit - https://cliqs.me/RmiYT

এখন থেকে Caste Certificate বাড়িতে বসেই Download করতে পারবেন। তারপর Print করে নিলেই কাজ হয়ে যাবে। #অনগ্রসর_কল্যাণ_ও_আদি...
27/11/2022

এখন থেকে Caste Certificate বাড়িতে বসেই Download করতে পারবেন। তারপর Print করে নিলেই কাজ হয়ে যাবে।
#অনগ্রসর_কল্যাণ_ও_আদিবাসী_উন্নয়ন_বিভাগ

24/11/2022

কৃত্রিম উপগ্রহতে কোনো দেহের
ওজন কত? উত্তর 1st Comment এ

24/11/2022

জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে একত্রে কী বলে ?

12/11/2022
Happy Teacher's Day 100+ Wallpaper
05/09/2022

Happy Teacher's Day 100+ Wallpaper

Latest Teacher Day Status For Friends, Free 100 Latest Teacher Day Status For Friends

07/08/2022

"ক" ব্যবহার করে দীর্ঘ লেখা.....

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত। কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।

কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল ? কাজে কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, কাবেরী কোলের কেয়া- কুঞ্জে কোয়েলের কলকা কলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে ?কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"। কদমার কদর কল্পনাতীত!

('সংগৃহীত')।

14/07/2022

সকালে বাজারে দেখলাম এক ভদ্রলোক সবজি বিক্রেতার হাতে একশোটাকার একটা নোট দিলেন। কিন্তু ওনার কেনাকাটা হয়েছিল আশিটাকা মত। কুড়িটাকা চেঞ্জ পাবেন। সবজি বিক্রেতা বললেন, দাদা আপনি বাকীকাজ সেরে আসুন। কুড়িটাকা খুচরো নেই এখন। সবে তো বসলাম। দিচ্ছি এখুনি।
ভদ্রলোক দেখলাম, চুপ করে দাঁড়িয়েই থাকলেন। কুড়িটাকা না নিয়ে যাবেন না। সবজি বিক্রেতা আবারও বললেন, দাদা চিন্তা নেই, খুচরো হলেই আমি সরিয়ে রাখছি। ভদ্রলোক বললেন, না আমি নিয়েই যাব। ফিরে এলাম আর হয়ত বললে, দিয়ে দিয়েছো।
সবজি বিক্রেতা একটু আহত হয়েই বললেন, কুড়িটাকা নিয়ে আমি কি বড়লোক হয়ে যাব দাদা? রোজই ভ্যান নিয়ে বেরোচ্ছি, এই করেই খাচ্ছি। আপনার টাকা মেরে দেব কেন?
ভদ্রলোক বিশ্বাস করলেন না যথারীতি। দুমিনিটের মধ্যেই সবজি বিক্রেতা ওনার হাতে কুড়িটাকা ফেরত দিলেন। ততক্ষণে বিক্রি শুরু হয়ে গেছে। আমার মনে হল, হয়ত মানুষটা এর আগেও ঠকেছেন। তাই আর কাউকে বিশ্বাস করতে পারেন না।
কিছুক্ষণ পরে বাজার সেরে টোটোয় ওঠেই দেখি ওই ভদ্রলোক দুটো ব্যাগ নিয়ে বসে আছেন। স্টেশনে নেমেই বললেন, এই রে পাঁচশোর নোট তো। খুচরো তো নেই।
আচ্ছা বেশ কালকে নিয়ে নিও।
টোটোওয়ালা হেভি রেগে গেছে বুঝলাম। রাগের গলাতেই বললেন, হবে না দাদা। এই নিয়ে তিনদিন হলো আপনার পাঁচশোর নোট। আর স্টেশনে খুচরো করতে গিয়ে আপনি আর ফিরলেন না। আজকে পাঁচশোর নোট দিন, আমি খুচরো করে ফেরত দিচ্ছি।
ভদ্রলোক বেগতিক দেখে দশটাকা ধরিয়ে দিয়ে হনহন করে পালালেন।
শুধু ঠকে গেলে মানুষকে আর বিশ্বাস করা যায় না এমনও নয়। অনেক সময় নিজে সবাইকে ঠকিয়ে বেড়ায় বলেই ভাবনা থাকে তারাও হয়ত তাকে ওই একইভাবে ঠকিয়ে দেবে।
আসলে মানুষ নিজে যেমন অন্যকেও তেমন ভাবতেই পছন্দ করে অনেকসময়। ঐজন্যই ভদ্রলোক সব্জিবিক্রেতাকে কিছুতেই বিশ্বাস করছিলেন না। কারণ ওনার নিজের ইতিহাসে এমন লোকজনের দু দশ টাকা হাপিস করে দেবার গল্প আছে।
যে নিজে প্রচুর মিথ্যে বলে সে অন্যকে অবলীলায় মিথ্যেবাদী বলে দিতে পারে। আসলে মানুষ নিজে যেমন অন্যকেও তেমন চোখেই বিচার করে।
কতই রঙ্গ দেখি দুনিয়ায়☺️
কলমে- অর্পিতা সরকার

Address

Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when Agomoni Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agomoni Barta:

Videos

Share

Category


Other Magazines in Old Malda

Show All

You may also like