05/06/2020
প্রবন্ধ ও কবিতা-
isbn বই য়ে লেখার সুযোগ ও সন্মাননা ম্যাডেল
---------------------------------------
লেখা পাঠানোর নিয়ম -
-------------------------------------------------------------
বইটির নাম - "জীবন শিল্পী নজরুল"
সম্পাদনায় - নিজামুদ্দিন সেখ
প্রকাশনি - মুক্তি প্রকাশন, কলকাতা।
-------------------------------------------------------------
১- প্রতিটি লেখককে নজরুল ইসলামের জীবন ও কাব্য সাধনার বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ পাঠাতে অনুরোধ করছি।প্রবন্ধের শিরোনাম দিতে হবে।কোন একটি নিদিষ্ট দিক নিয়েও লিখতে পারেন।
🙏🙏নির্বাচিত লেখককে মেডেল, সন্মাননা পত্র দেওয়া হবে প্রকাশনির তরফে । প্রকাশনির কলকাতার অনুষ্ঠান।
২- লেখা পাঠাতে হবে বাংলা অভ্র/মোবাইল টাইপে।
মোবাইল - whatsapp 8250856815
Email - [email protected]
৩- ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ / কবিতা ৮-১৪ লাইনের।
৪- যত শীঘ্রই সম্ভব লেখা পাঠান।
৫-বিস্তারিত জানতে মেসেজ করতে পারেন।
৬- সৌজন্যে সংখ্যা দিতে অপারাগ তাই বই প্রকাশ সহায়তা মূল্য -২৫০ টাকা পাঠাতে হবে।
১ কপি বই লেখেককে প্রদান করা হবে। সাথে সন্মাননা ও ম্যাডেল।
৭- লেখক তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।
৮- বইটি ৮০ পাতার হবে।বোড বাইল্ডিং। জ্যাকেট ও isbn হবে।
আসুন -লেখুন ও আমাদের সাথে থাকুন।