Sk Mozaherul Islam

Sk Mozaherul Islam INFORMATION

16/05/2023
14/05/2023

হেস্তনেস্ত করার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

13/05/2023
04/05/2023

'বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে!'
===================≠==============
কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাতে চিন্তার খোরাক পেয়েছেন। আরবান সাইক্লিং ইনস্টিটিউট ব্যাংকার বলেন, একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্যে দুর্যোগ স্বরূপ। তিনি গাড়ি কিনেন না। ফলে গাড়ি কেনার জন্য ধারও করতে হয় না তাকে। একজন সাইকেল ব্যবহারকারী ইন্সুরেন্স করেন না। জ্বালানী কিনেন না, তাকে এমনকি গাড়ি মেরামত বাবদও কোনো খরচ করতে হয় না।
ব্যাংকার আরো বলেছেন, যিনি সাইকেল চালিয়ে অভ্যস্ত, তাকে পার্কিং করার জন্যে কোনো পয়সা দিতে হয় না। সাইকেলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটে না, ফলে হাসপাতালও রোগী পায় না।
সাইকেল চালানো মানুষ বহুলেইনের রাস্তাও ব্যবহার করে না। এমনকি লোকটি মোটাও হয় না সাইকেল চালানোর কারণে।
ব্যাংকার বলছেন, অর্থনীতির জন্যে স্বাস্থ্যবান মানুষ মোটেও উপকারী বা প্রয়োজনীয় নয়। তাদের ডাক্তার দেখাতে হয় না। হাসপাতালে যেতে হয় না। ওষুধই কিনতে হয় না। তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখে না।
অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের একটা নতুন শপ হওয়া মানে কিছু লোকের চাকরি হওয়া। পাশাপাশি কমপক্ষে ৩০ জনের আয়ের সুযোগ করে দেয় নতুন দোকানটি। তারা হলেন ১০ জন হার্টের ডাক্তার, ১০ জন ডেন্টিস্ট এবং ১০ জন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ।
সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, সাইকেল কিনবেন নাকি ম্যাকডোনাল্ডসের দোকান? আর যারা পায়ে হাঁটে, তারা সবচেয়ে খারাপ। কারণ তারা একটি সাইকেলও কেনে না!

30/04/2023

#চাঁচল ১ #প্রশাশনের_দৃষ্টি_আকর্ষন_করছি🙏
দু একটি ইট ভাটার মালিক নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে রাস্তা দিয়ে ট্রলি বোঝাই মাটি নিয়ে যাতায়াত করে নিয়মিত এবং সেই ট্রলি থেকে মাটি পরতে পরতে গোটা রাস্তা মাটি মাটি হয়ে যায়।পাকা পিচ ঢালাই রাস্তা পরিণত হয় মাটির রাস্তায়। এর ফলে প্রচণ্ড দাবদাহে রাস্তা হয় ধুলায় ধুলোময় আর বৃষ্টির দিনে রাস্তার চিপকে থাকা মাটি পিচ্ছিল কাদায় পরিণত হয়ে যায়, যা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে দু ' চাকা যান - মোটর বাইক কিংবা স্কুটি চলাচলের একেবারে অযোগ্য। অনেক সাবধানে মোটরবাইক চালালেও রাস্তায় উল্টে পড়ার হাত থেকে রক্ষা মেলে না অনেক সময়ই। ?প্রশ্ন থাকছে আম জনতার । কখনো কোনো রূপ বড় বিপদ হলে তার দায় কে থাকবে? চাঁচল ব্লকের ইট ভাটা লাগোয়া সব গুলো রাস্তার কম বেশি একই অবস্থা। এর মধ্যে গালিমপুর থেকে চাঁচল গামী রাস্তার অবস্থা একটু বেশী খারাপ। জনগণের কথা মাথায় রেখে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এই আশা রাখে অসংখ্য ভুক্তভোগী সাধারণ মানুষ।
ছবিটি-ডাউনলোড করা..

21/04/2023
04/04/2023

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."
-বিল গেটস
"আমি জুতা সেলাই করতাম...."
-আব্রাহাম লিংকন
"আমি বাসের কন্ডাকটর ছিলাম"
-রজনী কান্ত
"আমি পেট্রোল পাম্পে কাজ করতাম"
-ধীরু ভাই আম্বানী
"ক্লাস টেন এ ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম"
-সচীন টেন্ডুলকার
"আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং ২০ টাকা ধার নিয়ে ফিল্ম সিটি যেতাম.."
-শাহরুখ খান
"আমি ফুটবল ট্রেইনিং এর ফিস যোগানোর জন্য দিন-রাত এক করে ঘাম ঝরাতাম"
-কিংবদন্তি ফুটবলার (মেসি)

👉জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো..
জীবন তো সেটাই,যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছো!!🖤🤍🫶

30/03/2023

₹এই ইনফরমেশনটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
# # আমরা যারা বারকোড অথবা ইউপিআই পিন ব্যবহার করে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি সেক্ষেত্রে কোন চার্জেস লাগবে না।
@@ তাহলে চার্জেস্ট কোন ক্ষেত্রে লাগবে- চার্জ লাগবে Phonepay বা google pay বা Paytm নিজস্ব ওয়ালেট থেকে দুই হাজারের বেশি ট্রান্সফার করার সময় সার্ভিস লাগবে। তবুও সাধারণ কাস্টমার এর জন্য নয়, মার্চেন্ট কাস্টমারের জন্য।

28/03/2023

PAN card Aadhar card link
প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ বৃদ্ধি, জেনে নিন, কত দিন অতিরিক্ত সময় পাওয়া গেল
মেয়াদ বাড়ল প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণে। এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৩০ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Pan-Adhaar link deadline extended
১ এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দফতর।
মেয়াদ বাড়ল প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের। এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৩০ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। মঙ্গলবার সেই মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র জানিয়েছে এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে।

প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দফতরের তরফে। এক জন ভারতীয় নাগরিকের অন্যতম এই দুই পরিচয়পত্র সংযুক্ত করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩১ মার্চ। বলা হয়েছিল, যথাসময়ে সংযুক্তিকরণ না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। ১ এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দফতর।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রস্তাব দিয়েছিলেন, প্যানের সঙ্গে আধার সংযোগের ব্যবস্থা ডাকঘরের মাধ্যমে বিনামূল্যে করা এবং তার সময়সীমা আরও ৬ মাস বাড়িয়ে দেওয়ার। তিনি লিখেছিলেন, দেশের বহু সাধারণ মানুষ এমন প্রান্তিক জায়গায় বাস করেন, যেখানে সহজে ইন্টারনেটের সংযোগ পাওয়া দুরূহ। তা ছাড়া, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল সাধারণ জনতার কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ আসছে। তাই প্রধানমন্ত্রীর যদি অর্থ মন্ত্রকের সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়ে ডাকঘর ও উপ-ডাকঘরের মাধ্যমে নিখরচায় প্যান-আধার সংযোগের ব্যবস্থা করেন এবং এই কাজের জন্য মাস ছয়েক সময় বৃদ্ধি করতে পারেন, তবে অনেকেরই ভোগান্তি কমবে।

মঙ্গলবার প্যান-আধার সংযুক্তির মেয়াদ শেষের ঠিক তিন দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

18/03/2023

CONGRATULATIONS 🎉🎉🎉🎉 1ST ISL TROPHY 🏆🥇🥇🥇 🏆🏆🏆🏆🏆🏆

23/02/2023
19/02/2023

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

#এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ

---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
Copied

01/02/2023

পিএম কেয়ার ফান্ড যদি সরকারি না হয় তাহলে বর্তমানের প্রধান মন্ত্রী টা সরকারি তো..? নাকি ওটাও আম্বানি আদানির

22/12/2022

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

প্রাইমারি ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু........
21/12/2022

প্রাইমারি ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু........

এই মানুষটাকে দেখে সবার শেখা উচিত। সব্বার। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হার। পরপর দু'বার কোপা আমেরিকা ফাইনালে হার। ভেঙে পড...
18/12/2022

এই মানুষটাকে দেখে সবার শেখা উচিত। সব্বার। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হার। পরপর দু'বার কোপা আমেরিকা ফাইনালে হার। ভেঙে পড়া। কান্না। অবসর। কান্নার ছবি নিয়ে ভয়ংকরভাবে ট্রোল। নিজের দেশের সমর্থকরাই মূর্তি ভেঙে দিলো, মেসির নামের জার্সি পোড়ালো বুয়েনস আইরসের রাজপথে‌। যে ২০১৪ বিশ্বকাপে সোনার বল পেলো তার নামের জার্সি! একটা সময় প্রশ্ন উঠলো, মেসি কী শেষ?

কিন্তু তারপর গোটা পৃথিবী দেখলো এক ফিনিক্স পাখিকে। অবসর ভেঙে বেরোলেন তাতেও ট্রোল। কিন্তু মানুষটা এবার আরো দৃঢ়সংকল্প। দেশকে আসলে আরো অনেককিছু দেওয়ার ছিল তার। ১১ই জুলাই, ২০২১। আবার একটা কোপা আমেরিকার ফাইনাল। প্রতিপক্ষ ব্রাজিল এবার। অবশেষে অধরা সাফল্য ধরা দিলো ফুটবলের রাজপুত্রের হাতে। টুর্নামেন্টে ৪ টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়।
এরপর, ২০২২ ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্বেই প্রথম ম্যাচেই ২-১ গোলে হার সৌদি আরবের সঙ্গে। আবার ট্রোল, বলা হলো এবারের দৌড় ওই গ্রুপ পর্ব অবধিই। "Where is Messi, Where is Messi!" স্লোগান উঠলো। কিন্তু আড়ালে ভগবান হয়তো মুচকি হেসেছিলেন। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে চমৎকার গোল। ২-০ তে জিতলো আর্জেন্টিনা। পরের ম্যাচে পেনাল্টি মিস করেও ম্যান অফ দ্য ম্যাচ। ২-০ তে পোল্যান্ডের বিরুদ্ধে জিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আবার অনবদ্য গোল, ২-১ -এ জিতে এবার কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবার জয় পেনাল্টি শুট-আউটে। মাঠে বরাবরের মতো ফুল ফোটাচ্ছেন মেসি। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে আসা ক্রোয়েশিয়া। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা খেলে ৩-০ গোলে জয় আর্জেন্টিনার। মেসি আবারো ম্যান অফ দ্যা ম্যাচ। এবার ফাইনাল। প্রতিপক্ষ ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রথমার্ধে আর্জেন্টিনা অসাধারণ খেলায় খুঁজেই পাওয়া গেলো না ফ্রান্সকে। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। মেসি ও ডি মারিয়ার গোল। আর্জেন্টিনা এগিয়ে গেলেও খেলা তখনও বাকি। ৭৬ মিনিট অবধি আর্জেন্টিনার দাপট চললো মাঠে। তারপর ওটামেন্ডির একটা ভুলে পেনাল্টি, তা থেকে গোল এমবাপের। গোলের রেশ মিটতে না মিটতেই আবার গোল এমবাপের। ২-২। ৯০ মিনিটের খেলা চলার পরেও ২-২। এক্সট্রা টাইম। ১০৭ মিনিট। আবার মেসি। আবার গোল। ৩-২। একটু পরেই হ্যান্ডবল। পেনাল্টি। পেনাল্টিতে গোল করে নিজের হ্যাটট্রিক করলেন এমবাপে। ৩-৩। পেনাল্টি শুট-আউট। শুটআউটে অবশেষে জয়ী আর্জেন্টিনা। এই নিয়ে ৩ বার বিশ্বজয়ী আর্জেন্টিনা। বোধহয় নিজের কাছেই শপথ নিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার। নিজের শেষ বিশ্বকাপে দেশকে বিশ্বজয়ী করে গেলেন। যেমনটা রূপকথার গল্পে ঘটে...❤️

আসলে আমাদের জীবনটাও ঠিক এইরকমই। শুরুতে বাধাবিপত্তি আসবেই, তীব্রভাবে ভেঙে পরবেই, কিন্তু শেষঅবধি নিজের উপর বিশ্বাস রাখলে জয় অবশ্যম্ভাবী।

লিওনেল আন্দ্রেস মেসি। The Greatest of All time❤️

14/10/2022

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।
১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।
২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।
৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।
৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ
সূর্য,
বিশ্রাম,
শরীর চর্চা,
পরিমিত খাবার,
আত্ম মর্যাদা এবং
বিশ্বস্ত বন্ধু।
এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।
তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।
যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।
আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।
আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। ঘৃণায় সময় নষ্ট না করে তাই, এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ করে যাই।

Address

Old Malda
732126

Telephone

+919614777805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Mozaherul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sk Mozaherul Islam:

Share


Other Media/News Companies in Old Malda

Show All