জল ও শরবত প্রদান কর্মসূচি।
মুগবসান বাস স্ট্যান্ড।
ব্যাবস্থাপনায়-
মুগবসান মুক্ত মঞ্চ।
আজ পয়লা জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের মুগবসানের AB মার্কেটে একটি বিনামূল্যের সুগার ক্যাম্প অনুষ্ঠিত হলো।আজকের এই ক্যাম্পটি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে।আজকের এই ক্যাম্পে 65 জনের সুগার পরীক্ষা করা হয়। আয়োজন AB Human Care Trust এর চেয়ারম্যান গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন বলেন ভবিষ্যতে মাসের আরও কয়েক দিন বিনামূল্যে সুগার ক্যাম্প করতে চান যাতে দুঃস্থ অসহায় মানুষদের কিছুটা হলেও আর্থিক ভাবে উপকার হয়।
আজ পঃমেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের মুগবসান মুক্ত মঞ্চের পক্ষ থেকে ওড়িশার ব্হানাগায় গত জুন মাসের 2তারিখ ওড়িশার বাহানাগায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল করা হয়।মিছিলের শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।এই মিছিলে সোসাইটির সকল সদস্যের সাথে সাথে গ্রামের বহু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ পা মেলান।
মুগবসান মুক্ত মঞ্চের ব্যাবস্থাপনায় গত 12ই মার্চ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেই ক্যাম্পের চক্ষু রোগীদের চশমা দেওয়ার কথা ছিল আজ থেকে সেই চশমা দেওয়ার কাজ শুরু হলো। আজকের এই চশমা বিতরণ ক্যাম্পে উপস্থিত ছিলেন খড়্গপুর সর্বজ্যোতি আই হসপিটালের কর্মকর্তা অতীন্দ্র মাইতি,মুগবসান মুক্ত মঞ্চের সম্পাদক ডাক্তার সেখ কমরুদ্দিন,সভাপতি লোকেশ খান,কোর কমিটির সদস্য কাজী আব্দুল মেহেমুদ,কাজী আব্দুল মাসজুদ সহ অনেকেই।আজকের এই ক্যাম্প থেকে প্রায় 50জনকে চশমা দেওয়া হয়,বাকী প্রায় 250জনকে প্রতি নিয়ত সকাল বিকাল করে বিতরণ করা হবে।আজ চশমা বিতরণের শুরুর দিনে মুগবসান মুক্ত মঞ্চের সদস্য সকলেই বলেন আগামীতে মানুষের স্বার্থে আরও এইরকম ক্যাম্প করবেন।
পঃমেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের মুগবসান বাজারের AB মার্কেটে প্রতি মাসের ন্যায় আজ মে মাসের 1তারিখ বিনামূল্যে রক্তের সুগার ক্যাম্প অনুষ্ঠিত হলো। আজ এই বিনামূল্যের সুগার ক্যাম্পের সাথে বিশেষ ছাড়ে রক্তের থাইরয়েড,লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। আজকের এই ক্যাম্পে প্রায় 75জনের সুগার পরীক্ষা করা হয়।ক্যাম্পের শেষে আগামীতে প্রতি মাসে আরো বেশি দিন বিনামূল্যে সুগার ক্যাম্প করার আশা প্রকাশ করেন ক্যাম্পের আয়োজক গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন।