28/04/2024
#ছবিতে যে নারীকে দেখছেন তিনি " #লেডি_মেহেরবাঈ_টাটা"
তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।এটির আকার কোহিনূর হীরার দ্বিগুণ।এই হীরাটি তার স্বামী #ডোরাবজী_টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন।
লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন।তিনি শাড়ী পরতে ভালোবাসতেন। তাই সবসময় শাড়ীই পরতেন।তিনি ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান।
এরপর তার স্বামী ডোরাবজী টাটা তাঁর সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন এবং সেই তহবিল থেকেই " টাটা ক্যান্সার হসপিটাল " এর সৃষ্টি হয়।
হাজার হাজার #ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং বলেছেন
" মেয়েরা বোকা দেখেই তাঁরা পুরুষের সমান অধিকার দাবি করে । কারন মেয়েরা জানে না,তাঁরা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর। মেয়েদের আপনি যাই দেন না কেন,সে সেটাকে আরও উচ্চতর কিছু বানিয়ে দিবে।
আপনি মেয়েদের শুক্রাণু দিবেন,সে আপনাকে সন্তান দিবে।
আপনি তাকে একটা ঘর দিবেন,সে সেটাকে বাড়ি বানিয়ে ফেলবে।
আপনি তাকে বাজার দিবেন, সে আপনাকে রান্না করে খাবার বানিয়ে দিবে।
আপনি তাকে হাসি দিবেন, সে আপনাকে হৃদয় দিয়ে দিবে।
আপনি যাই দিবেন সে তাই কয়েক গুন মহৎ করে ফেরত দিবে।
আর আপনি যদি তাকে যন্ত্রণা দেন,তবে রেডি থাকুন,সে আপনার জীবন জাহান্নাম বানিয়ে দিবে "
তথ্যঃ #অচেনা_অতিথি_পিন্টু
ছবিঃ হিন্দুস্থান টাইমস