26/05/2025
বয়স্ক ভ্যানচালকের সংগ্রাম, ঘুঠা বিক্রি করে চলে জীবন
একজন ৬৫ বছরের বৃদ্ধ ভ্যানচালক, পায়ে জুতো নেই, ভ্যানে করে ঘুঠা বিক্রি করে সংসার চালান। দুই দিনে আয় হয় মাত্র ২০০-৩০০ টাকা। আজ ব্রিজে উঠতে কষ্ট হচ্ছিল দেখে ঠেলে সাহায্য করি। জানতে পারি তার জীবনের কঠিন বাস্তবতা। ছোট্ট একটু সাহায্য করেছি, তবুও ওনার মুখে ছিল পরম তৃপ্তির হাসি।
এই ভিডিওটি শুধুই কনটেন্ট না, এটি একটি বাস্তবতা—একটি বার্তা।
মানবতা বেঁচে থাকুক, ভালবাসা ছড়িয়ে পড়ুক।