Nandigram 24 News

Nandigram 24 News নিরপেক্ষ খবর

24/10/2023
10/08/2023

বয়াল-1, শিউলি কর, প্রধান (বিজেপি)
মুর্শিদা বিবি, উপপ্রধান (তৃণমূল)

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ফলাফল,ব্লক ভিত্তিক ফাইনাল তালিকা।
12/07/2023

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ফলাফল,
ব্লক ভিত্তিক ফাইনাল তালিকা।

12/07/2023

পূর্ব মেদিনীপুরে ৭০ টি জেলা পরিষদের মধ্যে
৫৬ টি তৃণমূল কংগ্রেস
১৪ টি তে বিজেপি জয়লাভ করেছে।।

11/07/2023

নন্দীগ্রাম ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে।
BJP 14
TMC 7
সম্ভাব্য

11/07/2023

নন্দীগ্রাম প্রথম রাউন্ডে শেষে
নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া, নন্দীগ্রাম ও হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।।
অপরদিকে নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১, বয়াল ২ ও খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।।

11/07/2023

বয়াল ১নং ও ২নং অঞ্চল বিজেপি এগিয়ে আছে

11/06/2023

 তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবেন কারা তা ঠ.....

10/06/2023

 'এখন আদি বিজেপি(BJP) নেতাকর্মীদের কোনও সম্মান নেই, কাজ করার সুযোগ নেই, নব্য বিজেপি অর্থাত্‍ শুভেন্দুর(Suvendu Adhikari) অনুগাম.....

নন্দীগ্রাম বিধানসভার আদি বিজেপি নেতা বিজন দাস  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।উপস্থিত ছিলেন আজগর আলী সাহেব, ও নন্দীগ্...
09/06/2023

নন্দীগ্রাম বিধানসভার আদি বিজেপি নেতা বিজন দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন আজগর আলী সাহেব, ও নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গণ।
#বিজেপি
#নন্দীগ্রাম২৪নিউজ

09/06/2023

নন্দীগ্রামে আদি বিজেপি #বিজন_দাস যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
#নন্দীগ্রাম২৪নিউজ

09/06/2023

নন্দীগ্রামে বিজেপি তে ভাঙ্গন...

08/06/2023

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনা।
৮ই জুন,২০২৩।

দামামা বাজলো পঞ্চায়েত ভোটের।নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রীয় বাহিনী ছাড়াই এক দফায় আগামী ৮ই জুলাই, ২০২৩ পঞ্চায়েত ভোট হওয়ার দিন ঘোষণা করলেন। উল্লেখ্য গতকাল রাজীব কুমার নতুন রাজ্য নির্বাচন কমিশনার হয়েছেন। সর্বদলীয় বৈঠক ছাড়াই নির্বাচন কমিশনার দিন ঘোষণা করলেন বলে বিরোধীদের অভিযোগ।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা? বিস্তারিত আসছে
08/06/2023

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা? বিস্তারিত আসছে

05/06/2023

 বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা। সূত্রের খবর, সোম...

03/06/2023

আজ সকালে দীঘা - নন্দকুমার জাতীয় সড়কে মারিশদায় দুটি সরকারি বাসের (sbstc ) সংঘর্ষের সিসি ক্যামেরা ফুটেজ।
এই দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।

#নন্দীগ্রাম২৪নিউজ

দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেস নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন আরকে মন্ডল। শুক্রবার রাতেই ওড়িশার বালাসোর থেকে এক...
03/06/2023

দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেস নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন আরকে মন্ডল। শুক্রবার রাতেই ওড়িশার বালাসোর থেকে একটু দূরে ভয়াবহ দুর্ঘটনা হয়। তিনটি ট্রেনের ধাক্কায় ইতিমধ্যেই মৃত ২৬১ জন, আহত ৬৫০ জনেরও বেশি। কিন্তু ভাগ্যের বশে বেছে গেলেন চালক আরকে মন্ডল।

জানা গিয়েছে শালিমার থকে যাত্রা শুরু করার পরে খড়গপুর স্টেশনে নেমে যান চালক আরকে মন্ডল। সেখান থকে অন্য চালক এগিয়ে যান ট্রেন নিয়ে। খড়গপুরের রানিং রুমে ছিলেন তিনি। খড়গপুরে তিনি জানিয়েছেন ট্রেনে তিনি কোনও টেকনিকাল সমস্যা দেখেননি।

তিনি জানিয়েছেন, ‘আমি খড়গপুরে নেমে গিয়েছিলাম। ট্রেন চালানোর সময় আমি কোনও যান্ত্রিক সমস্যা লক্ষ্য করিনি। সব কিছু নরমাল ছিল’।

ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে, দুমড়ে মুচড়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। হতাহত হয়েছেন বহু যাত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে পৌঁছন সকাল ৮টা নাগাদ।

তার কিছুঘণ্টা পরেই ওড়িশার দুর্ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'আমার সঙ্গে রেলমন্ত্রী আছেন, বালেশ্বরের ডি এম আছেন। রয়েছেন কলকাতা পুলিস কমিশনারও এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখন রাজনীতি করার সময় নয়। তাড়াতাড়ি আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। আমিও তিন বার রেলমন্ত্রী ছিলাম। এখনও পর্যন্ত আমার দেখা সবথেকে বড় দুর্ঘটনা এটা। এর আগে বিহারে হয়েছিল। আমার সময়েও হয়েছিল সেটা সিবিআইকে তদন্ত করতে দিয়েছিলাম। আজ পর্যন্ত রিপোর্ট পাইনি।'

দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর - ০৩৩ ২৬৩৮২২১৭, খড়গপুরের হেল্পলাইন নম্বর - ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯, বালেশ্বরের হেল্পলাইন নম্বর - ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২, শালিমারের হেল্পলাইন নম্বর - ৯৯০৩৩৭০৭৪৬, চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - ০৪৪ ২৫৩৩০৯৫২/০৪৪-২৫৩৩০৯৫৩/০৪৪-২৫৩৫৪৭৭১, ভদ্রক- ৮৪৫৫৮৮৯৯০০, কেওনঝড় রোড- ৮৪৫৫৮৮৯৯০৬, কটক- ৮৪৫৫৮৮৯৯১৭, ভুবনেশ্বর- ৮৪৫৫৮৮৯৯২২, খুরদা রোড- ৬৩৭০১০৮০৪৬।

#নন্দীগ্রাম২৪নিউজ

ট্রেন দুর্ঘটনার বিভিন্ন হাসপাতালের ফোন নং...
03/06/2023

ট্রেন দুর্ঘটনার বিভিন্ন হাসপাতালের ফোন নং...

মারিশদায় 116B জাতীয় সড়কে মুখোমুখি ধাক্কা দুটি স্টেট বাসের।আহত বেশ কিছু।
03/06/2023

মারিশদায় 116B জাতীয় সড়কে মুখোমুখি ধাক্কা দুটি স্টেট বাসের।আহত বেশ কিছু।

ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত ৩০০ পার।
03/06/2023

ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত ৩০০ পার।

03/06/2023

মারিসদায় ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি দুটো স্টেট বাস। আহত বহু।

শুক্রবার ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যান...
03/06/2023

শুক্রবার ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া এবং সাংসদ দোলা সেন।
দুর্ঘটনাস্থলে পৌছিয়ে উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছে রাজ্য সরকারের প্রতিনিধি দল।


#নন্দীগ্রাম২৪নিউজ

03/06/2023

বালেশ্বরে দূর্ঘটনাস্থলের ভিডিও


02/06/2023

 ওড়িশার (Orissa) বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্য়ুত আপ করমণ্ডল এক্সপ্রেসের (Karmandal Express) একাধিক বগি। শোনা য....

02/06/2023

মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস! বিস্তারিত আসছে....

নন্দীগ্রামে পদযাত্রায় ভিড় দেখে উচ্ছসিত নেত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের ফোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
02/06/2023

নন্দীগ্রামে পদযাত্রায় ভিড় দেখে উচ্ছসিত নেত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের ফোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

01/06/2023

তৃণমূলের নবজোয়ার রেয়েপাড়া

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামে ঐতিহাসিক পদযাত্রা। এই যাত্রাকে সা...
01/06/2023

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামে ঐতিহাসিক পদযাত্রা।

এই যাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলতে যোগ দিন আমাদের সঙ্গে। Live


#নন্দীগ্রাম২৪নিউজ

ব্রেকিং নিউজ
31/05/2023

ব্রেকিং নিউজ

 সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে শুভেন্দুর অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দি....

30/05/2023

নিয়োগ দুর্নীতি মামলায় ১২ ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র

Abhishek Banerjee: 'ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল', পটাশপুর থেকে শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের পটাশপুরের ...
30/05/2023

Abhishek Banerjee: 'ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল', পটাশপুর থেকে শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

পটাশপুরের (Patashpur) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল।' নিশানা করলেন প্রধানমন্ত্রী ও অমিত শাহকেও।

নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর মার্কেটে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সেখান থেকে শুভেন্দু অধিকারীকে 'বেইমান' বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, 'গদ্দার, মীরজাফর সারাদিন সবাইকে ইডি, সিবিআইয়ের ভয় দেখায়। উঠতে বসতে সারাদিন ভাইপো, ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই। তোমার এত যদি সাহস থাকে, তাহলে ভাববাচ্যে কথা কেন? আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ইডি-সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা।' বলেন, 'দেখি তোমার মোদিজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে।' শুভেন্দু ও দিলীপকে চোর-চিটিংবাজ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, 'ওরা চেয়েছিল নবজোয়ার আটকাতে। কিন্তু পারেনি। শুভেন্দুর চোখে ভয়, শরীরে হতাশা। যত চেষ্টা করুক তৃণমূলকে রুখতে পারবে না।'

30/05/2023

দ্বিতীয় বিয়ে করলেন লক্ষণ শেঠ৷ হলদিয়া: কয়েক দিন ধরেই হলদিয়া জুড়ে কানাঘুষো খবর ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু অনেকে....

Address

নন্দীগ্রাম
Nandigram

Alerts

Be the first to know and let us send you an email when Nandigram 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nandigram 24 News:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Nandigram

Show All