Rachi Howrah Vande Bharat at Jhargram Station
#jhargramdistrict #VandeBharatExpress
।ঝাড়্গ্রাম জেলায় যক্ষা ও এডস দূরীকরণ কর্মসূচী।।
#jhargramdistrict
।।উলবেড়িয়া রাস যাত্রা।।
#Uluberia #uluberia_kalibari #Howrah
।। শুধু মনে রেখ আমারই গান।।
।।music on wheel।।
দাদার নাম রোহিত, ফুলের দেশ ক্ষীরাইতে বাড়ি, ক্ষীনদৃষ্টি সম্পন্ন ব্যাক্তি SER ডিভিশন রেল এ গান করেন।
বাড়ির বা পাড়ার ছোট খাটো অনুষ্ঠানে ওনাকে ডাকতে পারেন।
যোগাযোগ ৯৬৪৭৮৩৬৩১০
রাতের ঝাড়্গ্রাম স্টেশন 🥰
#Jhargram
।।রামেশ্বরম মন্দির।।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানায় অবস্থিত রামেশ্বর মন্দির এক অপূর্ব মনোরম স্থান। যারা অন্যান দূরবর্তী স্থান থেকে এই ভ্রমণ করতে চান, খড়গপুর রেলওয়ে স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে এই ভ্রমণ করতে পারেন। গাড়িতে কেশিয়াড়ি পোঁছাতে হবে, ওখানে ভালোমানের হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন।এখানে প্রাতরাশ করে নিতেই পারেন। তারপর ভসরাঘাটের রাস্তা ধরে সুবর্নরেখার ওপর নবনির্মিত জঙ্গলকন্যা ব্রিজ পার হলেই নয়াগ্রাম মোড় থেকে ধনকামড়ার রাস্তা ধরে প্রায় 20 কিলোমিটার বিভিন্ন গ্রাম পেরিয়ে পৌঁছোবেন রামেশ্বর মন্দির। এই প্রাচীন মন্দির ঘিরে স্থানীয় লোকের মুখে বিভিন্ন গল্প আছে।বনবাসের সময় রামচন্দ্র, সীতা ও লক্ষণ কে নিয়ে এখানে এসেছিলেন। শিবরাত্রির সময় সীতাদেবী শিবের পূজা করতে চাইলে, রামচন্দ্রের নির্দেশে বিশ্বকর্মা একদিনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল রাম
।।মেছেদা ইস্কন মন্দির।।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
পূর্ব মেদিনীপুর এর প্রবেশপথ মেছেদাতে আছে ইস্কনের জগন্নাথ মন্দির। সময় করে আসতেই পারেন এই মন্দিরে।
#mecheda #iskcon #iskcontemple
।।Kolaghat।।
ট্রেন থেকে প্রিয় রুপনারায়ন নদের অপরুপ রুপ।
A Rainy Day At Jhargram Station
#Jhargram #rainydays #railway #Medinipur