02/01/2025
বিদায় বেলা
আমাদের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় বেলায় একটু মিষ্টি মুখ করানো হল। ওরা কেউ পাশের জুনিয়র হাইস্কুলে , কেউ দূরের হাইস্কুলে পরবর্তী শ্রেণির পাঠ শুরু করবে।সেই সঙ্গে আমাদের স্কুল লাগোয়া জুনিয়র হাইস্কুলের কিছু ছাত্রী হঠাৎ প্রণাম করতে এসেছিল। পরে বুঝতে পারলাম ওরা নবম শ্রেণিতে ভর্তি হবে। স্কুল ছেড়ে যাওয়ার আগে দেখা করতে এসেছিল।ওরা চার বছর আগে আমাদের বিদ্যালয়ের পাঠ শেষ করেছিল। কিন্তু চোখের সামনে থাকাতে অতটা খারাপ লাগেনি। আজ তাদের অশ্রুসিক্ত লাল চোখ দেখে খুবই কষ্ট লাগল। চার বছর আগে হলেও আজই যেন ওরা প্রকৃত অর্থেই প্রাক্তন হল।তোদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি ।ভালো থাকিস ।