29/08/2023
#বিদ্রোহী_কবি_কাজী_নজরুল_ইসলাম
বল বীর- বল উন্নত মম শির! শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
“মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।
মোরা এক বৃন্তে দুটি কুসুম পান তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।
একাধিক ভাগ্যবান কবির ন্যায় কাজী নজরুল ইসলাম সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি। অবর্ণনীয় দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান এবং অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে কবির বাল্য, কৈশোর এবং যৌবনকাল কেটেছে। পারিবারিক সীমাহীন এই দুঃখ দুর্দশার মধ্যেও তিনি আজীবন বাংলা কাব্য ও সাহিত্য চর্চায় ব্রতি ছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি বাংলা কাব্য ও সাহিত্যের প্রচন্ড বিপ্লব ঘটিয়েছিলেন। দেশে স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কলমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন।তার কবিতা, গান, নাদ, গজল, গল্প এবং উপন্যাস প্রতিটি বাঙালির মনকে করে তুলেছিল জাগরিত। তিনি ছিলেন একাধারে শ্রমিক, সৈনিক, কবি, সাহিত্যিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশ প্রেমিক।
অমর রহে বিদ্রোহী।
#বাংলা
#বিদ্রোহী
#ভারতের_ইতিহাস
#স্বাধীনতাসংগ্রামী