জ্ঞানের আলো - Gyaner alo

জ্ঞানের আলো - Gyaner alo রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। [ সহি বুখারী 3461 ]

'আপনিও হোন ইসলামের প্রচারক'
মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন।

কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবে না
[সহীহ্ মুসলিম: ২৬৭৪]

15/01/2025

📌 তারা বড়দেরকে সম্মান এবং ছোট থেকে স্নেহ করতে ভুলে যান না ।
আমার বস শাইখ ডক্টর ইয়াসির আল দোসারি হাফিঃ ।

আমাদের উস্তাদ, শায়েখরা যদি আমাদেরকে বুকে আগলে রাখতেন, আদর মহব্বত করতেন, ভুল গুলা ধরিয়ে দিতেন, বাংলাদেশে তরুন আলেমরা রত্ন হতো, সমাজে বিশুদ্ধ আক্বীদার খেদমতের জন্য এক ঝাক তরুন তৈরি হতো ।

তরুন দায়ীদের ভুল মার্জনা করে উস্তাদদের শরণাপন্ন থেকে ইলমি খেদমতের জন্য কবুল করুন, আমিন ।

15/01/2025

রবি ঠাকুরের সঙ্গীত প্রসঙ্গ 🔊
🎙️ শাইখ আঃ রাজ্জাক বিন ইউসুফ হাফিঃ

13/01/2025

যাদের কেয়ামত হওয়া নিয়ে অবিশ্বাস আছে তাদের জন্য এই দৃশ্য এক প্রকার নিদর্শন।।

পাপের রাজ্য ক্যালিফোর্নিয়া এ-যেন নিউ গা°জা

ক্যালিফোর্নিয়ায় প্রায় ১০০ কোটি টাকার গাড়ি ফেলে দিয়ে চলে গিয়েছে দুনিয়ার আগুন থেকে নিজেকে বাঁচাতে। আজকের ধনী, কাল তোমার সব শেষ হয়ে যেতে পারে।
তাই বিন্দুমাত্র অহংকার করো না। এটি আল্লাহর পরীক্ষা। সৎ কাজে ব্যবহার করো, কারণ মৃত্যুতে শুধু ভালো কাজই সঙ্গে যাবে।

‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ।’
(আল কোরআন ৬৪:১৫)

13/01/2025

একজন মসজিদের ইমাম সাহেব কিভাবে তার সংসার চালান,সেটা দেখার কেউ নেই।কিন্তু ইমাম সাহেবের ভুল ধরার লোকের কোন অভাব নেই।

লস এঞ্জেলস অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত অঞ্চল যেন যুদ্ধক্ষেত্রের দৃশ্য: উপলব্ধি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর
13/01/2025

লস এঞ্জেলস অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত অঞ্চল যেন যুদ্ধক্ষেত্রের দৃশ্য: উপলব্ধি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর

13/01/2025

আমেরিকার লজ এঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো,তার পর আযান, আল্লাহু আকবার, ওঁরাও বুঝে একমাত্র হক আল্লাহ। আল্লাহ মহান।

বলা হয় যে,আমেরিকার এই বাড়িটি একজন মুসলিমের ছিল এবং এতে আল্লাহর পবিত্র কুরআন ছিল তাই দাবানল আগুনে আর কোনও ক্ষতি হয়নি। ...
12/01/2025

বলা হয় যে,আমেরিকার এই বাড়িটি একজন মুসলিমের ছিল এবং এতে আল্লাহর পবিত্র কুরআন ছিল তাই দাবানল আগুনে আর কোনও ক্ষতি হয়নি। সুবাহানাল্লাহ (আল্লাহু আকবর)

12/01/2025

পাপের রাজ্য ক্যালিফোর্নিয়া এ-যেন নিউ গা°যা।
আল্লাহ ছাড দেন কিন্তু ছেড়ে দেন না।

12/01/2025

এমন শিক্ষা ব্যবস্থা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে 🥺
মডার্ন করতে গিয়ে শুধু মসজিদ চকচক করছে।

🔻 লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে বহু মিলিয়ন ডলারের বাড়ি হারানোর পর জেমস উডস কান্নায় ভেঙে পড়েন।জেমস উডস গাজায় ইস•রা•য়...
12/01/2025

🔻 লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে বহু মিলিয়ন ডলারের বাড়ি হারানোর পর জেমস উডস কান্নায় ভেঙে পড়েন।

জেমস উডস গাজায় ইস•রা•য়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য পরিচিত।

তিনি সম্প্রতি বলেছিলেন "কোনও যুদ্ধবিরতি নেই, কোনও আপস নেই, কোনও ক্ষমা নেই। তাদের সবাইকে হ•ত্যা করুন!!

12/01/2025

বিজেপি নেতা জঙ্গি যোগে গ্রেফতার।
নাম হচ্ছে বিক্রম রায়।
কি নাম দেখে কি গোটা জাতিকে দায়ী করাটা ঠিক হবে।???????????

09/01/2025

Madrasah:মাদ্রাসায় জ*ঙ্গি তৈরি হয়না,সৎ মানুষ তৈরি হয়,গদি মিডিয়াকে ধুয়ে দিলেন IPS হুমায়ূন কবির।

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা। আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহ বলেনঃ ...
09/01/2025

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা
রবের হুকুমে পুড়ছে তারা।
আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ انهم يكيدون كيدا واكيد كيدا
তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করি। (সূরা ত্ব-রিক)
তিনি আরো বলেনঃ ان بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। (সূরা বুরুজ)

02/01/2025

পৃথিবীর আর কোনো জাতিকে নিজ ভূমির জন্য এত পরিক্ষার সমক্ষিন হইতে হইছে কিনা আমার জানা নেই😥😥

এর জন্য মুসলিমরা দায়ী। শিখদের মতো মুসলিমরাও যদি দাড়ি রাখতো তাহলে এমন পরিস্থিতির শিকার হতে হতো না মুসলিমদের। ধর্ম পালন ...
02/01/2025

এর জন্য মুসলিমরা দায়ী। শিখদের মতো মুসলিমরাও যদি দাড়ি রাখতো তাহলে এমন পরিস্থিতির শিকার হতে হতো না মুসলিমদের। ধর্ম পালন না করার ফল সবাইকে ভুগতে হচ্ছে।

31/12/2024

অন্তর শীতল করা কুরআন তেলাওয়াত যতবার শুনবেন তত শুনতে মন চাইবে
শাইখ Abdur Rahman Al Adil মাদানী হাফিজাহুল্লাহ।

31/12/2024

অধীর চৌধুরীকে বলা হচ্ছে বেশি বার বারের না না হলে খবর আছে আলোচক মাওলানা সোহেল সালাফি

থার্টি ফার্স্ট নাইট উদযাপনপ্রতি বছর ইংরেজি ৩১শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিভিন্ন আচার-অনুষ্ঠানে বর্তমান বিশ্ব ...
30/12/2024

থার্টি ফার্স্ট নাইট উদযাপন

প্রতি বছর ইংরেজি ৩১শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিভিন্ন আচার-অনুষ্ঠানে বর্তমান বিশ্ব একটি নতুন বর্ষে পদার্পণ করে। এ অনুষ্ঠানগুলো কি ইসলাম সমর্থিত?
আল্লাহ তাআলা বলেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।” [সূরা আলে-ইমরান: ১৩১]
আল্লাহ তাআলা আরও বলেন, “তোমরা তোমাদের নিজেদেরকে ও পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।” [সূরা আত-তাহরীম: ৬]

থার্টি ফার্স্ট নাইট উদযাপন বর্জন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানাতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

■ উৎপত্তি:

প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশিদ খ্রিষ্টপূর্ব ৮০০ সালে নববর্ষ প্রবর্তন করেন। পরবর্তীতে রোম সম্রাট জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্ব ৪৬ সালে ইংরেজি নববর্ষ প্রচলন করেন। প্রথমদিকে নববর্ষ বিভিন্ন তারিখে পালন করা হতো। পরবর্তীতে ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পহেলা জানুয়ারিতে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট করা হয়। বাংলাদেশে থাটি ফার্স্ট নাইটের ব্যাপক প্রচলন ঘটে ২০০০ সালের ৩১ শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে। [সূত্র ইন্টারনেট]

■ থাটি ফার্স্ট নাইট কি ইসলাম সমর্থিত?

✪ ১. অশ্লীলতা ও বেহায়াপনা:

এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বেহায়াপনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও অর্ধ নগ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
“ঐসব নারী যারা হবে পেষাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।” [সহীহ মুসলিম: ২১২৮]

✪ ২. শিরক যুক্ত শ্লোগান:

মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে ইমান হারা হচ্ছে। আর তাদের শ্লোগান হচ্ছে-
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সূচি হোক ধরা।”
উক্ত শ্লোগানে অগ্নিপূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস সু-স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। অথচ অগ্নিকে সম্মান করা, আগুনের কাছে সাহায্য চাওয়া এবং আগুন দ্বারা পবিত্র হওয়ার ধারণা করা শিরক। আর আল্লাহ তাআলা বলেন,

“নিশ্চয় আল্লাহ তা’য়ালা তার সাথে শিরক কারীকে ক্ষমা করবেন না।” [সূরা নিসা: ১১৬]

✪ ৩. বিজাতীয় সাদৃশ্য:

থাটি ফার্স্ট নাইট উদযাপন সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এ রাত্রিতে বলে ও ম্যাসেজের মাধ্যমে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, ট্যাটো বা উল্কা অংকন, ডিজে পাটি ও কনসার্ট, নেশা সেবনসহ বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখে। ইসলাম এটি কঠোরভাবে নিষেধ করেছে।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত।” [আহমদ, আবু দাউদ, মিশকাত; ৪৩৪৭]

■ যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার নীল নকশা:

যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার জন্যই থাটি ফার্স্ট নাইট বাংলাদেশে আমদানি করা হয়েছে। ২০০০ সালের ৩১ শে ২৫ মিনিটে গুলশানে থাটি ফাস্ট নাইট উদযাপনকারী এক তরুণীকে কিছু মাতাল যুবক শ্লীলতা হানি করে ও তার শরীরের বেশীর ভাগ কাপড় ছিঁড়ে ফেলে। [সূত্র- দৈনিক মানবজমিন, ২ ফেব্রুয়ারি, ২০০০ইং]

আর ২০০১ সালের শাওন আখতার বাধনের ক্ষত-বিক্ষত দেহ কে না দেখেছেন? আরও কত বাধন। এ থেকে স্পষ্ট বুঝা যায় থাটি ফাস্ট নাইট একটি যৌন উৎসব। যা তাদের জন্য অসম্মান জনক। অথচ আল্লাহ তাআলা বলেন,

“আর তোমরা জেনার নিকটবর্তী হয়ো না।” [সূরা বনী-ইসরাইল: ৩২]

“মহান আল্লাহ যাবতীয় অশ্লীল অন্যায় কাজ হারাম করেছেন।” [সূরা আল আ’রাফ: ৩২]

■ আমাদের আহবান:

পরিশেষে সকলকে উদাত্ত আহবান জানাচ্ছি যে, জেনা, মদ্যপান ও অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণের এই নিকৃষ্ট সংস্কৃতিকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বিলীন করতে আমরা সচেষ্ট হই। এ লক্ষ্যে সকল মুসলিমকে সীসা ঢালা প্রাচীরের মত প্রতিরোধ বুহ্য সৃষ্টি করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা ও অন্যদেরকে এই বিষয়ে সচেতন করার মাধ্যমে জান্নাত লাভ করার জন্য আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
প্রচারে:
শুব্বান রিচার্স সেন্টার
৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
✍️ Abdullahil Hadi হাফিঃ

Address

Murshidabad
742189

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানের আলো - Gyaner alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share