07/02/2024
২০২০, ২০২২ এবং ২০২৩ সালে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৪, সন্ধ্যা ৭ টায়, ১১ তম বর্ষ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে। বিগত তিন বছরের দুটি বিভাগে ১৮ জন প্রতিযোগিকে ওই দিন উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুরস্কার তুলে দেবেন। এছাড়াও অংশগ্রহণকারীদের বিগত ওই তিন বছরের অংশগ্রহণকারী সার্টিফিকেট দেওয়া হবে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব থেকে। যোগাযোগ করে আসতে অনুরোধ করা হচ্ছে। আমাদের ইমেলে যারা ছবি পাঠিয়েছিলেন তার প্রমাণ নিয়ে আসতে হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য আলোকচিত্র প্রদর্শনী করা সম্ভব হয়নি। সেই কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
যোগাযোগ - 7872229462
আলোকচিত্র প্রতিযোগিতার ৮ম বর্ষ ২০২০ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- রানা বসু, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- অতনু সামন্ত, গড়বেতা, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- এনামুল কবীর, বীরভূম।
জীবন বিভাগ - প্রথম- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- সান্তনু দাস, বনগাঁ, নর্থ ২৪ পরগনা।
জীবন বিভাগ- তৃতীয়- রোজা সিনহা, মেদিনীপুর।
আলোকচিত্র প্রতিযোগিতার ৯ম বর্ষ ২০২২ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- এনামুল কবীর, বীরভূম।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- রোপো হাঁসদা, মেছেদা, পূর্ব মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- অনুরাগ চক্রবর্ত্তী, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।
জীবন বিভাগ - প্রথম- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- অতনু সামন্ত, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।
জীবন বিভাগ- তৃতীয়- সৌরদীপ দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।
আলোকচিত্র প্রতিযোগিতার ১০ম বর্ষ ২০২৩ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- অর্কচন্দ রায়, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- স্বরূপ কুমার বেরা, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- রাহুল সাহা, আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর।
জীবন বিভাগ - প্রথম- সায়ন্তনু জানা, মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- তৃতীয়- সপ্তর্ষি ঘোষ, হুমগড়, পশ্চিম মেদিনীপুর।