Sundarban Green News

Sundarban Green News Do you know about Sundarban Green News ? Sundarban Green News is a news online platform where you ca

13/01/2025

রাত পোহালেই মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। সাগরতট জুড়ে মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে পুণ্যার্থীর স্রোত সাগরমুখী। কলকাতার বাবুঘাটে সাগর স্পেশাল বাসের দীর্ঘলাইন। একই ছবি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানাতে। ভিনরাজ্যের পুণ্যার্থীরা লটবহর মাথায় চাপিয়ে ক্লান্ত শরীর নিয়ে সাগরের দিকে এগিয়ে চলেছেন। একইভাবে আমাদের রাজ্যের কাকদ্বীপ থেকে কোচবিহার সবাই একই পথের যাত্রী। আজ দিনভর পুণ্যার্থীরা সাগরমেলায় এসেছেন। রাতভর পুণ্যার্থী আসবেন। আজ বিকেল পর্যন্ত ৫৫ লক্ষ পুণ্যার্থী সাগরমেলায় এসেছেন বলে দাবী রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের। আজ বিকেলে মেলা অফিস থেকে সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানিয়েছেন মহাকুম্ভ থাকলেও পুণ্যার্থীর ভাটা পড়েনি। কাল সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হচ্ছে পুণ্যস্নানের যোগ। চলবে পরদিন বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। ইতিমধ্যে মেলার যাত্রীনিবাসগুলি পুণ্যার্থীতে ঠাসা। অনেকেই রাত কাটানোর জন্য খোলা আকাশের নীচেও অপেক্ষা করছেন। বিশ্বাস, ভক্তি ও পরম্পরার মেলবন্ধনে পুণ্যভূমি গঙ্গাসাগর মিলনতীর্থে পরিনত হয়েছে। এদিন বিকেল পর্যন্ত মেলায় ৩ জনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। এদিনও দুজন অসুস্থকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে।

10/01/2025
05/01/2025

আগামী ১০ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা। এবারের সাগর মেলায় আরো জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

সাগরমেলার মাঠে আগুন নেভানোর জন্য ৭৫ টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করেছে দমকল বাহিনী। যেগুলি দ্রুত জনবহুল এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনতে পারবে এই বাইকগুলি। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য ৫০ টি বাইকে ৩০ লিটার করে ফোমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকি ২৫ টি বাইকে পাইপ লাইনের মাধ্যমে জল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জল ফুরিয়ে গেলে পাশের হাইড্রেন থেকে তাদের জল নেওয়ার ক্ষমতা থাকবে। থাকবে প্রশিক্ষিত ২ জন করে দমকল কর্মী।

২০২৫ গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরালো করতে মূল মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মেলার বিভিন্ন পয়েন্টে থাকছে.........

1/- সাগরের রুদ্রনগরে ১টি স্থায়ী দমকল স্টেশন, মূল মেলা প্রাঙ্গণ এবং প্রতিটি বাফার জোন মিলিয়ে থাকছে ১২টি টেম্পোরারি দমকল স্টেশন।

2/- বিভিন্ন ধরনের ৫০ টি দমকলের গাড়ি।

3/- ৭৫ টি অত্যাধুনিক অগ্নি নির্বাপন বাইক।

4/-এক লাখ ছত্রিশ হাজার লিটার ক্যাপাসিটি যুক্ত ১১ টি সার্ভিস ট্যাঙ্ক।

5/- মূল মেলা গ্রাউন্ড সহ মেলার বিভিন্ন পয়েন্ট মিলিয়ে থাকছে ২৯৯ টি হাইড্রেন।

6/-চারটি বাফার জোনেই থাকছে ৪টি অস্থায়ী দমকল স্টেশন এবং ৪টি দমকলের গাড়ি।

7/-সমগ্র মেলায় থাকছে ১জন দমকলের ডেপুটি ডাইরেক্টর, ৩ জন ডিভিশনাল ফায়ার অফিসার, ১৫ জন ফায়ার স্টেশন অফিসার সহ ৪৫০ জন প্রশিক্ষিত দমকলের কর্মী।

গঙ্গাসাগর মেলার সমস্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার দুপুরে সাগরে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন গঙ্গাসাগর মেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা ঘুরে দেখার পর সাগর মেলা অফিসে সমন্বয়ে বৈঠক করেন তিনি।

02/01/2025

বছরের প্রথম দিন বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্রের পিকনিক গ্রাউন্ড থেকে শুরু করে সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে বকখালি পর্যটন কেন্দ্র। ইংরেজি নববর্ষের দিন উৎসবমুখর মানুষজন। নাচ গান, খাওয়া দাওয়া এবং সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকেরা।
এবারের শীতের মরশুমের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে বেশি পর্যটকদের আগমন ঘটেছে বছরের প্রথম দিনে। আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

01/01/2025

সাগরমেলার অন্যতম রুট নামখানা পয়েন্ট। শিয়ালদহ থেকে সরাসরি ট্রেনে চেপে পুণ্যার্থীরা নামখানা স্টেশনে নামে। পাশাপাশি সরাসরি বাস এবং ছোট গাড়ি নিয়েও হাজার হাজার পুণ্যার্থী নামখানা পয়েন্টে আসে। তারপর লঞ্চে চেপে বেনুবন এবং চেমাগুড়ি হয়ে সাগরমেলায় পৌঁছাতে হয়। এই নদীপথ আন্তর্জাতিক জলপথ। এই পথে প্রতিদিন অসংখ্য বাংলাদেশী বার্জ চলাচল করে। ফলে বাংলাদেশের অশান্তির প্রেক্ষিতে এই নদীপথের গুরুত্ব বেড়েছে। সেজন্য এবার নামখানা পয়েন্টে নিরাপত্তা পরিকাঠামো কয়েকগুন বাড়ানো হচ্ছে। এই পয়েন্টে ড্রপগেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে ওয়াচটাওয়ার, সিসি ক্যামেরার সংখ্যা। নাশকতা রুখতে থাকবে পুলিশের প্রশিক্ষিত কুকুর৷ গতকাল সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্যের পৌরোহিত্যে পুলিশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠক থেকে পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা ও স্পট ভিজিট হয়। এই পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশের নামের তালিকাও ঘোষণা হয় এদিন।

26/12/2024

বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্র জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। বড়দিনের সকাল থেকেই পিকনিক মুডে বাঙালিরা।


বড়দিন উপলক্ষে হাজার হাজার পর্যটকদের ভিড়ে জমজমাট বকখালি পর্যটন কেন্দ্র। বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত থেকে শুরু করে পিকনিক স্পটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়দিনের সকাল থেকেই এই পর্যটন কেন্দ্রের দিগন্ত বিস্তৃত ঝাউ জঙ্গলে বনভোজনে মেতে উঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে চলে জুটিয়ে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, নাচ গান। সঙ্গে সমুদ্র স্নানও করতে দেখা যায় পর্যটকদের। দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ ফোর্স।

26/12/2024

গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের।

সাগরমেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার আড়াই হাজার মানুষ বহন করা যাবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোরুমের। এছাড়া কুয়াশার জন্য আধুনিক বিদেশী আলো বসানো হবে। যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।

25/12/2024

টানা ১০ বছর পর সমবায় সমিতিতে নির্বাচন। বড়সড় সাফল্য তৃণমূলের।

টানা ১০ বছর পর নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন হলো। সর্বমোট ৫৫ টি আসনের মধ্যে ৫০ টি আসনে জয়লাভ করে তৃণমূল। চারটিতে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। রবিবার নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন শেষে সন্ধ্যেতেই ফলাফল ঘোষণা হয়। ফলাফল ঘোষণার সাথে সাথেই গণনা কেন্দ্রের সামনেই আনন্দ উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা। চলে আবির মাখামাখি এবং মিষ্টি মুখ পর্ব।

22/12/2024

নামখানার মৌসুনি দ্বীপের একটি হোমস্টে কটেজে বিধ্বংসী আগুন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ মৌসুনী দ্বীপের একটি হোমস্টে কটেজে আগুন লাগে। আগুনে কটেজের পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। কটেজে থাকা পর্যটকরা কোনক্রমে প্রাণে বাঁচলেও কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গত কয়েক মাস আগেও একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই কটেজগুলিতে দমকলের কোন ছাড়পত্র নেই বলে অভিযোগ। নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থাও। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন

13/12/2024

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভা জুড়ে শুরু হলো বেআইনি জলের লাইন কাটার কাজ।

বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ বেশ কিছুটা থমকে গিয়েছে রাজ্যে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কাজের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দ্রুত বেআইনী জলের লাইন কাটতে হবে। সেই নির্দেশ পাওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি জলের লাইন কাটার কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা। গতকাল রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাড়ি থেকে কাটা হয় বেআইনী লাইন। বাজেয়াপ্ত করা হয়েছে মোটর। বাসিন্দারা জানিয়েছেন তারা না জেনে পাইপ লাইনের সঙ্গে মোটর লাগিয়েছিল। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানান, সরকারি নির্দেশমতো পুলিশকে সঙ্গে নিয়ে এই বেআইনি জলের লাইন কাটার কাজ শুরু হয়েছে। আগামী দিনে পুরো ব্লকজুড়ে এই বেআইনী লাইন কাটার কাজ চলবে।

13/12/2024

বুধবার রাতে নামখানার ১১৭ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালকদের চা পান করালো নামখানা থানার পুলিশ প্রশাসন। চালকদের গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে।

সন্ধ্যের পর থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। শীতের রাতে একটানা গাড়ি চালানোর পর অনেক সময় চোখে ঘুম ধরে আসে চালকদের। যার কারণে বহু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এবার দুর্ঘটনা এড়াতে এবং গাড়ির চালকদের রাত্রিবেলা যাতায়াতের পথে সজাগ করতে চালকদের চা পান করালেন নামখানা থানার পুলিশ প্রশাসন। বুধবার রাতভর নামখানা ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর চলাচলকারী সমস্ত ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালকদের চা-বিস্কুট এবং পানীয় জল তুলে দিলেন নামখানা থানার পুলিশ প্রশাসন। নামখানা থানার ওসি বিভাস সরকার নিজে দাঁড়িয়ে থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই প্রান্ত থেকে আসা সমস্ত ট্রাক এবং প্রাইভেট গাড়ি দাঁড় করিয়ে চালকদের চা দেওয়ার পাশাপাশি তাদের গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোর পরামর্শ দেন। নামখানা থানার পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালকেরা।

11/12/2024

দক্ষিণ ২৪ পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃতদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রামসভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। প্রকৃত কাঁচাবাড়ির বাসিন্দাদের নাম নেই সরকার প্রকাশিত বাংলা আবাস যোজনার প্রথম তালিকায়। এই অভিযোগ ঘিরে বুধবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা পঞ্চায়েতের গ্রামসভা ডেকে প্রকাশিত নামের তালিকা অনুমোদন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল সরকারি কর্মচারী থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানকে। বঞ্চিতদের বিক্ষোভের জেরে ভেস্তে গেল আবাস বৈঠক। সরকারি কর্মচারী সহ পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেয় আবাস বঞ্চিত গ্রামবাসীরা। শেষমেশ পুনরায় সমীক্ষার আশ্বাস মেলায় বিক্ষোভ থামে। নতুন করে সমীক্ষার রেজ্যুলেশন করা হয় গ্রামসভা থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম আছে। কিন্তু প্রকৃত কাঁচাবাড়ির বাসিন্দাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

04/12/2024

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ দুর্গাপুরে তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের জেরে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা। এক সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতির অফিস। প্রাথমিকভাবে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতে গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাট। ধৃত স্বপন কপাটকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে প্রতারিতদের দাবি, এক স্বপন কপাট নন, এই দুর্নীতিতে সমিতির সব সদস্যই অভিযুক্ত। প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্ত করা হোক।

29/11/2024

প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে। প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি, বালি কেটে চলেছে। কাটার পর পলি, বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্র‌্যাক্টর ভরে। এই পলি ও বালি কাটা বেআইনী বলে দাবী স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের। এই বেআইনী কাজ আটকাতে পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও, বিএলআরও, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই কাজ রমরমিয়ে চলছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, এভাবে কেউ পলি, বালি কাটতে পারে না। পঞ্চায়েত সমিতি কিছু জানে না। নামখানার বিএলআরও শ্যামল সরকার জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে।

26/11/2024

শুধুমাত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, এলাকার মানুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপনে বিশেষ উদ্যোগ সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানার দুর্গাপুর এলাকায় দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন দুর্গাপুর এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন নামখানা থানার ওসি বিভাস সরকার। শীতের মরশুমে ঠান্ডার হাত থেকে বাঁচতে প্রত্যেকেরই প্রয়োজন শীত বস্ত্র। কিন্তু সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক সময় শীত বস্ত্র কিনে ওঠা সম্ভব হয় না। এই সকল দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো নিবিড় করে তুলতে নামখানা থানার পক্ষ থেকে এই শীতবস্ত্র প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

23/11/2024

তালিকায় নাম থাকা সত্ত্বেও আবাসের বাড়ি নিতে চান না তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্য। বাড়ি ফেরাতে বিডিওর কাছে লিখিত আবেদন 2 পঞ্চায়েত সদস্যর।

বাংলা আবাস যোজনায় রাজ্যের দিকে দিকে তালিকায় শাসক দলের নেতা কর্মীদের নাম থাকায় ক্ষোভ চরমে উঠেছে। অনেক তৃণমূল নেতা কর্মীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও সমীক্ষার সময় গোয়ালঘর বা রান্নাঘরের ছবি তোলানোর অভিযোগ ও সামনে এসেছে। তবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে উলটপুরান। এই ব্লকের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায় থাকলেও বাড়ি নিতে চান না বলে বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। দুই পঞ্চায়েত সদস্যের আবেদন পাওয়ার পর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দুই জনপ্রতিনিধির নাম। এরা হলেন বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট পঞ্চায়েতের রাজু সরকার। দুজনেরই ২০১৮ সালে কাঁচাবাড়ি ছিল বলে জানিয়েছেন। পরে দুজনেই ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরী করেন। তাঁরা চান গ্রামের অন্য প্রকৃত প্রাপকরা এই আবাসের ঘর পাক। বাড়ি ফেরানোর ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল বলে জানিয়েছেন বিধায়ক পান্নালাল হালদার। প্রশংসা করেছেন বিডিও।

19/11/2024

প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নং ব্লকের বিডিও। অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করল রায়দিঘি থানা। এফআইআরের তালিকায় নাম আছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজেল গাজি, শ্বশুর খালেক গাজি ও তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়ালের। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরুপের অভিযোগ ওঠে। এই তছরুপের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবীতে কলকাতা হাইকোর্টর দারস্থ হন স্থানীয় বাসিন্দা বিজেপি কর্মী দীপু বর। দীপু বরের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ২৭ জনের বিরুদ্ধে বেআইনীভাবে অন্যের বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে ২৭ জনের কাছে ১ লক্ষ ২০ হাজার করে টাকা ফেরতের নোটিস দেয় ব্লক প্রশাসন। ১৫ দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ ছিল। কিন্তু এক বছর পরেও ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে মথুরাপুর দুই নম্বর ব্লকের বিডিও ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, ২৫ জনের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তালিকায় নাম রয়েছে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে পঞ্চায়েত সদস্যের স্বামী মোবেজেল গাজী এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কয়াল সহ তৃণমূলের কর্মী সমর্থকদের। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন, আদালতের নির্দেশে প্রশাসন ব্যবাস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না। তবে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার।

17/11/2024

জানুয়ারির শুরুতে সাগরমেলা। সাগরমেলা যাওয়ার পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত পলি জমায় দুর্ভোগ চরমে উঠেছে সাগরযাত্রীদের। প্রতিদিন ভাটার সময় গড়ে ৫ থেকে ৬ ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ভেসেল পরিষেবা। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বেশীরভাগ সময় ভেসেল পরিষেবা বন্ধ থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে পুণ্যার্থী থেকে সাগরদ্বীপের বাসিন্দাদের। নিরুপায় হয়ে লট নং আট থেকে প্রায় এক কিলোমিটার নদীর বাঁধ ও পলি-‌কাদা মাড়িয়ে মাঝ নদীতে গিয়ে মোটর বোট ধরে পারাপার হতে হচ্ছে। মোটরবোটে পারাপার বিপদ জেনেও মানুষ সময় বাঁচাতে বেঝে নিচ্ছে ঝুঁকির পারাপার। বছরের ১১ মাস এই ছবি ধরা পড়বে কাকদ্বীপের লট নং আট থেকে সাগরের কচুবেড়িয়ার মধ্যে। সাগরমেলার জন্য প্রতিবছর নদীতে সাময়িক ড্রেজিং করা হয়। মাসখানেক স্বাভাবিক থাকে ভেসেল পরিষেবা, পরে একই দুর্ভোগ চলতে থাকে। চলতি বছরে সাগরমেলার জন্য ড্রেজিংয়ের সরঞ্জাম এসে গেলেও কাজ শুরু হয়নি এখনও। এই দুর্ভোগ কমাতে সাগরদ্বীপের বাসিন্দাদের দাবি মুড়িগঙ্গা নদীর ওপর কংক্রিটের সেতু। কেন্দ্র-‌রাজ্য টানাপোড়েনের পর অবশেষে সেতু তৈরীর ঘোষণা করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সেতুর জন্য জমি চিহ্নিতকরণ ও সমীক্ষার কাজ শুরু হয়েছে। কিন্তু সাগরদ্বীপের বাসিন্দাদের দাবি কবে বাস্তবে রুপ নেবে সেই সেতু?

Address

NAMKHANA
Namkhana
743357

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Green News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Green News:

Videos

Share