Trvlsusanta

Trvlsusanta Beaty never be explained . world's everythings is beautiful if you saw it positively

15/01/2025

05/01/2025
            আমি কেনো দুঃখিতআমি ভীষন দুঃখিত, কিন্তু কেনো?দুঃখের কারণ খুঁজতে গিয়ে বুজলাম, আমার তো দুঃখের কোন কারন নেই, দু...
01/12/2024



আমি কেনো দুঃখিত
আমি ভীষন দুঃখিত, কিন্তু কেনো?
দুঃখের কারণ খুঁজতে গিয়ে বুজলাম,
আমার তো দুঃখের কোন কারন নেই,
দুঃখের কোন কারন খুঁজে না পেয়ে আমি ভীষন চিন্তায় পড়ে পেলাম, তাই চিন্তার কারণ খুঁজতে লাগলাম, দেখলাম আমি অযথা ভুল ভাল চিন্তায় মগ্ন হয়ে সুন্দর সময় টাকে নষ্ট করছি ,আমার চিন্তারও কোনো কারণ নেই, আমার ভীষন কষ্ট হচ্ছে এই সুন্দর সময়টাতে যেখানে আমার হেসে খেলে কাটানোর কথা আমি সেখানে দুঃখে , চিন্তায় কাটাচ্ছি , আমার আফসোস হচ্ছিল আমি কতটা সময় দুঃখ,কষ্ট, চিন্তায় কাটিয়েছি, কিন্তু আফসোসের তো কিছু নেই, যে চলে গেছে সে তো কোনদিন আমার ছিল না, যা হারিয়েছি তা হয়তো আমার জীবনে অল্প দিনের জন্যই এসে ছিল , আর যা পাই নি তা আমার কপালেই কোনোদিন ছিল না , তার বদলে আমি যাকে চাই, যা চাই , তা পাওয়ার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা কি করতে পারি না? এবার সব কিছু ঠিকঠাক থাকলেও আমি কি চাই ,কেনো চাই , কাকে চাই , এই সব কিছু নিয়ে আমি দিশেহারা , মাঝে মাঝে ভাবি যদি সঠিক দিশা দেখানোর একজন মানুষ পাশে থাকতো , কিন্তু আমার ইচ্ছে- অনিচ্ছা, ভালোলাগা-খারাপলাগা , আমাকে আমি ছাড়া কে ভালো বুজবে ?, কাজেই আমাকে কি অপেক্ষা করতে হবে সঠিক সময়ের ? নিজেকেই খুজে নিতে হবে কি সঠিক পথ ? প্রতীক্ষা করতে হবে কি সঠিক মানুষের ?
✍️সুশান্ত ✍️

Chilapata, overflowing with pure love ❤️❤️
14/11/2024

Chilapata, overflowing with pure love ❤️❤️

তুমি আমি মিলে চলো ঘুড়ে আসি,নির্জন নদী তীরে বসে পাশা পাশি,দুঃখ সুখের গল্পঃ হবে , হবে হাসাহাসি,তুমি আমি মিলে চলো ঘুড়ে আস...
08/11/2024

তুমি আমি মিলে চলো ঘুড়ে আসি,
নির্জন নদী তীরে বসে পাশা পাশি,
দুঃখ সুখের গল্পঃ হবে , হবে হাসাহাসি,
তুমি আমি মিলে চলো ঘুড়ে আসি,

মন চায় ঘুড়ে আসি কাছে পিঠে দূরে,
মন চায় দূর আকাশে যাই উড়ে উড়ে,
যেথা খুশি সেথা যাই,তাতে কোনো বাঁধা নেই , তুমি আমি মিলে চলো আসি ঘুড়ে

✍️ সুশান্ত 🤳💖🥰

Happy independence day 🇮🇳🫂🥰🙏
15/08/2024

Happy independence day 🇮🇳🫂🥰🙏

Masti with friends at kunjonagor eco park, jaldapara forest🤗❤️💕🥰
08/08/2024

Masti with friends at kunjonagor eco park, jaldapara forest🤗❤️💕🥰

😔😔আমার ভাঙা ঘর 😔😔আমি মানুষ ভালো নই,আমি সমাজের আবর্জনা, আমি বাউন্ডুলে , শুধু একটা সরকারি চাকরি আর একটা দালান বাড়ী থাকলে ...
26/06/2024

😔😔আমার ভাঙা ঘর 😔😔
আমি মানুষ ভালো নই,আমি সমাজের আবর্জনা, আমি বাউন্ডুলে ,
শুধু একটা সরকারি চাকরি আর একটা দালান বাড়ী থাকলে বোধহয় আমি ভালো মানুষ হতাম, আমার অনেক বন্ধু থাকতো, সকাল বিকাল খবর নিত,অযোগ্য ভেবে তুমিও বোধহয় দূরত্ব বাড়াতে না ,
আমার ভাঙা ঘর , কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালাতে হয় না, চাঁদের আলোয় কাজ চলে যায়, ac লাগে না, প্রচন্ড গরমে বেড়ার ফাঁক দিয়ে শির শিরে হওয়ায় শরীর ঠান্ডা হয়ে যায়, বৃষ্টির দিনে চালের ফুটো দিয়ে জল পড়লে না হয় গামলা, বালতি বসিয়ে দিতাম ,
কোনো কাজ ছোট নয়,হাতের কাছে যা কাজ পাই তাই করে সংসারের সব দায়িত্ব পালন করি তেমনি তোমার ও সব দায়িত্ব পালন করতাম ,
সরকারী চাকরি পাই নি বলে অশিক্ষিত সমাজ হাসে, সামনে পিছনে খোটা দেয়, তাই বলে কোনো অসৎ কাজ করি নি,কাউকে ঠকাই নি , জুয়া খেলিনি , দুশ্চিন্তা দূর করার জন্য মদ, গাজার আসরে নিজের শিক্ষাকে বিসর্জন দেই নি, শিক্ষা, সততা, শ্রদ্ধার কোনো মূল্য নেই, তুমি সবার কাছে গুরুত্বহীন, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব,তোমার এসবের কোনো কিছুই আশা করতে নেই ,তোমার যে দালান বাড়ী আর সরকারী চাকরি নেই.....
✍️সুশান্ত 🌈🫂🥰

তুমি হারিয়ে যাও নি ,তুমি আছো আমার অন্তরে,তোমার টানেই তোমার কাছে এসেছিলাম বারবার ,তোমার শুদ্ধতা আর সৌন্দর্যকে ভালোবেসেছি...
20/06/2024

তুমি হারিয়ে যাও নি ,
তুমি আছো আমার অন্তরে,
তোমার টানেই তোমার কাছে এসেছিলাম বারবার ,
তোমার শুদ্ধতা আর সৌন্দর্যকে ভালোবেসেছিলাম ,
তুমি হরিয়ে যাও নি ,
তোমাকে হারতে হয়েছে, এটা ষড়যন্ত্র হোক বা নিয়তি তবে তবে তোমাকে হারানো আমাদের দূর্ভাগ্য,
হয়তো তোমার জায়গায় কেউ আসবে তবে তোমার বিকল্প হতে পারবে না কোনদিনো,
আমি তোমাকে রক্ষা করতে পারি নি তবে তুমি হারিয়ে গিয়েও আমার হৃদয়ে থেকে যাবে চিরকাল ...
✍️ সুশান্ত 🫂🌈💞🤗

ঝর ঝর বৃষ্টি ঘন কালো মেঘে ঘনিয়েছে আঁধারকড় কড় বাজ পড়ে , বৃষ্টি ঝর ঝর,চাল ধরেনা জলে, ভাঙ্গিয়া পরিতে চায়নদী, নালা,খাল...
17/06/2024

ঝর ঝর বৃষ্টি
ঘন কালো মেঘে ঘনিয়েছে আঁধার
কড় কড় বাজ পড়ে , বৃষ্টি ঝর ঝর,
চাল ধরেনা জলে, ভাঙ্গিয়া পরিতে চায়
নদী, নালা,খাল,বিল জলে ডুবে যায়,
ঘোলা জল ছেড়ে মাছের ঝাঁক উজায় নতুন জলে,
টেমাই, জাকোই, টনি জল,ছাপি জালে মাছ ধরে কৌশলে,
কলা গাছের ভুড়ি বানায় পাড়ার সকল ছেলে ,
নৌকা নৌকা খেলে তারা এক হাঁটু জলে ,
আম পরে ধুপ ধাপ, কাঠাল পেকেছে গাছে ,
মা খিচুরী রাধে , শিশু হাত তালি দিয়ে নাচে ,
কৃষক আনন্দে চাষ করে ,গিন্নি রাধে ভাত,
বাড়ির পানে চেয়ে থাকে , পড়বে কখন গিন্নির হাক,
ধান বোনা শেষ হলেই গিন্নি যাবে বাপের বাড়ী,
একা মন তার থাকেনা ঘরে , দিবে কবে শশুর বাড়ী পারি ,
কৃষক নিজেই জমিদার, হোক না তার কাঁচা ঘর ,
হাত বাড়িয়ে দেয় একে অপরের কাজে
তার কেহ নয় পর , ।
✍️ সুশান্ত 🌈🤗💞

গতকাল রাতে current sock লেগে একটি বন্যহাতির মৃত্যু হয়, জলদাপাড়া জঙ্গল থেকে একদল হাতি খাবারের জন্য লোকালয়ে ঢুকে , গ্রা...
19/05/2024

গতকাল রাতে current sock লেগে একটি বন্যহাতির মৃত্যু হয়, জলদাপাড়া জঙ্গল থেকে একদল হাতি খাবারের জন্য লোকালয়ে ঢুকে , গ্রামের এক বাসিন্দা হাতির হানা থেকে বাঁচতে বাড়ীর চারিদিকে curren লাগিয়ে রাখে, সেই তারে আটকে পড়ে একটি হাতির মৃত্যু হয়। ডুয়ার্স এর জঙ্গলে বন্য প্রাণীর হত্যা কোনো নতুন ঘটনা নয় , একরের পর একর বন জঙ্গল ধ্বংস হওয়ার ফলে , বন্য প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে, আর রোজ আক্রান্ত হচ্ছে কোনো না কোনো নিরীহ প্রাণী, কোন একটা খবরের কাগজের একটা কোনে এক দুটো ঘটনা প্রকাশ পেলেও , রোজ অন্ধকারে হারিয়ে যাচ্ছে শত শত নিরীহ প্রাণ, সরকারী অফিসার দামী দামী উপহার, সাপ্তাহিক বাজার , তাজা তাজা মাছ মাংস, শাক সবজি খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, শিক্ষিত সমাজ fachebook , tweeter, instagram এ wild animals # save forest, # save tree অভিযান চালাচ্ছে , । এই অভিযানে সমস্ত social media সবুজে সবুজ হয়ে যাচ্ছে দিন দিন , আগামি প্রজন্মের আর চিন্তা নেই , ওরা social media থেকে অক্সিজেন গ্রহণ করবে । 🥲🥲🥲

Our organic garden 🌱🏡
27/04/2024

Our organic garden 🌱🏡

আমি কখনোই চাই না,আমার এই নকল হাসিতে কারো মন মজে যাক ,এডিট করা কয়েকটা  ছবি বা দামি ক্যামেরায় তোলা  কয়েকটা ঝকঝকে ছবি দে...
08/04/2024

আমি কখনোই চাই না,
আমার এই নকল হাসিতে কারো মন মজে যাক ,
এডিট করা কয়েকটা ছবি বা দামি ক্যামেরায় তোলা কয়েকটা ঝকঝকে ছবি দেখে আমার প্রতি আকর্ষিত হোক,
মিথ্যে মায়া ভরা হাসির পেছনে যে কত অবহেলা, হতাশা , কতকিছু হারানোর গল্প লুকিয়ে আছে সেগুলো কেউ জানার চেষ্টা করুক ,
ধীরে ধীরে আমাকে জানুক , আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হোক, কোনো শব্দ বা বাক্যের বিবৃতি ছাড়াই যেনো সেই বন্ধুত্বে জমে থাকুক শুধু ভালোবাসা ,
মিথ্যে মায়া ভরা হাসিতে যে মোহিত হয় , সেটা হয় তার ফাইজলামি নয়তো তার মূর্খতা । এমন মূর্খতা আর ফ্যাজলামো নয় আমি একজন ভালো বন্ধু হতে চাই ।।।

বসন্ত উৎসব  mohan singhbhigh schoolহে বসন্ত তুমি এসো বার বারতোমারি রঙে রাঙিয়ে নিজেকেনতুন স্বপ্ন দেখবো আবারহে বসন্ত তুমি...
28/03/2024

বসন্ত উৎসব
mohan singhbhigh school
হে বসন্ত তুমি এসো বার বার
তোমারি রঙে রাঙিয়ে নিজেকে
নতুন স্বপ্ন দেখবো আবার
হে বসন্ত তুমি এসো বার বার।

হে বসন্ত তুমি বার বার এসো
আশার প্রদীপ জ্বেলো মোর ঘরে ।
যখন নিরাশা করিবে গ্রাস
এই সুখ দুঃখের সংসারে ।

Address

Shankar Mandal Road
Alipurduar

Telephone

+918617438592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trvlsusanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trvlsusanta:

Videos

Share