UttarerAbhas

UttarerAbhas উত্তরবঙ্গের চেপে রাখা বঞ্চনার আভাস ব?

উত্তরবঙ্গের অবহেলিত ,বঞ্চিত ,নিপীড়িত চা শ্রমিক,দিন মজুর,কৃষিজীবী মেহনতি মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি অসংখ্য অগণিত বেকার যুবকযুবতীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকটি পুঙ্খানুপুঙ্খ ভা তুলে ধরতে দায়বদ্ধ উত্তরের অভ্যাস নামক নির্ভীক নিরপেক্ষ পোর্টালটি।

22/06/2024

#জলদাপাড়ায় হলং বাংলো পরিদর্শনে পৌঁছলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা,,,,,

21/06/2024

#বীরপাড়ায় রাম সেতুর উদ্যোগে নিশুল্ক নিউরো থেরাপি,,,
,,,,,

21/06/2024

#বিজেপির সাংসদ কে জলদাপাড়ায় যেতে দিলেন না ,,, মনোজ টিজ্ঞার বক্তব্যে শোরগোল,,,,,

20/06/2024

#গাড়ির ধাক্কায় আহত হাতি,,,,

20/06/2024

#স্থানীয়রা করলো পথ অবরোধ,,,,,

20/06/2024

#জলে ভেসে গেল হস্তি শাবক,,,,,,

20/06/2024

#জায়গা থানার ওসি পালজার ভুটিয়ার নেতৃত্বে,,,,,

19/06/2024

#উদ্ধার অজগর,,,,,

19/06/2024

#কি কারনে আগুনে জ্বলছে হোলং বাংলো,,,
বাংলো নিয়ে তদন্তের দাবি তুলেছেন একাংশ,,,,,

18/06/2024

#জলদাপাড়া হলং বাংলোতে ভয়াবহ,,, আগুন,,,পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ বাংলোটিতে আগুন ধরে যায়। পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলোটি। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তবে ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে এই সময় কোনও পর্যটক ছিলেন না।

17/06/2024

#নদী ভাঙ্গন কে কেন্দ্র করে পরিদর্শন,,,,

17/06/2024

#ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা,,,,

শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে। NJP ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘার দুটি ...
17/06/2024

শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে। NJP ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘার দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। বহু যাত্রীর হতাহাতের আশংঙ্কা। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলছে। আজ সকালের ঘটনা।
,,,,

15/06/2024

#কোচবিহারে বিজেপির সময় খুব খারাপ যাচ্ছে। নিশীথ প্রামানিক হেরে যাবার পরই বিজেপি ছাড়ার হিড়িক পরে গেছে,,,,,,,,,
,,,,,,

15/06/2024

#নিকাশি নালা না থাকায় বর্ষায় বেহাল অবস্থা ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গোরুর হাটটি।,,,,,,
,,,,,

14/06/2024

#নিরাপত্তা বাড়াতে CCTV,,,

14/06/2024

#বিদ্যুৎ পরিষেবা না মেলায়,,,,,

12/06/2024

#বুধবার সারাদিন পর যদিও রাত ১০ টা নাগাদ বিদ্যুৎ এল। মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি বাজারের একাংশ গৃহস্তের বাড়িতে আলো জ্বলল। তার কিছুক্ষণ পর বাকিদের ঘরে ও আলো জ্বলল। ক্ষোভ কিছুটা প্রশমিত হল ঠিকই।কিন্তু কিছু সময় পর ফের বিপত্তি।বিদ্যুতের পোস্টে আগুন লেগে গেল। দাউদাউ করে আগুন জ্বলল। স্থানিদের প্রচেষ্টায় আগুন যদিও নিভলো তবে ফের সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হলো শিশুবাড়ি বাজার। স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ফলেই এমন দুর্বিসহ পরিণতির সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের। এটা নিত্যনৈমিত্তিক ঘটনা।
নাম প্রকাশে স্থানীয় এক ব্যক্তি জানান, যে বিদ্যুতের পোস্টে আগুন লেগেছে সেই postev প্রায়ই আগুন লাগে। বিদ্যুৎ দপ্তর জোড়াতালি দিয়ে দায়সারা কাজ করে চলে যায়। ফের কয়দিন পর একিই অবস্থার সৃষ্টি হয়। এ যেন ছেলে খেলা চলছে। হয়তো বা কোন দিন বড়ো দুর্ঘটনা ও ঘটে যেতে পারে। এমনি আশংঙ্কা স্থানীয়দের।

বিদ্যুতের এতো সমস্যা ভুভারতে আর কোথায় আছে বলে জানা নেই।তবে দীর্ঘ দিন ধরে চরম সমস্যা চলছে শিশুবাড়ি বাজারে। বিদ্যুতের সমস্যার জন্য প্রচন্ড গরমে পানীয় জল টুকু ও সময় মতো মেলে না।তবে এভাবে চললে স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার সম্ভবনা প্রবল বলে আঁচ করা যায়।

12/06/2024

বুধবার ভোর থেকে বিদ্যুৎ নেই মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি বাজারে। রাত ৮ টায় ও বিদ্যুতের দেখা নেই। অসহনীয় গরমে ছটফট করছে আট থেকে আশি। জল সরোবরাহ বন্ধ। বিদ্যুতের না থাকায় পোস্ট অফিস সহ জেরক্স ও কাফে গুলি বন্ধ ছিল।অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়েছে। পড়ুয়াদের লেখা পড়া ববন্ধের পথে।এছাড়া শিশুবাড়ি বাজারে লোডশেডিং এ রেকর্ড গড়বে।তবে মানুষ ক্ষেপছে।ক্ষোভে ফুসছে। যেকোনো মুহূর্তে বড়ো ধরনের আন্দোলন সংগঠিত হতে পারে বলে আভাস মিলছে।। সাধু সাবধান।এতদিন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিলবলে অনেকেই শুনেছেন।এখন বিদ্যুত আর লোডশেডিং এর ঠেলায় মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে।

11/06/2024

#ছাগল তাড়াতে গিয়ে বাঘের আক্রমণ,,,,

11/06/2024

11-13 জুন, 2024 এর মধ্যে কোচবিহার , আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা গুলোয় ভারী (7-11 সেমি) থেকে খুব ভারী (12-20 সেমি) থেকে অত্যন্ত ভারী (>20 সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা ।

11/06/2024

#হাতির অত্যাচার,,,,

10/06/2024

#গিয়ে ছিলেন ব্যক্তিগত কাজে। কিন্তু ডাকাতি হচ্ছে টের পেয়ে ডাকাত দলকে একাই রুখে দিলেন জামুরিয়ার পুলিশ ফাঁড়ির সাহসী নির্ভিক ওসি মেঘনাদ মন্ডল।রবিবার ভর দুপুরে রানীগঞ্জের একটি সোনার শোরুমে ডাকাতি করতে আসে সাত ডাকাতের একটি দল।ডাকাতি চালানোর সময় হঠাৎ টের পান ওসি। সাহসীকতার সঙ্গে একটি ইলেকট্রিক পোলের আড়ালে গিয়ে গুলি চালিয়ে রুখে দিলেন ডাকাতি। এক ডাকাতকে ধরাশায়ীও করেন । কিন্ত আহত অবস্থায় সংগীকে তুলে নিয়ে চম্প্ট দেয় ডাকাত দল।,,,,,,

09/06/2024

#আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং পিলখানায় মাহুত ও পাতাওয়ালাদের ৫ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল।,,,,,,
,,,,,,

08/06/2024

#জাতীয় সংগীত গেয়ে নজির গড়ল ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সৌমীলী বিশ্বাস।,,,,,
,,,,,,

08/06/2024
08/06/2024

#অবশেষে সাময়িক ভাবে বিক্ষোভ ধর্ণা প্রত্যাহার করলেন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বহিস্কৃত আট শ্রমিক।,,,,,
,,,,

জটিলতা কাটিয়ে খুলে গেল তোতাপাড়া চা বাগান।  শুক্রবার বাগানের প্রায় ৭০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। শনিবার তাদের বকেয়া...
07/06/2024

জটিলতা কাটিয়ে খুলে গেল তোতাপাড়া চা বাগান। শুক্রবার বাগানের প্রায় ৭০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। শনিবার তাদের বকেয়া বেতনের একটি কিস্তি প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
দীর্ঘ দিন বেতন না পাওয়ায় শ্রমিক অসন্তোষ চরমে উঠে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগান। ১লা মে বাগানে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ লাগিয়ে বাগান ছেড়েছিল বাগান কর্তৃপক্ষ। ৩রা জুন জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনারের দপ্ত্রে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে ৬ জুন থেকে বাগান খোলার সিদ্ধান্ত হলেও কাজে যোগ দিচ্ছিলেন না শ্রমিকেরা। এর পর বাগানের শ্রমিকদের সাথে পরিচালন কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের আরোও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বকেয়া বেতন দুটি কিস্তিতে মিটিয়ে দেওয়ার আশ্বাস পাওয়ার পরই শুক্রবার থেকে কাজে যোগ দিলেন শ্রমিকেরা।
,,,,,

07/06/2024

#হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে শুক্রবার মধ্য মাদারিহাটে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল মাদারিহাট বন দপ্তর।,,,,,,
,,,,,

Address

Madari Hat
735220

Alerts

Be the first to know and let us send you an email when UttarerAbhas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UttarerAbhas:

Videos

Share


Other Madari Hat media companies

Show All