রাত পোহালেই মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ।
রাত পোহালেই মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। সাগরতট জুড়ে মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে পুণ্যার্থীর স্রোত সাগরমুখী। কলকাতার বাবুঘাটে সাগর স্পেশাল বাসের দীর্ঘলাইন। একই ছবি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানাতে। ভিনরাজ্যের পুণ্যার্থীরা লটবহর মাথায় চাপিয়ে ক্লান্ত শরীর নিয়ে সাগরের দিকে এগিয়ে চলেছেন। একইভাবে আমাদের রাজ্যের কাকদ্বীপ থেকে কোচবিহার সবাই একই পথের যাত্রী। আজ দিনভর পুণ্যার্থীরা সাগরমেলায় এসেছেন। রাতভর পুণ্যার্থী আসবেন। আজ বিকেল পর্যন্ত ৫৫ লক্ষ পুণ্যার্থী সাগরমেলায় এসেছেন বলে দাবী রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের। আজ বিকেলে মেলা অফিস থেকে সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানিয়েছেন মহাকুম্ভ থাকলেও পুণ্যার্থীর ভাটা পড়েনি। কাল সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হচ্ছে পুণ্যস্নানের যোগ। চলবে পরদিন বুধবার সক
২০২৫ সাগর মেলার শুভ সূচনা
সাগর মেলায় আরো জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা।
আগামী ১০ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা। এবারের সাগর মেলায় আরো জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
সাগরমেলার মাঠে আগুন নেভানোর জন্য ৭৫ টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করেছে দমকল বাহিনী। যেগুলি দ্রুত জনবহুল এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনতে পারবে এই বাইকগুলি। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য ৫০ টি বাইকে ৩০ লিটার করে ফোমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকি ২৫ টি বাইকে পাইপ লাইনের মাধ্যমে জল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জল ফুরিয়ে গেলে পাশের হাইড্রেন থেকে তাদের জল নেওয়ার ক্ষমতা থাকবে। থাকবে প্রশিক্ষিত ২ জন করে দমকল কর্মী।
২০২৫ গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরালো করতে মূল মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মেলার
বছরের প্রথম দিন বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়।
বছরের প্রথম দিন বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্রের পিকনিক গ্রাউন্ড থেকে শুরু করে সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে বকখালি পর্যটন কেন্দ্র। ইংরেজি নববর্ষের দিন উৎসবমুখর মানুষজন। নাচ গান, খাওয়া দাওয়া এবং সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকেরা।
এবারের শীতের মরশুমের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে বেশি পর্যটকদের আগমন ঘটেছে বছরের প্রথম দিনে। আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
নামখানা পয়েন্টে নিরাপত্তা পরিকাঠামো কয়েকগুন বাড়ানো হচ্ছে। Sundarbans green news
সাগরমেলার অন্যতম রুট নামখানা পয়েন্ট। শিয়ালদহ থেকে সরাসরি ট্রেনে চেপে পুণ্যার্থীরা নামখানা স্টেশনে নামে। পাশাপাশি সরাসরি বাস এবং ছোট গাড়ি নিয়েও হাজার হাজার পুণ্যার্থী নামখানা পয়েন্টে আসে। তারপর লঞ্চে চেপে বেনুবন এবং চেমাগুড়ি হয়ে সাগরমেলায় পৌঁছাতে হয়। এই নদীপথ আন্তর্জাতিক জলপথ। এই পথে প্রতিদিন অসংখ্য বাংলাদেশী বার্জ চলাচল করে। ফলে বাংলাদেশের অশান্তির প্রেক্ষিতে এই নদীপথের গুরুত্ব বেড়েছে। সেজন্য এবার নামখানা পয়েন্টে নিরাপত্তা পরিকাঠামো কয়েকগুন বাড়ানো হচ্ছে। এই পয়েন্টে ড্রপগেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে ওয়াচটাওয়ার, সিসি ক্যামেরার সংখ্যা। নাশকতা রুখতে থাকবে পুলিশের প্রশিক্ষিত কুকুর৷ গতকাল সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্যের পৌরোহিত্যে পুলিশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠক থেকে পুলিশের দায়ি
বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র।
বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্র জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। বড়দিনের সকাল থেকেই পিকনিক মুডে বাঙালিরা।
বড়দিন উপলক্ষে হাজার হাজার পর্যটকদের ভিড়ে জমজমাট বকখালি পর্যটন কেন্দ্র। বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত থেকে শুরু করে পিকনিক স্পটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়দিনের সকাল থেকেই এই পর্যটন কেন্দ্রের দিগন্ত বিস্তৃত ঝাউ জঙ্গলে বনভোজনে মেতে উঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে চলে জুটিয়ে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, নাচ গান। সঙ্গে সমুদ্র স্নানও করতে দেখা যায় পর্যটকদের। দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ ফোর্স।
গঙ্গাসাগর মেলাকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের।
গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের।
সাগরমেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার আড়াই হাজার মানুষ বহন করা যাবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁ
১০ বছর পর নির্বাচন। বড়সড় সাফল্য তৃণমূলের।
টানা ১০ বছর পর সমবায় সমিতিতে নির্বাচন। বড়সড় সাফল্য তৃণমূলের।
টানা ১০ বছর পর নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন হলো। সর্বমোট ৫৫ টি আসনের মধ্যে ৫০ টি আসনে জয়লাভ করে তৃণমূল। চারটিতে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। রবিবার নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন শেষে সন্ধ্যেতেই ফলাফল ঘোষণা হয়। ফলাফল ঘোষণার সাথে সাথেই গণনা কেন্দ্রের সামনেই আনন্দ উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা। চলে আবির মাখামাখি এবং মিষ্টি মুখ পর্ব।
নামখানার মৌসুনি দ্বীপের একটি হোমস্টে কটেজে বিধ্বংসী আগুন।
নামখানার মৌসুনি দ্বীপের একটি হোমস্টে কটেজে বিধ্বংসী আগুন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ মৌসুনী দ্বীপের একটি হোমস্টে কটেজে আগুন লাগে। আগুনে কটেজের পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। কটেজে থাকা পর্যটকরা কোনক্রমে প্রাণে বাঁচলেও কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গত কয়েক মাস আগেও একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই কটেজগুলিতে দমকলের কোন ছাড়পত্র নেই বলে অভিযোগ। নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থাও। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন
রায়দিঘি বিধানসভা জুড়ে শুরু হলো বেআইনি জলের লাইন কাটার কাজ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভা জুড়ে শুরু হলো বেআইনি জলের লাইন কাটার কাজ।
বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ বেশ কিছুটা থমকে গিয়েছে রাজ্যে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কাজের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দ্রুত বেআইনী জলের লাইন কাটতে হবে। সেই নির্দেশ পাওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি জলের লাইন কাটার কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা। গতকাল রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাড়ি থেকে কাটা হয় বেআইনী লাইন। বাজেয়াপ্ত করা হয়েছে মোটর। বাসিন্দারা জানিয়েছেন তারা না জেনে পাইপ লাইনের সঙ্গে মোটর লাগিয়েছিল। মথুরাপুর ২ নম্বর ব্লকের ব
ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালকদের চা পান করালো নামখানা থানার পুলিশ প্রশাসন।
বুধবার রাতে নামখানার ১১৭ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালকদের চা পান করালো নামখানা থানার পুলিশ প্রশাসন। চালকদের গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে।
সন্ধ্যের পর থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। শীতের রাতে একটানা গাড়ি চালানোর পর অনেক সময় চোখে ঘুম ধরে আসে চালকদের। যার কারণে বহু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এবার দুর্ঘটনা এড়াতে এবং গাড়ির চালকদের রাত্রিবেলা যাতায়াতের পথে সজাগ করতে চালকদের চা পান করালেন নামখানা থানার পুলিশ প্রশাসন। বুধবার রাতভর নামখানা ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর চলাচলকারী সমস্ত ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালকদের চা-বিস্কুট এবং পানীয় জল তুলে দিলেন নামখানা থানার পুলিশ প্রশাসন। নামখানা থানার ওসি বিভাস সরকার নিজে দাঁড়িয়ে থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই প
দক্ষিণ ২৪ পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত।
দক্ষিণ ২৪ পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃতদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রামসভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। প্রকৃত কাঁচাবাড়ির বাসিন্দাদের নাম নেই সরকার প্রকাশিত বাংলা আবাস যোজনার প্রথম তালিকায়। এই অভিযোগ ঘিরে বুধবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা পঞ্চায়েতের গ্রামসভা ডেকে প্রকাশিত নামের তালিকা অনুমোদন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল সরকারি কর্মচারী থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানকে। বঞ্চিতদের বিক্ষোভের জেরে ভেস্তে গেল আবাস বৈঠক। সরকারি কর্মচারী সহ পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেয় আবাস বঞ্চিত গ্রামবাসীরা। শেষমেশ পুনরায় সমীক্ষার আশ্বাস মেলায় বিক্ষোভ থামে। নতুন করে সমীক্ষার রেজ্যুলেশন করা হয় গ্রামসভা থেকে। বিক্ষোভকারীদের অভি