Rony shil

Rony shil I want all the mothers and fathers of the world to be good all their lives.

14/08/2024

ভারত এমন একটি দেশ যেখানে দ্বিতীয়, তৃতীয় বার স্বাধীন করা লাগে না !🧡🤍💚
আমার গর্বিত, আমরা ভারতবাসী 🇮🇳

12/08/2024

এখন আপনারা কোথায় যারা কি না নিজেকে বুদ্ধিজীবী মনে করেন! বাংলাদেশে হিন্দুরা রক্তাক্ত

রবিচন্দ্রন অশ্বিন কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, 'একসময় ক্রিকেটাররা পরস্পরের বন্ধু ছিলেন, কিন্তু এখন ক্রিকেটাররা শ...
30/06/2023

রবিচন্দ্রন অশ্বিন কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, 'একসময় ক্রিকেটাররা পরস্পরের বন্ধু ছিলেন, কিন্তু এখন ক্রিকেটাররা শুধুমাত্রই একে অপরের কলিগ!'

সত্যিই তো তাই! খুব ভুল কি কিছু বলেছেন? একটা সময় ছিল, যখন ক্রিকেটারদের নিয়ে কোনও বিজ্ঞাপন বানানোর সময় গোটা ভারতীয় দলকে একই ফ্রেমে নিয়ে আসা হত! পেপসির বিজ্ঞাপনে সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, যুবরাজ, কাইফ, ভাজ্জি, জাহিরের মতো প্রথম একাদশের ক্রিকেটারদের একইসঙ্গে কাস্ট করা হত! একে অপরের কাঁধে হাত রেখে, ঠাট্টা-তামাশা করতে করতে অভিনয় করতেন তারা। ক্রিকেট মাঠের বাইরেও যদি তাদের মধ্যে বন্ধুত্ব না থাকত, তাহলে এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন কখনই আমরা পেতাম না!

একটা সময় ছিল, যখন জাতীয় দলের জার্সি ছাড়াও ফর্মাল পোশাকেও ক্রিকেটারদের দেখা যেত একই সঙ্গে। কখনও কোনও অনুষ্ঠানে, কখনও বা গেট টুগেদারে! অধিনায়কের বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন দলের শ্রেষ্ঠ ক্রিকেটার। এবং তার পরিচয় দেওয়া হত 'বন্ধু' হিসেবে, 'সতীর্থ' হিসেবে নয়। ক্যামেরার সামনে হাতে হাত ধরে ফটোশুটেও কোনও দ্বিধা ছিল না ক্রিকেটারদের মধ্যে!

আজ সবই অতীত! আজ ক্রিকেট মাঠের বাইরের সেই 'বন্ধুত্ব' সত্যিই হারিয়ে গেছে! আজ কোনও ক্রিকেটের বিজ্ঞাপনে একইসঙ্গে কোহলি-রোহিতকে দেখা যায় না! আজ কোনও সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটাররা একইসঙ্গে ছুটি কাটাতে যান না! আজ ক্রিকেট মাঠের বাইরে ক্রিকেটারদের মিলনস্থল বলতে শুধুমাত্র কোনও প্রোমোশনাল ইভেন্ট, ব্যাস! বর্তমানে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট নিয়ে ব্যস্ততার মাঝে অচিরেই হারিয়ে গেছে বন্ধুত্বের সেই স্ট্যাটাসগুলো! 🙃

30/06/2023

Hare Krishna 🙏🏼🍁

27/06/2023

তিনি কোন সময় কোন রুপে আসবেন,,,তার আমরা বলতে পারি না। আর যে ভিডিও টা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ-আমাদের সবাইকে দর্শনের সুযোগ করে দিলেন।
জয় জগন্নাথ 🙏🏼🥰

27/06/2023

আজকে মা বিপত্তারিণী পুজো 🌺
মা সকলের বিপদ থেকে রক্ষা করবেন!
সব অশুভ শক্তি কে বিনাশ করবেন জয় মা বিপত্তারিণী
জয় সনাতন ধর্মের জয়

27/06/2023

বন্ধু হওয়া দরকার 😊
তবে বুঝতে পারবে ভালোবাসা কারে কয় !🥰

26/06/2023

ভোটের খবর

25/06/2023

সে বলেছিল শুধু আমারই রবে, কিন্তু সে আর আমার রয়ে গেল না।😊💔

#পাপীবান্দা_সিয়াম


03/06/2023

M.s bhoni fast Mach

কতটা ভয়াবহ দৃশ্য দেখে গা শিউরে উঠছে .. ইশ্বরের নিকট সকল মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি তাহাদের পরিবারের প্রতি স...
03/06/2023

কতটা ভয়াবহ দৃশ্য দেখে গা শিউরে উঠছে .. ইশ্বরের নিকট সকল মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি তাহাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহত সকল ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।🙏🏼🙏🏼

16/05/2023

Hare Krishna 🍁

01/04/2023

#হরে__কৃষ্ণ ........🌼🌼🌿🌿🌿🌿

পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়.....!!

কোকিলের কন্ঠ দিয়েছে, কিন্তু তার রুপ কেড়ে নিয়েছে।
রুপ পেলো ময়ূর, কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে।
ইচ্ছা দিলো মানুষকে ,কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে।
সন্তুষ্টি দিলো সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে।

তাই আমাদের কিসের এতো অহংকার।
অহংকার পরিত্রান করুন।

প্রান গোবিন্দের নামে জীবনটা গড়ুন
জয় শ্রী কৃষ্ণ........জয় গোপাল গোবিন্দ

24/03/2023

হিংসা পতনের কারণ
ভালোবাসা অটুট বাঁধন।
বিদ্বেষ নয় ভালোবাসো
হিংসা নয় এগিয়ে এসো।

01/08/2022

Address

Murshidabad

Website

https://instagram.com/rony.shil.9847?igshid=ZDc4ODBmNjlmNQ%3D%3D

Alerts

Be the first to know and let us send you an email when Rony shil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share