06/06/2023
আমি আর আমার পুলিশ পরিবারের সকলের জন্য!
"এই লেখা আমার নয়! সংগৃহীত! খুব বাস্তবিক বলে শেয়ার করলাম! পছন্দ না হলে এড়িয়ে যান। এমন কিছু মন্তব্য করবেন না যা আমাদের আঘাত করে!"
কলকাতা পুলিশে লোক নেবে। কি ভাবছেন চেষ্টা করবেন? করুন, নিশ্চই করুন। তবে তারাই করুন যারা পুলিশের চাকরি ভালোবাসে। হ্যা আমি এই চাকরিটা খুব ভালোবেসেই করি। ছোটবেলায় কেউ আমাকে যদি জিজ্ঞাসা করতো বড়ো হয়ে কি হবি, আমি বলতাম পুলিশ। পরে ব্যাংকের ক্লার্কের চাকরি ছেড়ে এখানে এসেছি কারণ এই চাকরিই আমি চেয়েছিলাম।
তবে এই চাকরির কিছু খারাপ দিকও আছে। এই চাকরিতে আসার আগে সেগুলো জানা খুব দরকার। এগুলোই আজ কিছুটা আলোচনা করবো...
1. আপনি যতই সৎ থাকুন না কেনো, এই চাকরি পেলেই কিন্তু আপনি অসৎ, ঘুষখোর তকমা পেয়ে যাবেন। ঠিক যেমন করে এতদিন আপনি এবং আপনার কাছের লোকগুলো দিয়ে এসেছেন এই তকমা।
2. Apply করার আগে মনে রাখবেন সব চাকরির মতোই এটাও একটা চাকরি। সৎ - অসৎ সব ধরণের লোক মিলেই এখানে কাজ করে চলেছে। কিন্তু অন্য চাকরিতে আপনি সৎ মানে সৎ আবার অসৎ মানে অসৎ। কিন্তু এখানে সাধারণের কাছে সকলেই নির্বিশেষে অসৎ।
3. আপনার মেরুদন্ড যতই সোজা থাক, এই চাকরিতে ঢুকলেই কিন্তু আপনার মেরুদন্ড সবার চোখে নুইয়ে পড়বে। পারবেন তো সামলাতে? সবই আপনারই দৃষ্টিভঙ্গি কিন্তু।
4. পুজোতে এবং অন্যান্ন ছুটির দিনে যখন বাকিরা ঘুরে বেড়াবে, আপনাকে কোথাও টানা 12 ঘন্টা ডিউটি করতে হবে। পারবেন তো ভিড়ের মধ্যে কিছু অশিক্ষিতর মুখ থেকে উড়ে আসা টিটকিরি শুনেও না শোনার ভান করে থাকতে? আপনি করেছেন নাকি কখনো?
5. পার্টির ধ্বজা হাতে পুলিশকে গালাগালি, ধাক্কা দিয়ে হয়তো গেছেন অনেকবার। হয়তো ইঁট ছুঁড়েছেন, মেরেছেন। পারবেন তো সেগুলো সামলাতে এবার। তাহলেই apply করুন।
6. যেকোনো বিপর্যয়ে যেমন আগুন, ভূমিকম্প, মহামারী ইত্যাদিতে বাড়িতে শুয়ে শুয়ে খবর দেখতে দেখতে পুলিশগুলো এই করেনা সেই করেনা আর বলতে পারবেন না কিন্তু। আর বন্ধুরা বললেও হাসি মুখে উড়িয়ে দিতে পারবেন তো?
7. চাকরি পেলেন, বিয়ে থা করার আগে ভাবলেন বাড়িটা একটু সাজিয়ে নি বা দোতলাটা করি, বা একটা গাড়ি কিনি। লোন নিয়ে সে আসাও মেটালেন। কিন্তু দেখবেন কিছু ছোটোলোক আত্মীয় এবং কিছু উদগাণ্ডু বন্ধু কেমন যেনো বাঁকা নজরে দেখছে আপনাকে। লোন না হাতি, সব বুঝি। ভেবেছেন নাকি কোনো পুলিশ বন্ধুর জন্য এরকমই ভাবনা??
8. জেনে রাখুন 10 টা - 5 টার চাকরির মতন এখানে 10 টার পরিবর্তে 12 টা করতে পারবেন না। পানিশমেন্ট হয়ে যাবে। জবাবদিহি চাওয়া হতে পারে। তবুও কিন্তু সারাজীবন শুনতে হবে পুলিশ দেরি করে আসে। যেমন আপনি এখন বলেন..
9. এখন যেমন আপনি বা আপনার মতন অনেকেই আছেন যারা পুলিশের পেছনে লেগে একটা দারুন আনন্দ পান। আজকেরই খবরে দেখলাম বাচ্চাদের মিড ডে মিলেও কোটি কোটি টাকা চুরি হয়েছে। আপনি কিন্তু পড়েছেন কিন্তু এটা মনে রাখবেন না। কিন্তু ট্রাকের থেকে 10 টাকা নেওয়া ট্র্যাফিক পুলিশটাকে কিভাবে ফাঁসানো যায় তা কিন্তু আপনার মনে চলতেই থাকে। হাত বাড়িয়ে এই টাকা নেওয়াকে আমি সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষ এদেরকেই টার্গেট করে কারণ পুলিশ একটা সহজ টার্গেট এখন। মিড ডে মিলের ঘুঘুদের পেছনে লাগার ক্ষমতা এদের নেই। পারবেন তো এসব দেখেও চুপ থাকতে? তবেই আসুন এই চাকরিতে।
10. ঘুষ ছাড়া নাকি পুলিশ কোনো কাজই করে না। খুব কমন কথা। আচ্ছা এই করোনার সময়ে 5 কিমি যেতে অ্যাম্বুলেন্সকে তো 5000/- টাকা 'অনুদান' করেছেন। কোনো পুলিশকর্মী কি ওরকম কিছু চেয়েছে? অথচ রোজই কত কত রুগী হসপিটালে বা সেফ হোমে পৌঁছে দিয়েছে এই পুলিশ। অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, বেড, পরিষেবা সবেতেই তো লক্ষ লক্ষ 'অনুদান' দিয়েছেন। পুলিশও তো সমান ভাবে আপনাদের সেবা দিয়ে চলেছে এই বিপদে। পরিবর্তে কিছু চেয়েছে। আপনি নিজেও কি একটা জলের বোতলও এগিয়ে দিয়েছেন একটু জল খাওয়ার জন্য?? তাহলে বলেন কেনো ঘুষ ছাড়া নাকি কিছুই হয় না??
11. আপনাকে কোনো নেতা চিনুক বা না চিনুক। আপনি তোষামোদ করুন বা না করুন। এই চাকরি পেলেই কিন্তু নেতাদের পা চাটা শুরু করে দেবেন। মানে লোকে তাইই বলবে, যেমন আপনি বলছেন এখন সব পুলিশকে।
12. ভোটের ডিউটি করতে গিয়ে রাতে ভালো করে ফ্যানের তলা না পেয়ে (পড়ুন ঘরে মাত্র একটাই ফ্যান) অনেকেই ফেসবুকে দুঃখপ্রকাশ করে। আপনি কিন্তু করতে পারবেন না কারণ আপনার বাইরে রাত জাগা অভ্যাস হয়ে যাবে। ভালো লাগবে তখন দুঃখ প্রকাশ করতে না পেরে?
13. ঝড়, জল, বৃষ্টি, দাবদাহ যাই চলুক, আপনাকে কিন্তু সময়ে রিপোর্ট করতেই হবে এবং ডিউটিও করতে হবে। না পাবেন AC না পাবেন ভালো করে খাওয়ার সময়। তখন নিজেকে সামলাতে পারবেন তো? তবেই আসুন এই চাকরিতে।
14. পুলিশ তো বাইরে জব করে এরা পাত্র হিসেবে খুব উপযুক্ত নয়, মেয়ের, ও মেয়ের বাবার কাছে । জেনে শুনে এগিয়ে আসুন ।
15. আগের দিন নাইট ডিউটি করে সবে বাড়িতে ফিরেছেন, ঘুমিয়ে টুমিয়ে হয়তো বেলায় একটু বেরোলেন, এমন সময় কিছু আতাক্যালানে এক গাল হাসি নিয়ে দেখবেন জিজ্ঞাসা করবেন, "কি আজ ছুটি নাকি?" বিশ্বাস করুন বুকের উপরে বসে টুটি টিপে ধরতে ইচ্ছা হয় । তবুও হাসি মুখে বলতে হবে হ্যা আজ অফ পেয়েছি.. পারবেন তো নিজেকে এভাবে কন্ট্রোল করতে??
পরিশেষে বলি পুলিশ হলে, " লজ্জা, কষ্ট, ভয় ; এই তিন ভুলতে হয়...."
মানে যে যত খারাপই ভাবুক, আপনাকে কর্ত্যবে অবিচল হতে হবে।
মানে যত কষ্টই হোক , আপনাকে কর্ত্যবে অবিচল হতে হবে।
মানে যত ভয়ই করুক l, আপনাকে কর্ত্যবে অবিচল হতে হবে। যেমন কোনো করোনা রুগীকে তার ছেলে, মেয়ে, আত্মীয় না দেখুক, আপনাকে তার সাহায্যে এগিয়ে আসতে হবে।
দুর্যোগে সবাই ঘরে থাকলেও আপনাকে এগিয়ে আসতে হবে।
আর সত্যি কি জানেন এতেও একটা আনন্দ আছে। ছোটবেলা ঝড়ের মধ্যে আম কুড়োতে কেউ ভয় পেতো? না পেতো না কারণ আনন্দ ছিলো।
বন্ধুকে শত বিপদেও কেউ ফেলে যেতে পারে?? হোক না তার করোনা। কারণ ভালোবাসা।
একা বৃদ্ধ বা বৃদ্ধা অসুস্থ হলে এগিয়ে আসবো না কেনো? আমার মা বাবার কিছু হলে কি আমি চুপ থাকবো??
আসলে বলতে চাইছি মনের থেকে ভালোবেসে, নিজের কাছে সৎ থেকে, মেরুদন্ড সোজা করে থাকতে পারলে আসুন এই চাকরিতে। প্রচুর সন্মান আর প্রচুর রকমের অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য... 🙏🙏
(আমার লেখা কাউকে দুঃখ দিতে নয়। আসলে দিন রাত পুলিশকে গালাগালি দেওয়া কিছু ছেলে মেয়ে বা ওরকম কিছু মানুষের জন্য যারা তাদের ছেলে মেয়েকেই এবার বলবে এই চাকরির জন্য apply করতে.. এই লেখা তাদের উদ্দেশ্যেই সমর্পিত..)
সংগৃহীত!!