Firdousi Begum

Firdousi Begum Member - West Bengal Legislative Assembly | 151 Sonarpur Uttar AC | All India Trinamool Congress

বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বাহক, সমাজ সংস্কারক, সুদক্ষ প্রশাসক, জনদরদি মুখ্যমন্ত্রী, বিশ্ববরেণ্য বঙ্গকন্যা, অহংহীন মাটির ...
04/01/2025

বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বাহক, সমাজ সংস্কারক, সুদক্ষ প্রশাসক, জনদরদি মুখ্যমন্ত্রী, বিশ্ববরেণ্য বঙ্গকন্যা, অহংহীন মাটির মানুষ মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের প্রিয় দিদির শুভ জন্মদিনে জানাই শুভনন্দন, শ্রদ্ধা ও প্রণাম।

সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলাম।
04/01/2025

সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলাম।

"সোনারপুর উৎসব ২০২৫" এবছরের অন্যতম আকর্ষণ রন্ধন প্রতিযোগিতা, "রন্ধনের সন্ধানে সোনারপুর"। আগামী ১৭ ও ১৮ই জানুয়ারি, ২০২৫ ক...
04/01/2025

"সোনারপুর উৎসব ২০২৫" এবছরের অন্যতম আকর্ষণ রন্ধন প্রতিযোগিতা, "রন্ধনের সন্ধানে সোনারপুর"। আগামী ১৭ ও ১৮ই জানুয়ারি, ২০২৫ কামালগাজী নেতাজী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মহিলাদের এই রন্ধন প্রতিযোগিতা। বয়সের কোন নির্দিষ্ট সীমারেখা নেই।
নিম্নলিখিত নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তিকরণের শেষ তারিখ, ১৫ ই জানুয়ারি, ২০২৫।
যোগাযোগ নম্বরঃ 9903649024 / 8820080001

লাল-সন্ত্রাসে নিহত, তৃণমূল কংগ্রেসের সকল শহিদের স্মরণে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
04/01/2025

লাল-সন্ত্রাসে নিহত, তৃণমূল কংগ্রেসের সকল শহিদের স্মরণে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

শুরু হতে চলেছে "অল বেঙ্গল গেমস্ এন্ড স্পোর্টস্ কার্নিভাল ২০২৫" ও "সোনারপুর উৎসব"। আগামী ১১ই জানুয়ারি,২০২৫ থেকে ১৯শে জানু...
03/01/2025

শুরু হতে চলেছে "অল বেঙ্গল গেমস্ এন্ড স্পোর্টস্ কার্নিভাল ২০২৫" ও "সোনারপুর উৎসব"। আগামী ১১ই জানুয়ারি,২০২৫ থেকে ১৯শে জানুয়ারি, ২০২৫ পর্যন্ত কামালগাজী নেতাজী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বিবিধ ক্রীড়া প্রতিযোগিতা। ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপনে কার্নিভালের অন্যতম অন্যতম মুখ্য আকর্ষণ, "যুব ম্যারাথন।" অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলকে ৫ই জানুয়ারি, ২০২৫ এর মধ্যে নিম্নলিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করার অনুরোধ জানাই।
📲 7980506046

স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রের প্রয়াণ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
03/01/2025

স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রের প্রয়াণ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি থেকে পথচলা শুরু করে বহু সংগ্রাম-আন্দোলন, সর্বোপরি জনসেবা...
01/01/2025

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি থেকে পথচলা শুরু করে বহু সংগ্রাম-আন্দোলন, সর্বোপরি জনসেবাকে সংকল্প করে ২৭টি স্বর্ণোজ্জ্বল বর্ষ অতিক্রম করে আজ আমাদের তৃণমূল কংগ্রেস ২৮তম বর্ষে পদার্পণ করল। সারা বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আমাদের সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে দিনটি যথারীতি বিশেষ ভাবে উদযাপন করা হয়েছে। দলীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তৃণমূল কংগ্রেসের শহিদগণের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে আবেগময় দিনটির সূচনা করা হয়েছে। অতঃপর নববর্ষের ক্যালেন্ডার বিতরণ, শিক্ষার্থীদের টেষ্ট পেপার উপহার, বৃক্ষ রোপণ কর্মসূচি, ফল বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ একাধিক সেবামূলক কর্মযজ্ঞে, সবুজ সৈনিকরা নিজেদের নিয়োজিত করেছে। দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে সমৃদ্ধ মা-মাটি-মানুষকে নতমস্তকে প্রণাম জানাই এবং দেশের সকল সহযোদ্ধাকে জানাই আবেগি অভিনন্দন।

কল্পতরু উৎসব উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা।
01/01/2025

কল্পতরু উৎসব উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা।

  সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সকলের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
01/01/2025


সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সকলের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

"সাতাশ পেরিয়ে আঠাশে পদার্পণ, এ ধ্বজা উড্ডীয়মান রবে চিরন্তন।"আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবসের সন্...
01/01/2025

"সাতাশ পেরিয়ে আঠাশে পদার্পণ,
এ ধ্বজা উড্ডীয়মান রবে চিরন্তন।"
আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবসের সন্ধিক্ষণে সকলকে জানাই আবেগি অভিনন্দন।

  "Here’s to a fresh start filled with success and adventure."
31/12/2024


"Here’s to a fresh start filled with success and adventure."

ক্ষণিকের প্রতীক্ষা, তার পরেই আঠাশে পদার্পণ। আামাদের তৃণমূল কংগ্রেসের ২৮তম জন্মদিন উদযাপনে খেয়াদহ -২ অঞ্চলের উচ্ছেপোতায়  ...
31/12/2024

ক্ষণিকের প্রতীক্ষা, তার পরেই আঠাশে পদার্পণ। আামাদের তৃণমূল কংগ্রেসের ২৮তম জন্মদিন উদযাপনে খেয়াদহ -২ অঞ্চলের উচ্ছেপোতায় মহামহোল্লাসে সমবেত আমরা সকলে।

রানিয়া সার্বজনীন ঘাট পূজা পরিচালন সমিতির উদ্যোগে আজ কিছু সামাজিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিনাম...
31/12/2024

রানিয়া সার্বজনীন ঘাট পূজা পরিচালন সমিতির উদ্যোগে আজ কিছু সামাজিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,স্বেচ্ছায় রক্তদান উৎসব, ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ইত্যাদি সামাজিক কর্মযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানটি বিশেষ মাহাত্ম্য লাভ করেছে। অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব নজরুল আলি মন্ডল সহ একাধিক কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজন।

নতুন বছরে দিদির সাথে,বাংলা এগোবে-উন্নততর- উজ্জ্বলতর পথে।
31/12/2024

নতুন বছরে দিদির সাথে,
বাংলা এগোবে-
উন্নততর- উজ্জ্বলতর পথে।

আবেগময় এই দিনটির স্মরণে সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। জয় হিন্দ।
30/12/2024

আবেগময় এই দিনটির স্মরণে সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। জয় হিন্দ।

সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের গেরোডাঙ্গা সবুজ সংঘের পরিচালনায় এক দিনের নক আউট ফুটবল প্রতিয...
29/12/2024

সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের গেরোডাঙ্গা সবুজ সংঘের পরিচালনায় এক দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আড়ম্বরপূর্ণ এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দর্শক পরিপূর্ণ সবুজ ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়ানুরাগী ব্যক্তি।

Address

Kamalgazi
Narendrapur
700103

Alerts

Be the first to know and let us send you an email when Firdousi Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firdousi Begum:

Videos

Share