দেশজুড়ে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল ৭৬ তমবর্ষ সাধারণতন্ত্র দিবস,HAPPAY REPUBLIC DAY FOR EVERY INDIAN।#
আমডাঙ্গার গর্ব সানিয়া!ভারতের জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত স্লোগান লেখায় রাজ্যে দ্বিতীয়।আমডাঙ্গা ব্লকের সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাইস্কুল এর দশম শ্রেণির ছাত্রী সানিয়া খাতুন ভারতের নির্বাচন কমিশনের ৭৫ বছর পূর্তিতে এবং জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত স্লোগান লেখা প্রতিযোগিতায় জেলা স্তরে দ্বিতীয় এবং রাজ্য স্তরেও দ্বিতীয় স্থান অধিকার করে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক সমীর জানা বলেন, "আমরা সানিয়ার কৃতিত্বে অভিভূত এবং গর্বিত। এই বিদ্যালয় থেকে প্রথম কোনো শিক্ষার্থী রাজ্য স্তরে কৃতিত্ব অর্জন করল। সানিয়ার আরোও সাফল্য কামনা করি।"
তৃণমূল বিধায়কের নেতৃত্বে আমডাঙা থানায় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্বারকলিপি প্রদান।#amdanganews#trinomulnews#wbtrinomul#mlarofikurrahaman
সরকারি পরিষেবা দ্রুত দিতে নতুন বছরের প্রথমেই দুয়ারে সরকার ক্যাম্প আমডাঙা ব্লক জুড়ে ৮টি পঞ্চায়েত এলাকায় , দিনভর ট্যাবলো নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পগুলি পরিদর্শনে আমডাঙ্গর বিডিও নবকুমার দাস ও প্রশাসনিক আধিকারিকেরা। ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন বিডিও।সরকারি পরিষেবা খতিয়ে দেখতে সাধারণত এই পরিদর্শন বলে প্রাথমিক অনুমান।#amdanganews#duyaresarkar#bdo
আমডাঙ্গা থানায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস,উপস্থিত পুলিশ সুপার,বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
আমডাঙায় চন্ডিগড় পঞ্চায়েতের তালতলায় খাল সংস্কার উদ্বোধনে সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক,বিডিও প্রমুখ।
"মেয়েদের আত্মসুরক্ষা প্রশিক্ষণ"মিরহাটী গার্লস হাই স্কুল।বারাসাত জেলা পুলিশের উদ্যোগ।ব্যবস্থাপনায় আমডাঙ্গা থানা।
আমডাঙায় বন্দুক- বোমা মজুতে পুলিশের জলে অভিযুক্ত তৃণমূল নেতা সহ ২! জানালেন SDPO ।শুরু রাজনৈতিক তরজা।
আমডাঙার খেলিয়া গ্রামে মাটির তলায় ৩ ড্রাম ভর্তি বোমা মজুত করার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা আবু তালেব মন্ডল,তার বিরুদ্ধে ৫২টি তাজা বোমা মজুতের অভিযোগ।বোমাগুলি উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ।এবং তার সাগরেদ ইজামুল মন্ডলের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এলাকায় জমি দখল নিয়ে দীর্ঘদিনের ঝামেলা ,তার জন্যই এই বোমা - বন্দুক মজুত। সাংবাদিক সম্মেলন করে জানালেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। আমডাঙ্গা পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আবু তালেব মন্ডলের কাছ থেকে ৫২ টি তাজা বোমা মজুত রাখার অভিযোগ। পুলিশ হেফাজত চেয়ে আগামীকাল তোলা হবে বারাসাত আদালতে।বোমা মজুদ তৃণমূল নেতা আবু তালেব করেনি ,ওসব বিরোধীদের কাজ সিপিএম ,বিজেপি এরাই করেছে এসব কাজ। দাবি। আমডাঙ্
ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে টাকা সহ ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য আমডাঙ্গার নীলগঞ্জ রোডে মাধবপুর এলাকায়।থানার দ্বারস্থ মহিলা।#amdanganews#amdangabarta
ফের একবার বড়সড় সাফল্য পেল আমডাঙ্গা থানার পুলিশ ।এবার সাইবার প্রতারণার শিকার এক যুবকের একাউন্টে ৮৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ফেরালো আমডাঙ্গা থানার পুলিশ।#cybercrimenews#amdanganews#amdangabarta#amdangapolicestation.
জাতীয় সড়ক সম্প্রসারণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আমডাঙার কামদেবপুরে বিক্ষোভ,উত্তেজনা,পরিস্থিতি সামলায় পুলিশ।#amdanganews#amdangabarta#nh12/34news#publicaggitation
তৃণমূল সাংসদ শান্তনু সেন,আরাবুল ইসলামকে দল বিরোধী কার্যকলাপে সাসপেন্ড এসব লোক দেখানো, আমডাঙার সাধনপুর স্কুল মাঠে স্টুডেন্ট এর এক রক্তদান শিবিরে এসে মন্তব্য ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর।পাশাপাশি ওয়াকফ সম্পত্তি নিয়ে নানান প্রশ্ন তোলেন নওশাদ।