দুর্গা পূজা নিয়ে প্রশাসনিক বৈঠক বাঘমুন্ডিতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- আর মাত্র কদিন বাদেই দুর্গাপুজো৷ শান্তিপূর্ন ভাবে এই পুজোকে সম্পন্ন করতে তৎপর পুরুলিয়া জেলা প্রশসন ও পুলিশ।
তারই অঙ্গ হিসেবে রবিবার বাঘমুন্ডি কৃষক সহায়তা কেন্দ্রের মিটিং হলে অনুষ্ঠিত হল পুজো বৈঠক।
যেখানে বাঘমুন্ডি থানা ও ব্লক প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা করা হয়।
উপস্থিত হয়েছিলেন বাঘমুন্ডির প্রত্যেকটি পুজো কমিটির সদস্যরাও।সভায় উপস্থিত ছিলেন বলরামপুর সি আই পার্থ কুমার সিংহ,বাঘমুন্ডি থানার ওসি পঙ্কজ সিংহ, বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ, সুইসা ফাঁড়ির আই.সি সুব্রত সরকার।
এদিন এই সভায় পূজো উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমস্ত রকম সরকারি নির্দেশিকা বজায় রাখার বিষয়ে আবেদন জানানো হয়।
করম পরব উদযাপন মানভূম এলাকায়
(পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর)এমনকি ঝাড়খণ্ডের বুন্ডু তামাড় এলাকার জনজাতির প্রানের উৎসব হল এই করম।এই উৎসবের মাধ্যমে আদিবাসীদের জল-জমিন-জঙ্গল1 কেন্দ্রিক জীবন ধারার প্রতিফলন দেখা যায়।
সময়কাল
এই পরব তিথি নির্ভর।প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালন করা হয় এই পরব।এই দিন করম ডাল পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্টা হয়। অবশ্য এর প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে থেকে।
সাঁওতাল মাহলি ভূমিজ উপজাতিদের এক জনপ্রিয় লোকউৎসব। গ্রামের পুরোহিতদের সঙ্গে জঙ্গলে গিয়ে করম গাছের ডাল এনে বাড়ির অঙ্গনে বা মাঠের মাঝে পুঁতে দেন গ্রামের কুঁচবরণ কুমারীরা। তার পর নাচগানে মেতে ওঠেন মাদলের তালে তালে। উৎসবের প্রস্তুতি চলছে। গ্রামের পুরোহিত পাহাড়ঘেরা মাঠের মাঝে করম চারা পুঁতে সূচনা করলেন সাঁওতাল মাহলি ভূমিজ আদিবা
পুরুলিয়া : চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন