15/01/2025
📌 তারা বড়দেরকে সম্মান এবং ছোট থেকে স্নেহ করতে ভুলে যান না ।
আমার বস শাইখ ডক্টর ইয়াসির আল দোসারি হাফিঃ ।
আমাদের উস্তাদ, শায়েখরা যদি আমাদেরকে বুকে আগলে রাখতেন, আদর মহব্বত করতেন, ভুল গুলা ধরিয়ে দিতেন, বাংলাদেশে তরুন আলেমরা রত্ন হতো, সমাজে বিশুদ্ধ আক্বীদার খেদমতের জন্য এক ঝাক তরুন তৈরি হতো ।
তরুন দায়ীদের ভুল মার্জনা করে উস্তাদদের শরণাপন্ন থেকে ইলমি খেদমতের জন্য কবুল করুন, আমিন ।