নবগ্রাম,মুর্শিদাবাদ
নবগ্রাম ব্লক এ রূপশ্রী প্রকল্পের আবেদনকারীরা ফর্ম জমা করতে এসে বি ডিও অফিসের ফর্ম জমা না নেওয়ার কারণে সমস্যায় পড়েছিল রূপশ্রী প্রকল্পের আবেদনকারীরা।
গত ১৫/০৫/২৩ তারিখ থেকে বি ডিও অফিসে রূপশ্রী ফর্ম জমা না নেওয়ার কারণে সমস্যায় পড়েছিল রূপশ্রী প্রকল্পের আবেদনকারীরা।
নবগ্রাম ব্লকের বি ডিও অঙ্কিত আগরওয়াল বলেন গত ১৫ /৫ /২০২৩ তারিখে কিছু রূপশ্রী প্রকল্পের আবেদনকারীরা বি ডিও অফিসের রূপশ্রী প্রকল্পের বিনিয়োগ তহিদুল সেখের ওপর হামলা করে কিছু রূপশ্রী প্রকল্পের আবেদনকারী মহিলারা।
যার ফলে এই প্রকল্পটি বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়, কিন্তু শুক্রবার নবগ্রাম ব্লকের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুলা এছাড়া নবগ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী ও শিশু ও
নবগ্রাম, মুর্শিদাবাদ
নবগ্রামে কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাইকের সাথে একটি লরির সংঘর্ষ বাধে।
আজ রবিবার মুর্শিদাবাদের নবগ্রামে কালীবাড়ি সংলগ্ন এলাকায় দুপুর আড়াইটা নাগাদ একটি বাইকের সাথে একটি লরির সংঘর্ষ বাধে। জানা যায় বাইকটি পাঁচগ্রামের দিক থেকে আসছিলো এবং বাইক চালক একটু অন্য মনস্ক ছিল,যার কারণে সামনের দিক থেকে আসা লড়িটির মাঝামাঝি চলে আসে,উপরন্তু বাইক চালকের মাথায় ছিল না হেলমেট। যার কারণে ধাক্কা লাগার সাথে সাথে ছিটকে পড়ে যায় বাইক আরোহী এবং মাথায় ও হাতে গুরুতর চোট লাগে । কিছুক্ষণের জন্য জ্ঞানও হারায় বাইক আরোহী। দূর্ঘটনায় বাইক এবং লরি দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে এসে প্রাথমিক চিকিৎসা করে,তারপর তাকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়। এবং নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আহত বাইক আরোহী কে মুর
রবিবার নবগ্রামের পলসন্ডায় শাসক দলের বিরুদ্ধে পাল্টা পথসভা করল নবগ্রাম ব্লক কংগ্রেস।
জানা যায় 25 সে এপ্রিল মঙ্গলবার নবগ্রামের পলসন্ডায় অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের পথসভা। সেই পথ সভায় নবগ্রাম ব্লক কংগ্রেস এর পুর্ব জনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদবকে কু রুচিকর মন্তব্য করা হয় । সেই মন্তব্য প্রতিবাদে রবিবার নবগ্রামের পলসন্ডায় শাসক দলের বিরুদ্ধে পাল্টা পথসভা করা হয় নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত নবগ্রাম ব্লক পূর্ব ও পশ্চিম জনের ব্লক কংগ্রেসর সভাপতি ধীরেন্দ্র নাথ যাদব,মীর বাদাম আলী,সহ কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং কর্মী সমর্থকেরা।
News # Ktn Panchgram # Nabagram # Murshidabad.
তৃণমূল ছেড়ে সি পি আই ( এম) এ যোগ
ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রামপঞ্চায়েতের সমাজপুর গ্রামে ১১০ জন পরিবার তৃণমূল এবং অন্যান্য দল থেকে সি পি আই( এম) এ যোগ দিলেন। উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য মোজাফফর হোসেন, পার্টির উত্তর কমিটির সম্পাদক দিলীপ মিশ্র ,মতিউর শেখ ,হিমাংশু শেখর সাহা সহ আরো অনেকে।
যৌথ মঞ্চের মিছিল ও বিক্ষোভ বহরমপুরে
নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃতদের দ্রুত শাস্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ,বকেয়া ডি এ এর দাবি জানিয়ে মিছিল করে টেক্সটাইল মোড়ে বিক্ষোভ প্রদর্শন করল যৌথ মঞ্চের সদস্যরা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ঠাঁই দাঁড়িয়েছিল সদস্যরা।
এখানে সামিল হয়েছিলেন
এ. বি. পি. টি. এ ও এ. বি. টি. এ. সংগঠন দুটি এছাড়া ১২ই জুলাই কমিটি ও কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দেরা।
জঙ্গিপুর, মুর্শিদাবাদ
জঙ্গিপুরে এলেন ফিরহাদ হাকিম।
জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধনে জঙ্গিপুরে এলেন পুরও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন হল থেকে জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করে জঙ্গিপুর পৌরসভায় রিভিউ মিটিংয়ে যোগদান করেন,
এবং সেখানে পৌর পিতা একাধিক উন্নয়নের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন,
যাতে জঙ্গিপুরে আরও বড় ধরনের প্রকল্প বাস্তবায়িত হয় তার জন্য দৃষ্টি আকর্ষণ করেন ফিরহাদ হাকিমের ,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন এমপি খলিলুর রহমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও পৌরসভার পৌর পিতা মফিজুল ইসলামসহ একাধিক কাউন্সিলর গন।
News# Ktn Panchgram #Jangipur#Murshidabad
নবগ্রাম ব্লকের বোরো ধান চাষীদের মাথায় হাত।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে গতকাল কে যে প্রায় ১৫ মিনিটের বৃষ্টির হয় তাতে বোরো ধান চাষীদের মাথাতে হাত পরে ।
চাষিরা ক্যামেরা সামনে বলেন তাদের বোরো ধান ধান পড়ে আছে মাঠে কাটা অবস্থায় আবার অনেকে বলেন ধান কাটা হয়ে বাধা পড়ে আছে মাঠের মধ্যে,
এমনকি এই ধান অনেকে বাড়ি না নিয়ে যেতে পেরে রাস্তাতেই মেরে ফেলছেন সেই চিত্র লক্ষ্য করা যায় ।
যার ফলে চাষীদের প্রচন্ড ক্ষতির শিকার হতে হলো বলে জানান নবগ্রাম ব্লকের চাষিরা, এই ক্ষতি কিভাবে মেটাবেন তা বুঝতে পারছেন না চাষিরা।
News# Ktn Panchgram #Nabagram#Murshidabad
নবগ্রাম, পাঁচগ্রাম
লছিমনের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা।
নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের বুড়ো পীরতলার সন্নিকটে লছিমনের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা।
স্থানীয় সূত্রে জানা যায় নছিমনটি পাঁচগ্রাম দক্ষিণ মোড় হয়ে সাহানাপাড়ার ভিতরে ধান নিয়ে যাবার সময় একটি কালভেটে উঠবার সময় লছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে বসে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে।
ওই মহিলাটি বাসন মাজার জন্য বসেছিলেন সেখানে।
মহিলাটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে তার শারীরিক অবনতি দেখে কর্মরত চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠান।
যশোদা ঘোষ বলে মহিলাটির নাম জানা যায়, বাড়ি পাঁচগ্রাম ঘোষ পাড়াতে।
ওই মহিলাটির পায়ে গুরুতর আঘাত লাগে বলে জানা যায় পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র থেকে।
News# Ktn Panchgram # Nab
নবগ্রাম, মুর্শিদাবাদ
মঙ্গলবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবগ্রামের পলসন্ডাতে অনুষ্ঠিত হয়েছিল বিক্ষোভ সমাবেশ।
মঙ্গলবার নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড়ে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের একটা বিক্ষোভ সভা ছিল, যে সভা থেকে নবগ্রাম ব্লক তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা, নবগ্রাম পূর্ব জনের কংগ্রেস সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব ওরফে গুড্ডু যাদবকে প্রকাশ্যে হুমকি দেন, এর পরিপ্রেক্ষিতে নবগ্রাম পূর্বজনের কংগ্রেস সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব ওরফে গুড্ডু যাদব সংবাদ মাধ্যমকে বলেন আমার নাম করে বাড়ি থেকে আমাকে টেনে এনে মারার হুমকি দিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।
আমরা দেখে নেবো ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি র সেই বিতর্কিত বক্তব্য নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চাপাউত্তর ।
এই ধরনের বক্তব্যের জন্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধীরেন্দ্রনাথ যাদব নবগ্রা
এস পি অফিস অভিযানে যুবদের সাথে পুলিশশের ধন্দুমার যুদ্ধ
মুর্শিদাবাদে যুবদের এসপি অফিস অভিযানে যুবদেরকে বাধার সৃষ্টি করল এতে যুবদের সাথে পুলিশের মধ্যে ধন্দুমার যুদ্ধ বাধে ।
দুর্নীতির বিরুদ্ধে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল ডি ওয়াই এফ আই এর এস পি অফিস অভিযান।
শান্তিপূর্ণ মিছিল মুর্শিদাবাদ ডি ওয়াই এফ আই অফিস থেকে শুরু হয়ে যখন এসপি অফিসের দিকে যাচ্ছিল তখন শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ চালায় পুলিশ ।
জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবুসালেক সহ ১০ জন যুবনেতা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের আঘাত গুরুতর।
NEWS# Ktn Panchgram # Berhampore# Murshidabad#
বেশ কিছুদিন ধরে যে প্রচন্ড গরম এবং তাপপ্রবাহ প্রায় গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার ৭ দিনের সরকারি বেসরকারি স্কুল কলেজগুলি ছুটি ঘোষণা করেছিলেন।
আজকেও পাঁচগ্রাম অঞ্চলে জে.এস চিল্ড্রেন একাডেমি বেসরকারি স্কুল খোলা থাকতে দেখা যায়।
এর পরিপ্রেক্ষিতে ওই স্কুলের কর্ণধর মতিউর রহমান ক্যামেরার সামনে বলেন,
যেহেতু অন্যান্য বেসরকারি স্কুলগুলি গতকাল অব্দি খোলা ছিল তাই ওই স্কুলের ছাত্র - ছাত্রীদের অভিভাবকদের চাপে আজ বৃহস্পতিবার স্কুলটি খুলে রাখতে বাধ্য হয়েছিলেন তবে আজকে স্কুলটিতে ছুটি ঘোষণা করা হয়, যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় স্কুল গুলি খোলার অনুমতি দেন বলে জানান জে এস স্কুলের কর্ণধার মতিউর রহমান ।
16.04.2023তারিখে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ বের হয়। যেখানে আগামী সাতদিন সরকারি বেসরকারি ছুটি থাকবে।
প্রচন্ড এই তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য।
নবগ্রাম ব্লকের অনেক বেসরকারি স্কুলগুলি এই নির্দেশ মানছেন না বলেন, নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল সেই সব স্কুলগুলিতে নজরদারি এবং পরবর্তী সেই সব স্কুলগুলির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
নবগ্রামের ভিডিও অঙ্কিত আগরওয়াল কি বলছেন শুনে নেব এখন।
# Ktn Panchgram.@ Nabagram # Murshidabad