18/10/2023
https://m.facebook.com/story.php?story_fbid=296077653372029&id=100089093890822&mibextid=CDWPTG
মন আঙ্গিনা - ১৪৩০
দেবী পক্ষের আন্তরিক শুভকামনা রইল সকলের জন্য // গত বছর ১৩ ডিসেম্বর মন আঙ্গিনা প্রথম শারদীয়া সংখ্যা সম্পর্কে আমার পাঠ- প্রতিক্রিয়া লিখেছিলাম // বেশ মনে আছে একদম শেষ প্রান্তে এসে লিখেছিলাম -
"মন আঙ্গিনায় দু- একটি পাতা রঙিন, বাকি সব পাতা সাদা কালোতে // ভবিষ্যতে আরো সুন্দর লেখায় এই পত্রিকা আরও রঙিন হয়ে উঠবে, অনাগত দিনের সেই মধুর প্রতীক্ষায় রইলাম" - আজ বলতে দ্বিধা নেই এই এক বছরে এই পত্রিকা তার সমস্ত ছোটখাটো ত্রুটি গুলোকে অতিক্রম করে পাঠকের জন্য নিয়ে এসেছে এক রঙিন বর্ণমালা // আন্তরিক অভিনন্দন রইল প্রধান সম্পাদক এবং সমস্ত লেখক এবং কবি বন্ধুদের জন্য
উৎসাহীজনদের জন্য আমার গত বছরের পাঠ প্রতিক্রিয়ার লিংক নিচে রাখলাম :
https://m.facebook.com/story.php?story_fbid=5675082662569088&id=100002022304904&mibextid=Nif5oz
এবার বলি এ বছরের প্রকাশনা নিয়ে // এবারের সংখ্যাতেও রয়েছে ছোট গল্প, অনুগল্প , কবিতা, ভ্রমণ কাহিনী, স্বাস্থ্য সচেতনতা, জ্যোতিষ চর্চা, রসে রসে বাঙালি এবং সর্বোপরি স্মৃতি স্মরণে বিভাগ // ছোট গল্প এবং অণুগল্প এই দুই বিভাগের সমস্ত লেখাই প্রশংসার দাবি রাখে // গত বছরের সংখ্যার সাথে তুলনা করলে দেখতে পাচ্ছি অনেক নতুন লেখক এবং কবি বন্ধুদের নাম, এবং এর মধ্যে অনেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত // এরমধ্যে অনেকেই নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনা এমনকি ধারাবাহিক রচনার সঙ্গে যুক্ত// স্বভাবতই এই সংখ্যার সূচিপত্র দেখা মাত্রই পড়ার উৎসাহ অনেকটাই বেড়ে যাবে, সন্দেহ নেই
মনামি রেজ এর লেখা অনুগল্প, সৌরভ বাগ এর লেখা ছোটগল্প, বর্ণালী মুখোপাধ্যায় এবং আইরিন সুলতানার লেখা অনুগল্প পাঠক মনে সৃষ্টি করে এক অদ্ভুত অনুরণন // স্বাস্থ্য সচেতনতা বিভাগে ডঃ সৈকত নিয়োগীর লেখার ভাষা এবং বিষয় অবশ্যই প্রশংসার দাবি রাখে // এবারে ইচ্ছাকৃতভাবেই আর গল্পগুলোর কথা খুব বিশদে বললাম না, যদি সম্ভব হয় পত্রিকাটি সংগ্রহ করবেন
প্রিয়জনদের সাথে খুব আনন্দে কাটুক পূজোর আগামী দিনগুলো // সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল
🙏🙏