Paschim Medinipur Press Club

Paschim Medinipur Press Club Paschim Medinipur Press Club
(5)

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ মার্চ ২০২৪। প্রদ্যুৎ স্মৃতি সদন
12/03/2024

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ মার্চ ২০২৪। প্রদ্যুৎ স্মৃতি সদন

09/03/2024

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ ; স্থান - প্রদ্যোৎ স্মৃতি সদন , মেদিনীপুর :: পরিচালনায় - পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব ; রেজিস্ট্রেশন নম্বর - S/2h/4107 :: ইনপুট সাউন্ডে - দত্ত সাউন্ড ; সরাসরি সম্প্রচারে স্টুডিও সৃজন , মোবাইল - 7001531502 :: সুরদরিয়া মিউজিক্যাল ট্রুপ

09/03/2024

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে. ঠিক সন্ধ্যা ৬ টায়। আমন্ত্রণ পত্র সাথে নিয়ে আসুন।

আজ সন্ধ্যা ৬ টায় প্রদ্যুৎ স্মৃতি সদনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন শিল্পী লগ্নজিতা। এই পেজে লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
09/03/2024

আজ সন্ধ্যা ৬ টায় প্রদ্যুৎ স্মৃতি সদনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন শিল্পী লগ্নজিতা। এই পেজে লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৯ মার্চ ২০২৪। সন্ধ্যা ৬ টায়, স্থান - প্রদ্যোৎ স্মৃতি স...
05/03/2024

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৯ মার্চ ২০২৪। সন্ধ্যা ৬ টায়, স্থান - প্রদ্যোৎ স্মৃতি সদন।
৮ মার্চ আমন্ত্রণ পত্র সংগ্রহ করুন পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব, বার্জটাউন, মেদিনীপুর শহর। বেলা ১১টা থেকে ২ টা এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা।

21/02/2024
পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের ১১ তম বর্ষ আলোকচিত্র প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি এবং পুলিশ ...
13/02/2024

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের ১১ তম বর্ষ আলোকচিত্র প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল। ২০২০, ২০২২ এবং ২০২৩ সালে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে দেওয়া হয়। যারা আসতে পারেন নি তারা আমাদের সাথে যোগাযোগ করে পুরস্কার সংগ্রহ করবেন। যোগাযোগ নম্বর 7872229462। ২০২৪ এর প্রতিযোগিতার পুরস্কার পরবর্তী সময়ে তুলে দেওয়া হবে। বিশদ জানতে এই পেজে লক্ষ্য রাখুন।

11th Year Photography Exhibition cm Competition 202413/02/2024Organized by Paschim Medinipur Press ClubLife Event1st  (...
13/02/2024

11th Year Photography Exhibition cm Competition 2024
13/02/2024
Organized by Paschim Medinipur Press Club
Life Event
1st (L09) Sounak Banerjee ( Kolkata )
2nd (L231) Rupali Dasgupta (Midnapur)
3rd (L241) Fakhruddin Mallick (Midnapur)

11th Year Photography Exhibition cm Competition 2024
Nature Event
1st (N261) Atanu Samanta (Garhbeta, Midnapur)
2nd (N240) Abhishek Mukherjee (Midnapur)
3rd (N28) Binayak Karmakar (Belgharia)

07/02/2024

২০২০, ২০২২ এবং ২০২৩ সালে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৪, সন্ধ্যা ৭ টায়, ১১ তম বর্ষ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে। বিগত তিন বছরের দুটি বিভাগে ১৮ জন প্রতিযোগিকে ওই দিন উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুরস্কার তুলে দেবেন। এছাড়াও অংশগ্রহণকারীদের বিগত ওই তিন বছরের অংশগ্রহণকারী সার্টিফিকেট দেওয়া হবে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব থেকে। যোগাযোগ করে আসতে অনুরোধ করা হচ্ছে। আমাদের ইমেলে যারা ছবি পাঠিয়েছিলেন তার প্রমাণ নিয়ে আসতে হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য আলোকচিত্র প্রদর্শনী করা সম্ভব হয়নি। সেই কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
যোগাযোগ - 7872229462

আলোকচিত্র প্রতিযোগিতার ৮ম বর্ষ ২০২০ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- রানা বসু, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- অতনু সামন্ত, গড়বেতা, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- এনামুল কবীর, বীরভূম।

জীবন বিভাগ - প্রথম- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- সান্তনু দাস, বনগাঁ, নর্থ ২৪ পরগনা।
জীবন বিভাগ- তৃতীয়- রোজা সিনহা, মেদিনীপুর।

আলোকচিত্র প্রতিযোগিতার ৯ম বর্ষ ২০২২ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- এনামুল কবীর, বীরভূম।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- রোপো হাঁসদা, মেছেদা, পূর্ব মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- অনুরাগ চক্রবর্ত্তী, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

জীবন বিভাগ - প্রথম- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- অতনু সামন্ত, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।
জীবন বিভাগ- তৃতীয়- সৌরদীপ দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

আলোকচিত্র প্রতিযোগিতার ১০ম বর্ষ ২০২৩ এর ফলাফল
প্রকৃতি বিভাগ- প্রথম- অর্কচন্দ রায়, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- দ্বিতীয়- স্বরূপ কুমার বেরা, মেদিনীপুর।
প্রকৃতি বিভাগ- তৃতীয়- রাহুল সাহা, আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর।

জীবন বিভাগ - প্রথম- সায়ন্তনু জানা, মেদিনীপুর।
জীবন বিভাগ- দ্বিতীয়- সৌরভ দাস, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।
জীবন বিভাগ- তৃতীয়- সপ্তর্ষি ঘোষ, হুমগড়, পশ্চিম মেদিনীপুর।

09/01/2024

বিগত বছরের ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা বাকি রয়েছে। যারা সফল হয়েছিলেন তাদের পুরস্কৃত করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। সত্যি দুঃখিত ওই তিন বছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঠিক সময়ে বিভিন্ন সমস্যার কারণে করতে না পারার জন্য। তবে ওই বিগত বছরের প্রতিযোগিতার পুরস্কার আমরা তুলে দেবো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যারা পুরস্কার পাবেন তাদের অবশ্যই ফোন করে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও নির্দিষ্ট পেজে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় অনুষ্ঠান হবে।

Send a message to learn more

পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাব আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা আগামী ১৪-  ১৫ ফেব্রুয়ারি ২০২৪। ছবি পাঠানোর শেষ তা...
09/01/2024

পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাব আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা আগামী ১৪- ১৫ ফেব্রুয়ারি ২০২৪। ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ শে জানুয়ারি ২০২৪।

বিগত বছরের ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা বাকি রয়েছে। যারা সফল হয়েছিলেন তাদের পুরস্কৃত করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। সত্যি দুঃখিত ওই তিন বছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঠিক সময়ে বিভিন্ন সমস্যার কারণে করতে না পারার জন্য। তবে ওই বিগত বছরের প্রতিযোগিতার পুরস্কার আমরা তুলে দেবো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যারা পুরস্কার পাবেন তাদের অবশ্যই ফোন করে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও নির্দিষ্ট পেজে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় অনুষ্ঠান হবে।

06/01/2024

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ

মহাশয়,/মহাশয়া,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ৫ ই জানুয়ারি শুক্রবার উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানকে কেন্দ্র করে যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তার কভারেজ করতে গিয়ে গুন্ডা বাহিনীর হাতে প্রহৃত হয়েছেন আমাদের সহকর্মীরা। এরাজ্যে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রহৃত হওয়ার ঘটনা নতুন নয়। এরাজ্যে গনতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। এই ঘটনায় আমরা ভীষণ উদ্বেগ প্রকাশ করছি। আমরা পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাই। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হয়ে গুন্ডা বাহিনী আক্রমণ করেছে তাতে আমরা আতঙ্কিত, ভীত ও সন্ত্রস্ত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মহাশয়ের মাধ্যমে আমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি।
পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব।
তাং- ৬ জানুয়ারি ২০২৪
মেদিনীপুর।

পাশে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের রিক্সা চালক দাদাদের শারদ শুভেচ্ছা জানানো ...
21/10/2023

পাশে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের রিক্সা চালক দাদাদের শারদ শুভেচ্ছা জানানো হলো সপ্তমীর সকালে । পাশাপাশি তাঁদের সামান্য খাদ্য সামগ্রী ,নতুন পোশাক তুলে দেওয়া হলো । শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে । মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কোতোয়ালি থানার আইসি আতিউর রহমান, টাউনবাবু প্রশান্ত কির্তনিয়া, সমাজসেবী শান্তনু চক্রবর্ত্তী, ক্লাবের সদস্যরা এবং অন্যান্য সাংবাদিকরাও তুলে দেয় উপহার সামগ্রী। আনন্দ ভাগ করে নেওয়া হয় রিক্সা চালক দাদাদের সাথে।

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের আয়োজনে রক্তদান শিবির আগামী ৭ অক্টোবর ২০২৩ শনিবার।
16/09/2023

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের আয়োজনে রক্তদান শিবির আগামী ৭ অক্টোবর ২০২৩ শনিবার।

09/09/2023

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব গভীর ভাবে উদ্বিগ্ন। একজন প্রতিষ্ঠিত সাংবাদিক গ্রেফতারের ঘটনা শুধু নিন্দনীয় নয়, চিন্তারও বিষয় বলে মনে করে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। আমরা ক্লাবের তরফ থেকে সাংবাদিকের মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আগামীদিনে এভাবে কোনও সাংবাদিকের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে তারও দাবি জানানো হচ্ছে।

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন
15/08/2023

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী পালন করা হলো পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে
08/08/2023

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী পালন করা হলো পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব স্বরবর্ণ ভবনের বর্ষপূর্তি। ক্লাব প্রতিষ্ঠা ২০১৩
17/05/2023

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব স্বরবর্ণ ভবনের বর্ষপূর্তি। ক্লাব প্রতিষ্ঠা ২০১৩

Address

Midnapur
721101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paschim Medinipur Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paschim Medinipur Press Club:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Midnapur

Show All