#bondhuradda #explorepage #friendshipgoals #naturelovers
#chologhuri
@highlight
Good friends are like stars. You don't always see them, but you know they're always there."
#bondhuradda #explorepage
#teatime #friendshipgoals #poetry #naturelovers @highlight
পরিচিত মাত্র
তুমি যেমন চাও আমি ঠিক তেমন নই,তুমি হলে কি আকাশের চাঁদ আর আমি বামুন ,তোমার ধরনের মতো না হলেও কিন্তু আমাকে তোমার বেশ ভালোই লেগেছিল সেটা তুমিই নিজেই বহুবার বলছো , তাই তুমি যেদিন বলেছিলে আমরা একসাথে না থাকলেও আমরা ভালো বন্ধু হবো, সব কথা খুলে বলবো, পাশে থাকবো একে অপরের, তোমার সব কথায় আমি রাজি হয়েছিলাম আমিও, কোনো কিছুই আশা রাখিনি তোমার থেকে, কারণ তোমাকে তো আমার বেশ ভালোই লাগে, তাই এই বন্ধুতের সম্পর্কটাকে আরো মজবুত করতে চেয়েছিলাম , গর্ব করে সবার কাছে তোমার কতই প্রশংসা করতাম তোমার ,আজ সামান্য ভুল বোঝাবুঝির জন্য আমরা এখন পরিচিত মাত্র , যোগাযোগের অভাবে হয়তো সেই পরিচিতিটাও আর থাকবে না একদিন, তবে তুমি আমাকে ভুলে গেলেও আমার মনে তুমি থাকবে , আর কোনোদিন আমায় মনে পড়লে একবার মনে করো আমাকে, তোমাকে বুকে জড়িয়ে ধরলে আমি যে শ
#bondhuradda #explorepage #NatureLovers #friendshipgoals #teatime @highlight হ্যাঁ আমার কাছে অনেক টাকা পয়সা নেই, দেখতেও এমন একটা সুন্দর নই, তবে আমার কাছে একটা মন ছিল , যার মূল্য কয়েকশো কোটি টাকাতেও কেনা যেতো না, সেই মূল্যবান জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম ,তুমি সম্পত্তি আর বাহ্যিক সুন্দরে মোহিত , প্রেম ভালোবাসার মূল্য তুমি বোঝোনি , বিনা কদর আর অবহেলায় সেটা তোমার কাছে পড়ে ছিল তাতেও তোমার মন ভরে নি, শেষে এমনভাবে ভাঙলে যাকে জোড়া লাগাতে হয়তো আমার বহু বৎসর লেগে যাবে
✍️ সুশান্ত🙂🙂
#explorepage #bondhuradda #winter
#chai
তোমার নীরবতায় আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি 🤗
#friendshipgoals #explorepage #vediography #naturelovers
#writer ✍️ Susanta
#voice🎤 Susanta
#vediography 🎥 Susanta
@highlight
শুভ সন্ধ্যা বন্ধুরা, ☕🤗এই প্রথমবার নিজের লেখাকে সুর দিলাম, কেমন হয়েছে? কমেন্ট করে জানাও 🙏🤗
#darjilingdairies #chai #friendshipgoal #travelphotography
#coachbiharrajbari #travelphotography #NatureExplorers #chai #friendshipgoal #longdrive
আজকে আমি অনুভব করতে পারছি,
যে মানুষটা চলে গেছে তার কোনো দোষ ছিল না , এতদিন আমি বুঝি নি , যে আমিই তার যোগ্য ছিলাম না , তার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো চলে যেতো , বরাবর নিজেকে বেস্ট ভাবলেও এটাই সত্যি যে আমি কারো যোগ্য নই , তাই যতটা পারি সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি ,এখন আর অকারণে কাউকে sms, call করে বিরক্ত করি না, কারো বিষয়ে বেশি কিছু জানার আগ্রহ দেখাই না, খুব কম কথা বলি , এতে হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে , তবে যেদিন নিজেকে যোগ্য করে তুলতে পারবো তারপর আবার তোমাদের বিরক্ত করবো সেদিন তোমরা ঠিক বুজবে যে সত্যিই মানুষটার কোনো অহংকার , ভাব , এসব কিছু নেই .....