শ্রী চৈতন্য মহাপ্রভু - Sri Chaitanya Mahaprabhu

  • Home
  • India
  • Nabadwip
  • শ্রী চৈতন্য মহাপ্রভু - Sri Chaitanya Mahaprabhu

শ্রী চৈতন্য মহাপ্রভু - Sri Chaitanya Mahaprabhu হরি নাম বিনে কিছু নাহি শুনিতে পাই...

25/09/2022

Shuvo Mahalaya ❤️

18/08/2022

জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি রইলো কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা।

ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️
07/01/2022

ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️

প্রভুর চরণ দর্শন করার পর প্রণাম করে
"হরেকৃষ্ণ" লিখতে ভুলবেন না।

ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️

24/12/2021
02/07/2021

জয় মা 💗
দক্ষিণেশ্বর কালি মন্দির ।। Dakshineswar Kali Temple

পানিহাটিতে অবস্থিত শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ রাঘব পন্ডিতের শ্রীপাটের মাধবীলতা কুঞ্জে আছে রাঘব পন্ডিতের সমাধি। তাঁর...
23/06/2021

পানিহাটিতে অবস্থিত শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ রাঘব পন্ডিতের শ্রীপাটের মাধবীলতা কুঞ্জে আছে রাঘব পন্ডিতের সমাধি। তাঁর পুজিত মদনমোহন বিগ্রহের নিত্য পূজা হয়ে থাকে।

" রাঘব পন্ডিতের প্রাণ।
নিতাই গৌর রাধেশ্যাম।। "

মহাপ্রভু নীলাচল যাওয়ার পরে প্রতিবছর রথের সময় রাঘব পন্ডিতের বাল্য বিধবা ভগিনী দময়ন্তী দেবীর তত্বাবধানে রাঘব ভবন থেকে ঝোলায় করে প্রভুর প্রিয় খাদ্যদ্রব্য শ্রীক্ষেত্র পাঠানো হতো। এর নাম “রাঘবের ঝালি”।
এখনও সেই রীতি মেনে প্রতিবছর রথযাত্রার সময় পানিহাটি থেকে "রাঘবের ঝালি" যায়।

পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রঃ  (জয়) শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ॥অনুবাদ :শ্রীক...
07/06/2021

পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রঃ

(জয়) শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ॥

অনুবাদ :
শ্রীকৃষ্ণচৈতন্য, প্রভু নিত্যান্দ, শ্রীঅদ্বৈত আচার্য, শ্রীগদাধর এবং
শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের জয় হোক।

28/05/2021
Radhe Radhe 💗
25/05/2021

Radhe Radhe 💗

প্রভুর চরণ দর্শন করার পর প্রণাম করে"হরেকৃষ্ণ" লিখতে ভুলবেন না।ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️
24/05/2021

প্রভুর চরণ দর্শন করার পর প্রণাম করে
"হরেকৃষ্ণ" লিখতে ভুলবেন না।

ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️

প্রভুর চরণ দর্শন করার পর প্রণাম করে
"হরেকৃষ্ণ" লিখতে ভুলবেন না।

ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম চরণ যুগল 🙏❤️

13/05/2021
পরমকরুনাময় সচ্ছিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবার জীবন সুন্দরময়,কল্যাণময় আর মঙ্গলময় করুণ।❤️
10/05/2021

পরমকরুনাময় সচ্ছিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবার জীবন সুন্দরময়,কল্যাণময় আর মঙ্গলময় করুণ।❤️

01/05/2021

"জয় রাধামাধব জয় কুঞ্জবিহারী" 💕

আমি সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের ধ্যান করি, যাঁর অক্ষিযুগল পদ্মের ন্যায়, নবজলধরের ন্যায় গাত্রবর্ণ, বিদ্যুতের মতো দ্যুতিময় পোশাক, যাঁর দুটি বাহু এবং যাঁর গলে সুন্দর বনমালা আর যিনি হাতের জ্ঞান মুদ্রা প্রদর্শনের দ্বারা দিব্য জ্ঞান নির্দেশ করছেন। সেই শ্রীকৃষ্ণ সমুজ্জ্বল ভূষণের দ্বারা সজ্জিত এবং শ্রীমতী রাধারাণীর সকল গোপ সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। শ্রীমতী রাধারাণী কর্তৃক আলিঙ্গিত হয়ে তাঁর আনন্দঘন রূপ প্রকাশিত হয়েছে। দ্বিভুজাকৃতি ঘন নীলাভ কৃষ্ণবর্ণের শ্রীকৃষ্ণ সকল দেবদেবীদের ঈশ্বর এবং অপার্থিব আনন্দে পরিপূর্ণ তার কলেবর।

#হরেকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #ভগবানশ্রীকৃষ্ণ

#জয়শ্রীরাধাকৃষ্ণ #রাধেরাধে #হরিবল


#হরেকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #ভগবানশ্রীকৃষ্ণ

#জয়শ্রীরাধাকৃষ্ণ #রাধেরাধে #হরিবল


#কীর্তন #তত্ত্বকথা

আজকের মঙ্গলআরতি দর্শন। েপাল। ISKCON Nepal
28/04/2021

আজকের মঙ্গলআরতি দর্শন।
েপাল।
ISKCON Nepal

22/04/2021

“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে”
শ্রীচৈতন্য মহাপ্রভু কী জয় !!!
নিতাই গৌর প্রেমানন্দে..হরি হরি বোল...❤️
পরমকরুনাময় সচ্ছিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবার জীবন সুন্দরময়,কল্যাণময় আর মঙ্গলময় করুণ।❤️

#হরেকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #ভগবানশ্রীকৃষ্ণ

#জয়শ্রীরাধাকৃষ্ণ #রাধেরাধে #হরিবল


#হরেকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #ভগবানশ্রীকৃষ্ণ

#জয়শ্রীরাধাকৃষ্ণ #রাধেরাধে #হরিবল

Joy Sree Ram 💞
21/04/2021

Joy Sree Ram 💞

13/04/2021

কে আমি ?

09/04/2021

হৃদয় ছোঁয়া হরিনাম সংকীর্তন 🎶
জয় শ্রীকৃষ্ণ ❤🙏

06/04/2021

পরমকরুনাময় সচ্ছিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবার জীবন সুন্দরময়, কল্যাণময় আর মঙ্গলময় করুণ।
💕

25/03/2021

ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও উপদেশ

24/03/2021

Happy HoLi😍

23/03/2021

মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা ✔

23/03/2021
20/03/2021

কথা বলার কৌশল ।। Power Of Speech ❤ 🎵

ওই আঁখির পলকে তুমি রবে যতনে নিরন্তন,বাসনা মোর তুমি আছো তাই আমি বাচিঁ যুগ যুগান্তর। 🖋️ দীপ
17/03/2021

ওই আঁখির পলকে তুমি রবে যতনে নিরন্তন,
বাসনা মোর তুমি আছো তাই আমি বাচিঁ যুগ যুগান্তর।

🖋️ দীপ

12/03/2021

🔱🔱🙏ওঁ নমঃ শিবায়🙏🔱🔱
❤️HAR HAR MAHADEV❤️

11/03/2021

ওঁ নমো শিবায় শান্তায় কারনত্রায়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমহেশ্বর ॥

11/03/2021

J𝖆𝖎 B𝖍𝖔𝖑𝖊 B𝖆𝖇𝖆 🔱

10/03/2021

মাঘমাসস্য শেষে বা প্রথমে ফাল্গুনস্য চ।
কৃষ্ণা চতুর্দশী সা তু শিবরাত্রি-চতুর্দশী।।

মাঘমাসের শেষে বা ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী, তাই শিবরাত্রি। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন।

পূজা পদ্ধতি অনুযায়ী, রাত্রে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপূজা করে নেওয়া যেতে পারে। পাষাণ নির্মিত অথবা পার্থিব শিবলিঙ্গ প্রতিবারে গড়ে নিতে হবে।

শিবরাত্রি যাঁরা পালন করছেন, তাঁরা ভক্তিভরে, শুদ্ধচিত্তে পূজার জন্য প্রস্তুত হবেন। প্রত্যেক প্রহরে স্নান ও অর্ঘ্যদানের সময় আলাদা আলাদামন্ত্র পড়তে হবে।

প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। মন্ত্র -
ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ শিবরাত্রিব্রতং দেব পূজাজপরায়ণঃ।
করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর।।
- নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে।

দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র -
ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ নমঃ শিবায় শান্তায় সর্ব্বপাপহরায় চ।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।
- নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে।

তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র -
ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ।

অর্ঘ্যদান মন্ত্র-
ওঁ দুঃখদারিদ্র্য-শোকেন দগ্ধোহহং পার্বতীশ্বর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং, উমাকান্ত গৃহাণ মে।।

চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম মন্ত্র -
ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম।

অর্ঘ্যদান মন্ত্র-
ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যমুমাকান্ত গৃহাণ মে।

চারপ্রহরের পুজো শেষ করে সকালে হাতজোড় করে নীচের মন্ত্র পাঠ করতে হয়।
ওঁ অবিঘ্নেন ব্রতং দেব ত্বৎপ্রসাদাৎ সমর্পিতম। ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হর।।যন্মায়াদ্য় কৃতং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতম। তৎ প্রসাদান্ময়া দেব ব্রতমদ্য সমাপিতম। প্রসন্ন ভবো মে শ্রীমন মদ্ভুতি প্রতিপাদ্যতাম। ত্বদালোকন-মাত্রেণ পবিত্রোহস্মি ন সংশয়ঃ।।
শিবরাত্রি ব্রতকথা শুনতে হয় পূজা শেষে। রয়েছে আরও নানাবিধ নিয়ম। করতে হয় শিবরাত্রি পারণও।
হর হর মহাদেব। 🌺🔱🌺



🙏 🙏

10/03/2021

J𝖆𝖎 B𝖍𝖔𝖑𝖊 B𝖆𝖇𝖆 🔱

10/03/2021

|| हर हर महादेव ||
|| सब शिव है ||
J𝖆𝖎 B𝖍𝖔𝖑𝖊 B𝖆𝖇𝖆 🔱

10/03/2021

|| हर हर महादेव ||
|| सब शिव है ||
J𝖆𝖎 B𝖍𝖔𝖑𝖊 B𝖆𝖇𝖆 🔱



🙏 🙏

Address

Nabadwip

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী চৈতন্য মহাপ্রভু - Sri Chaitanya Mahaprabhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

মহাপ্রভু শ্রী চৈতন্যের সংক্ষিপ্ত জীবনী

মহাপ্রভু শ্রী চৈতন্য ।। Mahaprabhu Sree Chaitanya


  • চৈতন্য, শ্রী (১৪৮৬-১৫৩৩) প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। কৃষ্ণ চৈতন্য নামেও তিনি পরিচিত। তিনি ছিলেন ব্রাহ্মণ থেকে রূপান্তরিত এক ধর্মবেত্তা, যিনি তাঁর স্বকীয় ভক্তির মাধ্যমে বাংলা ও উড়িষ্যার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। বৈষ্ণব বংশ পরম্পরার পঞ্চম পর্যায় অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায় প্রতিষ্ঠার কৃতিত্ব তাঁর, যা বর্তমানে উত্তর ভারত ও বাংলাদেশের বৈষ্ণব সমাজের ধর্মজীবনে প্রাধান্য বিস্তার করে আছে।

  • চৈতন্যের জীবনের প্রথমার্ধ নদীয়া জেলার (পশ্চিমবঙ্গের) নবদ্বীপে অতিবাহিত হয়। সন্ন্যাস গ্রহণের পরে তিনি ভারতের সকল তীর্থ ভ্রমণ করেন, তারপর ফিরে আসেন উড়িষ্যায়, যেখানে শুধু ব্রজ অঞ্চলে একটি সংক্ষিপ্ত সফর বাদ দিলে তাঁর জীবনের বাকি সময় স্থায়িভাবে কাটান। পুরীতে বাসকালে তিনি ক্রমশ জড়ো হওয়া বহু সংখ্যক পন্ডিত, গৃহত্যাগী সন্ন্যাসী, এমনকি প্রজাপতি রাজা প্রতাপ রুদ্রের দ্বারা পরিবেষ্টিত থাকতেন। বাংলার ভক্তবৃন্দ তাঁকে ধরাধামে আবির্ভূত স্বয়ং ভগবান অর্থাৎ কৃষ্ণ হিসেবে জ্ঞান করে প্রতিবছর, তাঁর কাছে আসত। এ মাহাত্ম্যে তাঁর জীবনকাহিনী বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দুটি উদ্দেশ্য সম্পন্ন করেছে। প্রথমত, আধ্যাত্মিক উপস্থিতির মূর্ত প্রকাশরূপে এবং দ্বিতীয়ত, ভক্তির আদর্শ হিসেবে। কারণ, তাঁর শিক্ষা ও ব্যক্তিগত আদর্শই ধর্মতত্ত্ব ও ধর্মীয় আচারাদির মৌলিক নীতিসমূহ নির্দিষ্ট করে দিয়েছে এবং বর্তমানে সেগুলি গৌড়ীয় বৈষ্ণবধর্মে প্রাধান্য লাভ করেছে। ষোল শতকে বাংলা ও সংস্কৃত ভাষায় আড়াই লক্ষেরও বেশি চরণে রচিত পুঁথিগুলিতে তাঁর কর্মকান্ড লিপিবদ্ধ করা হয়েছে এবং এসব বিবরণে বিধৃত ঐতিহ্য তাঁর জীবনের মূল রূপরেখার সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ।

  • নদীয়া জেলায় নবদ্বীপ শহরে ১৪৮৬ খ্রিস্টাব্দের (১৪০৭ শকাব্দ) ফাল্গুন মাসের (ফেব্রুয়ারি-মার্চ) চন্দ্রগ্রহণের রাতে এক শুভ লগ্নে চৈতন্য জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ মিশ্র সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ গ্রাম থেকে আগত, আর তাঁর মা শচী ছিলেন নীলাম্বর চক্রবর্তী নামের এক সিলেটি ব্রাহ্মণের কন্যা। প্রথাগতভাবে চৈতন্য লালিত-পালিত হন। বেশ কিছু আখ্যানে শ্রী কৃষ্ণের শৈশবের সঙ্গে চৈতন্যের শৈশবের বেশ মিল দেখানো হয়েছে। তাঁর ডাক নাম রাখা হয় নিমাই (অপদেবতার অশুভ প্রভাব থেকে মুক্ত রাখার জন্য ব্যবহূত নিম পাতা থেকে জাত একটি আদুরে ক্ষুদ্র নাম) এবং গৌর বর্ণের জন্য গৌর অথবা স্বর্ণ কান্তি রঙ, যা পরবর্তী সময়ে রাধার স্মারক রূপে গৃহীত হয়েছে। বিষ্ণু পন্ডিত চৈতন্যকে হাতেখড়ি দেন এবং উচ্চতর পড়াশোনার জন্য তিনি গঙ্গা দাসের সংস্কৃত টোলে যান। সেখানকার ঐতিহ্য তাঁকে বড় পন্ডিত হিসেবে গড়ে তোলে। বিভিন্ন তথ্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, অতি অল্প বয়স থেকেই তিনি অনন্য সাধারণ প্রতিভার অধিকারী ছিলেন এবং যেখানেই তিনি গেছেন সেখানেই লোকজনকে আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় পন্ডিত বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীর সঙ্গে তাঁর পরিণয়ের অল্প দিন পরেই তিনি তাঁর নিজের টোল খোলেন এবং কিছুদিনের মধ্যেই পূর্ববঙ্গে তাঁর পৈতৃক বাড়িতে যান। তাঁর বড় ভাই বিশ্বরূপ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসব্রতে দীক্ষা নিয়ে ‘শঙ্করারণ্য’ নাম গ্রহণ করেছেন এবং তাঁর গৃহত্যাগে নিঃসন্দেহে বিশ্বম্ভরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। যখন বিশ্বম্ভর পূর্ববঙ্গে ভ্রমণরত তখন তাঁর তরুণী স্ত্রী সাপের কামড়ে মারা যান। ফিরে আসার অল্পদিনের মধ্যে চৈতন্য স্থানীয় পন্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। বাইশ বছর বয়সে যুবক চৈতন্য তাঁর মৃত পিতার পিন্ড দানের জন্য গয়া তীর্থে যান। সেখানে প্রখ্যাত বৈষ্ণব সাধক ও সন্ন্যাসী ঈশ্বরপুরীর সঙ্গে বিশ্বম্ভর একাকী সাক্ষাৎ করেন এবং সে সাক্ষাতের পর তিনি কৃষ্ণপ্রেমের উন্মাদনায় শিহরিত এবং চিরদিনের জন্য রূপান্তরিত এক নতুন মানুষরূপে উদ্ভূত হন।

  • Other Publishers in Nabadwip

    Show All