06/10/2021
Ayushman Bharat Digital Mission
Creating India's Digital
Health Ecosystem
Health ID - Key to your digital healthcare journey
স্বাস্থ্য আইডি কার্ড কি(Health Id Card)?
Health Id Card হলো আধার কার্ডের মতোই একটি হেল্থ আইডি কার্ড। হেল্থ আইডি কার্ডে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। Health Id Card বানালে আপনি অনেকরকমের সুবিধা পেয়ে যাবেন।
প্রতিটি হেলথ আইডি জাতীয় ডিজিটাল হেলথ মিশন বা এনডিএইচএম-এর মতো হেলথ ডেটা কনসেন্ট ম্যানেজারের সঙ্গে যুক্ত থাকবে। এতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, প্রেসক্রিপশন এবং যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আগে কখনও হাসপাতালে ভর্তি হলে তারও তথ্য থাকবে। রোগীর সম্মতি অনুসারে এইসব স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবহার করা হবে।
স্বাস্থ্য আইডি তৈরি করাটা অবশ্য একেবারেই বাধ্যতামূলক হবে না। সরকারের অবশ্য আশা, এমনিই বহু ভারতীয় এই আইডি তৈরি করবেন। এই আইডি ভারতের সব রাজ্যে, হাসপাতালে, ডায়াগনস্টিক ল্যাবরেটরি এবং ফার্মাসিগুলিতে কার্যকর হবে।
*এটা বানাতে কি কি নথি প্রয়োজন?*
১. আধার কার্ড
এবং
২. মোবাইল ফোন
*আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কি করা যাবে?*
~ যাবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে KYC সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে, আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে KYC Complete হবেনা, তবে OTP-র মাধ্যমে এই কার্ড করা যাবে। কিন্তু তাকে পরবর্তীকালে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার পরে এই হেলথ কার্ড এর KYC কমপ্লিট করতে হবে আমাদের সেন্টারের মাধ্যমে।
*এই Health Card বানাতে কত খরচ হবে?*
- মাত্র ২০ টাকা খরচে এই Card-টি বানাতে পারবেন।
*যদি জেরক্স পেজের মাধ্যমে সাদা কালো প্রিন্ট নেন, তবে - ২০ টাকা* 👇
অনলাইন ফি - ১৫ টাকা
এবং প্রিন্ট ফি - ৫ টাকা।
*যদি জেরক্স পেজের মাধ্যমে রঙিন প্রিন্ট নেন, তবে- ২৫ টাকা*
অনলাইন ফি - ১৫ টাকা
এবং প্রিন্ট ফি - ১০ টাকা।
*যদি Photo পেপারের মাধ্যমে রঙিন প্রিন্ট নেন, তবে- ৩০ টাকা* 👇
অনলাইন ফি - ১৫ টাকা
এবং প্রিন্ট ফি - ১৫ টাকা।
*যদি Photo পেপারের মাধ্যমে রঙিন প্রিন্ট এর সঙ্গে ল্যামিনেশন করে নেন, তবে- ৪০ টাকা* 👇
অনলাইন ফি - ১৫ টাকা
প্রিন্ট ফি - ১৫ টাকা
ল্যামিনেশন ফি - ১০ টাকা