Aamar Kabita

Aamar Kabita --আমার কবিতা--
যারা কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসেন

আপনার লেখা কবিতা "আমার কবিতা" পেজে পোস্ট করার জন্য আপনার লেখা আমাদের email করুন এই ঠিকানায়--> [email protected]

26/03/2024
09/08/2023

#প্রজাপতি

শোনো গো ভ্রমর, যাও যদি মোরপ্রিয়ার দেশে ।। বোলো তাঁরে কানে কানে, কী বিরহে তারে বিনেকাটে গো প্রহর ।।কাছে পেয়ে ননী চোরা, ক...
19/04/2023

শোনো গো ভ্রমর, যাও যদি মোর
প্রিয়ার দেশে ।।

বোলো তাঁরে কানে কানে, কী বিরহে তারে বিনে
কাটে গো প্রহর ।।

কাছে পেয়ে ননী চোরা, কতো সুখে আছে ওরা
সে খবর ভুলনাকো আনতে ।

বলে এসো তাঁকে তুমি
সুখে দুঃখে দিন তাঁর, যে ভাবেই হোক পার
ভোলেনা আমাকে যেনো
পাঠাতে মনের খবর ।।

05/06/2020
05/06/2020
18/11/2019

যে দিন গুলি পেরিয়ে এসেছো,ধন্যবাদ তারে।
ওই দিন গুলিতে যে তোমায় আপন করার ভান করেছিলো,ধন্যবাদ তারে।
যে তোমায় পুড়িয়ে ছেড়ে গেছে,ধন্যবাদ তারে।
হঠাৎ ধন্যবাদ কেনো,জানিতে চাও বুঝি?
তারা তোমারে পুড়িয়ে আঘাত দিয়ে খাঁটি সোনা বানিয়েছে যে।
না না,সিন্ধুকে তুলিয়া রাখিবো না!
ভয় হয়,পাছে যদি কেউ চুরি করে!
অঙ্গের আভূষন করিবো তোমারে।
যা রাখিবে আষ্টেপৃষ্টে জড়িয়ে আমারে।

14/06/2019

যদি অন্ধ হয়ে যাই, ধার দিও তব চোখ,
তোমার চোখেই বিশ্ব দেখতে চাই।
ভুল করি যদি পথ, ধরে নিও তুমি হাত,
তোমার হাতেই ভরসা রাখতে চাই ।

হঠাৎ দমকা ঝড়, ভেঙে দেয় যদি ঘর,
আশ্রয় হয়ে তুমি ছুটে এসো কাছে।
আমাকে ভাঙ্গার, আর ভাঙ্গিয়া গড়ার,
অধিকার টুকু শুধু তোমারই আছে ।

©বৃত্তান্ত_বাগচী

11/07/2018

#পাখী
- - - - - ©Brityanta Bagchi

পাখী রে তুই থাকিস সুখে
নিজের মতো,
দুঃখ জমুক আমার বুকে
বাড়ুক ক্ষত।
আমার কাছে সবই আছে
তুই যে শুধু নাই,
তবু আজও ভালোবাসি
তোর ভালোটাই চাই।
আমার মনে সঙ্গোপনে
আজকে অতীত দিচ্ছে হানা,
পাখী রে তুই রাখিস মনে
সেই সোহাগের দুপুর খানা।

14/07/2017

তোমাকে ছুঁয়ে দেখিনি কখনো,
তবুও ছুঁয়েছি তোমার অন্ধকার ।
সুখের দাবিটা করিনি যদিও, তবু
তোমার দুঃখে আমি সমান অংশীদার ।

20/04/2017

যখন ঠোঁটে প্রেমের গন্ধ
লজ্জায় মুখ ঢাকি,
আজ তবে পায়ে লাগুক ধূলো-
ধানের গন্ধ মাখি ।

07/04/2017

তুমি আজ কেমন করে বাঁচো?

30/03/2017

তুমি আমার শরীর জুড়ে একা,
তবু শিশির কণার স্বচ্ছতাতেও
পাইনে তোমার দেখা...

28/03/2017

খেয়াল খুশি দস্যি পনার মাঝে,
তোমায় শুধু চন্দ্রকলা সাজে ।

একুশ আমার একুশ তোমার-একুশ সবার প্রাণে,একুশ আমার জডি়য়ে আজসকল ভাষার ঘ্রাণে ।একুশ মানে ভাষার লড়াই একুশ মানে 'ভাষা আমার' ...
21/02/2017

একুশ আমার একুশ তোমার-
একুশ সবার প্রাণে,
একুশ আমার জডি়য়ে আজ
সকল ভাষার ঘ্রাণে ।
একুশ মানে ভাষার লড়াই
একুশ মানে 'ভাষা আমার' গর্জে ওঠা দাবি।
যারা এসে ভাষা আমার চেয়েছিল কেড়ে নিতে
ভাষার দাবিটা তাদের আমরা পেরেছি বুঝিয়ে দিতে ।
একুশ মোদের শিরায় শিরায়-
মা-বোনের ইজ্জত আর ভাই-এর রক্তে কেনা,
ভাষার দাবি দিয়েই আমার একুশ-কে যায় চেনা ।
--------------------------------------------------------------

প্রিতিটি আপডেট পেতে পেজটি লাইক করুন----->> www.facebook.com/aamarkabita.in lWritten By Sharmistha Goswami
14/10/2016

প্রিতিটি আপডেট পেতে পেজটি লাইক করুন----->> www.facebook.com/aamarkabita.in l

Written By Sharmistha Goswami

Written By Sharmistha Goswami
13/10/2016

Written By Sharmistha Goswami

30/09/2016

তিন টাকাতে বিক্রি হল
সস্তা কিছু প্রেম,
সঙ্গে সহজ জীবন গেল
থাকল পড়ে ব্লেম...

09/07/2016

খোলা মাঠে পায়ে পায়ে
ঘাস পেষা শীর্ণ রাস্তার মতো,
মেতেছি নির্বাক পরাজয়ে
বাড়িয়েছি ক্ষত....

রং শুধু মুখেই মাখিবুকের ভেতর অন্ধকার,এতো সুখ গোপন রাখি-ইচ্ছে হলে বা সাধ্যি কার?বসন্তে রং লাগল কারো,কারো বুকে রক্ত ক্ষরণ ...
24/03/2016

রং শুধু মুখেই মাখি
বুকের ভেতর অন্ধকার,
এতো সুখ গোপন রাখি-
ইচ্ছে হলে বা সাধ্যি কার?
বসন্তে রং লাগল কারো,
কারো বুকে রক্ত ক্ষরণ ।
একেই তুমি বলতে পারো-
ভালবাসার ইচ্ছে মরন!

ওরে উদাসি মন,একটু ভেবে বল।এভাবে তুই,আর কত কাল-ফিরবি দ্বারে দ্বারে?এবার জোঁয়ার পানেস্রোতের টানে, মুক্ত প্রাণেএকতারাটা সঙ...
30/01/2016

ওরে উদাসি মন,
একটু ভেবে বল।
এভাবে তুই,
আর কত কাল-
ফিরবি দ্বারে দ্বারে?
এবার জোঁয়ার পানে
স্রোতের টানে, মুক্ত প্রাণে
একতারাটা সঙ্গী করে,
বাউল হয়ে চল...

পাবোনা জানি বলেই কি চাইবো না?চাইবো তো একশোবার হাজারবার।এই পাড় টা ভাঙ্গবেই সে তো জানাতবু ঘর, ভেঙ্গেও বাঁধি ফিরে আবার।জোয...
06/11/2015

পাবোনা জানি বলেই কি চাইবো না?
চাইবো তো একশোবার হাজারবার।
এই পাড় টা ভাঙ্গবেই সে তো জানা
তবু ঘর, ভেঙ্গেও বাঁধি ফিরে আবার।

জোয়ার ভাটা যেখানে নাই ভাল্লাগেনা ।
কখন যেন শুকনো বালিশ যাচ্ছে ভিজে,
কে কার সাথে স্বপ্ন বাঁধে কেউ জানেনা ।
বর্তমান টা যায়না ধরা ভবিষ্যকে পাইনা খুঁজে!!

সমস্তটা দিয়েও বার বার মনে হয়কিছুই দেয়া হয়নি, এখনো অনেক বাকিআরো কিছু পারলে হয়তো ভাল হ'তহয়তো রঙ্গিন হতনা তবুও তো কিছ...
04/11/2015

সমস্তটা দিয়েও বার বার মনে হয়
কিছুই দেয়া হয়নি, এখনো অনেক বাকি
আরো কিছু পারলে হয়তো ভাল হ'ত
হয়তো রঙ্গিন হতনা তবুও তো কিছু....

শান্তনা বহু আছে তবুও শান্ত না মন
যা হবার নয় তা হবেনা কখনো জেনেও
মানুষের ধর্ম মেনে ছুটে যাওয়া মৃত্যু পর্যন্ত
আর নদীর ধর্ম, দুদিকেই ভাঙ্গতে থাকে পাড় !

তোমাকে দেখি রোজ স্বপ্নের মতোতুমি সরে সরে যাও দূরে অবিরত,তোমাকে দেখি ঘনো কুয়াশার মাঝেতুমি সেজে আছো বধুঁয়ার সাঁজে।তোমাকে...
02/11/2015

তোমাকে দেখি রোজ স্বপ্নের মতো
তুমি সরে সরে যাও দূরে অবিরত,
তোমাকে দেখি ঘনো কুয়াশার মাঝে
তুমি সেজে আছো বধুঁয়ার সাঁজে।

তোমাকে দেখেছি বৃষ্টি ফোঁটায়
তুমি অনাবিল ঝরিছ স্বাধীন ছোয়ায়,
তোমাকে দেখেছি জ্যোঁস্না রাতে
তুমি বসে আছ হাত রেখে হাতে ।

তোমাকে দেখেছি অতি চুপিসাড়ে
তুমি বসেছিলে একা সকলের আড়ে,
তোমাকে দেখেছি যুবতী অপ্সরার রুপে
তুমি ভালবাসা সব নিয়েছ বিনা পরিমাপে ।

প্রিতিটি আপডেট পেতে পেজটি লাইক করুন----->> www.facebook.com/aamarkabita.inযত ভালবাসি আর আয়োজন যতখানিনিষ্ফল সব, হারাতে হ...
18/10/2015

প্রিতিটি আপডেট পেতে পেজটি লাইক করুন----->> www.facebook.com/aamarkabita.in

যত ভালবাসি আর আয়োজন যতখানি
নিষ্ফল সব, হারাতে হবেই তারে জানি !

বড় অভিযোগ ছিল একবার বার ভেঙ্গেছি প্রাচীর,উচ্ছেদ করেছি প্রতিরোধঅধিকার নিয়েছি কেড়ে ।একরাশ ঘৃনা মাখা চোখেতীক্ষ্ণ তর্জনী ...
13/10/2015

বড় অভিযোগ ছিল এক
বার বার ভেঙ্গেছি প্রাচীর,
উচ্ছেদ করেছি প্রতিরোধ
অধিকার নিয়েছি কেড়ে ।
একরাশ ঘৃনা মাখা চোখে
তীক্ষ্ণ তর্জনী ধেয়ে আসে
আমাকে আসামী করে,
গরাদের মাঝে কাটে দিন ।
মনের আদালতের কাছে
বিবেক এসে চাইছে ফাঁসি
চলছে বিচার অপরাধ ও অপরাধির
যাবজ্জীবন কাটবে কারাবাসে ।

--------------------------

ক্ষনে ক্ষনে ভীষণ আমার ভয় লাগে ভয়-অকারণে এই বুঝিবা হারাতে হয় তোমাকে ।বিচ্ছেদ সুর আছড়ে যখন পড়ে হৃদয় দুয়ারেতোমায় জড...
12/10/2015

ক্ষনে ক্ষনে ভীষণ আমার ভয় লাগে ভয়-
অকারণে এই বুঝিবা হারাতে হয় তোমাকে ।
বিচ্ছেদ সুর আছড়ে যখন পড়ে হৃদয় দুয়ারে
তোমায় জড়িয়ে ধরি বুকের মাঝে দুহাতে ।

সমাজ মেনে হয়তো বাঁধন খুলেই যাবে জানি,
তোমার দিকে বিভেদ যখন প্রতিটি রাস্তাতে ।
আমায় পুরোটাই পাগল ভাব না হয় পাগলামি,
তবু বুকের মাঝে জড়িয়ে তোমায় রাখি দুহাতে ।

সব জেনেও সব না বুঝে থাকাই যখন নীতি
ভাল থেকো সুখে থেকো আমার যাহোক পরিনতি ।
হয়তো উদাস বিকাল গুলো কাটবেনা কিছুতে,
তখন তোমার স্মৃতি গুলোই জড়িয়ে রবো দুহাতে ।

---------------------------- বৃত্তান্ত বাগচী

অনেক দেখেছি ভাঙ্গা গড়াঅনেক দেখেছি পরিনতি,মৃত্যুর সাথে সব ভালবাসাতারি সাথে গড়ি সঙ্গতি ।ভাবনাতে থামুক ইচ্ছেরা বন্ধিচাহিদ...
08/10/2015

অনেক দেখেছি ভাঙ্গা গড়া
অনেক দেখেছি পরিনতি,
মৃত্যুর সাথে সব ভালবাসা
তারি সাথে গড়ি সঙ্গতি ।

ভাবনাতে থামুক ইচ্ছেরা বন্ধি
চাহিদার-ও বেঁধে দেবো সীমা,
তুমি থেকো তোমার গন্ডিতে
আমার তুলসি পাতায় আছে বিমা ।

সময়ের অলিগলি চোরকাটা ঠেলে
আলোর হদিস চলে বিরাম বিহীন,
তুমিও দোষের বোঝা চাপিয়ে দিলে!
জীবন টা ধার চায় আর কিছুদিন।

14/09/2015

তোমাকে বেসেছি ভাল গোপনে মনে
তুমি বোঝনাই,
তোমাকে দেখিতে থাকি আনমনে
তুমি দেখনাই!

কতদিন আমি দেখিনি তোমার মুখসেই চলে গেলে আসোনিতো ফিরে আরগভীর আধাঁরে নীলাভ আজিকে সুখবৃষ্টি নামলে ছুটি রাস্তায় বার বার lকখন...
09/09/2015

কতদিন আমি দেখিনি তোমার মুখ
সেই চলে গেলে আসোনিতো ফিরে আর
গভীর আধাঁরে নীলাভ আজিকে সুখ
বৃষ্টি নামলে ছুটি রাস্তায় বার বার l

কখনো কখনো আকাশ ফর্সা হলে
কাল-বোশেখিরা বাসা বাঁধে এসে বুকে
শূন্যে তাকাই যদিবা একটু খবর মেলে
চোখের কাণায় দু ফোঁটা বৃষ্টি দৃষ্টিকে দেয় রুখে !

Address

Old Malda
732142

Telephone

+919851118333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamar Kabita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aamar Kabita:

Videos

Share

Category



You may also like