ওয়ান ইন্ডিয়া বাংলা- আপনার খবর, আপনার মত
২০১৩ সালের শেষে পথ চলা শুরু। তখন সবে হাতেগোনা কয়েকটি বাংলা সংবাদমাধ্যম ইন্টারনেটে খবর পরিবেশন শুরু করেছে। সেই দলে যোগ দিল ওয়ানইন্ডিয়া বাংলাও। ধীরে ধীরে ইন্টারনেটে বাংলা সংবাদমাধ্যমের জগতে এক পরিচিত নাম হয়ে উঠেছি আমরা। গুটিকয়েক সংবাদিক এক অসম লড়াইয়ে নেমেছিলেন। বাংলা খবরের জগতে ঘাঁটি গেড়ে বসে থাকা তাবড় সংবাদমাধ্যমের সঙ্গে লড়াই সহজ ছিল না। তা হয়ওনি। তবে চলতে চলতে নিজের মতো করে পথ তৈরি করে নিতে পেরেছি আমরা। কোনও পক্ষপাত নয়, ডান-বাম সকলের খবর সমানভাবে পৌঁছে দিতে পেরেছি। সমালোচনা হলেও নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছি আমরা। পাঠকদের চাহিদামতো খবর পৌঁছে দেওয়াকেই একমাত্র লক্ষ্য ভেবে আমরা এগিয়েছি। আগামিদিনেও এই পথেই দৃঢ়ভাবে এগিয়ে চলাই শপথ আমাদের। সঙ্গে পাঠকদের শুভকামনাই পাথেয়।
ওয়েবসাইট : https://bengali.oneindia.com
যোগাযোগের ইমেল : [email protected]